প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা: অসংগঠিত কর্মীদের ৩ লক্ষ টাকা ঋণ দিচ্ছে কেন্দ্র সরকার, দেখে নিন কিভাবে আবেদন করবেন

Baisali Samanta
Pradhan Mantri Viswakarma Yojana
WhatsApp Channel Follow Now

রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টায় সারাদেশে বিভিন্ন প্রকল্পের ছড়াছড়ি। আট থেকে আশি সকলের জন্যই সরকার যথেষ্ট উদ্যোগী, তেমনি একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেছিলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা(Pradhan Mantri Viswakarma Yojana)। আসুন জেনে নিই এই প্রকল্প সম্পর্কে দু-চার কথা যা আগামী দিনে আমাকে আপনাকে একাধিক সুবিধা দিতে পারে।

প্রকল্পের সূচীপত্র
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বিবরণ / Overview of Pradhan Mantri Viswakarma Yojanaপ্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কী(What is Pradhan Mantri Viswakarma Yojana) ?এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Viswakarma Yojanaপ্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদন পদ্ধতি / How to apply in Pradhan Mantri Viswakarma Yojanaপ্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Pradhan Mantri Viswakarma Yojanaপ্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Pradhan Mantri Viswakarma Yojanaঅফলাইনে আবেদন পদ্ধতিঅনলাইনে আবেদন পদ্ধতিপ্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় লোনের পরিমাণ / Amount of loan under Pradhan Mantri Viswakarma Yojanaপ্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বিবরণ / Overview of Pradhan Mantri Viswakarma Yojana

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বিবরণ

প্রকল্পের নামপ্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা
কোন কোন রাজ্যে চালু হয়েছেদেশের প্রতিটি রাজ্যে
প্রকল্প শুরু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কোন বিভাগের অন্তর্গতক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রক
প্রকল্প শুরুর তারিখ১৭ ই সেপ্টেম্বর, ২০২৩
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনকাঠের কাজের সাথে যুক্ত ব্যক্তি, লোহা/ধাতু অথবা পাথরের কাজের সাথে যুক্ত ব্যক্তি, সোনা, রুপো ও মাটির কাজের সাথে যুক্ত ব্যক্তি, চামড়ার কাজের সাথে যুক্ত ব্যক্তি, রাজমিস্ত্রি, নাপিত, পুতুল ও খেলনা তৈরির কাজের সাথে যুক্ত ব্যক্তি, ধোপা, দর্জি ইত্যাদি।
আবেদনের বয়স সীমা১৮ বছরের ঊর্ধ্বে
কি কি সুবিধা পাবেন১. বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
২. প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হবে‌।
৩. আধুনিক টুলকিট কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
৪. কম সুদে লোন দেওয়া হবে।
আবেদনপত্রClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কী(What is Pradhan Mantri Viswakarma Yojana) ?

বিশ্বকর্মা যোজনার উদ্দেশ্য হল কারিগর ও কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করা। সারাদেশব্যাপী প্রকল্পটি চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কারিগরদের পাশে থাকার অঙ্গীকার। এই যোজনার মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা অত্যন্ত কম সুদে প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণের আবেদন করতে পারবেন।

এই যোজনায় কর্মীরা দক্ষতা প্রশিক্ষণের প্রোগ্রাম প্রদান করা হবে। কামার কাঠমিস্ত্রি স্বর্ণকার মৃৎশিল্পী নাপিত রাজমিস্ত্রি এছাড়াও আরো অনেকে উপকৃত হবেন এই যোজনার মাধ্যমে। ২০২৩ সালের ১৯শে সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন এই যোজনার চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পের মাধ্যমে যাতে দেশের প্রান্তিক মানুষদের কাছে পৌঁছানো যায় উন্নত পরিষেবা, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন তাঁরা।

এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Viswakarma Yojana

  • এটি একটি ভারত সরকারের প্রকল্প যা ঐতিহ্যবাহী শিল্পী ও কারিগরদের আর্থিক সহায়তা প্রদান করে। সরকার কারিগরদের ১৫ হাজার টাকার টুল কিট ও অন্যান্য সরঞ্জাম দিয়ে থাকেন । এই কাজে উন্নত মানের যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে যাতে কাজের ধরনও উন্নত হয়।
  • ৫-৭ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা রয়েছে যাদের দিন প্রতি ৫০০ টাকা করে স্টাইপেন্ড পাবে আবেদনকারীরা।
  • প্রশিক্ষণ শেষে ১৮ মাসের জন্য বিনা সুদে এক লক্ষ টাকার ঋণের ব্যবস্থা করেছে সরকার। ডিজিটাল লেনদেন শুরু হলে প্রতি লেনদেনে এক টাকা করে পাওয়া যায়। প্রতি মাসে ১০০ টা লেনদেনের জন্য টাকা দেওয়া হয়।
  • এই যোজনার শিল্পীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা রয়েছে।
  • এই যোজনার মাধ্যমে কারিগররা বিভিন্ন ভাতা পাবেন, যাতে করে শিল্পী ও কারিগররা তাদের ব্যবসার বিকাশও উন্নতি করতে পারে।
  • কারিগরদের নিজেদের ব্যবসার উন্নতির স্বার্থে নতুন সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয় করবার জন্য আর্থিক সহায়তা করবে সরকার।
  • এই প্রকল্পের ফলে কর্মসংস্থানের নতুন দিগন্ত সৃষ্টি হবে। বাজেটে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদন পদ্ধতি / How to apply in Pradhan Mantri Viswakarma Yojana

  • ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা যারা অসংগঠিত ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক ঐতিহ্যবাহী বাণিজ্যে কাজ করেন তাঁরা এই যোজনার যোগ্য।
  • এই যোজনা বর্তমানে আঠারোটি বিভিন্ন ট্রেডকে কভার করে থাকে, তাই সেই সমস্ত সুবিধা পেতে থাকতে হবে বেশ কিছু প্রয়োজনীয় নথি যেমন:
    আধার কার্ড, ভোটার কার্ড, পেশার প্রমাণপত্র, বৈধ মোবাইল নম্বর, ব্যাংক একাউন্টের বিবরণ, আয়ের শংসাপত্র, বর্ণ শংসাপত্র যেগুলি ছাড়া এই যোজনার সুবিধা পাওয়া অসম্ভব।
  • সরকারি কর্মচারী বা তাদের পরিবারের কেউই এই যোজনার যোগ্য বলে গণ্য নয়।
  • একজন পরিবারের শুধুমাত্র একজনই এই যোজনার সুবিদা পেতে পারেন

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Pradhan Mantri Viswakarma Yojana

  1. ভোটার কার্ড জমা দিতে হবে।
  2. আধার কার্ড জমা দিতে হবে ।
  3. ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে ।
  4. বৈধ মোবাইল নম্বর থাকা বাঞ্ছনীয় ।
  5. আয়ের সার্টিফিকেট জমা দিতে হবে ।
  6. পেশার প্রমাণপত্র আবশ্যিক ।
  7. জাতিগত শংসাপত্র জমা দিতে হবে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Pradhan Mantri Viswakarma Yojana

এই যোজনায় প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে বিস্তারিত জানতে পারবেন। এই যোজনের আবেদন অফলাইন এবং অনলাইন দুই ভাবেই করা সম্ভব।

অফলাইনে আবেদন পদ্ধতি

কারিগর বা আবেদনকারীকে যেতে হবে ডিআইসি অফিসে অর্থাৎ নিজের জেলার জেলা শিল্প কেন্দ্রের অফিসে। এছাড়া ব্যাংকে গিয়েও আবেদন করতে এই যোজনার নাম নথিভুক্ত করার জন্য।

অনলাইনে আবেদন পদ্ধতি

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই নির্দিষ্ট নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে কারিগর কিংবা আবেদনকারীকে আবেদন করতে হবে। তবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ফর্ম ফিলাপ করবার আগে আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করবার প্রয়োজন রয়েছে। তারপরে নির্দিষ্ট তথ্য দিয়ে এই যোজনা আবেদন করতে হবে। আসুন বিষয়টি জানি সবিস্তারে প্রতিটি ধাপে।

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এক্সেস করতে হবে।
  2. তারপরে রেজিস্টার বিকল্পটি বেছে নিতে হবে সেখানে মোবাইল নম্বর ও নিজের আধারের কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
  3. রেজিস্টার করার পর কারিগর নিবন্ধন ফর্মের জন্য অনলাইনে আবেদন করতে হবে সেখানে ফরমটি পূরণ করতে হবে।
  4. নিজের নাম, আধার নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য গুলির সুনির্দিষ্ট বিবরণ দিয়ে আবেদন পত্রটি পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করতে হবে।
  5. পরবর্তী ধাপে সমস্ত নথি গুলি স্ক্যান করে আপলোড করতে হবে যেমন ব্যাংকের বিবরণ আধার কার্ড ইত্যাদি।
  6. এর পরবর্তী ধাপে আবেদন পত্রটিকে পুঙ্খানুপুঙ্খ দেখে নেওয়া প্রয়োজন যাতে কোন প্রকার কোন ভুল তথ্য না দেওয়া হয়ে যায়।
  7. এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন আবেদনকারী, যার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে তাঁরা নিজেদের অবস্থান ট্র্যাক করতে পারবেন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় লোনের পরিমাণ / Amount of loan under Pradhan Mantri Viswakarma Yojana

এই যোজনায় কারিগররা তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে। ঋণের মেয়াদ পাঁচ বছর, সাত শতাংশ সুদের হারে ঋণ দিতে হবে কারিগরদের।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আগামী দিনের ৩০ লক্ষ পরিবারের কাছে পৌঁছাবে বলে আশা করা হয়। এই যোজনা আগামী দিনে সমৃদ্ধি আনবে এবং বিভিন্ন শিল্পের সাথে যুক্ত মানুষরা সরকারের কাছ থেকে সহায়তা পাবেন। পরবর্তী ক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবস্থা করতে চলেছেন ভারত সরকার, যার মাধ্যমে কারিগরা অফুরন্ত সুবিধা পাবেন।

নিজের মোবাইলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন তাঁরা। আগামী দিনে এভাবেই সরকার পাশে থাকুক সাধারণ মানুষের, যাতে করে ভারত আগামী দিনে উন্নতির শিখরে পৌঁছাবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল। যেভাবে প্রতিটি পদক্ষেপে সরকার তার জনসাধারণের কল্যাণের জন্য প্রকল্প ঘোষণা করছে তাতে করে এক নজির সৃষ্টি হতে চলেছে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড করুনClick Here
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার গাইডলাইন ডাউনলোড করুনClick Here

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment