বর্তমানে আমাদের দেশের সমস্ত পণ্যের দাম বৃদ্ধির কারণে সকলেই চাই তাদের একটা সুরক্ষিত আয়ের উৎস । আর ঠিক তাদের জন্যই পোস্ট অফিস নিয়ে এসেছে সরকার সমর্থিত সঞ্চয় পরিকল্পনা মাসিক আয় প্রকল্প (Post office monthly income scheme)। ১/১/২০২৫ অনুযায়ী বর্তমানে সর্বাধিক ৭.৪ শতাংশ প্রতিবছর সুদের হার পাওয়া যায় পোস্ট অফিসের এই প্রকল্পের (POMIS) মাধ্যমে। আমরা এই নিবন্ধের মাধ্যমে পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিম(Post office monthly income scheme)সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেবো।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প কি ? What is Post Office Monthly Income Scheme?
এই পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পটি (Post office monthly income scheme) পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত একটি সঞ্চয় বিকল্প যা সর্বাধিক ৭.৪ শতাংশ সুদ দিয়ে থাকে। এই প্রকল্পটি (Scheme ) আয়ের স্থিতিশীল ধারা বজায় রেখে মাসিক সুদ প্রদান করে ।
এই প্রকল্পটিও (POMIS ) পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্পের মত যেমন পোস্ট অফিস সঞ্চয় একাউন্ট (POSA ),পোস্ট অফিস পুনরাবৃত্তিমূলক আমানত (RD), পোস্ট অফিস টাইম ডিপোজিট(TD) সহ বিভিন্ন প্রকল্পের মতই অর্থ মন্ত্রণালয় দ্বারা সমর্থিত একটি নিরাপদ বিনিয়োগ প্রকল্প।
পোস্ট অফিস বার্ষিক আয় প্রকল্পের বৈশিষ্ট্য : Features of Post Office Monthly Income Scheme:
১. মূলধন সুরক্ষা (Capital protection) : স্কিমের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা সহ আপনার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে থাকে ।
২. মনোনয়ন সুবিধা (Nomination facility) : এই স্কিমে বিনিয়োগকারী বিনিয়োগ করার সময় একজন সদস্যকে সুবিধাভোগী হিসেবে মনোনীত(nominee) করতে পারে যাতে বিনিয়োগকারির মৃত্যুর পরে অর্থ প্রাপ্তি সহজ হয়।
৩. কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ (Low risk investment) : এই প্রকল্পটি মার্কেট ভ্যালু ( Market Value) ওপর নির্ভর করে না তাই আপনারা একটি নির্দিষ্ট সুদের হার অর্জন করতে পারেন এই প্রকল্পের (Scheme )মাধ্যমে , তাই বিনিয়োগকারীদের জন্য ইতি তুলনামূলক বেশি নিরাপদ।
৪. পরিশোধের সময় (Payment time) : এই প্রকল্পে(Scheme ) প্রতি মাসের শুরুতে নয় প্রাথমিক বিনিয়োগের এক মাস পরে পেমেন্ট পাওয়া যায়।
৫. লেনদেনের সহজলভ্যতা (Ease of Transactions):
এই প্রকল্পের মাসিক সুদ আপনারা পোস্ট অফিস থেকে সরাসরিও সংগ্রহ করতে পারেন আবার আপনার সঞ্চয় অ্যাকাউন্টেও(Savings Account)সরাসরি স্থানান্তর করতে পারেন ।
৬. পুনঃ বিনিয়োগের সুবিধা (Reinvestment facility):
প্রকল্পের মেয়াদ(Scheme)শেষ হয়ে যাওয়ার পর আরো পাঁচ বছরের জন্য পুনরায় বিনিয়োগ করার সুবিধা পাওয়া যায়।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে কাদের বিনিয়োগ করা উচিত? | Who Should Invest in Post Office Monthly Income Scheme?
- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম অবসরপ্রাপ্ত এবং প্রবীনদের জন্য একটি ভালো স্থির মাসিক আয়ের উৎস হতে পারে । অবসরপ্রাপ্তরা তাদের পেনশন এবং প্রবীণরা অন্যান্য আয়ের উৎসের পরিপূরক হিসেবে এই প্রকল্পটিকে (Scheme) অনায়াসে বেছে নিতে পারে।
- আর যারা হাই রিটার্ন এর চেয়ে মাসিক আয়কে বেশি প্রাধান্য দেয় তাদের জন্যেও এই প্রকল্পটি (Scheme) উপযুক্ত।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের বর্তমানে সুদের: Current Interest of Post Office Monthly Income Scheme:
পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পের সুদের হার ভারতীয় কেন্দ্রীয় সরকার(Indian government) এবং অর্থমন্ত্রণালয় দ্বারা নির্ধারণ করা হয় । বর্তমানে ২০২৫ সালের ১ লা জানুয়ারি থেকে এই মাসিক আয় প্রকল্পের সুদের হার বার্ষিক ৭.৪ শতাংশ নির্ধারণ করা হয় যা মাসিকভাবে প্রদান করা হচ্ছে।
সময়ের সাথে সাথে পরিবর্তিত বার্ষিক সুদের হার: Yearly interest rates change over time:
- ১ লা জানুয়ারি ২০১৮ – ৩০ শে সেপ্টেম্বর ২০১৮
_ সুদের হার ৭.৩০% _ - ১ লা অক্টোবর ২০১৮ – ৩১ শে মার্চ ২০১৯
_ সুদের হার ৭.৭০% _ - ১ লা জুলাই ২০১৯ – ৩১ শে মার্চ ২০২০
_ সুদের হার ৭.৬০% _ - ১ লা এপ্রিল ২০২০ – ৩০ শে সেপ্টেম্বর ২০২০
_ সুদের হার ৬.৬০% _ - ১ লা অক্টোবর ২০২০ – ৩১শে মার্চ ২০২৩
_ সুদের হার ৭.১০% _ - ১ লা এপ্রিল ২০২৩ – ৩০ শে ডিসেম্বর ২০২৪
_ সুদের হার ৭.৪০% _
কি কি নথিপত্র প্রয়োজন হয়ে থাকে পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প খোলার জন্য ? | What documents are required to open the post office monthly income scheme?
- বিনিয়োগকারী ঠিকানার প্রমাণপত্র হিসেবে সরকার কর্তৃক প্রদত্ত একটি পরিচয় পত্র অথবা সাম্প্রতিক ইউটিলিটি বিল জমা দিতে হয়।
- আধার কার্ডের(Aadhar card) ফটোকপি, পাসপোর্ট সাইজ ফটো(passport size photo), ভোটার আইডি কার্ডের(voter card) ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স(driving licence) এর ফটোকপি ইত্যাদি প্রয়োজন হয়ে থাকে।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে কিভাবে একাউন্ট খোলা যায় ? | How to open account in post office monthly income scheme?
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে নথিভুক্ত করার জন্য বিনিয়োগকারীর পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকার প্রয়োজন । যদি বিনিয়োগকারীর পোস্ট অফিসে আগে থেকে কোন সেভিংস একাউন্ট না থাকে সেই ক্ষেত্রে তার নিকটতম পোস্ট অফিসে গিয়ে আগে অ্যাকাউন্ট খুলতে হবে তারপর কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে । যেমন __
- সর্বপ্রথম নিকটবর্তী পোস্ট অফিস থেকে মাসিক আয় প্রকল্পের ফর্ম (Form) সংগ্রহ করতে হবে ।
- সংগ্রহ করা ফর্ম (Form ) কি পূরণ করার পরে প্রয়োজনীয় নথিপত্র যোগ করে এবং সেই ফর্মে বিনিয়োগকারী এবং বিনিয়োগ কারীর মনোনীত ব্যক্তির স্বাক্ষর আবশ্যক।
- বিনিয়োগকারী যে অর্থটি এই প্রকল্পের বিনিয়োগ করবে সেটি ক্যাশ অথবা চেকের মাধ্যমে জমা করতে পারে ।
পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে একাউন্ট খোলার যোগ্যতার মানদন্ড : | Eligibility Criteria for Opening an Account in Post Office Monthly Income Scheme:
- বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
- কোন নাবালক বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির এই অ্যাকাউন্ট খোলার অনুমতি ভারতীয় সরকারের পক্ষ থেকে থাকে না।
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে মেয়াদ শেষের আগেই টাকা তোলার দন্ড: Post office monthly income scheme withdrawal penalty before expiry:
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যদি বিনিয়োগকারী বিনিয়োগ প্রত্যাহার করতে চায় তাহলে তার ক্ষেত্রে একটি জরিমানা প্রযোজ্য হয়। যেমন __
- জমা দেওয়ার তারিখ থেকে প্রথম বছরের মধ্যে কোনভাবেই বিনিয়োগ প্রত্যাহার করার অনুমতি থাকে না।
- যদি এক বছর পরে কিন্তু তিন বছরের আগে বিনিয়োগকারী বিনিয়োগ প্রত্যাহার করতে চায় তাহলে মূলধন থেকে 2% কেটে নিয়ে অবশিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়।
- যদি তিন বছর পরে কিন্তু পাঁচ বছর আগে বিনিয়োগকারী বিনিয়োগ প্রত্যাহার করতে চাই তাহলে তার মূলধন থেকে ১% কেটে নিয়ে অবশিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়।
উপসংহার :
যে সমস্ত ব্যক্তি নিয়মিত এবং স্থিতিশীল আয়ের উৎস খুঁজে থাকে তাদের জন্য এই পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পটি একদম সঠিক নির্বাচন হয়। ভারতের যেকোনো প্রান্তের পোস্ট অফিসে সহজ পদ্ধতির মাধ্যমে এই মাসিক আয় প্রকল্পটির অ্যাকাউন্ট খোলা যায় । এই প্রকল্পটি একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রিটার্ন দিয়ে থাকে ।
এই প্রকল্পে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ বিনিয়োগ ৪.৫ লক্ষ্য টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং সর্বনিম্ন লকি- ইন (Lock-in) পিরিয়ড থাকে পাঁচ বছর । সুদ অবশ্যই মাসিক ভাবে পাওয়া যায় উদাহরণস্বরূপ বিনিয়োগকারী যদি ৬.৬ % সুদের হারে ৫ বছরের জন্য ১,০০,০০০ টাকা বিনিয়োগ করে সেই ক্ষেত্রে প্রতিমাসে ৫৫০ টাকা করে পেয়ে থাকবে।
- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম সহ আরো বিভিন্ন স্কিম সম্পর্কে বিস্তারিত প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন ভারতীয় সরকারের পোস্ট অফিসের এই অফিসিয়াল ওয়েবসাইটটি মাধ্যমে — https://uat.indiapost.gov.in/Financial/Pages/Content/MIS-Account.aspx#maincontent
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক :–
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের ক্যালকুলেটর লিঙ্ক | Click Here |