Pronam Smart Card: মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে জনসাধারণের জন্য একের পর এক কাজ করে গেছেন তার প্রতিচ্ছবি হিসেবে আমরা পেয়েছি বিভিন্ন প্রকল্প। যেমন কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মী ভান্ডার খাদ্য সাথী প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প ইত্যাদি।
যুবক থেকে আবাল বৃদ্ধ বণিতা সকলের পাশে তিনি যে রয়েছেন তা তাঁর কর্মকাণ্ডের মধ্যে প্রকাশ পাচ্ছে। এবারেও তাঁর এক অভিনব উদ্যোগ হল স্মার্ট কার্ড বিতরণ। যার নাম প্রনাম স্মার্ট কার্ড । নামটি ও ভীষণ আকর্ষণীয়।
প্রণাম স্মার্ট কার্ড প্রকল্পের বিবরণ / Overview of Pronam Smart Card Scheme
প্রকল্পের নাম | প্রণাম স্মার্ট কার্ড |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প শুরু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | কলকাতা পুলিশ ও দ্য বেঙ্গল এনজিও-র যৌথ পরিচালনায় |
প্রকল্প শুরুর তারিখ | ফেব্রুয়ারি, 2024 |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | 2024 এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিক |
আবেদনের বয়স সীমা | নূন্যতম 60 বছর |
কি কি সুবিধা পাবেন | 1) বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা 2) স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ 3) আপাতকালীন চিকিৎসা |
আবেদনের লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
স্মার্ট কার্ড কি(What is a smart card?)?
এই স্মার্ট কার্ড এর ব্যবহার আমরা এখন প্রত্যেকেই কম বেশি করে থাকি তাই প্রথমেই জেনে নেওয়া প্রয়োজন সম্পর্কে দু চার কথা। স্মার্ট কার্ডেরই যুগ এখন। কম্পিউটার বা অন্যান্য যন্ত্রাংশে নিরাপত্তা সংক্রান্ত কাজে যে কার্ড ব্যবহার করা হয় তাকে স্মার্ট কার্ড বলে।
স্মার্ট কার্ড এক ধরনের ইলেকট্রনিক্স কার্ড। বলা চলে এটিকে ফিজিকাল কার্ডও বলা যায় কারণ এতে এমবিটেড ইন্টিগ্রেটেড চিপ থাকে যেগুলি নিরাপত্তা টোকেন হিসাবে কাজ করে যেমন আমরা দেখে থাকি ড্রাইভিং লাইসেন্স ক্রেডিট কার্ডে ধাতু বা প্লাস্টিকের তৈরি করা হয়।
প্রনাম স্মার্ট কার্ড কী(What is Pronam Smart Card) ?
এটি রাজ্যের প্রবীণ নাগরিকদের প্রকল্প। আমাদের রাজ্যে এখন বেশিরভাগ প্রবীর নাগরিকরাই একাকিত্বের ভুগছেন। চাকরি সূত্রে পরিবারের লোকজন বিদেশে থাকছেন। এই বৃদ্ধ বয়সেও একাই লড়াই চালিয়ে যেতে হচ্ছে।
অনেকে আবার অবিবাহিত রয়েছেন। যাদের দেখার মতো কেউ নেই এই জীবন সায়ানে এসেও তাদের লড়াইটা সেই একারই। তাদের বৃদ্ধ বয়সে দেখভালের কেউ নেই। তাদের স্বাস্থ্য সুরক্ষা কথা ভেবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্মার্ট কার্ডের উদ্যোগ। রাজ্যে যে সমস্ত ৬০ বছরের উর্ধ্বে প্রবীণ নাগরিকরা রয়েছেন তারাই পাবেন এই স্মার্ট কার্ড।
প্রবীণ নাগরিকদের সুরক্ষা নিরাপত্তার জন্য রাজ্য সরকার ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগ এটি। তাদের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিচ্ছে কলকাতা পুলিশ। এর থেকে ভালো কিছু হয়তো আর হতে পারে না কারণ যে বৃদ্ধ বাবা মায়েরা ছেলেমেয়েদের কাছে বোঝা হয়ে দাঁড়ায় সেই বোঝা স্বইচ্ছায় বহন করতে চাইছেন কলকাতা পুলিশ নিঃসন্দেহে এ এক অভিনব উদ্যোগ।
কারা প্রনাম স্মার্ট কার্ড এর সুবিধা পাবেন(Who will get the benefit of Pronam Smart Card) ?
রাজ্যের যে কেউ এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না তার জন্য মানতে হবে বেশ কিছু শর্ত।কেবলমাত্র প্রবীণ নাগরিকরাই এই সুবিধা পাবেন অর্থাৎ ষাট বা তার ঊর্ধ্বে বয়স হতে হবে। এক নজরে দেখিনি শর্ত গুলি কি কি:
- অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- স্বামী স্ত্রীর ক্ষেত্রে উভয়কেই বয়স ৬০ কিংবা তার বেশি হতে হবে। তবেই এই স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
- অবিবাহিত একা বয়স্ক মহিলা কিংবা পুরুষ যাদের বয়স ৬০ বা তার বেশি তারাও এই স্মার্ট কার্ডের জন্য আবেদনযোগ্য।
- যে সমস্ত প্রবীণ মানুষেরা আবেদন করবেন অর্থাৎ স্বামী স্ত্রী হলে উভয়টি একা বসবাসকারী ব্যক্তি হতে হবে।
- আবেদনকারী ব্যক্তি কলকাতা পুলিশের অধীনে অবস্থিত আর মোট ৪৮ টি থানার অন্তর্গত একটি অঞ্চলের বাসিন্দা হওয়া প্রয়োজন।
প্রনাম স্মার্ট কার্ড এর সুবিধা / Benefits of Pronam Smart Card
প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে এই স্মার্ট কার্ডের একাধিক সুবিধা কারণ বয়স্ক মানুষদের বয়স বাড়ার সাথে সাথে সম্মুখীন হতে হয় বিভিন্ন রকম বার্ধক্য জনিত সমস্যার, এই কার্ডে তাঁরা পেয়ে যাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ, আপতকালীন চিকিৎসার সুবিধা, বিনামূল্যে স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ পরীক্ষা এমন কি কলকাতা পুলিশের নিরাপত্তাও।
যেকোন বিপদে সহজে সমাধান পেয়ে যাবেন এই কার্ডের মাধ্যমে। শারীরিক নিরাপত্তার পাশাপাশি মানসিক সুস্থতার দিকেও বিশেষভাবে খেয়াল রাখা হয়েছে।
প্রনাম স্মার্ট কার্ড প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Pronam Smart Card
স্মার্ট কার্ড পেতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে থানায়। ওখানে গিয়ে Pronam মেম্বারশিপ ফর্ম তুলতে হবে। সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। পূরণ করার পর নিকটস্থ থানায় দুটি রঙিন পাসপোর্ট সাইজ ছবিসহ জমা করতে হবে। জমা করলেই হবে না যাচাই করা হবে এবং যোগ্য বলে বিবেচিত হলে তবেই আপনাকে Pranam এর পক্ষ থেকে সদস্য কার্ড দেওয়া হবে।
প্রনাম স্মার্ট কার্ড এর হেল্পলাইন নম্বর / Helpline number for Pronam Smart Card
০৩৩-২৪১৯-০৭৪০, ৯৬৭৪২৮৮৮৩৩ এবং ৯৬৭৪২৮৮৮৪৪
প্রনাম স্মার্ট কার্ড এর বিষয়ে যোগাযোগের ঠিকানা / Contact address regarding Pronam Smart Card
বালিগঞ্জ থানা
৩৮/১, বেলতলা রোড,
কলকাতা – ৭০০০১৯
লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণ নাগরিকদের জন্য সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে চালু করা স্মার্ট কার্ড। জনগণের মনে তাঁকে ঘিরে আশা ভরসা আরো কিছুটা বাড়ল। একই সাথে প্রশংসা করতে হয় কলকাতা পুলিশেরও কারন সমস্ত প্রবীণ মানুষের দায়িত্ব তাঁরা হাসিমুখে নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন যা অনেকেরই কাছে বোঝা মনে হয়।
স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবীণ নাগরিকেরা বিভিন্ন রকম অনুষ্ঠান গান সাংস্কৃতিক অনুষ্ঠান নাটকের সাথে যুক্ত থাকতে পারবেন যাতে করে তাদের একাকীত্ব কিছুটা হলেও কমবে। বর্তমান সময় দাঁড়িয়ে ওই একাকিত্বই ধীরে ধীরে গ্রাস করছে মানুষের জীবন। জীবনকে আবার ছন্দে ফেরাতে কলকাতা পুলিশ রাজ্য সরকারের এহেন উদ্যোগকে কুর্নিশ জানাতে হয়।
প্রনাম স্মার্ট কার্ড কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
প্রনাম স্মার্ট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
প্রনাম স্মার্ট কার্ডের বিজ্ঞপ্তি | Click Here |
প্রনাম স্মার্ট কার্ডের মেম্বার হওয়ার আবেদনের লিঙ্ক | Click Here |