পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে শুরু হয়েছে বহুমুখী প্রকল্প যেমন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা,লক্ষী ভান্ডার , যুবশ্রী, রূপশ্রী ইত্যাদি। তেমনই একটি প্রকল্প হল উৎকর্ষ বাংলা প্রকল্প (Utkarsh Bangla Scheme)। আসুন জেনে নিই উৎকর্ষ বাংলা প্রকল্প সম্পর্কে দু চার কথা।
আজকের সমস্ত আর্টিকেলটি জুড়ে আমরা এই প্রকল্পের খুঁটিনাটি তথ্য গুলি আলোচনা করব। তাই অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি এই আর্টিকেলটি পড়ার আবেদন রইল সকলের কাছে।
উৎকর্ষ বাংলা প্রকল্পের বিবরণ / Overview of Utkarsh Bangla Scheme
প্রকল্পের নাম | উৎকর্ষ বাংলা প্রকল্প |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প শুরু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD) দ্বারা পরিচালিত |
প্রকল্প শুরুর তারিখ | ২০১৬ সালের ১৬ ই ফেব্রুয়ারি |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীরা |
আবেদনের বয়স সীমা | ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে |
কি কি সুবিধা পাবেন | ১. চাকরি প্রার্থীদের কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে। ২. পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীরা বিনামূল্যে ভোকেশনাল ট্রেনিং পাবে। |
আবেদনপত্র | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
উৎকর্ষ বাংলা প্রকল্প কী(What is Utkarsh Bangla Scheme) ?
২০১৬ সালের ১৬ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকার এই উৎকর্ষ বাংলা প্রকল্প(Utkarsh Bangla Scheme) প্রকল্পটি শুরু করেছিল। বাংলায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই প্রকল্পের ব্যবস্থা। কারিগরি শিক্ষার প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোই এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বেকার যুবক যুবতিরা এর ফলে উপার্জনের পথ সুনিশ্চিত করতে পারবে।
উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য / Objectives of Utkarsh Bangla Scheme
- আগামী দিনে রাজ্য সরকারের বেশ কিছু ট্রেনিং প্রাপ্ত ছেলেমেয়ে প্রয়োজন পড়বে বিশেষ করে বিভিন্ন বন্দরে কাজের জন্য, সেই চাহিদা মেটানোর উদ্দেশ্যেই ম্যানপাওয়ারের যোগান দেবে এই প্রকল্প।
- এই প্রশিক্ষণের ফলে রাজ্যের বেকার যুবক-যুবতীদে্য আর চাকরির জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। এককথায় রাজ্যেই তাদের অন্ন সংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, যা এই প্রকল্পের মূল লক্ষ্যও বলা চলে।
- ভবিষ্যতে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাজের উপযুক্ত করে তুলবে এবং তাদের কাজের জন্য আগ্রহী করে তুলতে সক্ষম হবে বলেই আশা রাখেন।
উৎকর্ষ বাংলা প্রকল্পের সুবিধা / Benefits of Utkarsh Bangla Scheme
- এই প্রকল্পের মাধ্যমে বেকারত্ব হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।
- বেকার যুবক-যুবতীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে এই প্রকল্পের মাধ্যমে।
- এই প্রকল্পের মাধ্যমে চাকরিপ্রার্থীরা কর্মসংস্থানের পথ সুনিশ্চিত করবে।
- উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন তাঁরা বিনামূল্যে ভোকেশনাল ট্রেনিং শেখারও সুযোগ পাবেন।
- প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে সার্টিফিকেটও দেওয়া হবে যার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে বেকার যুবক যুবতীরা নিজেদের কর্মসংস্থানের পথ সুনিশ্চিত করতে পারবে।
- এই প্রকল্পের মাধ্যমে যে প্রশিক্ষণ দেওয়া হবে তাতে তাঁরা আগামী দিনে উপার্জন করতে পারবে বলেই মনে করা হচ্ছে।
- উৎকর্ষ বাংলা প্রকল্পে বিভিন্ন ট্রেনিংয়ের সুবিধা রয়েছে।তাই এর আওতায় ট্রেনিং নিতে গেলে সত্ত্বর নিজের নাম নথিভুক্ত করতে হবে।
- রয়েছে একটি টেলিগ্রাম চ্যানেলও যার মাধ্যমে প্রশিক্ষণের আপডেট এবং এই প্রকল্পের আওতায় নতুন কোন সুবিধা সম্পর্কে জানানো হবে। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি সঙ্গে যুক্ত থাকতে হবে সকলকে।
উৎকর্ষ বাংলা প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Utkarsh Bangla Scheme
এ প্রকল্পের আবেদন করার জন্য আবেদনকারীর বেশ কিছু যোগ্যতা প্রয়োজন। কী কী যোগ্যতা প্রয়োজন আসুন এক নজরে তা দেখে নেওয়া যাক।
- আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে
উৎকর্ষ বাংলা প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Utkarsh Bangla Scheme
সমস্ত আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমে হবে। এই প্রকল্পে আবেদন করতে গেলে সমস্তটাই অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। আবেদনকারীকে তাই সত্ত্বর নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং নিজের নামটি নথিভুক্ত করাতে হবে। যে বিষয়টিতে আপনি প্রশিক্ষণ নিতে চান সেই বিষয়টিও সুস্পষ্ট ভাবে জানাতে হবে।
উৎকর্ষ বাংলা প্রকল্প এর যোগাযোগের বিবরণ / Utkarsh Bangla Scheme Contact Details
- প্লট নম্বর বি ৭ এ এ থ্রি, কারিগরি ভবন দ্বিতীয় তল, নিয়ার হাজরা কালিবাড়ি , বিপরীত ইউনিওয়ার্ল্ড সিটি, মেজর অটোরিয়াল রোড(ইষ্ট-ওয়েস্ট), নিউ টাউন, কলকাতা ওয়েস্ট বেঙ্গল ৭০০১৬০
ফোন নম্বর:– ০৩৩ ২৩২৪-৭৫৬৬ - উৎকর্ষ বাংলা স্কিমে আবেদন করবার অফিসিয়াল ওয়েবসাইট: www.pbssd.gov.in
উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে কীভাবে আপনি কাজ করবেন(How will you work under Utkarsh Bangla Scheme) ?
- প্রথমেই উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- এরপর ইন্ডাস্ট্রি বাস সেক্টর বেছে নিতে হবে।
- তারপর জব বলে অপশনে গিয়ে পিবিএসএসডি দ্বারা অনুমোদিত প্রশিক্ষণ প্রদানকারী তালিকায় যেতে হবে।
- তালিকা থেকে পছন্দমত অপশনটি বেছে নিতে হবে এবং এভাবেই এপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ পূরণ করতে হবে।
- শেষে সাবমিট করার আগে অবশ্যই সমস্ত ফর্মটি ঠিকঠাক তথ্য দিয়ে পূরণ করেছেন কিনা তা একবার চোখ বুলিয়ে নিতে হবে। তারপরেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
কোন কোন সেক্টরে উৎকর্ষ বাংলা প্রকল্প প্রশিক্ষণ দেয়(In which sector does Utkarsh Bangla Scheme provide training) ?
ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস এন্ড ইন্সুরেন্স বিউটি ওয়্যারলেস কনস্ট্রাকশন এগ্রিকালচার ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়ার জেমস এন্ড জুয়েলারি আই টি ও আই টি এস প্লাম্বিং পাওয়ার টেলিকম ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ইত্যাদি।
উৎকর্ষ বাংলা প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় / Some Important Points About Utkarsh Bangla Scheme
- এই প্রকল্পে মোট ৪০০ থেকে ১২০০ ঘন্টার একটি প্রশিক্ষণ হবে।
- প্রতিদিন অন্তত দুটো শিফটে ক্লাস নেওয়া হবে।
- সপ্তাহে ৪-৫ দিন অথবা ৬ দিন ক্লাস নেওয়া হবে।
- প্রতিদিন অন্তত ২ অথবা ৪ অথবা ৬ ঘন্টা করে পিবিএসএসডির অনুমোদন অনুযায়ী ক্লাস নেওয়া হবে।
- প্রশিক্ষণ শেষে আবেদনকারীদের একটি করে সার্টিফিকেট দেওয়া হবে।
- তবে প্রশিক্ষণ চলাকালীন কোন দৈনিক ভাতা দেওয়া হবে না।
- শুধুমাত্র যাতায়াত ও টিফিনের জন্য ৫০ টাকা ভাতা স্বরূপ দেওয়া হবে।
বলা চলে একেবারে হাতে-কলমে কাজ শিখে চাকরির সুযোগ দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা যে মুখ্যমন্ত্রী সদা সর্বদা ভাবেন তা এই সমস্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমেই স্পষ্ট।
আশা করা যায় রাজ্যে যেভাবে বেকারত্বের সংখ্যা দিন প্রতিদিন বেড়ে চলেছে সে কথা মাথায় রেখে আগামী দিন এই সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য এমন বহু প্রকল্প নিয়ে আসবেন রাজ্য সরকার, যাতে করে অন্নের সংস্থান তাঁরা তাদের রাজ্যেই পান তার জন্য দূর দেশে পাড়ি দিতে না হয়। পরিবার পরিজনের মাঝে থেকে সুস্থ স্বাভাবিক সুখী জীবন যেন কাটাতে পারেন তাঁরা। সরকারের থেকে এটুকুই আমাদের আশা আগামী দিন তাঁরা এভাবেই যেন সকলের কথা ভেবে সকলের পাশে থাকেন।
উৎকর্ষ বাংলা প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
উৎকর্ষ বাংলা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
উৎকর্ষ বাংলা প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Click Here |
উৎকর্ষ বাংলা প্রকল্পের ট্রেনিং গাইড ডাউনলোড করুন | Click Here |