সমুদ্র সাথী প্রকল্প: পশ্চিমবঙ্গ সরকারের অভিনব প্রকল্প,মৎস্যজীবীরা প্রতিবছর পাবে ১০,০০০ টাকা, কিভাবে পাবেন জেনে নিন

Oindrila Chatterjee
Samudra Sathi Scheme
WhatsApp Channel Follow Now

আমাদের রাজ্যে দরিদ্র পরিবারের সংখ্যা বেশি , তাই একাধিক দরিদ্র পরিবারের উদ্দেশ্যে কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করে এসেছে। বিভিন্ন প্রকল্পের মধ্যে এই সমুদ্র সাথী প্রকল্পটি (Samudra Sathi Scheme) আরও একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প।

এই প্রকল্পটি আসলে রাজ্যের মৎস্যজীবীদের উদ্দেশ্যে চালু করা হয়। আমাদের রাজ্যের মৎস্যজীবীদের জীবিকা সমুদ্র এবং নদীর ওপর নির্ভরশীল তাই সমুদ্র বা নদীতে কোন প্রাকৃতিক বিপর্যয় হলে তাদের জীবিকাও বিপর্যস্ত হয়। যার ফলে বিভিন্ন মৎস্যজীবীদের আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়।

তাই রাজ্যের মৎস্যজীবীদের আর্থিক সহায়তার কথা ভেবেই পশ্চিমবঙ্গ সরকার এই সমুদ্র সাথী প্রকল্প (Samudra Sathi Scheme) চালু করে। এই প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীরা কত টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে এবং এই প্রকল্পে নথিভূক্ত করার আবেদন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই নিবন্ধের মাধ্যমে জেনে নিন।

সমুদ্র সাথী প্রকল্প/Samudra Sathi Scheme

প্রকল্পের নামসমুদ্র সাথী প্রকল্প (Samudra Sathi Scheme)
কোন কোন রাজ্যে চালু হয়েছেপশ্চিমবঙ্গের উপকূলবর্তী তিনটি জেলা: পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা
প্রকল্প শুরু করেছেনপশ্চিমবঙ্গ সরকার (অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন)
কোন বিভাগের অন্তর্গতমৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার
প্রকল্প শুরুর তারিখফেব্রুয়ারি ২০২৪ (রাজ্য বাজেট ঘোষণার সময়)
প্রকল্পের বর্তমান স্ট্যাটাসচলমান; বর্তমানে আবেদন গ্রহণ চলছে
কারা আবেদন করতে পারবেনপূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা উপকূলবর্তী তিন জেলার নিবন্ধিত মৎস্যজীবীরা, যাঁরা সমুদ্রিক মাছ ধরার সঙ্গে যুক্ত
আবেদনের বয়স সীমানির্দিষ্ট বয়স সীমা নেই
কি কি সুবিধা পাবেনমাছ ধরার নিষেধাজ্ঞার সময় (এপ্রিল-মে) মাসে প্রতি মাসে ₹৫,০০০ করে, মোট ₹১০,০০০ আর্থিক সহায়তা
আবেদনের স্ট্যাটাস চেক লিঙ্কhttps://wbfisheries.wb.gov.in
অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbfisheries.wb.gov.in

সমুদ্র সাথী প্রকল্প আসলে কি?
What is Samudra Sathi Scheme?

রাজ্য সরকারের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মৎস্যজীবীদের প্রাকৃতিক দুর্যোগে জীবিকার বিপর্যস্ত হওয়ার পর আর্থিক সংকটের সময়কালে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রথম চালু করেছিলেন এই সমুদ্র সাথী প্রকল্প।

২০২৪ সালের ১৫ এপ্রিল থেকে ১৫ ই জুন পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। মৎস্যজীবীদের সম্পূর্ণ জীবিকা সমুদ্র এবং নদীতে মাছ ধরার উপর কেন্দ্র করেই। আর মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রাজ্যের মৎস্যজীবীদের জীবিকা ও আয়কে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করে তোলে। তাই সেই সময়ে রাজ্যের মৎস্যজীবীদের আর্থিক সংকট থেকে উদ্ধার করতে এই সমুদ্র সাথী প্রকল্প (Samudra Sathi Prakalpa)চালু করা হয়।

মৎস্যজীবীদের এই অর্থনৈতিক দুঃসময়ে রাজ্য সরকার ঘোষণা করেন তিনটি নদীর সংলগ্ন জেলার অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের প্রতিবছরেই ১০ হাজার টাকা করে অর্থ সাহায্য করা হবে এই সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে।

সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা কি কি ?
What are the Benefits of Samudra Sathi Scheme?

  1. রাজ সরকারের পরিকল্পনা অনুযায়ী পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলার প্রায় দু লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হয় । কারণ পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবীদের উদ্দেশ্যে এই সমুদ্রর সাথী প্রকল্পের জন্যে মোট ২০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে।
  2. রাজ্যের মৎস্যজীবীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই সমুদ্র সাথী প্রকল্পে নথিভূক্ত হলে সরকারে পক্ষ থেকে ২ মাসে ৫,০০০ টাকা করে ভাতা পাবে অর্থাৎ মোট ১০,০০০ টাকা পেয়ে যাবে।
  3. সমুদ্র সাথী প্রকল্পের এই টাকা এপ্রিল মাস থেকে জুন মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে কারণ ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে বা নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকে।

সমুদ্র সাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
Eligibility Criteria to apply for the Samudra Sathi Scheme?

  1. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক।
  2. যারা পেশায় মৎস্যজীবী তারাই একমাত্র আবেদন করতে পারবে এই প্রকল্পে নিজেকে নথিভুক্ত করার জন্য।
  3. পশ্চিমবঙ্গের তিনটি নদী সংলগ্ন জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সমস্ত মৎসজীবীরাই এই সমুদ্রের সাথী প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবে।
  4. এই প্রকল্পে আবেদনকারীর বয়স একুশ বছর অথবা তার বেশি হওয়া বাধ্যতামূলক।
  5. এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড থাকা আবশ্যক।

সমুদ্র সাথী প্রকল্পে আবেদনের জন্যে কি কি ডকুমেন্টস প্রয়োজন??
What documents are required to apply for the Samudra Sathi Scheme??

  1. পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড
  2. স্থায়ী বাসস্থানের প্রমাণ
  3. মৎস্যজীবী রেজিষ্ট্রেশন কার্ড
  4. ব্যাংক অ্যাকাউন্ট details
  5. চালু মোবাইল নাম্বার
  6. Colour পাসপোর্ট সাইজের ফটো

সমুদ্র সাথী প্রকল্পের আবেদন পদ্ধতি:
Application Procedure of Samudra Saathi Scheme:

এই প্রকল্পে নথিভূক্ত হওয়ার জন্য অনলাইনে আবেদন অর্থাৎ কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যায় না। এই বছরে (২০২৫) এই সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা পেতে চাইলে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনকারীর নাম লেখাতে হবে এবং এই প্রকল্পে নথিভূক্ত করার আবেদন জমা দিতে হবে।

এছাড়াও আপনাদের নিকটবর্তী বিডিও অফিস, পঞ্চায়েত অথবা পৌরসভায় গিয়ে যোগাযোগ করে এই প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত ইনফরমেশন নিয়ে নিতে পারেন।

অথবা সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে https://wbfisheries.wb.gov.in/official/mypage.php?id=217 এই প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারেন। এছাড়াও আপনারা এই প্রকল্প সম্পর্কিত যেকনো বিষয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন 033-2357 0077 এই হেল্প লাইন নম্বরে। অথবা mail করতে পারেন dsfisheries@gmail.com এই ইমেল আইডিতে।

উপসংহার

পশ্চিমবঙ্গ সরকারের আরো এক অভিনব প্রকল্প হিসেবে পরিচিত এই সমুদ্র সাথী প্রকল্প নিঃসন্দেহে মৎস্যজীবীদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে রাজ্যের মৎস্যজীবীদের জীবিকা ও আয় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিল যে তাদের পরিবারে আর্থিক সংকট দেখা দিচ্ছিল। এই প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীরা এবং তাদের পরিবার আর্থিক সংকটকে খুব সহজেই মোকাবিলা করতে পারছে।

জয় বাংলা পেনশন প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক :

জয় বাংলা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
জয় বাংলা পেনশন প্রকল্পের আবেদন পত্র ডাউনলোড লিঙ্কClick Here
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *