শ্রমশ্রী প্রকল্প: পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার, জেনে নিন আবেদন পদ্ধতি

Aindrila Dhani
Shramashree Scheme

Shramashree Scheme : পশ্চিমবঙ্গে (West Bengal) ইতিমধ্যে বিভিন্ন স্তরের মানুষদের জন্য সরকার দ্বারা ভিন্ন ভিন্ন ধরনের প্রকল্প চালু রয়েছে। রাজ্যের বাসিন্দাদের সাহায্য করতে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী (Kanyashree), রুপশ্রী (Rupashree), যুবশ্রী (Yuvashree), স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, মাতৃযান, লক্ষীর ভান্ডার বিভিন্ন ধরনের প্রকল্পের সূচনা করেছেন। এবার এই প্রকল্পের তালিকাতে যুক্ত হয়েছে আরেকটি নতুন প্রকল্প। প্রকল্পটির নাম হল – শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa)।

পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এই প্রকল্পের সূচনা করেছে। এই প্রকল্পের দৌলতে তাঁরা আর্থিক ও সামাজিক সুরক্ষা পাবেন। যেকোনো কারণবশত কোনো পরিযায়ী শ্রমিক যদি ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে বাধ্য হন, শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa)-এর মাধ্যমে তাঁর পাশে দাঁড়াবে সরকার। এই চিন্তাধারা নিয়েই প্রকল্পটির সূচনা। এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র তাৎক্ষণিক আর্থিক সহায়তাই প্রদান করা হবে না, বরং পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।

শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa) কী? কীভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে? কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? এই প্রকল্পের আবেদনের যোগ্যতা ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে।

শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme ) কী?

পেটের তাগিদে পশ্চিমবঙ্গের বহু মানুষ ভিন রাজ্যে কাজ করতে যান। তাঁরা সেখানে শ্রমিক হিসেবে দিনের পর দিন কাজ করেন। তাঁদের বলা হয় ‘পরিযায়ী শ্রমিক’। এই পরিযায়ী শ্রমিকরা সারা জীবন তো আর পরিবারের থেকে দূরে থেকে কাজ করতে পারেনা। এছাড়া ভিন রাজ্যে নানা রকম সমস্যার সম্মুখীনও হতে হয় তাঁদের। কারণ যা-ই হোক অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে কাজ ছেড়ে ফিরে আসলে নতুন কাজ পাওয়া ভীষণই দুষ্কর হয়ে ওঠে।

এইসব পরিযায়ী শ্রমিকদের প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa)-এর মাধ্যমে। এর পাশাপাশি নিজের রাজ্যেই কাজ খুঁজে পেতেও সাহায্য করা হবে। এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের শুধুমাত্র তাৎক্ষণিক আর্থিক সহায়তাই প্রদান করা হবে না, বরং পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের দৌলতে খানিকটা রেহাই পাবে পরিযায়ী শ্রমিকরা।

শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme )-এ আবেদনের যোগ্যতা?

এখন প্রশ্ন হচ্ছে, শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa)-এ কারা আবেদন করতে পারবেন? এই প্রকল্পের সুবিধা পেতে হলে, আবেদনকারীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল –

  1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারীর কাছে বৈধ আধার কার্ড (Aadhar Card) অথবা ভোটার কার্ড (Voter Card) থাকতে হবে।
  3. ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরাই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
  4. আবেদনকারী পরিযায়ী শ্রমিককে অবশ্যই ‘ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম, ২০২৩’ (West Bengal Migrant Welfare Scheme 2023)-এর অধীনে নথিভুক্ত থাকতে হবে।
  5. আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর হতে হবে‌।

শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme )-এ আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র :-

ইতিমধ্যে 22 লক্ষ 40 হাজার আবেদন জমা পড়েছে। এই প্রকল্পে আবেদন করতে গেলে কিছু ডকুমেন্ট অর্থাৎ নথিপত্রের প্রয়োজন পড়বে, সেগুলি হল –

  1. বৈধ আধার কার্ড
  2. বৈধ ভোটার কার্ড
  3. পরিযায়ী শ্রমিক কার্ড
  4. ব্যাংকের পাস বই
  5. রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa)-এর সুবিধা :-

এই প্রকল্পের সুবিধাগুলি হল –

  1. এই প্রকল্পে আবেদন করলে, পরিযায়ী শ্রমিকদের সন্তানেরা স্কলারশিপ পাবে। এছাড়া তাদের বিভিন্নভাবে সাহায্য করা হবে। এর পাশাপাশি তারা স্কুলে পড়ার সুযোগও পাবে।
  2. রাজ্যে ফেরার সাথে সাথে আবেদনকারী পরিযায়ী শ্রমিক 5,000/- (পাঁচ হাজার টাকা) পেয়ে যাবেন।
  3. নতুন কাজ পাওয়ার আগে পর্যন্ত প্রতি মাসে তাদের 5,000 টাকা (৫ হাজার টাকা) করে দেওয়া হবে। এই সুবিধা তাঁরা 12 মাস পর্যন্ত পাবেন।
  4. কমিউনিটি কিচেনের মাধ্যমে তাঁদের খাওয়ার ব্যবস্থা করা হবে।
  5. এছাড়া স্বাস্থ্য সাথী কার্ড-এর ব্যবস্থা করে দেওয়া হবে তাঁদের জন্য।
  6. নিজের কোন ব্যবসা বা কাজ শুরু করতে চাইলে লোনের ব্যবস্থাও করে দেওয়া হবে তাঁদের।
  7. রাজ্যে পুনর্বাসনের সুবিধা করে দেওয়া হবে।
  8. রেশন কার্ডের মাধ্যমে রেশনের সুবিধা পেয়ে যাবেন তাঁরা ।

শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme )-এ আবেদন করার পদ্ধতি :-

এই প্রকল্পে অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করা যাবে।

www.karmasathips.wblabour.gov.in পোর্টালে লগইন করে আবেদন করতে হবে। আগামী দিনে শ্রমশ্রী প্রকল্প (Shramashree Prakalpa)-এর জন্য আলাদা পোর্টাল তৈরি করা হবে। এই ওয়েবসাইটে লগইন করে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। আবেদনপত্রের নিজের নাম, বৈধ মোবাইল নম্বর, আধার কার্ডের নম্বর, ভোটার কার্ডের ডিটেলস লিখে রঙিন পাসপোর্ট সাইজের ছবি অ্যাটাচ করতে হবে। এরপর ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই জমা পড়ে যাবে আপনার আবেদন করতে।

আপনি চাইলে অফলাইন মাধ্যমেও আবেদন করতে পারবেন।

অফলাইন মাধ্যমে আবেদন করার জন্য জায়গায় জায়গায় ক্যাম্প করার কথা ভাবা হচ্ছে। এছাড়া শ্রমদপ্তর থেকেও আবেদন পত্র পাওয়া যাবে। এই সম্পর্কে বিশদে জানতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন।

আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে ফেরার পর পরিযায়ী শ্রমিকদের মাসে মাসে 5 হাজার টাকা করে দেওয়া হবে। যতদিন সরকারের তরফ থেকে তাঁদের কোন কাজের ব্যবস্থা না করে দেওয়া হচ্ছে, ততদিন এই মাসিক ভাতা চলতে থাকবে। এছাড়া পরিযায়ী শ্রমিকরা চাইলে রাজ্য সরকারের সাহায্যে বিভিন্ন ট্রেনিং গ্রহণ করতে পারে। আবার লোন নিয়ে ব্যবসা শুরুও করতে পারে। পরিযায়ী শ্রমিকদের আবাস যোজনার আওতায় পাকা বাড়ির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। এছাড়া বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে তাঁদের সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share This Article
1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x