এবার আর অপেক্ষা নয় এবার বন্ধুর টাকা, আপনার একাউন্টে কবে ঢুকবে তা নিয়ে নিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাৎসরিক দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে। প্রথম কিস্তি টাকা দিয়ে থাকে মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে সময় এবং দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে থাকে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে।
এবং এই টাকা সাধারণত দিয়ে থাকে দুটি আলাদা আলাদা ভাগে যেমন যাদের এক একরের কম জমি রয়েছে তাদের ২০০০ টাকা করে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এবং যাদের এক একরের বেশি জমির রয়েছে তাদের পাঁচ হাজার টাকা করে বছরে 10 হাজার টাকা দিয়ে থাকে।
তবে এবার মার্চ মাস পেরিয়ে গেল টাকা একাউন্টে না পেয়ে বেশ চিন্তায় রয়েছেন বেশিরভাগ কৃষকরা অনেকে আবার হয়তো ভাবতে শুরু করেছেন যে কোন কারণে তাদের কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেল কিনা। হ্যাঁ চিন্তা করার প্রয়োজন নেই আজকের এই খবরের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কৃষক বন্ধু টাকা আপনারা কখন পাবেন।
এই আগস্ট মাসে এক তারিখ থেকে কৃষকদের একাউন্টে 2025 সালের প্রথম কিস্তির টাকা একাউন্টে দিবে বলে জানিয়েছে রাজ্য সরকার এবং ইতিমধ্যে বেশ কিছু কৃষক বন্ধু গ্রাহকদের একাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে। যদি আপনাদের একাউন্টে টাকা ঢুকেছে কিনা জানতে চান তাহলে অবশ্যই নিকটবর্তী ব্যাংক এ গিয়ে আপনার আপডেট করান।