যুবশ্রী প্রকল্প: বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা দিচ্ছে সরকার, দেখে নিন কিভাবে আবেদন করবেন ?

Baisali Samanta
Yuvasree Scheme
WhatsApp Channel Follow Now

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় কিছু প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল যুবশ্রী প্রকল্প(Yuvasree Scheme)। পশ্চিমবঙ্গের বাসিন্দারা এই প্রকল্পে আবেদন করতে একদমই ভুলবেন না কারণ এই প্রকল্পের আওতায় কর্মহীন যুবক-যুবতীদের বিশেষ ভাতার ব্যবস্থা করেছেন পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও এই প্রকল্পের কী কী সুবিধা রয়েছে এবং কীভাবে আবেদন করবেন সে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা, আজকের এই প্রতিবেদনে।

যুবশ্রী প্রকল্পের বিবরণ / Overview of Yuvasree Scheme

প্রকল্পের নামযুবশ্রী প্রকল্প
কোন কোন রাজ্যে চালু হয়েছেপশ্চিমবঙ্গ
প্রকল্প শুরু করেছেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোন বিভাগের অন্তর্গতশ্রম বিভাগ
প্রকল্প শুরুর তারিখ১ লা অক্টোবর, ২০১৩
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনপশ্চিমবঙ্গের বেকার যুবকরা
আবেদনের বয়স সীমা১৮ থেকে ৪৫ বছর
কি কি সুবিধা পাবেনপ্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান। এই টাকা ব্যবহার করে আপনারা কোনো প্রশিক্ষণ নিতে পারেন। আবার এই টাকা জমিয়ে কোনো ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন।
অনলাইনে আবেদনClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

যুবশ্রী প্রকল্প কী(What is Yuvasree Scheme)?

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল যুবশ্রী প্রকল্প(Yuvasree Prakalpa)। যুবশ্রী প্রকল্পের পূর্বের নাম “যুব উৎসাহ প্রকল্প” যেটি শ্রমবিভাগ দপ্তরের দ্বারা চালু করা হয়েছিল। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রথমেই নিজের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করতে হবে, যার মাধ্যমে সরকার বেকারত্বের সহায়তা প্রদান করে থাকে। এটি একটি স্ব-কর্মসংস্থানের উদ্যোগও বলা যায়।

যুবশ্রী প্রকল্পের সুবিধা / Benefits of Yuvasree Scheme

  • চাকরিপ্রার্থীদের সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের সহায়তা করবে সরকার।
  • বেকার যুবক-যুবতীরা এমপ্লয়মেন্ট ব্যাংকে কর্মসংস্থান ব্যাংকের নিজের নাম নথিভুক্ত করার ফলে তাদের দক্ষতা অনুযায়ী চাকরির সন্ধান পাবেন এবং সেখানে চাইলে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • সরকারের তরফ থেকে কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলির তরফ থেকেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাকরিপ্রার্থীদের দক্ষতা আপগ্রেড করবার সুবিধা রয়েছে যাতে তারা নিজেদের কর্মক্ষমতারও বাড়াতে পারে। যেমন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের সব স্কিল ট্রেনিং বেসিক কমিউনিকেশন ট্রেনিং বেসিক আইটি ট্রেনিং এর মাধ্যমে নিজেদেরকে আরও বেশি উন্নত করতে পারবে।
  • বেকার যুবক যুবতীদের সরকারের তরফ থেকে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে যদি এই সমস্তকিছু যোগ্যতার মানদন্ডের উপরই নির্ভর করবে।

যুবশ্রী প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Yuvasree Scheme

  • আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
  • আবেদনকারীকে অতি অবশ্যই বেকার হতে হবে।
  • পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর নাম অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত থাকতে হবে।
  • পরিবারের মাত্র একজনই এই প্রকল্পের সুযোগ-সুবিধা পাবেন।

যুবশ্রী প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Yuvasree Scheme

  1. বয়সের প্রমাণ পত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট জমা দিতে হবে)।
  2. পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হবার প্রমাণপত্র জমা দিতে হবে অর্থাৎ বসবাসের প্রমাণপত্র যেমন আধার কার্ড ইত্যাদি জমা দিতে হবে।
  3. অনেক্সচার ১ অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে।
  4. অনেক্সচার ৩ অনুযায়ী স্ব-ঘোষণাপত্র জমা দিতে হবে ।
  5. জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে।
  6. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা করতে হবে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে । সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার কোন সীমাবদ্ধতা নেই।
  7. ভোটার আইডি কার্ড কিংবা রেশন কার্ডের প্রতিলিপি জমা করতে হবে।
  8. একজন গ্রুপ এ অফিসারের দেওয়া বেকারত্বের শংসাপত্র জমা করতে হবে।
  9. সরকারের তরফ থেকে দেওয়া পিএইচ সার্টিফিকেট অর্থাৎ নূন্যতম ৪০ শতাংশ অক্ষমতা সহ যে সার্টিফিকেট দেয়া হয় সেই সার্টিফিকেটটি জমা করতে হবে।
  10. ব্যাংকের পাসবুকের জেরক্স কপি জমা দিতে হবে।
  11. পাসপোর্ট সাইজের ফটো জমা দিতে হবে।

যুবশ্রী প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Yuvasree Scheme

বর্তমানে যুবশ্রী প্রকল্পে(Yuvasree Prakalpa) আবেদন করবার একমাত্র মাধ্যম হচ্ছে অনলাইন সমগ্র প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করা সম্ভব আসুন জেনে নিন অনলাইনে আবেদনের প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিতভাবে:

  1. প্রথমেই আবেদনকারী কে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পরে নতুন তালিকাভুক্তি চাকরি সন্ধান করি এই অপশনটিতে ক্লিক করতে হবে সেখানে নিয়ম ও শর্তাবলীও থাকবে যেগুলি মনোযোগ সহকারে পড়ে নিতে হবে।
  3. এরপরের ধাপে আবেদনকারীকে নতুন তালিকাভুক্তির পৃষ্ঠায় বিস্তারিত বিবরণ গুলি দিতে হবে কী কী সেই বিস্তারিত বিবরণ আসুন দেখে নেওয়া যাক: শিক্ষাগত যোগ্যতা, ভাষা ব্যক্তিগত তথ্য, অভিজ্ঞতার বিবরণ, যোগাযোগের তথ্য, ছবি, বায়োডাটা, অতিরিক্ত তথ্য ও শারীরিক পরিমাপ ইত্যাদি।
  4. উপরে উক্ত সমস্ত তথ্য গুলি পূরণ করবার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে আবেদনকারী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দ্বারা তালিকাভুক্তির বৈধতার পরেই ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড পাবেন।
  5. পরবর্তী ক্ষেত্রে ব্যবহারকারী তার নাম ও পাসওয়ার্ড পাওয়ার পরে প্রয়োজনীয় কাগজপত্রসহ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করতে হবে

যুবশ্রী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি / Yuvasree Scheme Application Status Check Procedure

  1. প্রথমেই যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আবেদনকারী কে এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টালে যেতে হবে।
  2. এরপরে হোমপেজের বাঁদিকে যুবশ্রী অপশনে ক্লিক করতে হবে।
  3. পরবর্তী ধাপে স্ট্যাটাস দেখবার জন্য ভিউ স্ট্যাটাস ফর এনরলমেন্ট এন্ড যুবশ্রী অপশনে ক্লিক করতে হবে।
  4. এরপর আবেদনকারীর এনরোলমেন্ট আইডি এবং সিকিউরিটি কোড দিতে হবে যার মাধ্যমে নিজের স্ট্যাটাসটি চেক করতে পারবেন।
  5. সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আবেদনকারী যদি এন এক্স থ্রি ফর্মটি আপলোডের পর ভ্যালিডেশন না করায় সেক্ষেত্রে তার আবেদনের সময় যে নথি গুলি জমা করেছিলেন সেগুলিকে নিয়ে অবশ্যই আবেদনকারীকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর অফিসে যোগাযোগ করতে হবে।

যুবশ্রী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
যুবশ্রী প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্কClick Here
যুবশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্কClick Here
যুবশ্রী প্রকল্পের অপেক্ষার তালিকা চেক করার লিঙ্কClick Here

যুবশ্রী প্রকল্প সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:

১) যুবশ্রী প্রকল্প কি?

পশ্চিমবঙ্গ সরকারের শ্রমবিভাগ দ্বারা সমাজের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করবার উদ্দেশ্যে ২০১৩ সালে চালু করা হয় এই যুবশ্রী প্রকল্প।

২) যুবশ্রী প্রকল্পের সুবিধা কী?
এই প্রকল্পের অধীনে চাকরি প্রার্থীরা বিভিন্ন রকম চাকরির খোঁজ নিয়োগের সমর্থন ও আর্থিক সুবিধা পেয়ে থাকেন।

৩) কত টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে?

সরকারের তরফ থেকে মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

৪) যুবশ্রী প্রকল্পে আবেদনের বয়সসীমা কত?
যুবশ্রী প্রকল্পের আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে তবে পয়লা এপ্রিল যেদিন তাকে স্কিমের অধীনে বিবেচনা করা হবে সেই অনুযায়ী তার বয়সের হিসাব করা হবে।

৫) যুবশ্রী প্রকল্পের কি কাগজপত্র প্রয়োজন?

বয়সের প্রমাণপত্র বসবাসের প্রমাণ পত্র জাতিসংশা পত্র সরকারের পি এইচ সার্টিফিকেট যদি থেকে থাকে বয়সের প্রমাণপত্র গ্রুপ এ অফিসারের কাছ থেকে বেকারত্বের শংসাপত্র। রেশন কার্ড কিংবা ভোটার কার্ডে প্রতিলিপি জমা দিতে হবে।

৬) যুবশ্রী প্রকল্পে নাম নথিভূক্ত করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি কি?
ওয়েবসাইট হল www.employmentbankwb.gov.in

৭) যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে কোন জেলার সীমাবদ্ধতা আছে কিনা?

পশ্চিমবঙ্গের যেকোন জেলার যে কোন বেকার চাকরি প্রার্থী এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারে।।

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment