Samudra Sathi Scheme News: পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের মূলে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই উদ্যোগে রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্পের কথা সামনে এসেছে। মহিলাদের জন্য রয়েছে লক্ষীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী সহ রয়েছে স্বাস্থ্য সাথীর মতো চিকিৎসা বিভাগীয় প্রকল্পও।
এছাড়াও রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে যুবশ্রী প্রকল্পের সুবিধা। এবার রাজ্যের মানুষদের জন্য আরেকটি নতুন প্রকল্প সামনে নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। যোগ্যতা অনুযায়ী আবেদন করলে বাড়িতে বসেই পাওয়া যাবে ১০,০০০ টাকা প্রতিমাসে।
রাজ্য সরকরের তরফে এলো নতুন প্রকল্প
মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা রয়েছে এবার একিই ভাবে এই নতুন প্রকল্পের মাধ্যমে উপকৃত হতে চলেছেন রাজ্যের বড় সংখ্যক মানুষ। মাসিক ১০,০০০ টাকার অর্থ সাহায্য পশ্চিমবঙ্গের একাধিক মানুষের জীবনে বড় একটি সাহায্য হতে চলেছে। আপনিও হয়তো ভাবছেন কি এমন প্রকল্প যেখানে ১০,০০০ হাজার টাকা পাওয়া যাবে। সকলের সব প্রশ্নের উত্তর পেতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিতে হবে।
পশ্চিমবঙ্গ তথা বেশিরভাগ ভারত থেকে বিদায় নিয়েছে শীত। বসন্ত বললেও দাপট চালাচ্ছে তীব্র গরম। এরপরেই আসছে বর্ষাকাল। আর সেই জন্যই এই নতুন প্রকল্পের কথা ভেবেছে পশ্চিমবঙ্গ সরকার। জানা যাচ্ছে রাজ্যের মৎস্যজীবী মানুষদের জন্য এই নতুন সমুদ্রসাথী প্রকল্পে কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্ষাকালের উত্তাল সমুদ্রে মাছ ধরতে যাওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। আর এই সময় কার্যত আয় বন্ধ হয়ে যায় মৎস্যজীবীদের। সেই জন্যই মৎস্যজীবী মানুষদের আর্থিক নিশ্চয়তা দিতে এই বিশেষ প্রকল্পের কথা ভেবেছে পশ্চিমবঙ্গ সরকার।
সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের তরফে মৎস্যজীবীদের মাসিক ১০,০০০ টাকা ভাতা দেওয়া হয়। যা শুধুমাত্র বর্ষার দুই মাসের জন্যই দেওয়া হবে। যেহেতু ওই সময় মাছ ধরা কার্যত অসম্ভব হয়ে পড়ে সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত বছরের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া।
এখনও অবধি রাজ্যের অনেক মৎস্যজীবীরা এই প্রকল্পের আওতায় সুফল পেয়েছেন। তবে আবেদনের আগে মনে রাখতে হবে শুধু মাত্র মৎস্যজীবীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য।
এই অভিনব উদ্যোগে রাজ্যের মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাদের বক্তব্য আজ পর্যন্ত তাদের কথা এর আগে কেউ ভাবেনি ফলে তারা খুশি হয়েছেন সকলেই। এই প্রকল্পে আবেদন করার জন্য সরাসরি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। এছাড়াও বিস্তারিত জানতে নিকটবর্তী বিডিও অফিস, পঞ্চায়েত অথবা পৌরসভার আধিকারিকদের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে।