সুফল বাংলা প্রকল্প : পশ্চিমবঙ্গ সরকারের এক নয়া উদ্যোগ কৃষক ও শহরবাসীর উদ্দেশ্যে

Oindrila Chatterjee
Sufal Bangla Scheme
WhatsApp Channel Follow Now

পশ্চিমবঙ্গ সরকার প্রথম থেকেই তার রাজ্যবাসীদের সহায়তার উদ্দেশ্যে বিভিন্ন রকম প্রকল্প চালু করার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের স্বার্থরক্ষা এবং সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে তাজা শাকসবজি ও ফলমূল পৌঁছে দেওয়ার জন্য এক অসাধারণ প্রকল্প চালু করেছে যার নাম সুফল বাংলা(Sufal Bangla Scheme)।

এই উদ্যোগ একদিকে যেমন কৃষকদের ন্যায্য দাম দেয় অন্যদিকে শহরবাসীকেও ভালো মানের কৃষি পণ্য সরবরাহ করে থাকে। আজকের এই নিবন্ধে সুফল বাংলা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে নেব।

সুফল বাংলা উদ্যোগ আসলে কি ?
What is the Sufal Bangla Scheme?

সুফল বাংলা (Suphal Bangla) হল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তর অর্থাৎ Agriculture Marketing Department দ্বারা পরিচালিত একটি বিশেষ প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষি পণ্য যেমন তাজা ফল শাকসবজি এবং অন্যান্য কৃষিজ পণ্য সংগ্রহ করে তা কোন মধ্যস্থভোগী ছাড়াই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া।

এই প্রকল্পের মাধ্যমে ন্যায্য মূল্যে গুণগত মান সম্পন্ন খাবার সামগ্রী শহরবাসীর হাতে তুলে দেওয়া হয়। এতে কৃষক এবং ক্রেতা উভয় পক্ষই লাভবান হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০১৪ সালে সেপ্টেম্বর মাসের ২৯ তারিখ পশ্চিমবঙ্গ সরকার প্রথম এই প্রকল্পটি চালু করেছিল। ওই দিন ১৪টি দোকানে মোবাইল ভ্যানে সবজি বিক্রির মাধ্যমে সুফল বাংলা প্রকল্পটি প্রথম শুরু হয়েছিল তারপর থেকেই এই কার্যক্রম অব্যাহত থাকে।

প্রথমে কলকাতা এবং আশেপাশের কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে শুরু হয় এই প্রকল্প। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলাতেও সুফল বাংলা স্টল ও ভ্রাম্যমাণ গাড়ি অর্থাৎ মোবাইল ভ্যান এর মাধ্যমে পরিষেবা দেওয়া হয়।

সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে পরিষেবার বৈশিষ্ট্য:
Features of services through the Sufal Bangla Scheme:

  1. এই প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে।
  2. এই প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার দ্বারা সংগৃহীত পণ্যগুলি রাজ্যের বিভিন্ন অংশে থাকা “সুফল বাংলা স্টল” ও ভ্রাম্যমান গাড়ি অর্থাৎ মোবাইল ভ্যানের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে।
  3. এই প্রকল্পের অধীনে ন্যায্য ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা হয় অর্থাৎ বাজাদরের তুলনায় প্রায় অনেকটাই কম দামে।
  4. এই প্রকল্পের অধীনে স্টলগুলিতে অথবা মোবাইল ভ্যান গুলিতে পাওয়া যায় বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল, চাল-ডাল ও বিভিন্ন ধরনের খাদ্যপন্য।
  5. এই প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন জেলার আবাসিকদের নিকটবর্তী স্থানে সুফল বাংলা স্টল (Suphal Bangla Stall) নির্মাণ করা হয়েছে এবং যারা দোকানে যেতে পারেনা তাদের জন্য এই ভ্রাম্যমান গাড়ি অর্থাৎ মোবাইল ব্যাংক চালানো হয় যাতে এই গাড়িগুলি শহরের বিভিন্ন আবাসিক এলাকা ও বাজারে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করতে পারে। এই প্রকল্পের এই পরিষেবা বিশেষ করে কোভিড-১৯ এর সময় অনেক মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল।

সুফল বাংলা প্রকল্পের উদ্দেশ্য:
Objectives of the Suphal Bangla Project:

  1. এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হল কৃষকরা যেন তাদের কৃষি পণ্য বিক্রি করে ন্যায্য দাম পায়।
  2. এই প্রকল্পের আরো এক উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন ভালো মানের খাদ্য পণ্য সুলভে পেয়ে যায়।
  3. এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষি পণ্যের উৎপাদন ও বিক্রির মাধ্যমে একটি সঠিক যোগসূত্র গড়ে তোলা।
  4. এই প্রকল্পের অন্যতম আরো এক উদ্দেশ্য হলো শাকসবজি ও অন্যান্য কৃষি পণ্যের বাজারে বিভিন্ন মধ্যস্থভোগীদের দাপট কমানো ।
  5. প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন অ-কৃষি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দারিদ্র দূরীকরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে তোলা।

সুফল বাংলা প্রকল্প কেন গুরুত্বপূর্ণ?
Why is the Sufal Bangla Scheme important?

  1. এই প্রকল্পের অধীনে তাজা ও ভালো মানের শাকসবজি ও ফল সহজে পাওয়া যায় এবং সাধারণ মানুষ সুলভে পুষ্টিকর খাবার কিনতে পারেন।
  2. এই প্রকল্পের অধীনে বাজারদরের চেয়ে অনেকটাই কম দামে পণ্য বিক্রি হয়।এতে সাধারণ ক্রেতার খরচ বাঁচে।
  3. এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রি করতে পারে এবং কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই ন্যায্য দাম পায়।
  4. এই প্রকল্পের মাধ্যমে ভ্রাম্যমাণ গাড়ি অর্থাৎ Mobile Van Service এর মাধ্যমে পণ্য বাড়িতে বসেই পাওয়া যায়। বিশেষ করে বয়স্ক বা কর্মব্যস্ত মানুষদের জন্য এটি খুবই সুবিধাজনক।
  5. এই প্রকল্প সরকারি তত্ত্বাবধানে চালিত হওয়ায় বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা বজায় থাকে।
  6. এই প্রকল্পের আওতায় সরাসরি কৃষি পণ্য সংগ্রহ করে দ্রুত বিক্রি হয় তাই কৃষিপণ্যের অপচয় অনেকটাই কমে যায়।
  7. এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বাড়ে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এর ফলে রাজ্যের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়।
  8. কোভিডের সময় মহামারী পরিস্থিতিকালীন নিরাপদ ও নির্ভরযোগ্য পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই প্রকল্প।

একজন কৃষক কীভাবে সুফল বাংলা প্রকল্পে যুক্ত হতে পারবে এবং আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি ??
How can a farmer join the Sufal Bangla Scheme and what are the documents required for application?

আবেদন জমা দেওয়ার পদ্ধতি _

  1. কৃষককে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তর/Agriculture Marketing Department বা স্থানীয় কৃষি বিপণন অফিসে যোগাযোগ করতে হবে।
  2. এরপর নির্ধারিত ফর্ম পূরণ করে জমা দিতে হবে।

প্রয়োজনীয় documents __

  1. আবেদনকারীর পরিচয়পত্র (আধার/ভোটার আইডি)
  2. আবেদনকারীর কৃষি জমির দলিল বা পাট্টা
  3. আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
  4. গাড়ির পাসপোর্ট সাইজের ছবি
  5. আবেদনকারী মোবাইল নম্বর, যেটিতে পরিষেবা চালু রয়েছে

পরীক্ষা ও অনুমোদন__

  1. ফর্ম পূরণ করে সমস্ত ডকুমেন্টস সহ জমা দেওয়ার পর কৃষকের জমি ও উৎপাদিত ফসলের গুণমান যাচাই করে পশ্চিমবঙ্গ সরকার থেকে অনুমোদন দেওয়া হয়।
  2. একবার অনুমোদিত হলে, সরকারি ক্রয় কেন্দ্র কৃষকের কাছ থেকে সরাসরি ফসল কিনে নেয়।
  3. ফসল বিক্রির পর নির্ধারিত মূল্যে টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। সুফল বাংলা স্টল কোথায় কোথায় পাওয়া যায়?
    Where can I find Suphal Bangla Stalls?
  4. কলকাতা শহরে- কলকাতার প্রায় প্রতিটি প্রধান এলাকার বাজার ও মোড়ে সুফল বাংলার স্থায়ী স্টল রয়েছে। যেমন_ হাওড়া,গড়িয়া,সল্টলেক,বেহালা,টালিগঞ্জ,যাদবপুর,নিউ আলিপুর,রাজাবাজার,শিশির মঞ্চ (EM Bypass সংলগ্ন) ইত্যাদি অঞ্চল।
  5. স্টল ছাড়াও এই প্রকল্পের অধীনে ভ্রাম্যমাণ ভ্যান পরিষেবা/Mobile Van Service পাওয়া যায় যেমন
    শহরের আবাসন ও বস্তি এলাকাগুলোতে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করে এই গাড়িগুলো।
  6. জেলাভিত্তিক স্টল – মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, মালদহ, পশ্চিম মেদিনীপুরসহ আরও অনেক জেলায় সুফল বাংলা স্টল বা ভ্যান পরিষেবা পাওয়া যায়।

গুরুত্বপূর্ণ টিপস

এই প্রকল্প সম্পর্কিত কোনরকম কনফিউশন থাকলে অথবা কোন বিস্তারিত তথ্য জানতে চাইলে যোগাযোগ করতে পারেন – পশ্চিমবঙ্গ সরকার, কৃষি বিপণন দপ্তরে (Directorate of Agricultural Marketing)। অথবা ভিজিট করতে পারেন সরকারি ওয়েবসাইট: https://wbagrimarketingboard.gov.in/

উপসংহার :

সুফল বাংলা প্রকল্প শুধু কৃষক এবং ক্রেতার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছে এবং রাজ্যের কৃষি ও অর্থনীতির উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কম দামে ভালো পণ্য পাওয়া এবং কৃষকের ন্যায্য আয় নিশ্চিত করার মাধ্যমে এই প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষের অনেক উপকার করেছে। আগামী দিনে আরও বেশি এলাকা এবং পণ্যকে অন্তর্ভুক্ত করে সুফল বাংলা আরও সফল ও শক্তিশালী হয়ে উঠুক।

জয় বাংলা পেনশন প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক :

জয় বাংলা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *