বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে আর্থিকভাবেই পিছিয়ে থাকা সকল মহিলাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে, যার নাম লক্ষী ভান্ডার প্রকল্প(Lakshmir Bhandar Scheme)। ইতি মধ্যে বহু মহিলা এই প্রকল্পে নাম্য নথিভুক্ত করিয়েছেন এবং বহু মহিলা নাম নথিভুক্ত করাচ্ছেন।
আপনি কি জানেন এই লক্ষী ভান্ডার কী? কারা এই প্রকল্পে আবেদন করতে পারে এবং মাসিক কত টাকা ভাতা হিসাবে পেতে পারেন? না থাকলে অবশ্যই আজকের প্রতিবেদনটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন তাহলে বিস্তারিত জেনে নিই –
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিবরণ / Overview of Lakshmir Bhandar Scheme
প্রকল্পের নাম | লক্ষ্মীর ভান্ডার |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প শুরু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ |
প্রকল্প শুরুর তারিখ | 30শে জুলাই 2021 |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | 2024 এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | মহিলারা |
আবেদনের বয়স সীমা | 25 থেকে 60 বছর |
কি কি সুবিধা পাবেন | 1) তফসিলি জাতি(SC):- প্রতি মাসে 1,200 টাকা 2) তফসিলি উপজাতি(ST):- প্রতি মাসে 1,200 টাকা 3) অন্যান্য কাস্ট(OBC):- প্রতি মাসে 1,000 টাকা |
আবেদনের স্ট্যাটাস চেক লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
লক্ষী ভান্ডার প্রকল্প কি(What is Lakshmi Bhandar Scheme) ?
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিচালিত প্রকল্পের নাম হল লক্ষী ভান্ডার। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এবং আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে সরকারের তরফ থেকে এই প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্প্রদায় এবং তফসিলি ও অনুব্রত শ্রেণী ভিত্তিতে ভিন্ন ভিন্ন ভাতার ব্যবস্থা রয়েছে। বর্তমানে ২ কোটির বেশি মহিলা সুবিধাবাদীরা এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন।
লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা / Benefits of Lakshi Bhandar Scheme
রাজ্য সরকার কর্তৃক পরিকল্পিত এই লক্ষী ভান্ডার প্রকল্পের মারফতে রাজ্যের সমস্ত সুবিধাভোগী সাধারণ শ্রেণী এবং তফসিলি অনগ্রসর শ্রেণীর মহিলারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। ২০২১ সালে লক্ষী ভান্ডার প্রকল্প শুরু হওয়া কালীন সাধারণ শ্রেণীর জন্য আর্থিক ভাতা ছিল মাসিক ৫০০ টাকা এবং তফসিলি বা অনগ্রসর শ্রেণীর জন্য মাসিক ভাতা পরিমান ছিল ১০০০ টাকা।
তবে বর্তমানে অর্থাৎ ২০২৪ সালে সেই ভাতার অংকের পরিমাণ বাড়ানো হয়েছে অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা বর্তমানে প্রত্যেক মাসে পরিবার পিছু ১০০০ টাকা পাবেন এবং তফশিলি বা অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতিমাসে ১২০০ টাকা মাসিক ভাতা হিসেবে পাবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Lakshmir Bhandar Scheme
লক্ষী ভান্ডারী ইচ্ছুক আবেদনকারী মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য অবশ্যই নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে –
- আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিগত পাঁচ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- মহিলা প্রার্থীর বয়স অবশ্যই ন্যূনতম ২৫ এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর পরিবারে অন্তত একজন আয়কর প্রদানকারী সদস্য থাকলে সেই পরিবারের কোন মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
- সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ২ হেক্টরের বেশি জমি থাকলে তারা আবেদনের যোগ্য নয়।
- সরকারী, সরকারী নিয়ন্ত্রয়াধীন সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা বা পৌরনিগমে কর্মরত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদনের যোগ্য নন।
- মাসিক বেতন বা পেনশন প্রাপ্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
- আবেদনের ক্ষেত্রে অবশ্যই ইচ্ছুক আবেদনকারী মহিলা প্রার্থীর নিজস্ব একক ব্যাংক একাউন্ট থাকতে হবে।
- সুবিধাভোগী মহিলা প্রার্থীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারের লিংক থাকতে হবে এবং সরকার কর্তৃক প্রাপ্ত অনুদান সরাসরি মহিলার ব্যাংক একাউন্টে ডিপোজিট হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন(Who can apply for Lakshmi Bhandar Scheme) ?
- এ সকল মহিলার বয়স ২৫ থেকে সাত বছরের মধ্যে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
- দীর্ঘদিন রাজ্যের স্থায়ী বসবাসকারী মহিলারা সুবিধা পাবেন।
- ইচ্ছুক প্রার্থীর যদি স্বাস্থ্য সাথী প্রকল্পে নথিভুক্ত থাকে তবেই তিনি লক্ষী ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সাথী কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার লক্ষী ভান্ডারে ফরম ফিলাপের জন্য প্রয়োজন হবে।
লক্ষী ভান্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না(Who can not apply for Lakshi Bhandar Scheme) ?
- যে সকল মহিলারা ২৫ বছরের কম বা ৬০ বছরের বেশি বয়স তারা আবেদন করতে পারবেন না।
- একই পরিবারের দুজন মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
- ইচ্ছুক মহিলার স্বামী বা সন্তান যদি সরকারি কর্মক্ষেত্রে চাকরি করেন সেক্ষেত্রে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না।
- আবেদনকারী মহিলা যদি মাসিক পেনশন বা অন্য কোন ভাতা পান সেক্ষেত্রে তিনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
- উল্লেখিত কোন বিধি লংঘন করলে বা অনিয়ম করলে সেই প্রার্থী এই প্রকল্পে আর আবেদন করতে পারবেন না।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Lakshmir Bhandar Scheme
যে সকল মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিম্নলিখিত ডকুমেন্টগুলি নিয়ে তাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করবেন।
- প্রার্থী নিজস্ব পরিচয় পত্র (আধার বা ভোটার কার্ড)
- প্রার্থীর নাম নথিভুক্ত স্বাস্থ্য সাথী কার্ড
- SC/ST সার্টিফিকেট যদি থাকে
- প্রার্থী নিজস্ব ব্যাংকের পাস বইয়ের ছবি ( ছবির ক্ষেত্রে অবশ্যই ব্যাংক একাউন্ট নম্বর, IFSC code, MRC code থাকতে হবে)
- আবেদনকারী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- আবেদনকারীর নিজস্ব বৈধ ফোন নম্বর এবং একটি বৈধ ইমেইল এড্রেস
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Lakshmir Bhandar Scheme
ইচ্ছুক মহিলা প্রার্থীরা লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য অনলাইন অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারেন। আজকে আপনাদের সঙ্গে অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতেই কিভাবে আবেদন করবেন সেদিন বিস্তারিত আলোচনা করব-
অফলাইনে আবেদন পদ্ধতি
অফলাইন আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই তাদের বাড়ি সংলগ্ন দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। আয়তনের জন্য প্রার্থীকে একটিভ ইউনিক নম্বর যুক্ত আবেদন পত্র দেওয়া হবে, সেই ইউনিক নাম্বার যুক্ত আবেদনপত্র সঠিক তথ্য সহকারে পূরণ করে প্রয়োজনীয় নথি গুলি যুক্ত করে সংশ্লিষ্ট ক্যাম্পে জমা করতে হবে
অনলাইনে আবেদন পদ্ধতি
অনলাইন আবেদনের জন্য অবশ্যই প্রার্থী নিজস্ব উপযুক্ত ইন্টারনেট কানেকশন থাকা বাঞ্ছনীয়। প্রার্থীরা এক্ষেত্রে সাইবার ক্যাফ বা মোবাইলেও আবেদন পত্র ডাউনলোড করে নিতে পারেন।
- আবেদনেরর জন্য প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্কটিতে ক্লিক থেকে সরাসরি পোর্টালে প্রবেশ করে ফরমটি ডাউনলোড করতে পারবেন। অথবা এই পিডিএফ ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করে সরাসরি আবেদন পত্রটি ডাউনলোড করতে পারেন।
- উল্লেখিত ফরমটি একটি প্রিন্ট আউট বের করুন এবং সঠিক তথ্য সহকারে সকল প্রকার আবেদন পূরণ করুন।
- প্রার্থী ছবি লাগানোর জন্য নির্দিষ্ট জায়গা আছে অবশ্যই প্রার্থীরা নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি সেই জায়গায় আটকাবেন।
- এরপর প্রয়োজনীয় সকল প্রকার গুলি ফার্মের সঙ্গে তো করে এলাকার সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিসে গিয়ে আবেদনপত্র জমা করুন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি / Lakshmir Bhandar Payment Status Check Procedure
দীর্ঘ সময় ধরে লক্ষী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার বিশেষ নিয়ম ছিল না এর ফলে কোন মাসে কারা বা কে কে টাকা পেয়েছেন বা পাননি তার বিষয়েও তারা বিশেষ কিছু জানতেন না। তবে এবারে অনলাইনে মাধ্যমেই লক্ষী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন কিভাবে লক্ষী ভান্ডার প্রকল্প স্ট্যাটাস করবেন তার জন্য ধাপে ধাপে বর্ণনা করা হলো-
- প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষী ভান্ডার প্রকল্পের পোর্টালটি খুলে নিন। আর যদি লক্ষী ভান্ডারের ওয়েবসাইট না পান সেক্ষেত্রে এই ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি লক্ষী ভান্ডার প্রকল্পের পেজটি খুলে নিন।
- এরপর Enter Application Id/Mobile No./Swasthyasathi Card No./Aadhaar No যে কোন একটি অপশন নম্বর বসিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
- আর ঠিক এর পরেই আপনার বেনিফিশিয়ারি আইডি বেনিফিশিয়ারি পাসওয়ার্ড এবং বর্তমান লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস আপনার সামনে খুলে যাবে।
- এরপর নিচে আপনার নামের উপর ক্লিক করলে কোন মাসে কত টাকা পেয়েছেন এবং কত টাকা ব্যাংকে ঢুকেছে সেই বিস্তারিত হিসেব আপনার সামনে খুলে যাবে এবং পাশাপাশি চলতি মাসেও লক্ষী ভান্ডারের ভাতা পেয়েছেন কিনা তাও দেখতে পারবেন।
লক্ষ্মীর ভান্ডার এর হেল্পলাইন নম্বর/ Lakshmir Bahandar Helpline Number
লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে আপনার কোন রকম জিজ্ঞাসা বা অনুরোধ করার থাকলে নিচে দেওয়া নম্বরটিতে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। অথবা নিচে দেওয়া এই ইমেইল ঠিকানা তে আপনার ইমেল থেকে মেল ও করতে পারেন।
হেল্পলাইন নম্বর – 033-22143526
Mail ID – duaresarkarteam@gmail.com
লক্ষী ভান্ডার প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
লক্ষীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করুন | Click Here |
লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করার লিঙ্ক | Click Here |