জননী সুরক্ষা যোজনা: গর্ভবতী মহিলাদের ৬ হাজার টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার, জেনে নিন বিস্তারিত

Scheme Update Desk
Janani Suraksha Yojana
WhatsApp Channel Follow Now

দেশের সর্বসাধারণ মানুষের সুবিধার জন্য,  সরকার বিভিন্ন সময়ে একাধিক যোজনার সূচনা করেছেন। দেশের সদ্যজাত শিশু থেকে শুরু করে দেশের বয়োজ্যেষ্ঠ মানুষের জন্যও রয়েছে বহু যোজনা। এমনি একটি বহুল প্রচলিত যোজনা হলো জননী সুরক্ষা যোজনা। দেখে নেওয়া যাক কি এই জননী সুরক্ষা যোজনা(Janani Suraksha Yojana), এর সুবিধা কি, কিভাবে আবেদন করা যাবে সহ বিস্তারিত বিষয়।

যে কোনো দেশ বা জাতির অগ্রগতির মূলে থাকে সেই দেশের ভবিষ্যত নাগরিক। ঠিক এই কারণেই ভারতের মতো গরীব দেশে কোনো শিশু যাতে অপুষ্টি জনিত সমস্যায় না ভোগে তার জন্যই এই যোজনার সূচনা করা হয়েছে। তাহলে প্রশ্ন উঠতে পারে এই যোজনার নাম জননী সুরক্ষা যোজনা কেন? কোনো শিশুর ভবিষ্যত কেমন হবে, তার শারীরিক গঠন কেমন হবে, তথা তার শরীর স্বাস্থ্য কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে সে যখন তার মায়ের গর্ভে থাকে। এই কারণেই এই যোজনা গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে।

গর্ভবতী মায়েরা যাতে তাদের সম্পুর্ণ পুষ্টি পায় এবং শারিরীক – মানসিক  সমস্তরকম সুবিধা পায় সেই উদ্দেশ্যেই এই যোজনার সূচনা করা হয়।

জননী সুরক্ষা যোজনার বিবরণ / Overview of Janani Suraksha Yojana

প্রকল্পের নামজননী সুরক্ষা যোজনা
কোন কোন রাজ্যে চালু হয়েছেভারতের সমস্ত রাজ্যের জন্য
প্রকল্প চালু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কোন বিভাগের অন্তর্গতকেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তর
প্রকল্প শুরুর তারিখএপ্রিল 2005
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস2024 এ সক্রিয় আছে
কারা আবেদন করতে পারবেনগর্ভবতী মহিলারা
আবেদনের বয়স সীমাগর্ভবতী মায়ের বয়স নূন্যতম ১৯ বছর হতে হবে
কি কি সুবিধা পাবেন৬০০০ টাকা আর্থিক সহায়তা
প্রকল্পের সম্পূর্ণ তথ্যClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

জননী সুরক্ষা যোজনা কী(What is Janani Suraksha Yojana) ?

এই জননী সুরক্ষা যোজনা(Janani Suraksha Yojana) হল ভারত সরকার দ্বারা পরিচালিত জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন ( NHM) এর অধীনস্থ একটি প্রকল্প। এই যোজনা ২০০৫ সালে চালু করা হয়েছিল। মূলত এর মাধ্যমে গর্ভবতী মহিলাদের সাহায্য করা এবং প্রসবকালীন অবস্থায় মা ও শিশুর মৃত্যু হার কমানোই ছিল এর প্রধান উদ্দেশ্য।

জননী সুরক্ষা যোজনার উদ্দেশ্য / Objectives of Janani Suraksha Yojana

  • গর্ভবতী মায়েদের ও নবজাতক শিশুর পুষ্টি প্রদানের উদ্দেশ্যেই এই যোজনার সূচনা করা হয়।
  • দেশের নবজাতক শিশু ও মায়ের মৃত্যু হার কমানোই  হল এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
  • শুধুমাত্র প্রসবের পর নয় বরং প্রসবের আগেও গর্ভবতী মায়েদের  স্বাস্থ্য চেক আপ, বিভিন্ন ঔষধ প্রদানের মাধ্যমে নিয়মিত যত্ন নেওয়ায় এই যোজনার একটি লক্ষ্য।
  • এছাড়া এই প্রকল্পের আরোও একটি মূল লক্ষ্য হল ভারতে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বাড়ানো।

জননী সুরক্ষা যোজনার সুবিধা / Benefits of Janani Suraksha Yojana

  1. এই যোজনার মাধ্যমে দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী গর্ভবতী মায়েরা তাদের প্রসবের পর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৬০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
  2. প্রসবের পূর্বে গর্ভবতী মায়েরা তিনবার চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে পরামর্শ পাবেন।
  3. বিনামূল্যে যেকোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রসবের সুবিধা পাবেন।
  4. প্রসবের জন্য হাসপাতালে যাওয়া আসার জন্য বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়।
  5. নবজাতক শিশু ও মায়ের যাবতীয় ঔষধ, ইনজেকশন বিনামূল্যে প্রদান করা হয়।

কারা জননী সুরক্ষা যোজনার সুবিধা পাবেন(Who will get the benefits of Janani Suraksha Yojana) ?

  • দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী তথা বিপিএল ( BPL) তালিকাভুক্ত সকল গর্ভবতী মহিলারা এই যোজনার সুবিধা পাবেন।
  • এছাড়া গর্ভবতী মায়ের বয়স নূন্যতম ১৯ বছর হতে হবে।

কারা জননী সুরক্ষা যোজনার সুবিধা পাবেন না(Who will not get the benefits of Janani Suraksha Yojana)?

  • প্রথমত ,যে সব গর্ভবতী মহিলারা দেশের দরিদ্র সীমার নিচে বসবাসকারী নন তথা বিপিএল ( BPL) তালিকাভুক্ত নন তারা এই যোজনার সুবিধা পাবেন না ।
  • এছাড়া যাদের দুটি সন্তান হয়ে গেছে তারা আর এই সুযোগ পাবেন না।

জননী সুরক্ষা যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Janani Suraksha Yojana

  1. প্রার্থীর ভোটার কার্ড,
  2. আধার কার্ড,
  3. BPL তালিকাভুক্ত রেশন কার্ড,
  4. বয়সের প্রমাণপত্র,
  5. জননী সুরক্ষা কার্ড,
  6. হাসপাতাল কর্তৃক প্রসবের শংসাপত্র,
  7. ব্যাংক অ্যাকাউন্টে নথি,
  8. মোবাইল নাম্বার

জননী সুরক্ষা যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Janani Suraksha Yojana

  1. এই যোজনাতে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
  2. এরপর নির্দিষ্ট ফর্মটি ডাউনলোড করতে হবে।
  3. এরপর ওই ডাউনলোড করা ফর্মটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে নিকটস্থ অঙ্গনওয়ারি কেন্দ্র বা মহিলা স্বাস্থ্য কেন্দ্রতে গিয়ে জমা করতে হবে।
  4. এছাড়া এলাকার আশাকর্মীর সাথে বা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করলে ওরাই সমস্ত ডকুমেন্ট দিয়ে সাহায্য করে ফর্ম জন্য করে দেবে।
  5. এছাড়া প্রসবের সময় হাসপাতাল নিয়ে যাওয়া আসা সহ যাবতীয় অসুবিধায় সাহায্য করবে।

প্রধানমন্ত্রী জননী সুরক্ষা যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

প্রধানমন্ত্রী জননী সুরক্ষা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
প্রধানমন্ত্রী জননী সুরক্ষা যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড করুনClick Here
প্রধানমন্ত্রী জননী সুরক্ষা যোজনার ফর্ম ডাউনলোড করার লিঙ্কClick Here

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment