স্টুডেন্ট ক্রেডিট কার্ড: ছাত্র-ছাত্রীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে রাজ্য সরকার, দেখে নিন কিভাবে আবেদন করবেন

Arpita Paul
Student Credit Card Scheme
WhatsApp Channel Follow Now

অধিকাংশ ছাত্র-ছাত্রীর ইচ্ছা থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর উচ্চশিক্ষা কমপ্লিট করার। অনেকে পেশাদারী কোর্স নিয়ে এগিয়ে যেতে আগ্রহী আবার অনেকে সচরাচর মাস্টার ডিগ্রী এবং পিএইচডি করে উচ্চশিক্ষায় আগ্রহী থাকেন। কিন্তু গরিব থেকে মধ্যবিত্ত ঘরের দুয়ারা সাধারণত উচ্চ শিক্ষার অধিক ব্যয় বহন না করতে পেরে অনেক ক্ষেত্রেই তারা পড়াশোনা ছেড়ে বেরিয়ে আসেন। আর সেই সমস্যা দূর করতে রাজ্য সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের(Student Credit Card Scheme) আয়োজন শুরু হয়েছে।

প্রকল্পের সূচীপত্র
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের বিবরণ / Overview of Student Credit Card Schemeস্টুডেন্ট ক্রেডিট কার্ড কি(What is Student Credit Card Scheme) ?স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা / Benefits of Student Credit Card Schemeস্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন(Who can apply forStudent Credit Card Scheme) ?স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Student Credit Card Schemeস্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Student Credit Card Schemeঅফলাইনে আবেদন পদ্ধতিঅনলাইনে আবেদন পদ্ধতিস্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি / Student Credit Card Scheme Application Status Checkস্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

এই কার্ডের মাধ্যমে ইচ্ছুক ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা অব্দি ঋণ ব্যাংক থেকে নিতে পারেন। ৪০ বছর বয়স অবধি এই দিন নিতে পারবেন তারা এবং এই ঋণের জন্য গ্যারেন্টার হিসেবে থাকবে রাজ্য সরকার। ফলে পড়ুয়ারা নির্দ্বিধায় তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার সাহস পাবে বলে মনে করেছেন তিনি। পড়াশোনার জন্য প্রয়োজনীয় সকল প্রকার ঋণ এই স্কিমের মাধ্যমে তুলতে পারবেন।

চলুন তাহলে দেখে নেওয়া যাক ক্রেডিট কার্ড করার জন্য আবেদনের যোগ্যতা কি কি লাগবে কারা আবেদন করতে পারবে এবং কত সুদের হারে ঋণ নিতে পারবে। আর তুমি যদি পড়াশোনার জন্য ঋণ করতে চাও বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে আগ্রহী তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি তোমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক –

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের বিবরণ / Overview of Student Credit Card Scheme

প্রকল্পের নামস্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম
কোন কোন রাজ্যে চালু হয়েছেপশ্চিমবঙ্গ
প্রকল্প চালু করেছেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোন বিভাগের অন্তর্গতপশ্চিমবঙ্গ সরকার
প্রকল্প শুরুর তারিখ৩০শে জুন ২০২১
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস2024 এ সক্রিয় আছে
কারা আবেদন করতে পারবেনছাত্র ও ছাত্রীরা
আবেদনের বয়স সীমা10 থেকে 40 বছর
কি কি সুবিধা পাবেন১০ লাখ টাকা ঋণ পাবেন
আবেদনের স্ট্যাটাস চেক লিঙ্কClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি(What is Student Credit Card Scheme) ?

স্টুডেন্ট ক্রেডিট কার্ড হলো মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে ছাত্রছাত্রীদের পড়াশুনা এগিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্যের উদ্যোগ। প্রার্থীরা এই কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন এবং তা পড়াশুনার স্বার্থে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই ঋণ নেওয়ার জন্য গ্যারেন্টার হিসেবে দায়ী থাকবে রাজ্য সরকার সেক্ষেত্রে ঋণের পরিশোধ নিয়ে মাথা ব্যাথা করার কোন দরকার নেই। বিভিন্ন সরকারি ব্যাংক গুলি থেকে পড়ুয়ারা এই ঋনের পরিমাণ নিতে পারেন।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা / Benefits of Student Credit Card Scheme

ইচ্ছুক ছাত্রছাত্রীরা তারা ব্যাংক থেকে লোন নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে চাও তাদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ। এই কার্ড থাকলে কার্ড গ্রাহকেরা যে সকল সুবিধা পাবেন তা হল –

  • স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক থেকে স্নাতকোত্তর যে কোন স্তরে ই পড়াশোনার জন্য ঋণ নিতে পারবেন।
  • ভারতের অধিকাংশ স্কুল ও কলেজ বিশেষত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্কিম গ্রহণ করবে।
  • শিক্ষার্থীরা জেনারেল বা প্রফেশনাল যেকোনো কোর্সে করুক না কেন এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন।
  • প্রাইভেট টিউশন এবং পড়াশোনার জন্য যাবতীয় অন্যান্য খরচ এ স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গের যেকোনো সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক এবং সমবায় সংস্থা গুলিতে ধার্য করা হবে , কাজেই শিক্ষার্থীরা তাদের নিকটস্থ ব্যাংক থেকেই লোনের সুবিধা পেতে পারেন।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন(Who can apply forStudent Credit Card Scheme) ?

এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের জন্য নূন্যতম যে সকল যোগ্যতা আবশ্যিকভাবে পূরণ করতে হবে তা হল –

  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই নুন্যতম ১০ বছরের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • এই কার্ডে আবেদনের জন্য ইচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে।
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদনের জন্য ছাত্রছাত্রীদের বয়স ৪০ বছরের নিচে হওয়া বাঞ্ছনীয়।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Student Credit Card Scheme

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য প্রার্থীকে যে সকল ডকুমেন্ট অবশ্যই সংগ্রহ করে রাখতে হবে তা হল

  1. আবেদনকারীর পূর্ববর্তী পরীক্ষার মার্কশীট
  2. চলতি শিক্ষা বর্ষে চলতি ক্লাসে ভর্তির রশিদ
  3. আবেদনকারী নিজস্ব পরিচয় পত্র (আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা অন্যান্য)
  4. আবেদনকারীর নিজস্ব বাড়ির ঠিকানার প্রমাণ
  5. আবেদনকারীর বার্ষিক আয়ের প্রমাণপত্র
  6. আবেদনকারীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  7. আবেদনকারী এবং অভিভাবকের ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Student Credit Card Scheme

স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদনের জন্য প্রার্থীরা অনলাইন বা অফলাইন দুই মাধ্যমেই আবেদন করতে পারেন।

অফলাইনে আবেদন পদ্ধতি

অফলাইন মাধ্যমে প্রার্থীরা তাদের বাসস্থানের নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনের জন্য আবেদন পত্র নিতে পারেন। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলি সংযুক্ত করে সেই ক্যাম্পেই জমা দিতে হবে।

অনলাইনে আবেদন পদ্ধতি

  1. অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রথমে প্রার্থীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অপশনে যেতে হবে।
  2. এরপর ‘স্টুডেন্ট রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করে আবেদনকারী সকল প্রকার যাবতীয় তথ্য যেমন নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং আধার কার্ড ইত্যাদি দিয়ে সঠিক ভাবে ফর্মটি পূরণ করতে হবে। অবশ্য আপনার আধার কার্ড না থাকলেও আবেদন করতে পারেন। ফর্মটি পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে।
  3. রেজিস্টার করার পর আপনার সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে শূন্যস্থানে টাইপ করে ভেরিফাই করতে হবে।
  4. এই পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনার রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পন্ন হবে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনার রেজিস্টার্ড আইডি এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার স্ক্রিনে উঠে আসবে।
  5. এরপর আপনার রেজিস্টার্ড আইডি দিয়ে পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে স্টুডেন্ট লগইন অপশনে ক্লিক করে লগইন করুন।
  6. এরপর আপনার সামনে একটি ড্যাশবোর্ড খুলে যাবে সেখানে ‘এপ্লাই নাউ ‘অপশনে ক্লিক করুন।
  7. নতুন আবেদন পত্রের খুলে যাওয়া পেইজে আপনার প্রয়োজনীয় তথ্যগুলি যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, অভিভাবকের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, কাস্ট , আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করবেন।
  8. এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেক্সট পেজে যাবেন।
  9. এই পেজে উল্লেখ্য আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর, অভিভাবকের ছবি, অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র (ভোটার কার্ড), আবেদনকারীর ভর্তি রশিদের ছবি, প্যান কার্ড, অভিভাবকের প্যান কার্ড, আবেদনকারীর কোর্স সংক্রান্ত সকল প্রকার তথ্যের নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
  10. এরপর সেভ এন্ড কন্টিনিউ অপসনে ক্লিক করে পুনরায় ফর্মটি একবার রিচেক করে নিন এবং সবশেষে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে আবেদনপত্র সম্পন্ন করুন।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি / Student Credit Card Scheme Application Status Check

ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু বর্তমানে আপডেট কি অনেকেই জানেন না তাই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্ট্যাটাস চেক করা বিশেষ গুরুত্বপূর্ণ। কিভাবে ধাপে ধাপে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্ট্যাটাস করবেন নিচে বর্ণনা করা হলো –

  1. প্রথমে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল পোর্টাল এ প্রবেশ করে স্টুডেন্ট লগইন অপশন এ ক্লিক করতে হবে।
  2. এরপর আপনার অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা পূরণ করে আপনাকে আপনার login id তে প্রবেশ করতে হবে।
  3. লগইন করলে আপনার সামনে একটি ড্যাসবোর্ড খুলে যাবে এবং ড্যাশবোর্ডের উপরের দিকে ডানদিকে একটি অপশন থাকবে ” ট্রাক অ্যাপ্লিকেশন”।
  4. এই অপশনে ক্লিক করলেই আপনি আপনার অ্যাপ্লিকেশন ট্রাক করতে পারবেন অর্থাৎ আপনার বর্তমানে এপ্লিকেশন কোন স্ট্যাটাসে আছে সেটা চেক করতে পারবেন।
  5. পাশাপাশি আপনাকে ক্রেডিট কার্ডে বর্তমানে কত টাকা রয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এবং মোট ব্যালেন্স কত আছে সেটাও জানতে পারবেন।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের বিজ্ঞপ্তি ডাউনলোড করুনClick Here
স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের আবেদন করার পদ্ধতিClick Here
স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের স্ট্যাটাস চেক করার লিঙ্কClick Here

স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:

১) স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা লোন দেওয়া হয়?

স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে আপনি এককালীন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ হিসেবে নিতে পারেন।

২) স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য কি কি করতে হয়?

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনাকে অনলাইন বা অফলাইন মারফতে আবেদন করতে হবে । আবেদনের জন্য আপনাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল পোর্টালে WBSCC প্রবেশ করে আবেদন করতে হবে।

৩) স্টুডেন্টদের জন্য কোন ব্যাংকের ক্রেডিট কার্ড ভালো?

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনি আপনার নিকটস্থ সরকারি এবং বেসরকারি উভয় ধরনের ব্যাংকেই আবেদন করতে পারেন।

৪) স্টুডেন্ট হলে কি ক্রেডিট কার্ড পাওয়া যাবে?

হ্যাঁ, আপনি যদি বর্তমানে পড়াশোনা চালিয়ে যান তাহলে আপনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যোগ্য। তবে আপনার বয়স অবশ্যই অনূর্ধ্ব ৪০ হতে হবে এবং মাধ্যমিক পাস করে থাকতে হবে।

৫) ১৮ বছর বয়সে কি ক্রেডিট কার্ড করা যায়?

প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ হলেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

৬) স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুদের হার

স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন নিলে তার বাৎসরিক সুদের হার ৪ শতাংশ। তবে আপনি যদি পড়াশোনা করতে করতেই সুদের হার মেটাতে থাকেন তাহলে সেক্ষেত্রে এক শতাংশ কম করে আপনাকে বাৎসরিক ৩ শতাংশ হারে সুদ জমা করতে হবে।

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment