সমব্যথী প্রকল্প: শবদেহ সৎকারে নগদ ২০০০ টাকা দেবে রাজ্য সরকার, এই কাগজপত্র থাকলেই আবেদন করা যাবে

Arpita Paul
Samabyathi Scheme
WhatsApp Channel Follow Now

রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে নানা রকম প্রকল্পের আয়োজন প্রায়শই করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই মহিলাদের এবং জনসাধারণের জন্য নানারকম প্রকল্পের পেশ করা হয়েছে এরকমই একটি প্রকল্প হলো সমব্যথী প্রকল্প(Samabyathi Scheme) যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব।

সংক্ষেপে বলে রাখি সমব্যথী প্রকল্প হল মৃত্যুর পর শোকাহত পরিবারের কথা মাথায় রেখে মৃতদেহের দাহ এবং শ্রাদ্ধশান্তি সংক্রান্ত কাজের জন্য আর্থিক সাহায্য। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সে সকল বিষয় আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাই এই প্রকল্পের বিষয় যদি আগেও না জেনে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নেবেন।

সমব্যথী প্রকল্পের বিবরণ / Overview of Samabyathi Scheme

প্রকল্পের নামসমব্যথী প্রকল্প
কোন কোন রাজ্যে চালু হয়েছেপশ্চিমবঙ্গ
প্রকল্প শুরু করেছেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোন বিভাগের অন্তর্গতনগরোন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগ
প্রকল্প শুরুর তারিখ২০১৬ সাল
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনপশ্চিমবঙ্গের মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য বা আত্মীয় আবেদন করতে পারবেন।
আবেদনের বয়স সীমানেই
কি কি সুবিধা পাবেনমৃত ব্যক্তির সৎকারের জন্য সরকার কর্তৃক ২,০০০ টাকা দেওয়া হবে।
অনলাইনে আবেদনClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

সমব্যথী প্রকল্প কি(What is Samabyathi Scheme) ?

পরিবারের কোন ব্যক্তি মারা গেলে স্বাভাবিকভাবে ই শোকে ছায়া সমগ্র পরিবারের উপর পড়ে। সাধারণত নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র পরিবার গুলিতে কোন ব্যক্তি বা পারিবারিক সদস্য মারা গেলে আর্থিক অসহায়তার জন্য তারা শ্রাদ্ধ শান্তির কাজ করতে পারেন না। আর এই সকল পরিবারগুলির পাশে সাহায্যের হাত বাড়িয়ে থেকেই এই প্রকল্পের উদ্বোধন ।রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে।

কত দরিদ্র পরিবার থেকে আর্থিক সহায় সম্বলহীন ব্যক্তিদের পারালৌকিক এর যাবতীয় কাজের জন্য আর্থিক সাহায্য এই প্রকল্পের মাধ্যমে করা হয়ে থাকে। সমস্ত রকম উপযুক্ত ডকুমেন্টস এবং অন্যান্য শর্তাদি মেনে আবেদনপত্র পূরণ করলে ২০০০ টাকা আর্থিক সাহায্য হিসেবে পাওয়া যায়। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে ২৬ টি পরিবার উপকৃত হয়েছে।

সমব্যথী প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Samabyathi Scheme

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অনুমোদিত সমব্যথী প্রকল্পে(Samabyathi Prakalpa) আবেদনের মাধ্যমে আবেদনকারী তাঁর পরিবারের মৃত ব্যক্তির পরকালের কার্যসিদ্ধির জন্য ২০০০ টাকা আর্থিক সাহায্য হিসেবে পাবেন এবং এই প্রকল্পে সকল দরিদ্র সীমার নিচে বসবাসকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজানের জন্য নূন্যতম যে সকল যোগ্যতা গুলি অবশ্যই রাখতে হবে তা হল

  • মৃতের পরিবারকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • মৃত ব্যক্তি পারলৌকিক কাজ পশ্চিমবঙ্গেই সম্পন্ন করতে হবে, তাহলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে।
  • মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট অবশ্যই বৈধ হতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে।
  • কোন ব্যক্তি এই রাজ্যে বসবাস করলেও রাজ্যের বাইরে অন্য কোন রাজ্যে মারা গেলে এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হলে সেক্ষেত্রে তিনি রাজ্যের এই প্রকল্পের সুবিধা পাবেন না।
  • মৃতের পরিবারের সদস্যদের অবশ্যই দরিদ্রসীমা নিচে বসবাস করতে হবে অর্থাৎ আর্থিক অসহায় ব্যক্তিদের কেবল এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ করানো যাবে।

