কর্মসাথী প্রকল্প: বেকার যুবক যুবতীদের ২ লক্ষ টাকা ঋণ দিচ্ছে রাজ্য সরকার

Arpita Paul
Karma Sathi Scheme
WhatsApp Channel Follow Now

পশ্চিমবঙ্গের বেকারত্ব ঘোচাতে এবং যুবকদের আয়ের নতুন পথ দেখাতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সকল বেকার যুবক যুবতীদের জন্য আয়োজন করা হয়েছে কর্মসাথী প্রকল্প‌(Karma Sathi Scheme) । আর্থিকভাবে দুর্বল এবং পিছিয়ে পড়া বেকার সম্প্রদায়কে আর্থিক সহায়তার মাধ্যমে আয়ের নতুন পথ দেখানো হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীরা এককালীন সর্বোচ্চ ২ লক্ষ টাকা ঋণের হিসেবে পাবে। চলুন তাহলে কর্ম সাথে প্রকল্পের ব্যাপারে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক-

প্রকল্পের সূচীপত্র

কর্মসাথী প্রকল্পের বিবরণ / Overview of Karma Sathi Scheme

প্রকল্পের নামকর্মসাথী প্রকল্প
কোন কোন রাজ্যে চালু হয়েছেপশ্চিমবঙ্গ
প্রকল্প চালু করেছেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোন বিভাগের অন্তর্গতপশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের অধিদপ্তর
প্রকল্প শুরুর তারিখসেপ্টেম্বর 2020
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস2024 এ সক্রিয় আছে
কারা আবেদন করতে পারবেনবেকার যুবক ও যুবতীরা
আবেদনের বয়স সীমা১৮ থেকে ৫০ বছর
কি কি সুবিধা পাবেনএককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য
কর্ম সাথী প্রকল্পের বিজ্ঞপ্তিClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

কর্মসাথী প্রকল্প কি(What is Karma Sathi Scheme) ?

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২০ সাল থেকে রাজ্যজুড়ে বেকার যুবক সম্প্রদায়ের আর্থিক সাহায্যের জন্য কর্ম সাথী প্রকল্পের উদ্ভাবন করেন। এই প্রকল্পের মাধ্যমে তিনি বেকার যুবক সম্প্রদায় কে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তাদের নিজস্ব কোন ব্যবসা বাণিজ্য তে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেন। আর এই প্রকল্পের দৌলতে রাজ্যে বেকারত্বের হার ৪০ শতাংশ থেকে কমে ২৪ শতাংশে এসে পৌঁছেছে কাজেই বোঝা যায় এই প্রকল্প কতটা উপযোগী। সমগ্র যুবক সম্প্রদায় কে বেকারত্বের হার কমিয়ে আর্থিক সচ্ছলতা বাড়ানোই এই প্রকল্পের উদ্দেশ্য।

কর্মসাথী প্রকল্পের উদ্দেশ্য / Objectives of Karma Sathi Scheme

  • এই প্রকল্পের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীদের ছোটখাটো ব্যবসা উদযাপনে উৎসাহিত করা।
  • গ্রামীন এবং শহর ও ভাই ক্ষেত্রেই বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া
  • ভবিষ্যতে নিয়োগকর্তা স্থাপনের উদ্দেশ্যে আর্থিক সহায়তা করা
  • স্থানীয় সমবায় ব্যাংকের মাধ্যমে প্রার্থীদের ঋণ নিশ্চিত করা
  • ঋণ গ্রাহক প্রার্থীদের সরল কিস্তিতে এবং কং সুদের মাধ্যমে ঋণ পরিপূরণ করার সুবিধা

কর্মসাথী প্রকল্পের সুবিধা / Benefits of Lakshi Bhandar Scheme

  • এই প্রকল্পের দৌলতে রাজ্য জুড়ে সকল বেকার যুবক-যুবতীরা এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য হিসেবে পাবেন।
  • তারা বিনা কৈফিয়ত ছাড়া এবং কোন দলিল সংরক্ষণ ছাড়া সরকারের আওতায় এই ঋণের টাকা পাবেন।
  • এই টাকার মাধ্যমে তারা নিজস্ব কোন ব্যবসা বাণিজ্য ইনভেস্ট করে নতুন করে শুরু করতে পারবে।
  • পাশাপাশি এই প্রকল্পে নাম নথিভুক্ত করার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে তাদের ব্যবসা বাণিজ্যে অতিরিক্ত আর্থিক সহায়তা সরকারের তরফ থেকে পেতে পারেন।

কারা কর্মসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন(Who can apply for the Karma Sathi Scheme) ?

কর্মসূচি প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত যোগ্যতা গুলি অবশ্যই রাখতে হবে।

  • প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা বিগত ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
  • ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল উপভোক্তরাই এই প্রকল্পে আবেদনের যোগ্য।
  • প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই নূন্যতম অষ্টম শ্রেণী পাস হতে হবে। ইচ্ছুক উদ্যোক্তাদের ঋণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
  • পরিবারের যে কোন একজন সদস্যই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এককালীন ২ লক্ষ থাকার ভাতা পাবেন।

কারা কর্মসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না(Who can not apply for the Karma Sathi Scheme) ?

যে সকল ব্যক্তিরা কর্ম সাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না তারা হলো –

  • পশ্চিমবঙ্গের বহির্ভূত বাসিন্দা বা দীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেন না এরকম ব্যক্তিরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
  • প্রার্থীর বয়স ১৮ বছরের কম বা ৫0 বছরের বেশি হলে এই প্রকল্পে আবেদনের যোগ্য নন।
  • প্রার্থী পারিবারিক কোন ব্যক্তি সরকারি সংস্থায় কাজে নিয়োজিত থাকলে বা অন্য কোন ব্যাংকের বা অর্থনৈতিক সংস্থার মাধ্যমে ঋণ গ্রহণ করলে তারা পুনরায় এই প্রকল্পের মাধ্যমে ঋণ নিতে পারবেন না।
  • যে সকল প্রার্থীরা তাদের ব্যবসা-বাণিজ্যের সঠিক প্রমাণ দেখাতে পারবেন না বা রেজিস্ট্রেশন দেখাতে পারবেন না তারা এই প্রকল্পের দৌলতে কোনরকম সাহায্য পাবেন না

কর্মসাথী প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Karma Sathi Scheme

কর্ম সাথী প্রকল্পে আবেদন করতে গেলে এ সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগছে তা এক নজরে দেখে নিন-

  1. প্রার্থী নিজস্ব স্থায়ী বাসিন্দার প্রমাণ
  2. প্রার্থীর বিগত শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টসহ সার্টিফিকেট
  3. প্রার্থী নিজস্ব জাতীয়তা প্রমাণ স্বরূপ আধার কার্ড বা ভোটার কার্ড
  4. প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  5. বাৎসরিক পারিবারিক আয়ের প্রমাণ পত্র
  6. ব্যবসার পর্যাপ্ত ডকুমেন্ট বা নথিপত্র

কর্মসাথী প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Karma Sathi Scheme

কর্মসাথী প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীরা অনলাইন এবং অফলাইন হয়ে মাধ্যমেই আবেদন করতে পারেন।

অফলাইনে আবেদন পদ্ধতি

অফলাইন মাধ্যমে আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে নিজস্ব এলাকার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট ক্যাম্প থেকেই কর্মসূচি প্রকল্পের জন্য ইউনিক নাম্বার যুক্ত আবেদন পত্র দেওয়া হবে সঠিক সময়ের মধ্যে তা উপযুক্ত তথ্য সহকারে পূরণ করে সংশ্লিষ্ট ক্যাম্পেই প্রার্থীকে জমা করতে হবে।

অনলাইনে আবেদন পদ্ধতি

অনলাইন মাধ্যমে আবেদন করতে হলে প্রার্থীকে নিম্নলিখিত উপায় ধাপে ধাপে আবেদন করতে হবে –

  1. প্রথমে ইচ্ছুক প্রার্থীকে কর্ম সাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল তে প্রবেশ করতে হবে।
  2. এরপর হোমপেজে গিয়ে স্কিম অপশন এ ক্লিক করলে কর্ম সাথী প্রকল্পের অপশনটি আসবে। সেটাতে ক্লিক করলেই আপনার সামনে আবেদনপত্র খুলে যাবে।
  3. তার পাশেই আবেদন পদ্ধতিতে প্রয়োজনীয় সকল প্রকার তথ্য সাবধানতা সঙ্গে পূরণ করতে হবে।
  4. প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিগুলি নির্দিষ্ট সাইজের মধ্যে পোর্টালে আপলোড করতে হবে।
  5. আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ করার পর পুনরায় ফর্মটি আরেকবার চেক করে নিন সকল তথ্য ঠিকমতো হবে পূরণ করা হয়েছে কিনা।
  6. সবশেষে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদন পত্রটি জমা হয়ে যাবে।
  7. আপনার আবেদন পত্র এপ্রুভ হয়েছে কিনা তা জানতে পুনরায় এই সাইটেই প্রবেশ করে প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন। কিভাবে কর্ম সাথে প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তা নিচে বর্ণনা করা হলো –

কর্মসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার পদ্ধতি / Lakshmir Bhandar Application Status Check

  1. কর্ম সাথী প্রকল্পের অফিসিয়াল সাইট তে প্রবেশ করে ওয়েবসাইটের উপরে ডানদিকে লগইন অপশনে ক্লিক করুন।
  2. এরপর আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সংশ্লিষ্ট পোর্টালে প্রবেশ করুন।
  3. প্রবেশ করার পর ওয়েবসাইটের উপরের দিকে থাকা ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন।
  4. এখানে আপনি যদি এপ্লিকেশনের কোন ভুল করেন সেক্ষেত্রে রিমার্ক অপশনে ভুলটি দেখতে পাবেন।
  5. অবশ্য রিমার্ক অপশন এর পাশে এডিট অপশন থাকবে যেখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনে সংশ্লিষ্ট ভুলটি সংশোধন করে পুনরায় সাবমিট করতে পারেন।

কর্মসাথী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

কর্ম সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
কর্ম সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড করুনClick Here
কর্ম সাথী প্রকল্পের বাংলা আবেদন পত্র ডাউনলোড করুন Click Here
কর্ম সাথী প্রকল্পের ইংরেজি আবেদন পত্র ডাউনলোড করুন Click Here
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment