Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana : বহু মানুষের রাতের ঘুম উড়ে যায় এই কথা মাথায় আসলে- ‘আমার পর আমার পরিবারের কী হবে?’ পরিবারে একজন উপার্জনকারী সদস্য হলে এই ভয় আরো বেড়ে যায়। তাছাড়া প্রত্যেকেই চান তার মৃত্যুর পরেও পরিবারের যেন কোন কষ্ট না হয়। এবার কেন্দ্র সরকার নিয়ে এসেছে একটি বীমা যোজনা। এর আওতায় আপনার পরিবার ২ লাখ টাকা জীবন বীমা পলিসি পেয়ে যেতে পারে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার বিবরণ / Overview of Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | দেশের প্রতিটি রাজ্যে |
প্রকল্প শুরু করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
কোন বিভাগের অন্তর্গত | আর্থিক সেবা বিভাগ |
প্রকল্প শুরুর তারিখ | ২০১৫ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | ভারতের সকল সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা |
আবেদনের বয়স সীমা | ১৮ বছর বয়স থেকে ৫০ বছর বয়সের মধ্যে |
কি কি সুবিধা পাবেন | ১। বার্ষিক ৩৩০ টাকার প্রিমিয়াম ২ লাখ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। ২। যেকোনো কারণে মৃত্যু হলে জীবন বীমা পাওয়া যাবে। |
আবেদনপত্র | ইংরেজি ফর্ম | বাংলা ফর্ম |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.jansuraksha.gov.in/Default.aspx |
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কী(What is Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) ?
এই প্রতিবেদনে আমরা কথা বলছি কেন্দ্র সরকারের একটি বিখ্যাত যোজনা-প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সম্পর্কে। ২০১৫ সালের ৯ ই মে এই প্রকল্পের সূচনা হয়েছিল। এই যোজনার আওতায় বিনিয়োগকারী ৫৫ বছর বয়সের আগে মারা গেলে তাঁর পরিবার ২ লাখ টাকার জীবন বীমা পলিসির সুবিধা পাবে। এই যোজনায় লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সহ বিভিন্ন বেসরকারি বীমা সংস্থা, সরকারি ও বেসরকারি ব্যাংকের মাধ্যমে আপনারা বিনিয়োগ করতে পারবেন। দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিরা এই বীমার সুযোগ নিতে পারবেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রিমিয়ামের পরিমাণ / Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana Premium Amount
এই যোজনার আওতায় বিনিয়োগকারীকে বাৎসরিক ৩৩০ টাকার প্রিমিয়াম জমা করতে হবে। এই যোজনায় যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে আপনার সেভিংস একাউন্ট থেকে অটোমেটিক প্রিমিয়ামের পরিমাণ প্রতি বছর মে মাসে কেটে নেওয়া হবে। এই জীবন বীমার সুবিধা EWS আর BPL সহ অন্যান্য জনজাতির মানুষেরা নিতে পারবেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার উদ্দেশ্য / Objectives of Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana
দেশের নাগরিকদের পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়া এই যোজনার উদ্দেশ্য। ভারত সরকার এই যোজনার অধীনে বিনিয়োগকারীর পরিবারকে ২ লাখ টাকা প্রদান করবে। এই বীমা যোজনায় ভারতের যেকোন নাগরিক আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana
এই জীবন বীমা যোজনায় বেশ কিছু সুবিধা রয়েছে। যথা :-
- পলিসি হোল্ডারের মৃত্যুর পর তাঁর পরিবারকে ২ লাখ টাকা প্রদান করবে সরকার।
- প্রতিবছরের নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি দিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana
- এই যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বাধিক ৫০ বছরের মধ্যে।
- এক্ষেত্রে কোনো প্রকার মেডিকেল পরীক্ষার প্রয়োজন নেই।
- এই জীবন বীমা যোজনা ৫৫ বছর বয়সে ম্যাচিওর হয়। সেক্ষেত্রে আপনারা ন্যূনতম ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারলে তবেই আবেদন করবেন।
- এই যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- পলিসি হোল্ডারকে বাৎসরিক ৩৩ টাকা করে প্রিমিয়াম জমা করতে হবে।
- পলিসি হোল্ডারের অবশ্যই নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে।
- পলিসি হোল্ডারকে প্রতি বছর ৩১ শে মে-র মধ্যে নিজের সেভিংস একাউন্টে প্রিমিয়ামের ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাতে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana
এই বীমা যোজনায় আবেদন করার জন্য আপনাদের নির্দিষ্ট কিছু নথির প্রয়োজন হবে। যথা :-
- পাসপোর্ট সাইজের ছবি
- বৈধ মোবাইল নম্বর
- পরিচয় পত্র
- আবেদনকারীর আধার কার্ড
- আবেদনকারীর সেভিংস একাউন্টের পাসবুক।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana
সবার প্রথমে আপনাদের সরকারি জননিরাপত্তা ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর অফিসিয়াল পাবলিক সেফটি ওয়েবসাইটের উপরে একটি মেনু বার দেখতে পাবেন। সেখান থেকে ফর্ম অপশনে ক্লিক করতে হবে।
এরপর নির্দিষ্ট যোজনার ফর্ম পেতে জীবন জ্যোতি বীমা যোজনায় ক্লিক করতে হবে। তারপরে ফর্মটি ওপেন হলে সেটি ডাউনলোড করতে হবে। এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এবার এই ফর্মটি আপনার ব্যাংকে জমা করতে হবে। এরপর বাকি কাজ ব্যাংক করে দেবে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আর্থিক সহায়তা দাবি করার পদ্ধতি / Procedure to claim financial assistance under Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana
পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর নমিনি এই যোজনার অধীনে আর্থিক সহায়তা দাবি করতে পারবেন। প্রথম নমিনির সাথে আগে যোগাযোগ করতে হবে। তারপর নমিনিকে ব্যাংক থেকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার ডিসচার্জ রশিদ নিতে হবে। তারপর পলিসি হোল্ডারের মৃত্যুর শংসাপত্রের ছবি, বাতিল চেক আর ডিসচার্জ রশিদ জমা করতে হবে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার যোগাযোগের বিবরণ / Contact Details of PradhanMantri Jeevan Jyoti Bima Yojana
- এক্ষেত্রে সবার প্রথমে আপনাদের সরকারি জননিরাপত্তা ওয়েবসাইটে লগইন করতে হবে।
- এরপর হোমপেজ থেকে যোগাযোগের অপশনে ক্লিক করতে হবে।
- তাহলে আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে।
- সেখানে নিজের রাজ্য অনুযায়ী পিডিএফ ফাইল ডাউনলোড করলে নির্দিষ্ট টোল ফ্রি নম্বর পেয়ে যাবেন।
- অথবা সরাসরি এই টোল ফ্রি 18001031906 নম্বরটিতেও সরাসরি কল করতে পারবেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সম্পর্কে অনলাইনে জানার পদ্ধতি / How to Know About PradhanMantri Jeevan Jyoti Bima Yojana Online
- এর জন্য সবার প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।
- তারপর আপনি যদি এই যোজনার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে নিয়মের তালিকায় ক্লিক করবেন।
- সেখান থেকে আপনার চাহিদা অনুযায়ী যেটি সম্পর্কে জানতে চান তাতে ক্লিক করবেন।
- এরপর আপনার যা জানার আছে তা স্ক্রিনে চলে আসবে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার ফর্ম ডাউনলোড করার পদ্ধতি / How to Download PradhanMantri Jeevan Jyoti Bima Yojana Form
- প্রথমে এই দুজনার অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করবেন।
- এরপর ফর্ম বিকল্প বেছে নিতে হবে। তারপর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে।
- সেখান থেকে এই প্রকল্পের বিকল্প বেচে নিতে হবে। উপযুক্ত বিকল্প নির্বাচন করে ফর্ম ডাউনলোডের অপশনে ক্লিক করলেই আপনার ফোনের ফাইলে ফর্মটি সেভ হয়ে যাবে।
- এরপর প্রিন্টার থেকে সেটি প্রিন্ট আউট বের করলে ফিলাপ করে ব্যাংকে জমা দিতে পারবেন।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদন করার কতদিন পর থেকে কভারেজ পাওয়া যাবে(How long after applying for PradhanMantri Jeevan Jyoti Bima Yojana will coverage be available)?
এই যোজনায় বিনিয়োগ শুরু করার ৪৫ দিন পর আপনি কভারেজ দাবী করতে পারবেন। তবে পলিসি হোল্ডারের মৃত্যু দুর্ঘটনাবশত হলে প্রথম 45 দিনের মধ্যে কভারেজ দাবি করা যেতে পারে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় বিনিয়োগ কীভাবে বন্ধ করা যাবে(How to stop investing in PradhanMantri Jeevan Jyoti Bima Yojana) ?
- পলিসি হোল্ডারের একাউন্ট সক্রিয় না থাকলে এই যোজনা বন্ধ হয়ে যাবে।
- পলিসি হোল্ডারের বয়স ৫৫ বছর হলে নিজে থেকেই এই বীমা ম্যাচিওর হয়ে যাবে।
- ব্যাংক একাউন্টে প্রিমিয়ামের তুলনায় কম টাকা থাকলে এই যোজনা বন্ধ হয়ে যাবে।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | এখানে ক্লিক করুন |
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্ক | ইংরেজি | বাংলা |
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় ক্লেম করার ফর্ম ডাউনলোড লিঙ্ক | ইংরেজি | বাংলা |