পশ্চিমবঙ্গের শিশুদের জন্য চালু হয়েছে একটি সেরা প্রকল্প যার নাম শিশুসাথী প্রকল্প(Sishu Sathi Scheme)। বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই বাবা-মার খরচ হয় অনেকগুলি টাকা, অনেকেরই সেই খরচ চালানোর সামর্থ্য থাকে না। যে সমস্ত শিশুরা হৃদ যন্ত্রের অস্ত্র প্রচার প্রয়োজন তাদের সম্পূর্ণ বিনামূল্য চিকিৎসা দেবে এই প্রকল্প। বাবা মা দরিদ্র হোক কিংবা ধনী সেই সমস্ত কিছু পরোয়া না করে সম্পূর্ণ শিশুদের এই পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে রাজ্য সরকার চালু করেছে এই প্রকল্প।
রোগ হওয়ার নির্দিষ্ট কোনও বয়স নেই। যেকোনও শিশুই জন্মের পর নানা প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। সদ্যোজাত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশ কম, কিন্তু তার মাঝেও অনেক শিশুই বেশ কিছু সমস্যা নিয়ে জন্মায়, যাতে তার সঙ্কট আরও বাড়ে। হৃদযন্ত্রের নানা সমস্যা নিয়ে জন্মেছে এমন শিশুদের চিকিৎসার সুযোগ করে দিতে পশ্চিমবঙ্গ সরকারের।
শিশুরাই দেশের ভবিষ্যত, তাই প্রতিটি শিশুই জন্ম নিক সুস্থ ভাবে, বেড়ে উঠুক ভালোভাবে এটুকুই আমাদের কাম্য।সমস্ত অসুস্থ শিশু যাতে অচিরেই সুস্থতার মুখ দেখতে পারে, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার সূচনা করেছে ‘শিশু সাথী’ প্রকল্পের। এই প্রকল্পের হাত ধরে সরকার সত্যিই শিশু এবং শিশুর পরিবারের সঙ্গী হয়ে উঠতে পেরেছে। একটি শিশু একটি দেশের ভবিষ্যত, সুতরাং শিশুর সুস্থ জীবন মানেই একটি দেশে সুস্থ উন্নতির লক্ষণ। আসুন দেখে নেওয়া যাক এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে।
শিশু সাথী প্রকল্পের বিবরণ / Overview of Sishu Sathi Scheme
প্রকল্পের নাম | শিশু সাথী প্রকল্প |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প শুরু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | স্বাস্থ্য মন্ত্রক |
প্রকল্প শুরুর তারিখ | আগস্ট, ২০১৩ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | শিশুর বাবা-মা |
আবেদনের বয়স সীমা | শিশুর সর্বোচ্চ বয়স ১২ বছরের মধ্যে হতে হবে |
কি কি সুবিধা পাবেন | ১. হার্টের বিভিন্ন সমস্যায় শিশুর বিনামূল্যে চিকিৎসা। ২. বিনামূল্যে নিউরোসার্জারি। ৩. চোখের সার্জারি বিনামূল্যে। |
আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
শিশু সাথী প্রকল্প কী(What is the Sishu Sathi Scheme)?
অনেক নবজাতকই শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। সেই শারীরিক সমস্যা গুলি বয়স বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বড় আকারও নিতে থাকে, যার ফলে বড় বিপদ দেখা দেয় এবার সেই সমস্ত নবজাতকদের জটিল রোগের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের অঙ্গীকার করছেন পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের আওতায় সমস্ত শিশুর অভিভাবকরা সরকারি অনুদান পাবেন।
সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের ৬০ শতাংশ দেয় স্বাস্থ্য মন্ত্রক, বাকি রাজ্য সরকার সরবরাহ করে । গত ১০ বছরে প্রায় ২৮ হাজার শিশু ইতিমধ্যেই চিকিৎসা করা হয়ে গিয়েছে, যা একটি রেকর্ড সৃষ্টি করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। বলা বাহুল্য স্বাস্থ্য বিভাগ বেশ কিছু বেসরকারি হাসপাতালের সঙ্গে জোট বেঁধে পিপিপি মডেল এ শিশুদের এই সার্জারি পরিচালনা করছেন।
রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিবছর গড়ে তিন হাজার শিশুর হার্ট সার্জারি করা হচ্ছে। শিশু সাথী প্রকল্পকে স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে যুক্ত করা হলে আগামী দিনে জেলায় জেলায় শিশুদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যাবার প্রয়োজন পড়বে না।
শিশুর সাথী প্রকল্প কবে শুরু হয়(Sishu Sathi Scheme start Date)?
২০১৩ সালের আগস্ট মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বহৃদয় দিবস উপলক্ষে শিশুসাথী প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি আরো বলেন ১২ বছর পর্যন্ত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে হার্ট সার্জারি মাধ্যমে তাদের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া হবে।
শিশুসাথী প্রকল্পের সুবিধা / Benefits of Sishu Sathi Scheme
শিশুদের হার্ট সংক্রান্ত বেশ কয়েকটি রোগব্যাধির সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় এই শিশুর সাথে প্রকল্পের আওতায় আসন দেখে নেওয়া যাক হার্ট সংক্রান্ত রোগের তালিকা গুলি কী কী:
- হাটে ফুটো জনিত সমস্যা
- হাটযন্তের বিভিন্ন প্রকার সমস্যা
- হার্টে রক্ত চলাচলের সমস্যা
- কনজেনিটাল কার্ডিওয়াল ডিফেন্স সংক্রান্ত সমস্যা।
- বিনামূল্যে নিউরোসার্জারি
- জন্মগত ছানি সার্জারি সম্পূর্ণ বিনামূল্যে
- কার্ডিয়াক (হার্ট )সার্জারি সম্পূর্ণ বিনামূল্যে
- অন্যান্য জটিল চোখের সার্জারিও এই শিশুসাথী প্রকল্পের আওতায় পেয়ে যাবেন।
- ১২ বছর বয়স পর্যন্ত শিশুর হার্টের সমস্ত রকমের সমস্যার বিনামূল্যে চিকিৎসা পাওয়া সম্ভব।
শিশুসাথী প্রকল্পের প্রকল্পের সুবিধা পাওয়ার শর্ত / Conditions for availing scheme benefits of Shishu Sahi Scheme
- শিশুসহ তার বাবা-মার সরকারি শংসাপত্র থাকতে হবে।
- পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে শিশুকে।
- শিশুর সর্বোচ্চ বয়স ১২ বছর হতে হবে।
যে সব হাসপাতালে শিশুর সাথী প্রকল্পের সুবিধা পাবেন তার তালিকা / List of Hospitals availing Sishu Sathi Scheme benefits
- কলকাতা আর জি কর মেডিকেল কলেজ।
- কলকাতা বি এম বিড়লা হাসপাতাল ।
- কলকাতা এসএসকেএম হাসপাতাল ।
- বিসি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিল্ড্রেন।
- কলকাতা আরএন টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সাইন্স।
- দুর্গাপুর মিশন হাসপাতাল।
- এন আর এস হাসপাতাল কলকাতা
শিশুসাথী প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Sishu Sathi Scheme
শিশুর সাথে প্রকল্পে আবেদন করবার জন্য বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজন। আসুন দেখে নিই সেগুলি এক নজরে কি কি। নিম্নে তার একটি তালিকা দেওয়া হল:
- শিশুর অভিভাবকের আয়ের প্রমাণপত্র জমা দিতে হবে।
- শিশুর আধার কার্ড ও শিশুর মা বাবার আধার কার্ড জমা দিতে হবে যদি মা বাবা না থাকে সে ক্ষেত্রে শিশুর যিনি অভিভাবক তাঁর আধার কার্ড জমা করতে হবে।
- শিশুর মা বাবা অথবা অভিভাবকরা পশ্চিমবঙ্গের যে স্থায়ী বাসিন্দা তার প্রমাণ পত্র জমা দিতে হবে।
- আবেদনকারীর দু কপি পাসপোর্ট সাইজ ফটো জমা দিতে হবে
- শিশুর বাবা-মা অথবা অভিভাবকের ভোটার কার্ড থাকা আবশ্যিক।
- আবেদনকারী যদি পিপিএল তালিকাভুক্ত হন সে ক্ষেত্রে বিপিএল তালিকাভুক্তের সার্টিফিকেট প্রয়োজন।
শিশুর সাথে প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Sishu Sathi Scheme
এই প্রকল্পের আবেদন পদ্ধতিটি অনলাইন এবং অফলাইন এই দুইয়ের মাধ্যমেই হয়। আসুন জেনে নি ই দুটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে।
অফলাইনে আবেদন পদ্ধতি
শিশুসাথী প্রকল্পে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীকে পৌঁছে যেতে হবে জেলা স্বাস্থ্য অফিসে অথবা এসএসকেএম হাসপাতালে । সেখানে এই প্রকল্পের আবেদন করতে পারবেন আবেদনকারীরা। প্রথমেই জেলা স্বাস্থ্য অফিস থেকে শিশুসাথী প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে।
ফর্মটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণও করতে হবে এরপর ফরমটির সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে সমস্ত আবেদন পত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এ বিষয়ে আরো বিশদে জানতে গেলে শিশুসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তে গিয়ে দেখতে পারেন।
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া
আবেদনকারী যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদনকারী কে পশ্চিমবঙ্গ শিশুসাথী যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর আবেদন পত্রটির সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করে সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
শিশুসাথী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
শিশুসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
শিশুসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক | Click Here |
রুপশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্ক | Click Here |