প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা: গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে কেন্দ্র সরকার, দেখে নিন আবেদন পদ্ধতি

Aindrila Dhani
Pradhan Mantri Matru Vandana Yojana

Pradhan Mantri Matru Vandana Yojana : ভারতের ১৬.৪ শতাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করছে। আজও অনেকে প্রয়োজনীয় পুষ্টিটুকু পান না। মাতৃত্বকালীন অবস্থায় মহিলাদের বেশি পরিমাণে পুষ্টির প্রয়োজন হয়। কিন্তু তা না পাওয়ার কারণে অনেক ক্ষেত্রে ডেলিভারির সময় শিশু মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা ঘটতে দেখা যায়।

এছাড়া বাচ্চা ডেলিভারির পরে মা দীর্ঘদিন অপুষ্টির কারণে অসুস্থ থাকেন। এই ধরনের ঘটনা এড়াতে কেন্দ্র সরকার নিয়ে এসেছে একটি প্রকল্প। আজকের প্রতিবেদনের সেই সম্বন্ধেই আমরা কথা বলবো।

এই প্রতিবেদনে আমরা কথা বলতে চলেছি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (Pradhan Mantri Matru Vandana Yojana)-র সম্বন্ধে। এই প্রকল্পটি ২০১০ সালে তৎকালীন কেন্দ্র সরকার দ্বারা চালু করা হয়েছিল। তখন প্রকল্পটির নাম ছিল ইন্দিরা গান্ধী মাতৃত্ব সহযোগ যোজনা। পরে ২০১২ সাল নাগাদ এই প্রকল্পের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (Pradhan Mantri Matru Vandana Yojana) রাখা হয়।

এই প্রকল্প নারী ও শিশু কল্যাণ দপ্তরের আওতায় কার্যকর হয়। গর্ভবতী মা এবং যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তাদের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কারণ এই সময় একজন নারীর সব থেকে বেশি পুষ্টির প্রয়োজন। ন্যূনতম ১৯ বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যায়।

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার বিবরণ / Overview of Pradhan Mantri Matru Vandana Yojana

প্রকল্পের নামপ্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা
কোন কোন রাজ্যে চালু হয়েছেভারতের সমস্ত রাজ্যের জন্য
প্রকল্প শুরু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কোন বিভাগের অন্তর্গতনারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়
প্রকল্প শুরুর তারিখ১ লা জানুয়ারি ২০১৭
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনভারতের গর্ভবতী মহিলারা
আবেদনের বয়স সীমা১৮ বছরের ঊর্ধ্বে
কি কি সুবিধা পাবেন১) গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্কClick Here
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটClick Here

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কী (What is Pradhan Mantri Matru Vandana Yojana) ?

অপুষ্টির কারণে সন্তান জন্ম দেওয়ার সময় ও সন্তান লালন পালন করার সময় মায়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। গর্ভবতী হওয়ার সময় থেকেই পুষ্টিকর খাদ্য হবু মায়েদের দেওয়া অত্যন্ত দরকার‌। কিন্তু সব পরিবারে তা হয় না। আসলে এক্ষেত্রে সবথেকে বড় বাঁধা হয়ে দাঁড়ায় অশিক্ষা ও আর্থিক সমস্যা।

এই কারণে ২০১৭ সালের ১ লা জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা চালু করেন। মহিলা ও শিশু বিকাশ মন্ত্রণালয় এই প্রকল্পের সঞ্চালনা করে থাকে। গর্ভবতী মা ও স্তন্য পান করানো মায়েরা যাতে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারে তাই এই প্রকল্পের মাধ্যমে তাদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার উদ্দেশ্য / Objectives of Pradhan Mantri Matru Vandana Yojana :-

প্রতিটি যোজনার কিছু উদ্দেশ্য থাকে, ঠিক তেমনভাবেই প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা -র কিছু উদ্দেশ্য রয়েছে। সেগুলি হল-

  1. গর্ভাবস্থাকালীন অবস্থায় অনেকেই কাজ করতে পারেন না। এই কারণে তাদের আর্থিকভাবে যাতে সমস্যায় পড়তে না হয় তাই কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  2. সঠিক পুষ্টি পাওয়ার কারণে মা ও সন্তানের স্বাস্থ্য ভালো থাকে।
  3. অপুষ্টির কারণে গর্ভেই অনেক সময়
    ভ্রূণের মৃত্যু ঘটে। আবার ডেলিভারির সময়েও মায়ের জীবন নিয়ে টানাটানি আর শিশু মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে দেখা যায়। এই ধরনের সমস্যা রুখতে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা -র সূচনা।
  4. অনেক পরিবারেই পুরুষরা সন্তান ও মায়ের খাওয়া দাওয়া, ওষুধ ইত্যাদির খেয়াল রাখে না। আবার আর্থিক সমস্যার কারণে স্ত্রী ও সন্তানের খেয়াল রাখতে চেয়েও রাখতে পারেনা বহু স্বামী। তাই এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহায়তা মায়েরা পায়, তার দ্বারা তারা স্বাবলম্বী হতে পারে।

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Matru Vandana Yojana :-

  1. আর্থিক সহায়তা প্রদান –
    গর্ভবতী মহিলাদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
  2. সঠিক মাত্রায় পুষ্টিকর খাদ্য গ্রহণ –
    এই প্রকল্পের মাধ্যমে মহিলারা ও শিশুরা যাতে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারে, সেই দিকে নজর রাখা হয়।
  3. বিশ্রামের সুযোগ –
    ডেলিভারির পর যাতে মায়েরা পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে পারে এই প্রকল্পের মাধ্যমে তা সুনিশ্চিত করা হয়।‌
  4. শিশু মৃত্যুর সংখ্যা হ্রাস –
    মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার কারণে প্রতিবছর শিশু মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে।
  5. আত্মনির্ভর মা –
    আর্থিক সহায়তা প্রদান করার কারণে মায়েদের আর অপরের উপর নির্ভর করতে হয় না‌।

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনাতে আবেদনের যোগ্যতা / Eligibility to apply for Pradhan Mantri Matri Vandana Yojana :-

  1. এই প্রকল্পে আবেদন করার জন্য মায়ের বয়স ন্যূনতম ১৯ বছর হতেই হবে।
  2. প্রথমবার গর্ভধারণ করলে এই প্রকল্পের সুবিধা পাবে হবু মায়েরা।
  3. দ্বিতীয়বার গর্ভধারণের সময়েও এই প্রকল্পে আবেদন করা যাবে। কিন্তু কেবলমাত্র কন্যা সন্তানের জন্ম হলেই আর্থিক সহায়তা পাওয়া যাবে।
  4. অন্য কোনো সরকারি প্রকল্প বা যোজনার আওতায় মাতৃত্বকালীন সুবিধা লাভ হলে, এই প্রকল্পে আবেদন করা যাবে না।
  5. আবেদনকারীর নিজস্ব ব্যাংক একাউন্ট ও আধার কার্ড থাকতে হবে।

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি / Documents required for application under Pradhan Mantri Matri Vandana Yojana :- :-

যেকোনো প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু নথি তথা ডকুমেন্টের প্রয়োজন হয়, এই প্রকল্পের ক্ষেত্রে সেগুলি হল-

  1. আবেদনকারী মহিলা ও তার স্বামীর আধার কার্ড।
  2. ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স‌।
  3. বৈধ মোবাইল নম্বর ও নিজস্ব ইমেল আইডি।
  4. শেষ পিরিয়ডের তারিখ‌।
  5. মাতৃত্ব ও শিশু সুরক্ষা কার্ড।
  6. সন্তানের জন্ম প্রমাণপত্র।
  7. বাচ্চার টিকার তথ্য।

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় আবেদনের পদ্ধতি / Application Procedure for Pradhan Mantri Matri Vandana Yojana :-

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় (Pradhan Mantri Matru Vandana Yojana) অনলাইনে আবেদন করা সম্ভব।

  1. এর জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
  2. এরপর রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য আবেদনকারীর নাম, ব্যক্তিগত কিছু তথ্য লিখে নথিভুক্ত করতে হবে।
  3. তারপর অনলাইন এপ্লিকেশনের অপশনে ক্লিক করে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ব্যক্তিগত তথ্য, ব্যাংক একাউন্টের ডিটেলস ইত্যাদি লিখতে হবে।
  4. এতদূর হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
  5. তারপর ফর্ম সাবমিটের অপশনে ক্লিক করতে হবে।
  6. তারপর ফরম এর প্রিন্ট আউট বের করে নিজের কাছে তা নিজের কাছে রেখে দেবেন।
  7. আপনার চাইলে আবার অফলাইন মারফতও আবেদন করতে পারবেন। তার জন্য নিকটবর্তী হেলথ সেন্টারে যোগাযোগ করতে হবে।

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার আবেদন পত্র ডাউনলোড লিঙ্কClick Here
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x