পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনসাধারণের স্বাস্থ্যের উন্নয়নের স্বার্থে একটি নব উদ্যোগ হল স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে জনসাধারণ তাদের চিকিৎসা ব্যবস্থার নিশ্চিতকরণ এবং যথাযথ স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার পেয়ে থাকেন।
আর আপনার পরিবারে যদি কারোর এই স্বাস্থ্য সাথী কার্ড থাকে তবে তিনি প্রাইমারি বা সেকেন্ডারি বা টার্শিয়ারি লেভেলের যেকোন শারীরিক অসুস্থতার কারণে পাঁচ লক্ষ টাকা অবধি আর্থিক বিমা সহায়তা পাবেন। তাই আর দেরি না করে যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড না থাকে কিভাবে করবেন জেনে নিন পাশাপাশি আরো জেনে নিন কি কি সুবিধা আপনি কার্ডের মাধ্যমে পেতে পারেন?
স্বাস্থ্য সাথী প্রকল্পের বিবরণ / Overview of Swasthya Sathi Scheme
প্রকল্পের নাম | স্বাস্থ্য সাথী প্রকল্প |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প চালু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | পশ্চিমবঙ্গ সরকার |
প্রকল্প শুরুর তারিখ | 17 ফেব্রুয়ারী 2016 |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | 2024 এ সক্রিয় আছে |
কারা আবেদন করতে পারবেন | মহিলারা ও পুরুষেরা |
আবেদনের বয়স সীমা | 25 থেকে 60 বছর |
কি কি সুবিধা পাবেন | পরিবার পিছু 5 লক্ষ টাকা চিকিৎসা খরচ |
নাম চেক করার লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
স্বাস্থ্য সাথী প্রকল্প কি(What is Swasthya Sathi Scheme) ?
১৭ ই ফেব্রুয়ারি ২০১৬ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জনসাধারণের স্বাস্থ্যের মানোন্নয়ন বজায় রাখতে এবং সুচিকিৎসার বিশেষ কারণ করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাথে সাথে প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পে নাম নথিভুক্তকরণের মাধ্যমে একই পরিবারের সমস্ত সদস্যরা বার্ষিক ৫ লক্ষ টাকা অব্দি আর্থিক বিমার সুযোগ পাবেন।
স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা / Benefits of Swasthya Sathi Scheme
স্বাস্থ্য সাথী প্রকল্পে আপনি যে সুবিধা গুলো পাবেন তা হল-
১) বার্ষিক 5 লক্ষ টাকার কভারেজ
এই প্রকল্পের আওতাভুক্ত হলে আপনি এবং আপনার পরিবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বাস্থ্য ক্ষেত্রে বার্ষিক পাঁচ লক্ষ টাকা অব্দি আর্থিক কভারেজের সুযোগ পাবেন।
২) সমগ্র পরিবারের কভারেজ
এই প্রকল্পের আওতাভুক্ত মহিলার স্বামী সন্তান বাবা-মা ভাই এ প্রকল্পের আওতায় আসবেন এবং তাদের কোন শারীরিক অসুস্থতার ক্ষেত্রে উপভোক্তার স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করতে পারবেন ।
৩) প্রিমিয়াম
স্বাস্থ্য সাথী প্রকল্পের ক্ষেত্রে পরিবার প্রতি বরাদ্দ সম্পূর্ণ প্রিমিয়ামের ব্যবস্থাটাই করে রাখবে পশ্চিমবঙ্গ সরকার তাই সেটা নিয়ে আপনার মাথা ব্যথার কোন কারণ নেই।
৪) সম্পূর্ণ নগদহীন হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় কোন ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে ডাক্তারের পরামর্শ থেকে শুরু করে ডায়াগনস্টিক ইভালিউশন, ওষুধের যাবতীয় খরচ বহন করবে এই স্বাস্থ্য সাথী প্রকল্প। পাশাপাশি রোগীর কোন অস্ত্রোপচার হলে তার জন্য যাবতীয় খরচ এই প্রকল্পের মাধ্যমে ব্যয় হবে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পরবর্তী পাঁচ দিনের ওষুধের খরচ মেটাবে এই প্রকল্প অবশ্য হাসপাতালে থাকাকালীন খাওয়ার খরচ বাবদ কোন কভারেজ এই প্রকল্পে থাকছে না।
৫) ডিসচার্জের পর পরিবহনের খরচ
আপনি যদি স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত কোন হাসপাতালে ভর্তি হন সে ক্ষেত্রে আপনার হাসপাতাল থেকে ছুটির পর 200 টাকা পরিবহন খরচ হিসাবে নির্ধারিত হবে তবে আপনি যদি কোন সরকারি হাসপাতালে ভর্তি হন সেক্ষেত্রে আপনার ছুটির পর পরিবহন খরচ হিসেবে ৪০০ থেকে ৭০০ টাকা অব্দি পেতে পারেন।
৬) তালিকাভুক্ত হসপিটাল
বর্তমানে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে প্রায় ১৫০০ এর ও অধিক হসপিটাল রয়েছে পাশাপাশি প্রত্যেকদিন নতুন নতুন হসপিটাল এই প্রকল্পের আওতায় আসছে। তাই রোগী ভর্তি ক্ষেত্রে আগে কোন কোন হসপিটালে সাথে প্রকল্পের আওতায় রয়েছে তা জেনে নিয়ে তারপরে এই রোগী ভর্তি করবেন।
৭) রোগীদের প্রাক অনুমোদন চিকিৎসা
তাছাড়া প্রকল্পের অধীনে কোন রোগী ভর্তি হলে তার জন্য প্রাক অনুমোদন থাকে যাতে হাসপাতালে ডাক্তারের পরামর্শ থেকে ওষুধ কোন ক্ষেত্রেই দেরি না হয়।
৮) স্মার্ট কার্ডের ব্যবহার-
স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত ব্যক্তিদের একটি স্মার্ট কার্ড প্রদান করা হয় যেখানে প্রার্থী এবং তার পরিবারের সমস্ত তথ্য ডিজিটালি এনক্রিপটেড থাকে এবং কোন অসুস্থতা ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হলে সুবিধাভোগী বিশেষ সুযোগ পাবেন।
৯) অনলাইন স্বাস্থ্য রেকর্ড
রোগীর হাসপাতলে ভর্তি থাকে যাবতীয় চিকিৎসা সম্পূর্ণ বিষয়টাই অনলাইনে আপগ্রেড করা থাকে। এর ফলে পরবর্তীকালে যদি যাবতীয় রোগসংক্রান্ত আপলোড ডাক্তারের কাছে আপডেট করা হয়।
১০) স্বাস্থ্য সাথী প্যাকেজ
বর্তমানে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে মোট 2092 টি প্যাকেজ রয়েছে অবশ্য এই প্যাকেজের পরিবর্তন এবং ধার্য অর্থের পরিমাণ স্বাস্থ্য সাথী কমিটির দ্বারাই নির্ধারিত করা হয়ে থাকে।
১১) স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপ
আপনি গুগল প্লে স্টোর থেকে স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন এবং এই অ্যাপে কোন কোন হসপিটালে আপনি স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন এবং আপনার যাবতীয় অভিযোগ দায়ের করতে পারেন।
১২) এসএমএস এর বিশেষ সুবিধা
স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে কোন ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে সেক্ষেত্রে রেজিস্টার্ড ফোন নাম্বারে এসএমএস চলে যাবে পাশাপাশি রোগী ছুটি হলে তার রেজিস্টার্ড নাম্বারে এসএমএস চলে যাবে।
১৩) টোল ফ্রি নম্বর
উপভোক্তাদের প্রকল্প সংক্রান্ত কোনো সমস্যা হলে তারা সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টাই স্মার্ট কার্ডের পিছনে উল্লেখ্য ফোন নাম্বারে ফোন করে তাদের অভিযোগ দায়ের করতে পারেন।
স্বাস্থ্য সাথী প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Swasthya Sathi Scheme
যে সকল ব্যক্তিরা স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন তাদের যদি যোগ্যতাগুলি রাখতে হবে –
- ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কার্ডের জন্য আবেদনকারী প্রধান মহিলা এবং তার পরিবারের স্বামী শ্বশুর শাশুড়ি বাবা মা এবং নির্ভরশীল সন্তান এই সুবিধার আওতাপ্রাপ্ত হবে।
- স্বাস্থ্য সাথী কার্ডের ভিত্তিতে পরিবারের প্রতিবন্ধী সদস্যকেও আর্থিক কভারেজ দেওয়া হবে।
যে সকল ব্যক্তিরা স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন না- - ইতিমধ্যেই যে সকল ব্যক্তিরা সরকার কর্তৃক সরকারি ইন্সুরেন্স হেলথ পলিসিতে নথিভুক্ত করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
- যে সকল ব্যক্তিরা চাকরির বেতনের অংশ হিসেবে চিকিৎসা বাবদ ভাতা পান তারা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন না কেননা তারা চাকরির মাধ্যমেই চিকিৎসা সুবিধা ভোগ করছেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Swasthya Sathi Scheme
- প্রার্থী নিজস্ব পরিচয় পত্র (আধার বা ভোটার কার্ড)
- প্রার্থীর স্থানীয় বাসিন্দার পরিচয় পত্র।
- পরিবারের নামের তালিকা( পরিবারের যে যে সদস্যকে আপনি আপনার কার্ডে যুক্ত করতে চাইছেন)।
স্বাস্থ্য সাথী প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Swasthya Sathi Scheme
এই স্বাস্থ্য সাথী কার্ডের জন্য প্রার্থীরা মূলত অনলাইন বা অফলাইন দুই মাধ্যমেই আবদান করতে পারেন।
অফলাইনে আবেদন পদ্ধতি
আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য অফলাইনে আবেদন করতে চান সে ক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার বাড়ির নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। দুয়ারে সরকার ক্যাম্প থেকেই ইউনিক নাম্বার যুক্ত স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় সকল প্রকার নথিগুলি সংযুক্ত করুন এবং নির্দিষ্ট বিবরণ গুলি সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট দুয়ারে সরকার ক্যাম্পেই আবেদন পত্র জমা করতে হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনি স্বাস্থ্য সাথীর অফিশিয়াল পোর্টাল থেকেই আবেদন করতে পারেন। কিভাবে ধাপে ধাপে আবেদন করবেন নিচে বর্ণনা করা হলো –
- প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল এ প্রবেশ করতে হবে।
- এরপর উপরে ডান দিকে Apply Online অপশন আসবে। এই অপশনে ক্লিক করলে এরপরে Online Application for Swasthya Sathi Card অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইল নাম্বার লিখুন এবং get OTP অপশনে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে একটি তিন অক্ষরের ওটিপি আসবে।
- ওটিপি সাবমিট করে এরপর আপনি আবেদনের মূল পত্র form b তে পৌছাবেন। এরপর এই ফর্মটি সঠিক তথ্য সহকারে নির্ভুলভাবে পূরণ করুন এবং আপনার জেলার নাম বা মিউনিসিপ্যালিটি বা ব্লক এর নাম উল্লেখ করুন।
- এরপর আবেদনকারী কোন মাধ্যমে কাজ করেন অর্থাৎ সরকারি না বেসরকারি তা উল্লেখ করতে হবে এবং আবেদনকারীর সংশ্লিষ্ট ঠিকানা সম্পূর্ণ পিন কোড সহকারে আপডেট করতে হবে।।
- আবেদনপত্রে মূল আবেদনকারী অর্থাৎ পরিবারের বয়স্কা মহিলার নাম লিখতে হবে। এরপরে বাড়ির অন্যান্য সদস্যদের নাম সিরিয়াল নাম্বার অনুসারে লিখতে হবে।
- আবেদনকারী পরিবারের কোন ব্যক্তি যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে OFFICE NAME AND ADDRESS উল্লেখ করতে হবে। এছাড়াও আবেদনকারীর বা তার বাড়ির কোন সদস্যের সরকারি বীমা বা ইন্সুরেন্স করা থাকলে সেটাও উল্লেখ করতে হবে।
- এরপর সদস্যদের তালিকায় আবেদনকারীর পরিবারের কজন পুরুষ এবং মহিলা সদস্য রয়েছেন এবং উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে আবেদনকারীর কি সম্পর্ক তাদের বয়স নাম এবং আধার নাম্বার জমা দিতে হবে। এভাবে ফর্মটি পুরোপুরিভাবে কমপ্লিট হলে submit অপশনে গিয়ে আবেদন পত্রটি জমা করতে হবে।
স্বাস্থ্য সাথী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি / Swasthya Sathi Scheme Application Status Check
স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদনের পর কিভাবে আপনার কার্ডের জন্য অনুমোদিত ব্যালেন্সের পরিমাণ চেক করবেন তা ধাপে ধাপে নিচে বর্ণনা করা হলো –
- প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য অফিসিয়াল পোর্টাল তে প্রবেশ করতে হবে।
- এরপর উপরের দিকে থাকা Apply Online অপশনে ক্লিক করে Check Your Online Application Status for Swasthya Sathi Card অপশনে ক্লিক করবেন।
- এবার আপনাকে আপনারা সংশ্লিষ্ট জেলা সিলেক্ট করতে হবে এবং আপনার আধার কার্ডের নাম্বার সাবমিট করলেই আপনি আপনার বর্তমানে আপনার স্বাস্থ্য সাথী কার্ড এর স্ট্যাটাস দেখতে পাবেন।
স্বাস্থ্য সাথী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
স্বাস্থ্য সাথী প্রকল্পের এর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
স্বাস্থ্য সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Click Here |
স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইনে আবেদন করার লিঙ্ক | Click Here |
স্বাস্থ্য সাথী কার্ড এর আবেদন স্ট্যাটাস চেক করার লিঙ্ক | Click Here |
স্বাস্থ্য সাথী কার্ড এর নাম চেক করার লিঙ্ক | Click Here |
স্বাস্থ্য সাথীর কার্ড ভেরিফিকেশন চেক করার লিঙ্ক | Click Here |
কোন কোন হসপিটালে স্বাস্থ্য সাথী কার্ড এর পরিষেবা পাবেন তা চেক করার লিঙ্ক | Click Here |