ভারত সরকারের আরো একটি প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা(Pradhan Mantri Mudra Yojana),সংক্ষেপে যাকে পি এম এম ওয়াই যোজনা বলেও অ্যাখ্যা দেওয়া হয়। এই যোজনায় মানুষ লোন কিংবা ক্রেডিট পর্যন্ত পাওয়ার সুবিধা রয়েছে। কৃষির সাথে জড়িত ক্রিয়াকলাপঢ, বানিজ্য বা পরিষেবা খাতে কিংবা পোল্ট্রি, মৌমাছি প্রতিপালন ইত্যাদি ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার বিবরণ / Overview of Pradhan Mantri Mudra Yojana
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | দেশের প্রতিটি রাজ্যে |
প্রকল্প শুরু করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
কোন বিভাগের অন্তর্গত | অর্থ মন্ত্রণালয়, ভারত সরকার |
প্রকল্প শুরুর তারিখ | ৮ ই এপ্রিল ২০১৫ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | অ-কৃষি খাতে আয়-উৎপাদনমূলক কর্মের সাথে যুক্ত যেকোন ব্যক্তি বা সংস্থা এই যোজনার জন্য আবেদন করতে পারবে। |
আবেদনের বয়স সীমা | ১৮ বছর বয়স থেকে ৬৫ বছর বয়সের মধ্যে |
কি কি সুবিধা পাবেন | স্বল্পসুদে ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। |
আবেদনপত্র | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কি(What is Pradhan Mantri Mudra Yojana) ?
ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা(Pradhan Mantri Mudra Yojana)। এই যোজনায় মানুষ লোনের সুবিধা পাবে। বাণিজ্য, কৃষির সাথে জড়িত কাজকর্ম, পোল্ট্রি, ডেইরি, মৌমাছি প্রতিপালনের মত ক্ষুদ্র উদ্যোগগুলিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রয়েছে। এক কথায় বলা যায় আমারা ব্যবসায়িক ঋণ পাবো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের মাধ্যমে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Mudra Yojana
এই যোজনায় উদ্যোক্তাদের বৃদ্ধি, ক্ষুদ্র ইউনিট কিংবা তহবিলের প্রয়োজনীয়তা হিসাবে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রকল্পটিকে সেগুলি হল – শিশু, কিশোর ও তরুণ।
- শিশুরা পাবে ৫০০০০ টাকা পর্যন্ত ঋণ ।
- কিশোররা পাবে ৫০০০০ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ।
- তরুণরা পাবে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Pradhan Mantri Mudra Yojana
প্রথমেই বলে রাখা ভালো এই যোজনায় যোগ্য ঋণ গ্রহীতাদের তালিকা নিম্নে দেয়া হলো :
- পার্টনারশিপ ফার্ম
- সরকারি কোম্পানি
- প্রাইভেট লিমিটেড কোম্পানি
- অন্য কোন আইনি ফার্ম।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুবিধা পাওয়ার নিয়মাবলি / Rules to get Pradhan Mantri Mudra Yojana benefits
- এছাড়াও বিশেষ কিছু দিক আমরা তুলে ধরব যেগুলি এই যোজনার সুবিধা পেতে বিশেষ সতর্ক থাকতে হবে। সেগুলি হল:
- কোন আবেদনকারী কোন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি হবে না । তার একটি সন্তোষজনক রেকর্ড থাকা বাঞ্ছনীয়।
- শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন, তবে কার্যকলাপের প্রকৃতি ও প্রয়োজনীয়তার উপরও ভিত্তি করে আবেদনকারীর মূল্যায়ন করা হবে।
- এই যোজনায় ঋণগ্রহীতাদের অভিজ্ঞতা দক্ষতা কিংবা জ্ঞান থাকা আবশ্যিক।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Pradhan Mantri Mudra Yojana
শিশু ঋণের ক্ষেত্রে:
- পরিচয়ের প্রমাণপত্র অবশ্যই জমা করতে হবে যেমন প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স বা সরকার কর্তৃক কোন ফটো আইডির সব প্রত্যাহিত কপি ইত্যাদি।
- বসবাসের প্রমাণ স্বরূপ বিদ্যুতের বিল কিংবা টেলিফোনের বিল সম্পত্তিকরের রশিদ আধার কার্ড ভোটার আইডি কার্ড ব্যাংকের পাসবুকের জেরক্স আবাসিক শংসাপত্র, সরকার দ্বারা স্বীকৃত শংসাপত্র কিংবা স্থানীয় পঞ্চায়েত পৌরসভা শংসাপত্র জমা দিলেও চলবে।
- আবেদনকারীর সাম্প্রতিক দু কপি রঙিন ছবি জমা দিতে হবে। তবে তা যেন অবশ্যই ছমাসের বেশি পুরনো না হয়।
- ব্যবসায়িক এন্টারপ্রাইজের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে ব্যবসায়িক ইউনিটের ঠিকানা পরিচয় কিংবা মালিকানা সম্পর্কিত অন্যান্য নথি নিবন্ধন শংসাপত্র দাখিল করতে হবে।
কিশোর ও তরুণদের ঋণের ক্ষেত্রে:
- ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট ইত্যাদির মধ্যে কোন একটি পরিচয় প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে।
- স্থায়ীবসবাসের ঠিকানা স্বরূপ বিদ্যুতের বিল দু মাসের বেশি পুরনো নয় এমন সম্পত্তিকরের রশিদ আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি প্রয়োজন।
- আবেদনকারীর দু কপি সাম্প্রতিক রঙিন ছবি জমা দিতে হবে।
- সেলস ট্যাক্স রিটার্ন কিংবা আইকনের মতো বিষয়গুলির ক্ষেত্রে শেষ দু বছরের ব্যালেন্স শিট জমা করতে হবে ২ লক্ষ কিংবা তার বেশি ঋণের ক্ষেত্রে।
- জমা করতে হবে কোম্পানির মেমোরেন্ডাম, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অথবা পার্টনারশিপ অফ পার্টনারসের কপি।
- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে চলতি আর্থিক বছরে অর্জিত বিক্রয়ের তথ্য জমা দিতে হবে।
- বিগত ছয় মাসের একাউন্টের বিবৃতি জমা দিতে হবে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ক্ষেত্রে লোন প্রদানকারী প্রতিষ্ঠানগুলির নামের তালিকা / List of loan disbursing institutions for Pradhan Mantri Mudra Yojana
- বেসরকারি ব্যাংক
- পাবলিক সেক্টর ব্যাংক
- রাষ্ট্র পরিচালিত সমবায় ব্যাংক
- ক্ষুদ্র আর্থিক ব্যাংক অর্থাৎ এস এফ বি এস
- মাইক্রো ফাইনান্স ইনস্টিটিউশন অথবা এমএফআই
- ননব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি বা এন বি এফ সি
- আঞ্চলিক খাত থেকে গ্রামীণ ব্যাংক
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Pradhan Mantri Mudra Yojana
আবেদনের প্রক্রিয়াটির সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। তাই অনলাইনে আবেদন করতে গেলে বেশ কিছু নথি প্রয়োজন সেগুলি হল :আইডি প্রুফ, ঠিকানা, প্রমাণ পত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর স্বাক্ষর, ব্যবসায়িক উদ্যোগের পরিচয় অথবা ঠিকানার প্রমাণপত্র। এবার দেখে নিন কিভাবে আবেদন করবেন ?
- এরপর আবেদনের জন্য প্রথমেই যেতে হবে পিএম মুদ্রা যোজনা সরকারি ওয়েবসাইটে, সেখানে গিয়ে মুদ্রা লোন অপশনে ক্লিক করতে হবে এবং এখনই আবেদন করুন এই অপশনটিকে বেছে নিতে হবে।
- এরপর স্ব-নিযুক্ত পেশাদার বিদ্যমান উদ্যোক্তা কিংবা নতুন উদ্যোক্তা এই তিনটি অপশনের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হবে।
- এরপর আবেদনকারীকে নিজের নাম মোবাইল নম্বর ইমেইল নির্দিষ্ট স্থানে পূরণ করতে হবে এবং মোবাইল নম্বরে ওটিপি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- সফলভাবে নিবন্ধন করার পরে আবেদনকারীর ব্যক্তিগত বিবরণও পেশাগত বিবরণ দিতে হবে।
- এরপর প্রকল্পের প্রস্তাব তৈরি করার জন্য হ্যান্ড হোল্ডিং এজেন্সি নির্বাচন করতে হবে অথবা লোন অ্যাপ্লিকেশন সেন্টারে ক্লিক করতে হবে এবং আবেদন করতে হবে।
- এরপরে মুদ্রা শিশু মুদ্রা কিশোর অথবা মুদ্রা তরুণ এই তিনটি বিভাগের মধ্যে যেকোনো একটি কে নির্বাচন করতে হবে।।
- পরবর্তী ধাপে আবেদনকারী তার ব্যবসায়িক সমস্ত তথ্য পূরণ করতে হবে যেমন ব্যবসার নাম ব্যবসায়ী কার্যকলাপ প্রভৃতি।
- এরপরে দিতে হবে মালিকের বিবরণ ব্যাংকিং অথবা ক্রেডিট সুবিধা।
সবশেষে সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে যেমন ঠিকানার প্রমাণপত্র আইডির প্রমাণপত্র আবেদনকারীর ছবি আবেদনকারীর স্বাক্ষর পরিচয় পত্র বিজনেস এন্টারপ্রাইজ এর ঠিকানা ইত্যাদি। - আবেদনপত্র জমা দেয়া হলে আবেদনকারী পাবেন একটি অ্যাপ্লিকেশন নম্বর যা ভবিষ্যতে রেফারেন্সের জন্য প্রয়োজন পড়বে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার বিজ্ঞপ্তির লিঙ্ক | Click Here |
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১) এসবি একাউন্টের উপর ভিত্তি করে মুদ্রা যোজনার ঋণ পাওয়া সম্ভব কিনা?
সেভিংস ব্যাংক একাউন্টের মাধ্যমে মুদ্রা যোজনা ঋণ পাওয়া সম্ভব হবে। তবে তার জন্য আবেদনকারী কে শাখা যেতে হতে পারে এবং উল্লেখিত ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের দেওয়া বিন্যাসের ঋণের জন্য আবেদন করতে হবে।
২) প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা শিশু ঋণের অধীনে ও ঋণ প্রস্তাব প্রক্রিয়াকরণের জন্য তারনা রাউন্ড টাইম কি রূপ?
আর বি আই ও বিসিএসবিআই অর্থাৎ স্ট্যান্ডার্ড বোর্ড অফ ইন্ডিয়া নিয়ম অনুসারে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ঋণের আবেদনগুলিকে দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা হয়।
৩) ট্যাক্সি কিংবা সিএনজি টেম্পু কেনার ক্ষেত্রে মুদ্রা লোন পাওয়া সম্ভব?
হ্যাঁ ট্যাক্সি কিংবা সিএনজি টেম্পু কেনার ক্ষেত্রে মুদ্রার ঋণ পাওয়া সম্ভব তবে সেক্ষেত্রে আবেদনকারী কে ব্যবসায়িক উদ্দেশ্যে গাড়িটি ব্যবহার করতে হবে।
৪) খাদি কার্যকলাপ কি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ঋণের যোগ্য?
নিশ্চয়ই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে যেকোনো কার্যকলাপের জন্য ঋণ পাওয়া সম্ভব যাতে করে মানুষ নিজেরায় বৃদ্ধি করতে পারে যেহেতু খাদিক কার্যকলাপ বলতে খাদি টেক্সটাইল সেক্টর এর অধীনে মধ্যে একটি তাই মুদ্রা যোজনা লোন পেতে অসুবিধা হয় না।