পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ হলো জাগো প্রকল্প(Jago Scheme)। ইতিমধ্যেই এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে নারীদের অগ্রগতি এবং আর্থিক সহায়তার জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ একাধিক প্রকল্পের প্রচলন করেছে। তবে এবারের প্রকল্পটি আর্থিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যের জন্য এই প্রকল্পে নাম অধিভুক্ত করলে মহিলারা বাৎসরিক এককালীন 5 লক্ষ টাকা অব্দি আর্থিক সহায়তা পেতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক যা ওর প্রকল্পের বিস্তারিত –
জাগো প্রকল্পের বিবরণ / Overview of Jago Scheme
প্রকল্পের নাম | জাগো প্রকল্প |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প শুরু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | স্বনির্ভর গোষ্ঠী এবং স্ব-কর্মসংস্থান বিভাগ |
প্রকল্প শুরুর তারিখ | ২৯ শে নভেম্বর, ২০২৩ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | পশ্চিমবঙ্গের মহিলারা |
আবেদনের বয়স সীমা | বয়স হতে হবে ১৮ বছরের ঊর্ধ্বে |
কি কি সুবিধা পাবেন | ১. স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বার্ষিক ৫,০০০ টাকা করে পাবেন। ২. জাগো প্রকল্পের অংশ হলে মহিলারা ২ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাবেন। |
আবেদনের লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
জাগো প্রকল্প কি(What is Jago Scheme) ?
রাজ্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে স্বনির্ভর নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং তাদের ভবিষ্যৎ সহায়তা করতে সরকারের তরফ থেকে এই জাগো প্রকল্পের উদ্বোধন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে মনোনীত হওয়ার পর রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে নিজেই এই প্রকল্পের নামকরণ করেন।
এই প্রকল্পের তরফে রাজ্যের প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী ভুক্ত মহিলাদের 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এই প্রকল্পের জন্য বরাদ্দ অংকের পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা। অবশ্য এই প্রকল্পের নাম অতিরিক্ত করার আগে প্রার্থীদের অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে –
জাগো প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য যোগ্যতা / Eligibility Criteria for Jago Scheme
এই প্রকল্পে নাম নথিভূক্তকরণের জন্য আবেদনকারী প্রার্থীদের মূলত যে সকল শর্তগুলো মেনে চলতে হবে তা হলো-
- প্রার্থীকে বিগত পাঁচ বছর ধরে বা তারও বেশি সময় সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীতে নাম অধিভুক্ত রাখতে হবে।
- সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বই ন্যূনতম সমাস বা তারও বেশি পুরনো হতে হবে।
- উক্ত গোষ্ঠীর ব্যাংকে থাকা অংকের পরিমাণ ন্যূনতম 5000 টাকা হতে হবে।
- স্বনির্ভর গোষ্ঠীগুলোকে টার্ম লোন এর খাতায় নাম নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ অন্যতম একবার ব্যাংক থেকে লোন নিতেই হবে। যে সকল স্বনির্ভর গোষ্ঠী এখনো পর্যন্ত ব্যাংক থেকে লোন দেন নি, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।
জাগো প্রকল্পে কারা আবেদন করতে পারবেন(Who can apply for Jago Scheme) ?
- স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলারা এই প্রকল্পে আবেদনের যোগ্য।
- বর্তমানে রাজ্যজুড়ে প্রায় ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এবং প্রত্যেক গোষ্ঠীতে ১০ জন করে মহিলা রয়েছেন। এই সকল মহিলারা এই প্রকল্পে আবেদন করলে তারা বার্ষিক ৫০০০ টাকা হিসাবে আর্থিক সাহায্য পাবেন।।
- পাশাপাশি সংশ্লিষ্ট শনিবার গোষ্ঠীকে ক্রেডিট কার্ড দেওয়া হবে যার মাধ্যমে তারা তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ দরকার হলে ব্যয় করতে পারেন।
- এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে প্রকল্পের ভোক্তারা বার্ষিক দুই লক্ষ টাকা অব্দি স্বাস্থ্য বীমার সুযোগ পাবেন।
জাগো প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না(Who can not apply for Jago Scheme) ?
- স্বনির্ভর গোষ্ঠী ছাড়া অন্য কোন সংস্থার মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
- ইতিমধ্যেই যে সকল স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক থেকে লোন নেন নি তারা আবেদন করতে পারবেন না
- যে সকল গোষ্ঠীর মাসিক ইনকাম দুই লক্ষ টাকার উপরে তারা এইপ্রকল্পে আবেদনের যোগ্য নয়।
- আবেদনের সময় সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠী কোন সঠিক প্রমাণ না দেখাতে পারলে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
জাগো প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Jago Scheme
- প্রার্থী নিজস্ব জাতীয়তা প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড
- স্বনির্ভর গোষ্ঠীর সংশ্লিষ্ট সকল প্রকার প্রমাণ পত্র
- সংশ্লিষ্ট গোষ্ঠীর ব্যাংক একাউন্টের যাবতীয় details
- প্রার্থী নিজস্ব রঙিন পাসপোর্ট সাইজের ছবি
জাগো প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Jago Scheme
এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীরা অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমেই আবেদন করতে পারেন।।
অফলাইনে আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদনের জন্য সংশ্লিষ্ট গোষ্ঠী তাদের স্থানীয় ভিডিও এর কাছে লিখিত দরখাস্ত করতে পারেন এবং বিডিও থেকেই আবেদনপত্র গোষ্ঠীকে দেওয়া হবে তা সকল রকম তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিডিও অফিসে জমা করতে হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে প্রথমে অনলাইনে অফিশিয়াল পোর্টাল এ প্রবেশ করে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
- প্রথমে উল্লিখিত পোর্টালে প্রবেশ করে সংশ্লিষ্ট গোষ্ঠীর নাম লোকেশান এবং ইমেইল আইডি ফোন নাম্বার দিয়ে নাম অধিভুক্ত করতে হবে।
- রেলস্টেশনের পর একটি আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে যা দিয়ে পরবর্তীতে পুনরায় আপনাকে পোর্টালে লগইন করতে হবে।
- লগইন করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপিটি সাবমিট করে আপনাকে কনফার্মেশন করতে হবে।
- এরপর আপনার গোষ্ঠীর সকল প্রকার তথ্য অর্থাার গোষ্ঠীর নাম গোষ্ঠীর স্থাপনের তারিখ গোষ্ঠীর বর্তমান অবস্থান ইত্যাদি তথ্য গুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং আগে যদি ব্যাংক থেকে কোন লোন নিয়ে থাকেন লোনের যাবতীয় কাগজপত্র গুলি অবশ্যই হাতের কাছে রাখবেন।
- নথি আপলোডে ক্ষেত্রে আপনাকে গোষ্ঠীর রেজিস্ট্রেশন এবং পূর্বে ব্যাংকের কোন লোন নেওয়া থাকলে সংশ্লিষ্ট কাগজপত্র গুলি আপলোড করতে হবে।
- আবেদন শেষে পুনরায় আবেদন পত্রটি আরেকবার দেখে নেবেন কোনরকম ভুল থাকলে তা অবশ্যই একবার চেক করে নেবেন।
- আবেদন পত্র চেকের পর ফাইনাল সাবমিট করবেন।
জাগো প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
জাগো প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
জাগো প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Click Here |