পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা পরিচালিত একটি উন্নয়ন কর্মসূচি হল গতিধারা প্রকল্প(Gatidhara Scheme)। ২০১৪ সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছিলেন। রাজ্যে বেকার যুবক যুবতিরা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান তাদের জন্যই এই প্রকল্প। আসুন জেনে নিই এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে।
গতিধারা প্রকল্পের বিবরণ / Overview of Gatidhara Scheme
গতিধারা প্রকল্পের বিবরণ
প্রকল্পের নাম | গতিধারা প্রকল্প |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প শুরু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | পরিবহন বিভাগ |
প্রকল্প শুরুর তারিখ | ২০১৪ সালে |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | পশ্চিমবঙ্গের বেকার যুবক ও যুবতীরা |
আবেদনের বয়স সীমা | বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে, তবে OBC শ্রেণীর হলে বয়সসীমা ৪৮ বছর পর্যন্ত আর SC/ST হলে বয়সসীমা ৫০ বছর পর্যন্ত। |
কি কি সুবিধা পাবেন | ১. বেকার যুবক ও যুবতীরা বাণিজ্যিক কাজের জন্য গাড়ি কিনতে পারবেন। ২. মহিলারা ১.৫ লাখ টাকা পর্যন্ত আর পুরুষরা ১ লাখ টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। |
আবেদনপত্র | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
গতিধারা প্রকল্প কী(What is Gatidhara Scheme) ?
এই গতিধারা প্রকল্পটিতে(Gatidhara Scheme) বাণিজ্যিক গাড়ি কেনবার জন্য রাজ্য সরকার ভর্তুকি দেবে। যাতে করে বেকার যুবক-যুবতীরা উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবে, যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন যুবসমাজ। এই প্রকল্প শুধুমাত্র কর্মহীন যুবকদের উপার্জনের সহায়তা করেনি বাংলার অটো শিল্পকে চুক্তিবদ্ধ হতে বাধা দিয়েছে।
গতিধারা প্রকল্পের সুবিধা / Benefits of Gatidhara Scheme
- এই প্রকল্পের আওতায় বাণিজ্যিক গাড়ি কিনতে পারলে উপার্জনের রাস্তা খুলে যাবে।
- এই প্রকল্পে রাজ্য সরকার গাড়ি কেনার উপর 30% পর্যন্ত ভর্তুকি দেবে অর্থাৎ ৩০ শতাংশ খরচ বহন করবে রাজ্য সরকার।
- গতিধারা প্রকল্পের আওতায় বাণিজ্যিক গাড়ি কেনার জন্য সহজে ব্যাংক থেকে লোন পাওয়ার ও ব্যবস্থা রয়েছে।
- পুরুষদের ক্ষেত্রে গাড়ি কিনবার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা ও মহিলাদের ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাবে।
- ব্যাঙ্কের লোন পরিশোধ করবার জন্য কোন সর্বোচ্চ সময়সীমা ও থাকে না।
- সব থেকে উল্লেখযোগ্য বিষয়টি হল গতিধারা প্রকল্পের আওতায় বাণিজ্যিক গাড়ি কিনলে খুব সহজেই গাড়ির পারমিত পাওয়া যায়।
কোন ধরনের বাণিজ্যিক গাড়ি ক্রয়ের ক্ষেত্রে গতিধারা প্রকল্পের সুবিধা পাবেন(What type of commercial vehicle will you benefit from the scheme) ?
যে কোন যানবাহন যেমন ট্যাক্সি, বাস, অটোরিকশা ইত্যাদি যদি আপনি বাণিজ্যিক কারণে কিনতে চান কিনতে পারবেন এই প্রকল্পের আওতায়।
গতিধারা প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Gatidhara Scheme
আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে । তবে এসটি, এসসি, ওবিসিদের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা যেমন এসসি এসটিদের ৫ বছর ওবিসিদের জন্য ৩ বছরের ছাড় রয়েছে।
গতিধারা প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Gatidhara Scheme
এই প্রকল্পে আবেদন করবার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথি গুলি দরকার সেগুলির একটি তালিকা নিচে দেওয়া হল :
- বেকারত্বের প্রমাণ পত্র জমা দিতে হবে।
- বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের এডমিট কার্ড যা বয়সের প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে।
- ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি জমা দিতে হবে ।
- ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।
- আয়ের শংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে
- ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতার ফটোকপি জমা দিতে হবে।
- পাসপোর্ট সাইজের ফটো প্রয়োজন।
- জাতির শংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে।
- ভোটার কার্ডের ফটোকপি জমা দিতে হবে
- আধার কার্ডের ফটোকপি ও জমা দিতে হবে
- গাড়ি কিনবার ডিলারের থেকে কোটেশন নম্বর লেখা
- প্রমাণপত্রের জেরক্স কপিও জমা দিতে হবে।
- পারমিটের জন্য যে আবেদন পত্র থাকে তারাও ফটোকপি জমা দিতে হবে।
- উপরুক্ত সমস্ত নথিগুলির দু কপি করে জেরক্স লাগবে।
গতিধারা প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Gatidhara Scheme
এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন তার প্রতিটি ধাপ আমরা আলোচনা করব যাতে করে আপনাদের আবেদন করতে কোনরকম কোন অসুবিধার সম্মুখীন না হতে হয়।
প্রথমেই নিজের নাম এমপ্লয়মেন্ট ব্যাংক এ নথিভুক্ত করতে হবে তার জন্য আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে । অথবা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও নাম নথিভুক্ত করা সম্ভব। অনলাইনের মাধ্যমে বাড়ি বসে সেই কাজ করতে পারে। কিভাবে করবেন সে সম্পর্কে আমরা নিজে পুঙ্খানুপুঙ্খা আলোচনা করব। এরপর সুনিশ্চিত করতে হবে আপনি যে জায়গা থেকে গাড়ি কিনবেন সেটা।
- গতিধারা প্রকল্পে আবেদন করতে গেলে প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তিনটি আবেদন পত্র ডাউনলোড করতে হবে এবং তার প্রিন্ট আউট বের করতে হবে।
- এরপর আবেদনপত্র গুলিকে যথাযথভাবে পূরণ করতে হবে সাথে গুরুত্বপূর্ণ নথিগুলিও সংযোজন করতে হবে।
- সবশেষে এই সব কিছু একটি খামে ভরে নিকটবর্তী আপনার পরিবহন পরিকাঠামো উন্নয়নগমের দপ্তরে গিয়ে এটি জমা করতে হবে।
গতিধারা প্রকল্পে গাড়ির পারমিট কীভাবে পাবেন(How to Get Vehicle Permit in Gatidhara Scheme) ?
গতিধারা প্রকল্পে(Gatidhara Scheme) আবেদন করার পর আবেদনকারী একটি তারিখ ও সময় দেয়া হবে সেই সময়ো তারিখে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভেরিফিকেশনে তারপর এই গাড়ির পারমিট পাওয়া যাবে।
গতিধারা প্রকল্পে আবেদনের কোনো সুনির্দিষ্ট সময়ের সীমা নেই। বছরের যে কোন সময়ই এই প্রকল্পে আবেদন করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত যেকোনো ধরনের গাড়ির ক্ষেত্রেই এই প্রকল্পের সুবিধা পাওয়া সম্ভব। এমনকি সেকেন্ড হ্যান্ড গাড়ির বিষয়ক সরকারি ওয়েবসাইটে কোন কিছু উল্লেখ নেই। তাই সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানতে গেলে সরকারি দপ্তরে যোগাযোগ করতে হবে।
এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করার পদ্ধতি / How to register yourself in Employment Bank
এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল: www.employmentbankwb.gov.in
- প্রথম পেজে ডান দিকে দেখতে পাওয়া যাবে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনটি। সেই অপশনটিতে ক্লিক করলে কম্পিউটারের স্ক্রিনে বেশ কিছু শর্তাবলী দেখা যাবে সেগুলিকে পড়ে ভালোভাবে বক্সের টিক মার্ক করতে হবে।
- রেজিস্ট্রেশন ফর্মে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সেগুলিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং শেষে সে অপশনে ক্লিক করতে হবে।
- সমস্ত তথ্য দিয়ে পূরণ করার পর আবেদনকারীকে একটি রেজিস্ট্রেশন নম্বরও দেয়া হবে।
- রেজিস্ট্রেশন নম্বরটি আবেদনকারীর গতিধারা প্রকল্পে আবেদনের কাজে লাগবে।
যে হারে পশ্চিমবঙ্গের দিন প্রতিদিন বেকারত্বের সংখ্যা বাড়ছে তাতে করে বেকার যুবক-যুবতীরা, চাকরির আশায় আর সময় নষ্ট করছেন না। সরকারি চাকরির পাশাপাশি প্রাইভেট সার্ভিসেও ঠিক তেমনি প্রতিযোগিতা। সরকারি নিয়োগের ক্ষেত্রে একের পর এক যেভাবে দুর্নীতি সামনে আসছে তাতে চাকরির বাজারে বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং ভবিষ্যতেও সরকারি চাকরির আশা অত্যন্ত ক্ষীন আলোর মতো দেখা যাচ্ছে।
উচ্চশিক্ষিত হয়েও জুটছে না চাকরি, তাই একপ্রকার নাজেহাল হয়েই ব্যবসার দিকে ঝুঁকছেন তাঁরা। ব্যবসা করেই জীবিকা নির্বাহ করতে চান। রাজ্য সরকারের এমন প্রকল্প তাদের কাছে হাতে চাঁদ পাওয়ার মত একটি বিষয়। রাজ্য সরকারের এহেন উদ্যোগকে সকল যুবক-যুবতী এবং যুবসমাজ সাধুবাদ জানায়। এভাবেই আগামী দিন যুবসমাজের জন্য নতুন কিছু ভাবুক সরকার এটাই তাদের আশা। এভাবেই পাশে থাকুক এভাবে ভরসা জুগিয়ে যাক তাদের তাহলে তাদের ভবিষ্যৎটা কিছুটা হলেও ভালো হবে।
গতিধারা প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
গতিধারা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
গতিধারা প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Click Here |
এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |