Employment Bank News: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত মানুষদের জন্য একাধিক প্রকল্পের বন্দোবস্ত করে রেখেছে। একই ভাবে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্যও একাধিক প্রকল্পের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার বাড়িতে বসেই মাসিক ১৫০০ টাকা করে পেয়ে যাবে রাজ্যের বেকার যুবক যুবতীরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের মাসিক ১৫০০ টাকার অর্থ সাহায্য দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
যুবশ্রী প্রকল্পের অন্য আরেকটি নাম হলো এমপ্লয়মেন্ট ব্যাংক। এর ওয়েবসাইট হলো : employmentbankwb.gov.in
কারা আবেদন করতে পারবেন:
পশ্চিমবঙ্গ সরকারের আওতায় যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কয়টি সাধারণ যোগ্যতার মানদণ্ড স্থির করে দেওয়া হয়েছে। চলুন দেরি না করে জেনে নিই এর আবেদনের যোগ্যতাগুলি সম্পর্কে:
১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
৩. আবেদনকারীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে এবং ৪০ বছরের নিম্নে হতে হবে।
৪. একমাত্র পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের ক্ষেত্রেই এই প্রকল্পের আবেদন করা যেতে পারে।
৫. যুবশ্রী প্রকল্পে আবেদনের আগে আবেদনকারীদের অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। কারণ যুবশ্রী প্রকল্পের সহায়তা এই ব্যাংকের সাথে সরাসরি যুক্ত।
আবেদন পদ্ধতি:
এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় নথি এবং নিজের পরিচয় বৃত্তান্ত দিয়ে আগে এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্তির কাজ সম্পন্ন করতে হবে। এরপর সেখান থেকে অন্য আরেকটি আবেদন পত্রের মাধ্যমে সরাসরি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সকলেই।
প্রয়োজনীয় নথি:
১. ভোটার কার্ড বা যেকোনো আইডি কার্ড
২. মাধ্যমিকের এডমিত বা যেকোনো জন্মের প্রমাণ পত্র
৩. বাসস্থানের প্রমাণ
৪. জাতিগত পরিচয় পত্র যদি থাকে
৫. পি এইচ সাইটিফিকেট যদি থাকে
৬. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
আবেদনের স্ট্যাটাস চেক করার নিয়ম:
আবেদন সম্পূর্ণ হলে আবেদনটি কি অবস্থায় রয়েছে তার জন্য স্ট্যাটাস চেক করা প্রয়োজনীয়। এর জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ইউনিক রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা পূরন করলে এর স্ট্যাটাস দেখা যাবে। এরপর সমস্ত নথি নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করলে সেখানে আরেকটি আবেদন পত্র পূরন করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।