সমব্যথী প্রকল্পের সুবিধা / Benefits of Samabyathi Scheme

আমাদের নিম্ন মধ্যবিত্তের দেশে অধিকাংশ ব্যক্তি দরিদ্র সীমার নিচে বসবাস করেন সেক্ষেত্রে তাদের দিন আনতে পান্তা ফুরায়। সেই সকল পরিবারের কোন ব্যক্তি মারা গেলে তাদের কাছে পর্যাপ্ত অর্থের পরিমাণ থাকে না। শব দাহ করার জন্য কিংবা শেষকৃত্য ক্রিয়া করার জন্য, অনেক সময় তাদের ভিক্ষা করে কিংবা ধার চেয়ে শেষকৃত্য সম্পন্ন করতে হয় ।

এই প্রকল্পের মাধ্যমে যোগ্য নির্বাচিত হলে এককালীন ২০০০ টাকা আর্থিক সাহায্য হিসেবে পেয়ে থাকেন। সহায় সম্বহীন পরিবারিক ব্যক্তিরা তাদের মৃত ব্যক্তির পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার জন্য এর মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন তবে কেবলমাত্র পরিবারের খুব নিকট ব্যক্তি এই অর্থ সাহায্য পাবেন।

সমব্যথী প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Samabyathi Scheme

রাজ্য জুড়ে বিভিন্ন আর্থিকভাবে দুস্থ ব্যক্তিদের মৃত্যুর পরবর্তী আর্থিক সহায়তা দিতে নয়া প্রকল্প সমব্যথী সূচনা করা হয়েছে। কেবলমাত্র আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের financial coverage দিতে এই প্রকল্প আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন ধাপে ধাপে বর্ণনা করা হলো।

পঞ্চায়েত এলাকার বসবাসকারী ব্যক্তি কোন কারনে মারা গেলে তাদের নিকট আত্মীয় পঞ্চায়েতের অফিসের যোগাযোগ করতে পারেন।

পৌরসভায় বসবাসকারী কোন অসুবিধা মারা গেলে সে ক্ষেত্রে স্থানীয় মিউনিসিপালিটি তে যোগাযোগ করতে পারেন।

সংশ্লিষ্ট শ্মশান বা কবরস্থানের মৃত্যু প্রমাণপত্র সহ জমা করলে আবেদন করলে টাকা পাওয়া যাবে।

তবে বিশেষ কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তি যদি কোন আত্মীয় না থাকে সেক্ষেত্রে প্রতিবেশীরা এই প্রকল্পে আবেদন করতে পারবে।

সমব্যথী প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Samabyathi Scheme

এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের যে সকল ডকুমেন্ট অবশ্যই রাখতে হবে তা হল –

প্রার্থীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণপত্র, মৃত ব্যক্তির আধার কার্ড বা ভোটার কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষ থেকে অনুমোদিত ডেথ সার্টিফিকেট, শ্মশান কিংবা কবরস্থানে ডকুমেন্ট,

আপনি পৌরসভা কিংবা পঞ্চায়েত যে অঞ্চলের অন্তর্ভুক্ত হন না কেন সেই এলাকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এই প্রকল্পের বিষয় বিস্তারিত জেনে নেবেন।

সমব্যথী প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ / Amount of Financial Assistance in Samabyathi Scheme

এই প্রকল্পের অধীনে রাম নথিভুক্ত করলে প্রার্থীদের যথার্থতা বিচার করে মৃত ব্যক্তি পরিবারের লোককে ২০০০ টাকা অবধি আর্থিক সাহায্য দেওয়া যেতে পারে। অবশ্য এই টাকা পাওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত মানদন্ডগুলি পূরণ করতে হবে।।

সমব্যথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন(Who can apply for Samabyathi scheme)?

এই প্রকল্পে মৃত ব্যক্তির পরিবারের লোকজনেরা আবেদন করতে পারেন এছাড়াও মৃত ব্যক্তির নিকট আত্মীয় বা বন্ধু-বান্ধবেরাও মৃত ব্যক্তির হয়ে এই প্রকল্পে আবেদন করতে পারেন। পাশাপাশি আত্মীয়-স্বজন না বন্ধু বান্ধব না থাকলে পাড়ার প্রতিবেশীরাও আবেদন করতে পারবেন।

সমব্যথী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

সমব্যথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
সমব্যথী প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্কClick Here
সমব্যথী প্রকল্পের আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্কClick Here
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment