ভারত সরকার দেশের সাধারণ মানুষদের জন্য একাধিক যোজনা বা প্রকল্পের জোগাড় করে রেখেছে। বিশেষত ভারতে বসবাসকারী মানুষদের আর্থিক সুবিধা দিতে একাধিক যোজনার প্রচলন করে রেখেছেন এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। ভারতের অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের যাতে দৈনন্দিন জীবন আরও নিরাপদ এবং মসৃণ ভবিষ্যতের হয় সেই জন্য একের পর এক প্রকল্পের কথা সামনে এসেছে সরকারি ভাবে।
এর মধ্যে মহিলা এবং শিশু সুরক্ষার ক্ষেত্রেও ভারতীয় কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নতিমূলক প্রকল্প রয়েছে। সাধারণ মানুষের ক্ষেত্রেও বিনিয়োগের জন্য নতুন পথ খুলেছে। যার মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট উল্লেখযোগ্য।
আর এই সমস্ত স্কিমের গ্রাহকদের জন্য এসেছে বড় খবর। জানা যাচ্ছে এবার এইসব কেন্দ্রীয় সরকারী প্রকল্পের সুদের হারের উপর বড় পরিবর্তন আনা হয়েছে। তবে কি দেশের মধ্যবিত্তদের জন্য রয়েছে কোনো সুখবর? এর উত্তর জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন:
চলুন দেখে নেওয়া যাক কোন যোজনার সুদের হারে কতটা পরিবর্তন এসেছে:
1. সুকন্যা সমৃদ্ধি যোজনা:
সম্প্রতি আসা অর্থ মন্ত্রক কতৃক বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে সুকন্যা সমৃদ্ধি যোজনায় এবার থেকে ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। এর পাশাপাশি তিন বছরের স্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে ৭.১ শতাংশ, PPF-এও ৭.১ শতাংশ এবং পোস্ট অফিস সেভিংস একাউন্টে ৮ শতাংশ সুদ দেওয়া হবে।
2. PPF:
পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এবং পোস্ট অফিসের অন্যান্য সেভিংস স্কিম গুলোর ক্ষেত্রে এবার সুদের হার যথাক্রমে ৭.১ এবং ৪ শতাংশ রাখা হয়েছে।
3. কিষান বিকাশ পত্র যোজনা:
কিষান বিকাশ পত্র যোজনার ক্ষেত্রে সুদের হার রয়েছে ৭.৫ শতাংশ। এক্ষেত্রে । মেয়দপূর্তির সময়কাল করা হয়েছে ১১৫ মাস। এছাড়াও জাতীয় সঞ্চয় শংসাপত্র যোজনার উপর ৭.৭ শতাংশ এবং মাসিক প্রকল্পের ক্ষেত্রে ৭.৪ শতাংশ সুদের হার নির্ধারণ করা হয়েছে।
4. ভারতীয় সঞ্চয়পত্র:
২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতীয় সঞ্চয়পত্র প্রকল্পের সুদের হার করা হয়েছে ৭.৭ শতাংশ। যা থেকে বোঝা যাচ্ছে পোস্ট অফিস এবং দেশের সরকারি ব্যাংকগুলোর পরিচালিত বিভিন্ন ক্ষুদ্র বিনিয়োগের প্রকল্প গুলোর ক্ষেত্রে সুদের যার অপরিবর্তিত রাখা হয়েছে।
বলে রাখি ভারত সরকার প্রতিটি ত্রৈমাসিকে অল্প বিনিয়োগের এইসব প্রকল্পের সুদের হার নিয়ে পর্যালোচনা করে থাকে। এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষে শেষ বারের জন্য কয়েকটি প্রকল্পের সুদের হারে বদল আনা হয়েছিল।