Jai Bangla Pension Scheme: আমাদের সকলের বৃদ্ধ বয়সে যখন কর্ম জীবন থেকে বিরতি নিতে হয় তখন এক নতুন চিন্তা থেকে যায় আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে না তো? সেই সময় আর্থিক অবলম্বন কতটা মজবুত হবে? আর এই সমস্ত চিন্তার একমাত্র সলিউশন হলো বৃদ্ধ বয়সের পেনশন (Pension)।
তাই বাংলায়, রাজ্য নিয়ে এলো তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় মানুষদের জন্যে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে অভিনব জয় বাংলা পেনশন স্কিম (Jai Bangla Pension Scheme) । আমাদের রাজ্যে বিভিন্ন পিছিয়ে পড়ার সম্প্রদায়ের অবসরপ্রাপ্তদের আর্থিক অভাব দেখা দেয় আর সেই সমস্ত অবসরপ্রাপ্তদের আর্থিক অবস্থা আরো মজবুত করে তুলতে এই প্রকল্পটি আয়োজিত করা হয়।
এই প্রকল্প নিয়ে বিভিন্ন বিস্তারিত তথ্য যেমন এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবে ? বিভিন্ন তপশিলি উপজাতির মানুষেরা কিভাবে এই প্রকল্পে নিজেদেরকে নদীভুক্ত করবে ? সমস্ত কিছু হলো আজকের নিবন্ধের আলোচ্য বিষয়।
জয় বাংলা পেনশন স্কিমের বিবরণ / Overview of Jai Bangla Pension Scheme
প্রকল্পের নাম | জয় বাংলা পেনশন স্কিম |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প শুরু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | স্বাস্থ্য মন্ত্রক |
প্রকল্প শুরুর তারিখ | ১ লা এপ্রিল ২০২০ সালে |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | তপশিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা ও বিধবারা |
আবেদনের বয়স সীমা | ৬০ বছর বয়সের ঊর্ধ্বে |
কি কি সুবিধা পাবেন | প্রতিমাসে সর্বাধিক ১০০০ টাকা |
আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
এই জয় বাংলা পেনশন স্কিম কি ? | What is Jai Bangla pension scheme ?
পশ্চিমবঙ্গ সরকার(west bengal Government) আমাদের রাজ্যের বিভিন্ন তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের বয়সকালে আর্থিক সংকট থেকে মুক্ত করতে তারা যাতে অর্থনৈতিকভাবে (financially) পিছিয়ে না পরে সেই দিকের নজর রেখে অভিনব প্রকল্প জয় বাংলা পেনশন স্কিম চালু করে।
তপশিলি জাতি উপজাতির পাশাপাশি এই স্কিমের(Scheme) মাধ্যমে পেনশন এর সুবিধা বিশেষভাবে সক্ষম মানুষরাও পেয়ে থাকে। আমাদের রাজ্যের অসংখ্য দরিদ্র মানুষ তাদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে নিশ্চিত থাকতে পারে এই জয় বাংলা পেনশন স্কিমের মাধ্যমে । অর্থাৎ তাদের কাছে এই এই সরকারি প্রকল্পের (Government Scheme)গুরুত্ব অপরিসীম।
কয়টি ও কি কি স্কিম এই জয় বাংলা পেনশন স্কিমের অধীনে অন্তর্ভুক্ত ?? | How many and what schemes are included under this Jai Bangla Pension Scheme??
এই জয় বাংলা পেনশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গ সরকার মোট তিনটি স্কিম(Scheme ) অন্তর্ভুক্ত করেছে । যেমন __
- মানবিক
- তপশিলি বন্ধু
- জয় জোহার
কারা কারা এই পেনশন পেতে সফল হবেন এই জয় বাংলা স্কিমের মাধ্যম ? | Who can get this pension through this Jao Bangla Scheme?
- ৬০ বছর বয়সের ঊর্ধ্বে হতে হবে আবেদনকারীকে।
- পশ্চিমবঙ্গ রাজ্যের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে।
- রাজ্য সরকারের(State Government) অন্যান্য কোন পেনশন স্কিমের এর অধীনে যদি কেউ কেউ আগে থেকেই যুক্ত থাকে তাহলে কিন্তু তারা পুনরায় আবেদন করতে পারবেন না এই এই জয় বাংলা পেনশন প্রকল্পের জন্য(Jai Bangla Pension Scheme)
- বিপিএল (BPL) তালিকায় নাম থাকা বাধ্যতামূলক আবেদনকারীদের জন্য।
- শুধুমাত্র অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত রাজ্যবাসী জয় জোহার এবং তপশিলি বন্ধু জয় বাংলা পেনশন প্রকল্পের(Jai Bangla Pension Scheme) জন্য আবেদন করতে পারবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো(Important Documents) কী কী জয় বাংলা পেনশন প্রকল্পে ( Jai Bangla Pension Scheme) আবেদনকারীদের জন্যে?
- আবেদনকারীর আধার কার্ডের(Aadhar card) ফটোকপি
- আবেদনকারীর ভোটার কার্ডের(Voter card) ফটোকপি
- আবেদনকারী রেশন কার্ডের(Ration card) ফটোকপি
- আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো(Passport size photo)
আবেদনকারীর ব্যাংকের পাসবুকের(Bank passbook) প্রথম পাতার ফটোকপি
- আবেদনকারীর জাতি শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট(Caste certificate)
- আবেদনকারীর নিজের সই করা একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট(Residential certificate) এর ফটোকপি
- আবেদনকারী ইনকাম সার্টিফিকেটের(Income certificate) একটি ফটোকপি যেখানে নিজের সই আবশ্যক।
কি কি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এই জয় বাংলা পেনশন প্রকল্পের? | What are the important aspects of this Jai Bangla Pension Scheme?
- সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দারাই এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন।
- এই প্রকল্পটির মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন তপশিলি জাতি এবং উপজাতি পরিবার যারা অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে এবং আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিনের পর দিন যায় তারা অর্থনৈতিক সাহায্য লাভ করবে এবং আর্থিক সংকট থেকে পরিবারের সদস্যদের মুক্ত করতে পারবে।
- এই জয় বাংলা পেনশন প্রকল্পের (Jai Bangla Pension Scheme) জন্য আবেদনকারী অবশ্যই অফলাইনে আবেদন করতে পারবে।
- আবেদনকারীর সুবিধার্থে একটি সরকারি অনলাইন পোর্টাল রয়েছে যেখান থেকে আবেদনের বিষয়ে সমস্ত সঠিক তথ্য সংগ্রহ করে সেই পদ্ধতির মাধ্যমে আবেদন জমা করতে পারবে
- প্রতিমাসে ১০০০ টাকা করে পেয়ে যাবে জয় জোহার প্রকল্পের অধীনে নথিভুক্ত ব্যক্তিরা
- প্রতি মাসে ৬০০ টাকা করে পেয়ে যাবে তপশিলি বন্ধু প্রকল্পের অধীনে নথিভুক্ত ব্যক্তিরা
- আবেদনকারীর আবেদন জমা হয়ে যাওয়ার পর থেকেই প্রতিমাসের পেনশনের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকার থেকেই পাঠিয়ে দেওয়া হয়। এই জন্যই আবেদনকারী নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা অত্যাবশ্যক।
- রাজ্যের প্রায় ২১ লক্ষ মানুষ জয় বাংলা পেনশন প্রকল্পের(Jai Bangla Pension Scheme) থেকে সুবিধা পেয়ে যাবে বলে জানিয়েছে করেছে রাজ্য সরকার (State Government)।
- পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন বিশেষভাবে সক্ষম মানুষরা এবং বিধবারাও এই প্রকল্পে নিজেদের আবেদন যুক্ত করতে পারবে । এবং এই প্রকল্পের মাধ্যমে বৃদ্ধ বয়সে পেনশনের(Pension) সুবিধা তারাও পাবে।
এই প্রকল্পে আবেদনকারী আবেদন জমা দেওয়ার কতদিন পর টাকা পায়? | How many days after submitting the application does the applicant get the money in this scheme?
প্রকল্পের নথিভূক্ত করার উদ্দেশ্যে আবেদন জমা দেওয়ার কতদিন পরে আবেদনকারী সেই পেনশনের টাকা পেয়ে যাবে এরকম কোন নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি সরকার। কিন্তু আবেদনকারী আবেদন জমা দেওয়ার পর সরকারের তরফ থেকে সেই আবেদনপত্র খুঁটিয়ে যাচাই করা হয়ে থাকে তারপর তাদের যাবতীয় ব্যক্তিগত তথ্য অর্থাৎ ব্যাংক একাউন্ট ডিটেলস , আধার কার্ড ডিটেলস , রেসিডেন্সিয়াল ডিটেলস, ইনকাম সার্টিফিকেট ডিটেইলস, কাস্ট সার্টিফিকেট ডিটেলস ইত্যাদি সমস্ত কিছু ভালোভাবে যাচাই করা হয়। প্রতিটি ডকুমেন্টস এর সত্যতা যাচাই করা হয় ।
এই যাচাই প্রক্রিয়া (Verification process) সঠিকভাবে শেষ হলে , আবেদনকারীর আবেদন পত্র সরকারিভাবে গৃহীত হয় এবং তিনি এই প্রকল্পের মাধ্যমে পেনশনের জন্য উপযুক্ত হয় এরপর তার ব্যাংক একাউন্টে টাকা জমা পড়ে যায়।
জয় বাংলা পেনশন প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক :–
জয় বাংলা পেনশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
জয় বাংলা পেনশন প্রকল্পের আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক | Click Here |