LIC Single Premium Endowment Plan : আজকের সময়ে যেকোনো বীমায় বিনিয়োগ করা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। কারণ এখন এত বেশি বিকল্প যে মানুষ বুঝতেই পারে না কোন্ টা ছেড়ে কোন্ বীমায় বিনিয়োগ করবে।কিন্তু এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান -টি এমন বীমা প্ল্যানের থেকে আলাদা। এতে আপনারা দুর্দান্ত কিছু সুবিধা পেয়ে যাবেন। যা আপনাদের ভীষণ ভাবে সাহায্য করবে।
এখন অনেকেই বিনিয়োগে মন দিয়েছেন। বিনিয়োগকারীদের সুবিধা প্রদানের পাশাপাশি, এই পরিকল্পনায় পলিসির গ্রাহক যদি পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে তাকে এককালীন অর্থ প্রদানের ব্যবস্থাও রয়েছে। এই বীমা পরিকল্পনায় ঋণের সুবিধাও রয়েছে। যার মাধ্যমে পলিসির গ্রাহকরা যেকোনো জরুরি চাহিদা পূরণ করতে পারবেন।
এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান (LIC Single Premium Endowment Plan) কী?
এখন অনেকেই বিনিয়োগে মন দিয়েছেন। এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান একটি নন লিঙ্কড সঞ্চয় ও সুরক্ষা প্ল্যান। এই পলিসির নূন্যতম মেয়াদ ১০ বছর আর সর্বোচ্চ মেয়াদ ২৫ বছর। LIC-র এই বীমা প্ল্যানটিতে আপনারা ফ্রি লুক পিরিয়ডের সুবিধা পেয়ে যাবেন। এটিকে কুলিং অফ পিরিয়ড বলা হয়ে থাকে। এই প্ল্যানে বিনিয়োগের সর্বোচ্চ কোনো সীমা নেই।
এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান (LIC Single Premium Endowment Plan)-এর সুবিধা :-
এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান -এর সুবিধা বিশদে নীচে দেওয়া হল :
মেয়াদপূর্তির সুবিধা :
যদি পলিসি হোল্ডার মেয়াদপূর্তির তারিখ পর্যন্ত বেঁচে থাকেন, তাহলে তাকে বীমাকৃত অর্থের সমান পরিমাণ, সরল প্রতিবর্তনমূলক বোনাস, এবং চূড়ান্ত অতিরিক্ত বোনাস (যদি থাকে) প্রদান করা হবে।
মৃত্যুজনিত সুবিধা :
পলিসি চালু থাকাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে, তার উপর নির্ভরশীল বা মনোনীত ব্যক্তিরা বীমাকৃত অর্থের মূল্যের সমান পরিমাণ, সরল প্রতিবর্তনমূলক বোনাস এবং চূড়ান্ত অতিরিক্ত বোনাস (যদি থাকে) পাওয়ার অধিকারী হবেন।
তবে এই জীবন বীমায় বিনিয়োগকারী ব্যক্তি রিস্ক শুরু হওয়ার আগে মারা গেলে কোম্পানি তার উপর নির্ভরশীলদের একক প্রিমিয়াম বাদ দিয়ে পরিষেবা কর এবং অতিরিক্ত প্রিমিয়ামের সমান পরিমাণ টাকা প্রদান করবে (সুদ ছাড়াই)।
LIC-এর লাভে অংশগ্রহণ :
পলিসি হোল্ডার LIC-এর লাভে অংশগ্রহণের যোগ্য হবেন এবং LIC-এর অভিজ্ঞতার ভিত্তিতে ঘোষিত সরল প্রতিবর্তনমূলক বোনাস পাবেন।
চূড়ান্ত অতিরিক্ত বোনাস :
এটি পলিসির বছরে ঘোষণা হয় যখন ব্যক্তির মৃত্যু বা মেয়াদপূর্তির দাবি থাকে। এর জন্য শর্তাবলী LIC তাদের বিবেচনার ভিত্তিতে নির্ধারণ করে। আর নিজে থেকেই পলিসি হোল্ডার অথবা তার নমিনির সাথে যোগাযোগ করে।
ফ্রি লুক পিরিয়ড :
LIC-র এই বীমা প্ল্যানটিতে আপনারা ফ্রি লুক পিরিয়ডের সুবিধা পেয়ে যাবেন। এটিকে কুলিং অফ পিরিয়ড বলা হয়ে থাকে। পলিসিটি নেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে এর নিয়মাবলী বা শর্ত আপনার পছন্দ না হলে আপনি কারণ জানিয়ে কোম্পানির কাছে আবেদন করতে পারেন। যার ফলে আপনার এই পলিসিটি বাতিল হয়ে যাবে আর আপনি সমস্ত টাকা ফেরত পেয়ে যাবেন।
এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান (LIC Single Premium Endowment Plan) কখন বাতিল হয়ে যাবে?
পলিসি হোল্ডার এই পলিসি শুরু হওয়ার ১ বছরের মধ্যে যদি আত্মহত্যা করেন সেক্ষেত্রে এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান-টি বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে তিনি মানসিক ভাবে সুস্থ বা অসুস্থ যা-ই হোন না কেন। কর ও অতিরিক্ত প্রিমিয়াম বাদ দিয়ে ৯০ শতাংশ টাকা পরিবার ফেরত পেতে পারেন।
এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান (LIC Single Premium Endowment Plan)-এর আওতায় কি লোনের সুবিধা রয়েছে?
এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান-এ আপনারা যে সমস্ত সুবিধা পাবেন তার পাশাপাশি লোনের সুবিধাও পেয়ে যাবেন। এর ফলে আপনাদের কোনো প্রয়োজনে এই বীমা পলিসির বিপরীতে লোন নিতে পারবেন। তবে পলিসি শুরু হওয়ার ১২ মাস পর থেকে লোন নেওয়া যাবে।
এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান (LIC Single Premium Endowment Plan)-এ উচ্চ বিমাকৃত অর্থের ছাড় :-
- বীমাকৃত অর্থ ৫০ হাজার টাকা থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত হলে কোনও ছাড় নেই।
- বীমাকৃত অর্থরাশি ১ লাখ টাকা থেকে ১ লাখ ৯৫ হাজার টাকা পর্যন্ত হলে SA-এর ১৮% ছাড়।
- বীমাকৃত অর্থ ২ লাখ টাকা থেকে ২ লাখ ৯৫ হাজার টাকা পর্যন্ত হলে SA-এর ২৫% ছাড়।
- বীমাকৃত অর্থরাশি ৩ লাখ টাকা এবং তার বেশি হলে SA-এর ৩০% ছাড়।
এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান (LIC Single Premium Endowment Plan)-এ কত টাকা বিনিয়োগ করা যাবে?
এলআইসি সিঙ্গেল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান -এ নূন্যতম ৫০ হাজার টাকা বিনিয়োগ করা যাবে। এর সর্বোচ্চ কোনো সীমা নেই।