সুকন্যা সমৃদ্ধি যোজনা: এই স্কিমে টাকা জমিয়ে মিলবে প্রায় ৬৫ লাখ টাকা, দেখে নিন আবেদন পদ্ধতি

Baisali Samanta
Sukanya Samriddhi Yojana
WhatsApp Channel Follow Now

ভারতে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটি বেশ জনপ্রিয় হয়েছে, তবে শুধুমাত্র এটি স্লোগান নয় এটি একটি প্রকল্প যে প্রকল্প প্রচার অভিযানে নেমেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালের ২২ শে জানুয়ারি তিনি প্রকল্পের সূত্রপাত করেন। প্রকল্পের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana), মূলত এটি মেয়েদের উচ্চশিক্ষা ও বিয়ে সংক্রান্ত প্রয়োজনের সহায়তার ক্ষেত্রেই তৈরি। আসুন জেনে নিই সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য যা আগামী দিনে আপনাকে আমাকে সহায়তা করবে নিজের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।

প্রকল্পের সূচীপত্র
সুকন্যা সমৃদ্ধি যোজনার বিবরণ / Overview of Sukanya Samriddhi Yojanaসুকন্যা সমৃদ্ধি যোজনা কী(What is Sukanya Samriddhi Yojana) ?সুকন্যা সমৃদ্ধি যোজনাটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Sukanya Samriddhi Yojanaসুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা / Benefits of Janani Suraksha Yojanaসুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ করার পদ্ধতি / How to invest in Sukanya Samriddhi Yojanaসুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Janani Suraksha Yojanaসুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য / Some important information regarding investment in Sukanya Samriddhi Yojanaসুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করার পদ্ধতি / How to apply in Sukanya Samriddhi Yojanaঅনলাইনে আবেদনের পদ্ধতি:অফলাইনে আবেদন পদ্ধতি:মোবাইল অ্যাপের মাধ্যমে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি / How to open account in Sukanya Samriddhi Yojana through mobile appসুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করা টাকায় সুদের পরিমাণ / Amount of interest on money invested in Sukanya Samriddhi Yojanaসুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট বন্ধ করার নিয়মাবলী / Sukanya Samriddhi Yojana account closure rulesসুকন্যা সমৃদ্ধি যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

সুকন্যা সমৃদ্ধি যোজনা বিবরণ / Overview of Sukanya Samriddhi Yojana

সুকন্যা সমৃদ্ধি যোজনার বিবরণ

প্রকল্পের নামসুকন্যা সমৃদ্ধি যোজনা
কোন কোন রাজ্যে চালু হয়েছেদেশের প্রতিটি রাজ্যে
প্রকল্প শুরু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কোন বিভাগের অন্তর্গতকেন্দ্র সরকারের ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ অভিযানের অংশ
প্রকল্প শুরুর তারিখ২২ শে জানুয়ারি, ২০১৫
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনশিশু কন্যার মাতা-পিতা
আবেদনের বয়স সীমাজন্মের সময় থেকে ১০ বছর বয়স পর্যন্ত
কি কি সুবিধা পাবেন১. নূন্যতম ২৫০ টাকা (বার্ষিক) জমা করে বেশি টাকা রিটার্ন ২. কন্যা সন্তানের পড়াশোনা ও বিয়ে নিয়ে চিন্তা মুক্ত ৩. আয়কর ছাড়
আবেদনের স্ট্যাটাস চেক লিঙ্কClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

সুকন্যা সমৃদ্ধি যোজনা কী(What is Sukanya Samriddhi Yojana) ?

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হরিয়ানার পানিপথে ২০১৫ সালের ২২ শে জানুয়ারি এই প্রকল্পের ঘোষণা করেন। এটি একটি সরকারি সঞ্চয় প্রকল্প, যার মাধ্যমে কন্যা সন্তানের বাবা-মায়েরা তাঁর মেয়ের উপকারের অভিপ্রায়ে তৈরি করা একটি ফান্ড। ১০ বছর বা তার কম বয়সী কন্যা সন্তানের মা বাবারা চাইলেই এই প্রকল্পের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রকল্পটিতে রয়েছে ট্যাক্স ছাড়ের সুবিধা এবং উচ্চ সুদের হারের মত সুবিধা।

সুকন্যা সমৃদ্ধি যোজনাটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Sukanya Samriddhi Yojana

  • কন্যা সন্তানের বয়স ১০ বছরের কম হতে হবে।
  • একটি শিশুর কেবলমাত্র একটি অ্যাকাউন্ট অনুমোদিত হবে।
  • অ্যাকাউন্ট কন্যার নামে হতে হবে। কন্যা সন্তানের নামে তাঁর মা-বাবাকে বা অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • একটি পরিবারের মাত্র দুটি সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা সম্ভব।

সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা / Benefits of Janani Suraksha Yojana

  • সরকার দ্বারা প্রচলিত নানান প্রকল্পের তুলনায় এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের সুদের হার সবথেকে বেশি।
  • নিজের কন্যা সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করতে যে অর্থের প্রয়োজন এটি সেই সাশ্রয়ী বিকল্প যেখানে শুধুমাত্র বার্ষিক আড়াইশো টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স প্রয়োজন।
  • কড় ছাড়ে বিশেষ সুবিধা রয়েছে কারন ৮০সি ধারার অধীনে দেড় লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে।
  • মেয়াদ শেষে নিশ্চিত রিটার্নের নিশ্চয়তা রয়েছে।

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ করার পদ্ধতি / How to invest in Sukanya Samriddhi Yojana

এই যোজনায় যে কোন পোস্ট অফিস বা সরকারি বেসরকারি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা, তার জন্য প্রয়োজন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি যেগুলি জমা দিলে খুব সহজেই এই যোজনার অন্তর্গত অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Janani Suraksha Yojana

এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে গেলে বেশ কিছু নথির প্রয়োজন পড়ে, আসুন দেখেনি সেই নথি গুলি কী কী :

  • কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট জমা দিতে হবে
  • বাবা মায়ের বা আইনি অভিভাবকের ফটো আই ডি প্রুফ জমা দিতে হবে।
  • মা-বাবা কিংবা আইনি অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।
  • এছাড়াও অভিভাবকদের ভোটার আইডি কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য কেওয়াইসি প্রমান পত্র জমা করতে হবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে বিনিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য / Some important information regarding investment in Sukanya Samriddhi Yojana

বিনিয়োগের সময়কাল: ২১ বছর।
ন্যূনতম বিনিয়োগ: বার্ষিক ১০০০ টাকা।
সর্বোচ্চ বিনিয়োগ: বার্ষিক ১.৫ লক্ষ টাকা।

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করার পদ্ধতি / How to apply in Sukanya Samriddhi Yojana

সুকন্যা সমৃদ্ধি যোজনায় অনলাইন কিংবা অফলাইন দুই মাধ্যমেই আবেদন করা যেতে পারে। আসুন জেনে নিই দুটি ক্ষেত্রেই কীভাবে আবেদন করবেন।

অনলাইনে আবেদনের পদ্ধতি:

  1. আবেদনকারী ভারতীয় পোস্ট অফিসের বা পাবলিক সেক্টর বেসরকারি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র প্রথমে ডাউনলোড করে নিতে পারেন।
  2. এরপর কন্যা সন্তান ও সন্তানের বাবা-মা কিংবা আইনি অভিভাবকের সমস্ত বিবরণ দিয়ে যথাযথভাবে ফর্মটি পূরণ করতে হবে।
  3. ফর্মটি পূরণ করার ক্ষেত্রে যে ক্ষেত্রগুলি পূরণ করা বাধ্যতামূলক সেগুলি হল:
    • প্রাথমিক একাউন্ট ফোল্ডার অর্থাৎ কন্যার নাম।
    • মেয়ের জন্ম শংসাপত্র। অবশ্যই তাদের জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে।
    • জয়েন্ট হোল্ডার আইনি অভিভাবকের নাম দিতে হবে।
    • টাকা জমার পরিমান
    • প্রাথমিক জমার ক্ষেত্রে চেক ও ডিডি নম্বর সঙ্গে তারিখ অবশ্যই দিতে হবে
    • কন্যার বাবা-মা কিংবা আইনি অভিভাবকের পরিচয় যেমন আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
    • অভিভাবকদের বর্তমান ও স্থায়ী ঠিকানা প্রমাণপত্র প্রয়োজন। আইডি ডকুমেন্ট অনুযায়ী যা রয়েছে তারই উল্লেখ করতে হবে।
    • প্যান ভোটার আইডি কার্ডের বিশদ বিবরণ সহ অন্যান্য কেআইসি প্রমাণের বিবরণও দিতে হবে।

অফলাইনে আবেদন পদ্ধতি:

  1. সুকন্যা সমৃদ্ধি যোজনা অফলাইনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাইলে কাছের পোস্ট অফিস শাখায় কিংবা যে কোন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আবেদনকারী। তার জন্য সেখানে গিয়ে আবেদনপত্রটি সংগ্রহ হবে এবং যথাযথভাবে তথ্য দিয়ে সেগুলি পূরণ করতে হবে এবং তার সাথে সহায়ক কাগজপত্র গুলিও দিতে হবে।
  2. এরপর প্রথম আমানত হিসেবে কত টাকা জমা করছেন এবং সেটি নগদে চেকে কিংবা ডিম দিচ্ছেন তার উল্লেখ থাকতে হবে ন্যূনতম আড়াইশো টাকা থেকে সর্বোচ্চ ডেয়ের লক্ষ টাকা পর্যন্ত জমা হতে পারে।
  3. আবেদনপত্র জমা দেওয়ার পর পোস্ট অফিস বা ব্যাংক দ্বারা আপনার আবেদন প্রক্রিয়াটি প্রসেস করা হবে।
  4. তারপরে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি সক্রিয় হবে অ্যাকাউন্টের একটি পাসবুকও দেওয়া হবে।

মোবাইল অ্যাপের মাধ্যমে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি / How to open account in Sukanya Samriddhi Yojana through mobile app

নিজের স্মার্টফোনে ডাউনলোড করতে হবে আইপিপিবি অ্যাপটি। এই অ্যাপের নির্দেশাবলী অনুযায়ী সেটআপ করতে হবে যাতে করে আপনি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ অনলাইনের মারফত জমা করতে পারবেন। কীভাবে এই অনলাইন মারফত টাকা জমা করতে পারবেন আসুন দেখে নিন প্রতিটি ধাপ :

  1. ব্যাংক একাউন্ট থেকে সরাসরি আইপিপিবি অ্যাকাউন্টের টাকা স্থানান্তর করা যায়।
  2. প্রথমেই অ্যাপটিতে ডিওপি পণ্যগুলি নেগেটিভ করতে হবে এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টটি বেছে নিতে হবে।
    এবার সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টের নম্বরের পাশাপাশি আপনার ডিওপি ক্লাইন্ট আইডিও লিখতে হবে।
  3. এরপর আপনি কত টাকা জমা করতে চান এবং কিস্তির মেয়াদ সেগুলি বেছে নিতে হবে।
  4. এর ফলে অ্যাপটি আপনাকে জানাবে আপনার পেমেন্ট পদ্ধতি সফলভাবে সেটআপ করা হয়েছে কিনা। এমনকি প্রতিবার অর্থ ট্রান্সফারের সময় ব্যক্তিকে জানানো হবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করা টাকায় সুদের পরিমাণ / Amount of interest on money invested in Sukanya Samriddhi Yojana

এই যোজনায় সুদের হার ৮.২% যা সরকার নির্ধারণ করে দেয় প্রতি ত্রই মাসিক হিসেবে পর্যালোচনা করা হয়। এ বছর অর্থাৎ ২০২৪ সালে বর্তমান ক্রাইমাসিকের জন্য সুদের হার ধার্য করা হয়েছে ৮.২ শতাংশ।

সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট বন্ধ করার নিয়মাবলী / Sukanya Samriddhi Yojana account closure rules

  • টাকা তোলার জন্য আবেদন পত্র, আইডি ও ঠিকানা প্রমাণপত্র সহ নাগরিকত্বের নথিও জমা দিতে হবে।
  • অ্যাকাউন্ট খোলার সময় যে সমস্ত নথি প্রয়োজন হয়েছিল সেই সমস্ত কিছু প্রত্যাহারের সময় প্রয়োজন পড়বে।
  • মেয়াদ শেষে সুকন্যা সমৃদ্ধি যোজনায় কন্যা সন্তান দ্বারা সমস্ত অর্থ (সুদসহ) তোলা যাবে।
  • উচ্চশিক্ষার উদ্দেশ্যে প্রত্যাহার করা যেতে পারে। যদি মেয়েটির ১৮ বছর পূর্ণ হয় কিংবা বিয়ের ভাবনা চিন্তা হয়। সে ক্ষেত্রে সুকন্যা সমৃদ্ধি যোজনা অকাল প্রত্যাহারের অনুমতি দেওয়া হয়। তবে বিয়ের ক্ষেত্রে এক মাস আগে থেকে আবেদন পত্র জমা দিতে হয়।
  • দুর্ভাগ্যবশত যদি কন্যা সন্তান মারা যায় সেক্ষেত্রে কন্যা সন্তানের ডেথ সার্টিফিকেট জমা করে শিশুর বাবা-মা বা আইনি অভিভাবকরা টাকা তুলতে পারবেন। মেয়েদের জন্য অত্যন্ত একটি সুরক্ষিত ভবিষ্যতের পরিকল্পনা করেছেন সরকারকও। মেয়েরাও ছেলেদের সমতুল্য, তাঁরাও পারে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। এই প্রকল্প যেন তারই ইঙ্গিত দেয়। সরকারি রেহেন ও উদ্যোগকে সাধুবাদ জানাতে হয়।

সুকন্যা সমৃদ্ধি যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

সুকন্যা সমৃদ্ধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদনের নিয়মাবলীClick Here
সুকন্যা সমৃদ্ধি যোজনার ইন্টাররেস্ট চেক করার লিঙ্কClick Here
সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিঙ্কএখানে ক্লিক করুন
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment