কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা(Pradhan Mantri Awas Yojana) সংক্ষেপে পি এম এ ওয়াই জি। আসুন জেনে নিই কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে। এই প্রকল্পের উদ্দেশ্য বা কী এবং এই প্রকল্পে আবেদন করবার পদ্ধতি কী, প্রয়োজনীয় নথিপত্র এমনকি কারা কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন সমস্ত কিছু তথ্যই আজকে আমরা দেব এই প্রতিবেদনের মাধ্যমে ,তাই সমস্তটা জানতে চোখ রাখতে হবে আজকের এই প্রতিবেদনে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার বিবরণ / Overview of Pradhan Mantri Awas Yojana
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী আবাস যোজনা |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | দেশের প্রতিটি রাজ্যে |
প্রকল্প শুরু করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
কোন বিভাগের অন্তর্গত | আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক |
প্রকল্প শুরুর তারিখ | ২০১৫ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | EWS, LIG, MIG-I, MIG-II |
আবেদনের বয়স সীমা | ১৬ বছর বয়স থেকে ৫৯ বছর বয়সের মধ্যে |
কি কি সুবিধা পাবেন | তিনটি কিস্তির মাধ্যমে আবেদনকারী ১ লাখ ২০ হাজার টাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকার পাবেন। |
আবেদনপত্র | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
প্রধানমন্ত্রী আবাস যোজনা কী(What is Pradhan Mantri Awas Yojana) ?
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যোজনাটি চালু করা হয়েছে গৃহহীন পরিবারদের জন্য, যাতে তাঁরা যে কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে বসবাস করে সেই সমস্ত পরিবারগুলিকে ন্যূনতম ২৫ বর্গমিটার মেঝে আয়তনের একটি পাকা বাড়ি যাতে সরবরাহ করতে পারা যায়।
প্রধানমন্ত্রী আবাস যোজনার উদ্দেশ্য / Objectives of Pradhan Mantri Awas Yojana
প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার লক্ষ্য হল গ্রামীণ এলাকায় এক কোটি পরিবারকে এই যোজনার আওতায় আনা, যারা এখনো পর্যন্ত গৃহহীন ভাবে বসবাস করছেন কিংবা জরাজীর্ণ বাড়িতে রয়েছেন তাদের জন্য পাকা ছাদের ব্যবস্থা করে দেওয়া।
এই যোজনার আওতায় পরিবারগুলিকে মৌলিক সুযোগ সুবিধা করে দেওয়া এখনো পর্যন্ত ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ পর্যন্ত ৩ বছরে প্রশিক্ষিত রাজমিস্ত্রি নকশা উপকরণ ব্যবহার করে সুবিধাভোগীদের বাড়ি নির্মাণ করে দিয়েছেন সরকার এবং বলা চলে ঘর গুলিকে গৃহে পরিণত করেছেন তাঁরা। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২.৭২ কোটি লক্ষ্যমাত্রা স্থির করে এগুলো হয়েছিল যার মধ্যে ২ কোটি বাড়ি তৈরি করা এখনো পর্যন্ত সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Pradhan Mantri Awas Yojana
- পি এম এ ওয়াইজের সুবিধা পাবেন যারা গৃহহীন পরিবার অর্থাৎ যারা শূন্য অথবা এক বা দুই পক্ষের গৃহে কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদে বাস করেন।
- নিঃস্ব অথবা ভিক্ষাই যাদের জীবিকা।
- আশ্রয়হীন পরিবার ।
- আইনত মুক্তিপ্রাপ্ত বন্ডেড মজুর।
- ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার।
- আদিম উপজাতিগোষ্ঠী ।
উপরোক্ত এই সমস্ত মানুষরা অগ্রাধিকার পাবেন প্রধানমন্ত্রীর গ্রামীন আবাস যোজনা।
কারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Awas Yojana
- পাকা বাড়ি: যে সমস্ত পরিবারের পাকা ছাদ অথবা পাকা দেওয়াল রয়েছে এবং দুটো বেশি কক্ষ সহকারী সে বসবাস করেন তারা এই যোজনার আওতা বাইরে।
- স্বয়ংক্রিয় বর্জন : নিচের ১৩ টি প্যারামিটার দেওয়া হলো যেগুলির মধ্যে কোন একটি থাকলে তাঁরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্য বলে বিবেচিত হবে না, সেগুলি হল:
- যান্ত্রিক তিন/ চার চাকার কৃষি যন্ত্রপাতি থাকলে।
- কোন ব্যক্তির যদি কৃষন ক্রেডিট কার্ড থাকে তার ক্রেডিট কার্ডের সীমা যদি ৫০০০০ টাকা বা তার বেশি হয় তাঁরা যোজনা থেকে বাদ পড়বে।
- পরিবারের কোনো সদস্য যদি সরকারি কর্মচারী হয়।
- পরিবারের কোনো সদস্যর উপার্জন যদি মাসিক ১০ হাজার টাকার বেশি হয়।
- সরকারের নিবন্ধিত অকৃষি উদ্যোগ সহ পরিবার।
- পেশাদার ট্যাক্স প্রদান করতে হলে তারা এই আওতার বাইরে।
- একটি ল্যান্ড লাইন ফোনের মালিক।
- একটি রেফ্রিজারেটরের মালিক।
- সেচ সরঞ্জাম ও কমপক্ষে ৭.৫ করবা তার বেশি জমির মালিক হলে।
- একটি সেত সরঞ্জাম সহ ২.৫ একর বা তার বেশি সে যুক্ত জমির মালিক
- দুই বা ততোধিক ফসলের জন্য ৫ এ ঘর বা তার বেশি সেচ যোগ্য জমি
- মোটর চালিত ২-৩ বা চার চাকা বা মাছ ধরার নৌকা থাকলে তারা এই যোজনার আওতার বাইরে।
- আয়কর প্রদান দাতা।
প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Pradhan Mantri Awas Yojana
- জব কার্ড অর্থাৎ এম জি এন আর ইজিএ তে যথাযথভাবে নিবন্ধিত থাকতে হবে।
- আধার নম্বর ও আধার কার্ডের একটি অনুলিপি প্রয়োজন যদি আবেদনকারী নিরক্ষর হয় সেক্ষেত্রে আবেদনকারী থাম প্রিন্ট সহ একটি সম্মতিপত্র থাকতে হবে।
- ব্যাংক একাউন্ট নম্বর সহ সব প্রত্যয়িত একটি অনুলিপি।
স্বচ্ছ ভারত মিশন নম্বর অর্থাৎ এস বি এম নম্বর প্রয়োজন।
Pradhan Mantri Awas যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Pradhan Mantri Awas Yojana
সমস্ত প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এবার দেখে নেওয়া যাক অনলাইনে আবেদন করবার প্রতিটি ধাপ।
- প্রথমে পি এম এ ওয়াই যোজনার অফিসিয়াল ওয়েবসাইট যে লগইন করতে হবে
- এরপর আবেদনকারীর ব্যক্তিগত বিবরণ যেমন আধার নম্বর মোবাইল নম্বর লিঙ্গ ইত্যাদি গুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
- আধার নম্বর ব্যবহার করার জন্য তার সঙ্গে প্রয়োজনীয় সম্মতি কমটিও আপলোড করতে হবে আবেদনকারীকে।
- এরপর সুবিধাবকের নাম পি এম এ ওয়াই আইডি ও অগ্রাধিকার খুঁজতে অনুসন্ধান বাটানে ক্লিক করতে হবে।
কোন আবেদনকারী যদি নিবন্ধন করতে নির্বাচন করেন সে ক্ষেত্রে তাকে নিবন্ধন করতে নির্বাচন করুন অপশনে ক্লিক করতে হবে। - পরবর্তী ধাপে আধার নম্বর ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সম্মতি ফরম আপলোড করতে হবে আবেদনকারী কে।
- পরবর্তী বিভাগে গিয়ে প্রয়োজনীয় ক্ষেত্রগুলি পূরণ করতে হবে যেমন একাউন্টের বিবরণ নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি।
- এরপর আবেদনকারী যদি ঋণ পেতে চান সে ক্ষেত্রে হ্যাঁ নির্বাচন করতে হবে এবং প্রয়োজনীয় ঋণের পরিমাণটিও উল্লেখ করে দিতে হবে।
- পরবর্তী ধাপে আবেদনকারী কে এম জি এন আর ই জি এর জব কার্ড নম্বর ও স্বচ্ছ ভারত মিশন নম্বর গুলি লিখতে হবে।
- এরপর ফর্মের পরবর্তী বিভাগটি অফিস জন্য সংরক্ষিত রয়েছে যা শুধুমাত্র অফিস দ্বারাই পূরণ করা সম্ভব।
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার পরিমাণ / Amount of Pradhan Mantri Awas Yojana
সরাসরি আধার লিঙ্ক যুক্ত ব্যাংক একাউন্ট বাহ পোস্ট অফিসের অ্যাকাউন্টের স্থানান্তরিত করা হবে টাকা।
প্রধানমন্ত্রী আবাস যোজনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য / Some important information about Pradhan Mantri Awas Yojana
প্রধানমন্ত্রী আবাস যোজনা টোল ফ্রি হেল্পলাইন নম্বর: ১৮০০- ১১- ৬৪৪৬, ১৮০০- ১১- ৮১১১
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের ইমেইল ঠিকানা: support-pmayg@gov.in, helpdesk-pfms@gov.in
প্রধানমন্ত্রী আবাস যোজনা মোবাইল এপ্লিকেশন অ্যাপ / Pradhan Mantri Awas Yojana Mobile Application App
এই যোজনায় বর্তমানে অত্যাধুনিক মোবাইল এপ্লিকেশন চালু করেছে কেন্দ্রীয় সরকার যার নাম “আবাস” । এই অ্যাপটি তৈরি করেছেন ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার সংক্ষেপে এনআইসি। এই মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আবেদনকারীরা লগইন এফটিও ট্রাকিং সুবিধাভোগীদের অনুসন্ধান এবং বর্তমান বাড়ির অবস্থা সমস্ত কিছু কার্যকলাপ অনায়াসেই পড়তে পারবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকার লিস্টে নাম চেক করার পদ্ধতি / Procedure to Check Name in List of List of Pradhan Mantri Awas Yojana
পি এম এ ওয়াই এর গ্রামীন তালিকা পরীক্ষা করতে প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ড্রপডাউন মেনু তে গিয়ে আই এ ওয়াই/পি এম এ ওয়াই জি সুবিধাভোগী নির্বাচন করতে হবে।
এরপর নিবন্ধন নম্বর দিয়ে অনুসন্ধানে ক্লিক করলেই অনায়াশী চেক করতে পারবেন নিজের নাম সুবিধাভোগীর তালিকায় রয়েছে কিনা।
প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস চেক করার পদ্ধতি / How to Check Pradhan Mantri Awas Yojana Application Status
- এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে ড্রপডাউন মেনু থেকে নাগরিক মূল্যায়ন বিকল্পটি নির্বাচন করতে হবে।
- এরপর মূল্যায়ন অবস্থা ট্র্যাক অপশনটি নির্বাচন করতে হবে। নির্বাচন করা মাত্রই অন্য একটি পৃষ্ঠা দেখা যাবে দুটি বিকল্প রয়েছে নাম পিতার নাম এবং আইডি টাইপ বা মূল্যায়ন আইডি যেকোনো একটি দ্বারা বিকল্পটি বেছে নিতে হবে।
- এর পরবর্তী ধাপে রাজ্য জেলা শহর পিতার নাম আইডিটাইপ আইডি নম্বর এবং কি মোবাইল নম্বর লিখতে হবে।
- এরপর আবেদনকারীর মূল্যায়ন আইডি প্রবেশ করে নিজের মোবাইল নম্বর দিলে এই যোজনায় নিজের অবস্থানটি সম্পর্কে বিশদে জানতে পারবেন আবেদনকারী।
প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
প্রধানমন্ত্রী আবাস যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Click Here |
প্রধানমন্ত্রী আবাস যোজনার স্ট্যাটাস চেক করার লিঙ্ক | Click Here |