পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত অসংগঠিত শ্রমিকদের স্বাস্থ্য এবং জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই প্রকল্পের উদ্ভাবন। এই প্রকল্পের অধীনে শ্রমিকরা তাদের সন্তানের পড়াশোনা এবং শারীরিক বিভিন্ন অসুস্থতার জন্য আর্থিক সাহায্য পাবেন। তবে শুধু আবেদনকারী নন আবেদনকারীর পরিবারের অন্যান্য সদস্যরাও এই সামাজিক সুরক্ষা যোজনা(Samajik Suraksha Yojana) সুবিধা পাবেন। তাহলে চলুন দেখে নিই সামাজিক সুরক্ষা যোজনা কি এবং এর বিস্তারিত –
সামাজিক সুরক্ষা যোজনার বিবরণ / Overview of Samajik Suraksha Yojana
প্রকল্পের নাম | সামাজিক সুরক্ষা যোজনা |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প চালু করেছেন | মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভারত সরকার |
প্রকল্প শুরুর তারিখ | 1লা এপ্রিল 2017 |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | 2024 এ সক্রিয় আছে |
কারা আবেদন করতে পারবেন | পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা |
আবেদনের বয়স সীমা | ১৮ থেকে ৬০ |
কি কি সুবিধা পাবেন | ১) চিকিৎসা খরচ হিসেবে এককালীন ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা। ২) আকস্মিক ভাবে মারা গেলেন ১০ হাজার টাকা আর্থিক সহায়তা। ৩) কর্মস্থলে কোন দুর্ঘটনায় মারা গেলে ক্ষতিপূরণ স্বরূপ ২ লাখ টাকা আর্থিক সহায়তা। ৪) এক্সিডেন্টে দৃষ্টিশক্তি বা হাত-পা বাদ গেলে সেক্ষেত্রেও ২ লাখ টাকা আর্থিক সহায়তা। |
স্ট্যাটাস চেক লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
সামাজিক সুরক্ষা যোজনা কি?
রাজ জুড়ে মধ্য নিম্নবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জন্য এই প্রকল্পটি বিশেষ গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জীবনের সুনিশ্চিত করতে এবং আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই সামাজিক সুরক্ষা যোজনার(Samajik Suraksha Yojana) মাধ্যমে শ্রমিকরা তাদের সন্তানের পড়াশোনার জন্য আর্থিক খরচ পেয়ে থাকেন ও পাশাপাশি চিকিৎসা খরচ হওয়া বাৎসরিক এককালীন ৬০ হাজার টাকা সাহায্য স্বরূপ পেয়ে থাকেন।
Samajik Suraksha Yojana 2024 এ কি কি সুবিধা রয়েছে ?
সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতাধীন ব্যক্তি যে সকল সুবিধা গুলি পাবেন তা হল –
- এই যোজনায় আওতাধীন গ্রাহক কে সর্বোচ্চ তার দুটি সন্তানের পড়াশোনার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হবে।
- একাদশ শ্রেণীতে ৪০০০ দ্বাদশ শ্রেণীতে 5000 আইটিআই ৬০০০ স্নাতক স্তরে ৬০০০ এবং স্নাতকোত্তর স্তরের জন্য দশ হাজার টাকা আর্থিক সাহায্য হিসাব পাওয়া যাবে।
- এছাড়াও যদি পলিটেকনিক নিয়ে পড়াশোনা করে সে ক্ষেত্রে ১০০০০ এবং ডাক্তারি লাইনে পড়াশোনা করলে ত্রিশ হাজার টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে।
- সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাধীন উপভোক্তা এবং তার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে গেলে ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিমের তরফ থেকে কুড়ি হাজার টাকা এবং কোন অপারেশন করানো হলে তার জন্য ষাট হাজার টাকা আর্থিক খরচ দেওয়া হবে।
- এছাড়াও উপভোক্তা পরিবারের কোনো সদস্য আকস্মিক ভাবে মারা গেলেন ১০ হাজার টাকা আর্থিক সাহায্য স্বরূপ পাবেন।
- কর্মস্থলে কোন দুর্ঘটনায় মারা গেলে সে ক্ষেত্রে ক্ষতিপূরণ স্বরূপ ২ লাখ টাকা পাওয়া যাবে এবং কোন এক্সিডেন্টে দৃষ্টিশক্তি বা হাত-পা বাদ গেলে সেক্ষেত্রেও ২ লাখ টাকা আর্থিক সাহায্য স্বরূপ পাওয়া যাবে।
কারা সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে পারবেন ?
- সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে।
- কেবল অসংগঠিত শ্রমিক রাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
- আবেদনকারীর মাসিক আয় ৫০ হাজারের উপরে হওয়া চলবে না।
- নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
- পরিবহন ক্ষেত্রে সঙ্গে যুক্ত শ্রমিকরাও এই প্রকল্পের আবেদনের যোগ্য।
কারা সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে পারবেন না ?
- এ প্রকল্পে আবেদন প্রার্থী যদি বিগত ১০ বছর বা তার অধিক সময় পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা না হন সে ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।
- ১৮ বছরের কম বা ৬০ বছরের বেশি কোন ব্যক্তি এই প্রকল্পে আবেদনের যোগ্য নয়।
- সরকারি ক্ষেত্রে কর্মরত সরকারি কর্মীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
- মাসিক আয় ৬৫ হাজারের বেশি হলে এই প্রকল্পে তা গ্রহণযোগ্য নয়।
সামাজিক সুরক্ষা যোজনায় প্রভিডেন্ট ফান্ড থেকে কি কি সুবিধা পাবেন ?
সামাজিক সুরক্ষা যোজনায়(Samajik Suraksha Yojana) আওতাভুক্ত গ্রাহকদের একটি প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হয়েছে। এই প্রভিডেন্ট ফান্ডের অধীনে প্রত্যেক গ্রাহককে মাসিক ২৫ টাকা করে জমা করতে হবে এবং তার বিপরীতে সরকারের তরফ থেকে মাসিক ৩০ টাকা করে সংশ্লিষ্ট গ্রাহকের প্রভিডেন্ট ফান্ডের একাউন্টে জমা পড়বে।
এরফলে আবেদনকারীর ৬০ বছর বয়সী মোট জমা টাকার যে অংশ হবে তা তিনি সুদসহ ষাট বছর বয়সে তুলে নিতে পারেন তবে যদি আবেদনকারী ব্যক্তির আকস্মিক মৃত্যু হয় সেক্ষেত্রে তখনও তিনি জমে থাকা টাকা তুলে নিতে পারেন।
সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন ?
এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে যে সকল ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে তা হলো –
- প্রার্থীর নিজস্ব জাতীয়তার প্রমাণ স্বরূপ আধার কার্ড
- স্থায়ী বসবাসের প্রমাণ স্বরূপ ভোটার কার্ড বা রেশন কার্ড
- প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- প্রার্থীর নিজস্ব সিগনেচার বা সই
- ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি
Samajik Suraksha Yojana এর আবেদন পদ্ধতি
সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের জন্য মূলত দুইভাবে আবেদন করা যেতে পারে অফলাইন এবং অনলাইন।
অফলাইনে আবেদন পদ্ধতি
অফাই মাধ্যমে আবেদনের জন্য আপনাকে আপনার বাড়ির নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট ক্যাম্প থেকে আপনাকে ফর্ম নাম্বার ওয়ান দেওয়া হবে প্রয়োজনীয় নথিগুলি সহ সঠিক তথ্য পূরণ করে আপনাকে আবার সংশ্লিষ্ট দুয়ারে সরকার ক্যাম্পেই জমা করতে হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি
- আবেদনের জন্য প্রথমে আপনাকে অফিশিয়াল সাইট প্রবেশ করতে হবে।
- এরপর আপনাকে new registration অবসানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে হবে।
- এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে সংশ্লিষ্ট পেজে আপনার যাবতীয় তথ্যাবলী সঠিকভাবে পূরণ করে register অপ্সানে ক্লিক করুন।
- রেজিস্ট্রেশনের সময় আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার এই মেসেজ মারফত আপনার আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে।
- এরপর User Login অপশনে ক্লিক করে আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদনপত্রে প্রবেশ করুন।
- এরপর আপনার সামনে পেজে থাকা আবেদনপত্র Basic information, address details, bank details, nominee details, dependent details, document details, final review দিয়ে সঠিকভাবে পূরণ করুন।
- এরপর আপনাকে প্রয়োজনীয় নথিগুলি দেওয়া রয়েছে কি কি লাগবে সেগুলি পিডিএফ ফর্মে আপলোড করতে হবে।
- এরপর আবেদন পত্রটি আরো একবার চেক করে ফাইনাল সাবমিট করুন।
সামাজিক সুরক্ষা যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
সামাজিক সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
সামাজিক সুরক্ষা যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Click Here |
সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ডাউনলোড | Click Here |
সামাজিক সুরক্ষা যোজনা ইউজার রেজিস্ট্রেশন ম্যানুয়াল | Click Here |
সামাজিক সুরক্ষা যোজনার স্ট্যাটাস চেক করার লিঙ্ক | Click Here |