Bangla Awas Yojana: অন্ন, বস্ত্র, বাসস্থান – এই তিনটি যেকোন মানুষের মৌলিক চাহিদা। গোটা জীবনে সাধারণ মানুষ মাত্র একবারই বাড়ি তৈরি করতে পারে। সকলের পক্ষে তাও সম্ভব হয়ে ওঠে না। একটা নিরাপদ বাসস্থানের লক্ষ্যে মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে চলে। তবে এই মূল্যবৃদ্ধির বাজারে একার চেষ্টায় পাকা বাড়ি তৈরি করা খুবই সমস্যার।
তবে এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে সরকার। এবার পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে ‘বাংলা আবাস যোজনা’। এই যোজনার আওতায় আপনারা পেয়ে যেতে পারেন পাকা বাড়ি। ইতিমধ্যে বাংলা আবাস যোজনায় নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গেছে। কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন? কারা পাবে এই প্রকল্পের সুবিধা? কত টাকা পাওয়া যাবে বাংলা আবাস যোজনা(Bangla Awas Yojana) থেকে? এই ধরনের সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের প্রতিবেদনে।
বাংলা আবাস যোজনা কী?
রাজ্যের প্রতিটি মানুষের মাথার ওপর থাকবে পাকা ছাদ। নিশ্চিন্তে নিরাপদ আশ্রয়ে এবার থেকে বাংলার সব মানুষ ঘুমাতে পারবে। এই লক্ষ্য পূরণ করতে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়ে এসেছেন বাংলা আবাস যোজনা। ক্ষমতায় আসার পর থেকে বহু প্রকল্প ও যোজনার সূচনা করেছেন তিনি। এ রাজ্যের দরিদ্র মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে বাংলা আবাস যোজনা।
যাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা বাড়ি পাননি, তাঁরা এই যোজনায় আবেদন করতে পারবেন। স্বাধীনতা এত বছর পরেও পশ্চিমবঙ্গের বহু মানুষ পাকা বাড়ির সুবিধা থেকে বঞ্চিত। এই যোজনার মাধ্যমে তাঁদের এই সমস্যার সমাধান হবে।
বাংলা আবাস যোজনায় আবেদন করলে কত টাকা পাওয়া যাবে?
এই প্রকল্প গ্রাম ও শহর সহ পশ্চিমবঙ্গের সব জায়গার মানুষের জন্য চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্প সম্বন্ধে 2021 সালেই বলেছিলেন। এই প্রকল্পের আওতায় পাকা বাড়ি তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের দরিদ্র, গৃহহীন বাসিন্দারা 1 লাখ 20 হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই টাকা তিন কিস্তিতে তাঁদের কাছে পৌঁছাবে।
প্রথম কিস্তিতে 45 হাজার টাকা দেওয়া হবে। এই টাকা দিয়ে বাড়ির গাঁথুনির কাজ ও কাঁচামাল আনা সম্ভব হবে।
দ্বিতীয় কিস্তিতে পেয়ে যাবেন আরও 45 হাজার টাকা। এই টাকা দিয়ে জানালা ও লিন্টেল জাতীয় কাজ সম্পন্ন হওয়া সম্ভব।
তারপর তৃতীয় অর্থাৎ শেষ কিস্তিতে 30 হাজার টাকা পাবেন। আর এই টাকা দিয়ে ঘর তৈরির কাজ শেষ হবে।
তবে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহল, বাঁকুড়া আর পুরুলিয়া জেলার বাসিন্দারা সেখানে পাকা বাড়ি তৈরি করার জন্য 1 লাখ 30 হাজার টাকা পাবেন।
কারা বাংলা আবাস যোজনায় আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গ সরকার বাংলা আবাস যোজনায়(Bangla Awas Yojana) নাম নথিভুক্ত করার জন্য বেশকিছু শর্ত দিয়েছে। সেগুলি পূরণ করতে পারলে, তবেই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
বাংলা আবাস যোজনায় আবেদন করার শর্তাবলী হল-
- আবেদনকারীর অথবা আবেদনকারীর পরিবারের পাকা বাড়ি কিংবা পাকা ছাদ থাকা চলবে না।
- চার চাকার গাড়ি থাকলে চলবে না।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর পরিবারে কেউ সরকারি চাকরিজীবী হলে, আবেদন বাতিল বলে গণ্য করা হবে।
- আবেদনকারী পরিবারের কোনো সদস্যের রেজিস্ট্রিকৃত অকৃষিজ জমি থাকলে, আবেদন গ্রাহ্য করা হবে না।
- নিজের নামে 2.5 একর বা তার বেশি জমি রেজিস্ট্রি করা থাকলে আবেদনকারীর নাম বাতিল করা হবে।
- ইনকাম ট্যাক্সের যোগ্য আয় হলে আবেদন করা যাবে না।
- পরিবারের কোনো সদস্য মাসিক 15 হাজার টাকার বেশি আয় করলে আবেদন করা যাবে না।
- প্রতি মাসে 15 হাজার টাকার বেশি আয়ের কারণে প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকলে উপভোক্তার নাম বাদ দেওয়া হবে।
- ইতিমধ্যে কোনো সরকারি আবাসন যোজনার আওতায় পাকা ঘর বা বাড়ি পেয়ে থাকলে বাংলা আবাস যোজনায় আবেদন করতে পারবেন না।
- পরিবারের বার্ষিক আয় 1 লাখ টাকার নীচে হতে হবে।
- আবেদনকারী ব্যক্তির বিপিএল কার্ড থাকতে হবে।
- আবেদনকারীর নামে নির্দিষ্ট জমি রেজিস্ট্রির প্রমাণ থাকতে হবে।
- আবেদন করার জন্য 25 বর্গমিটার জায়গা আবেদনকারীর নামে রেজিস্ট্রি থাকতে হবে।
এই শর্তগুলি সবকটা পূরণ করতে পারলে, তবেই বাংলা আবাস যোজনায় আপনারা আবেদন করতে পারবেন।
বাংলা আবাস যোজনায় আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :-
যেকোনো প্রকল্পে আবেদনের সময় কিছু নথি তথা ডকুমেন্টের প্রয়োজন হয়। এক্ষেত্রে বাংলা আবাস যোজনা ব্যতিক্রম নয়। এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে কিছু ডকুমেন্ট জমা করতে হবে। সেগুলি হল-
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ পত্র।
- আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো।
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণ পত্র।
- পরিবারের প্রতিটি সদস্যের রেশন কার্ড।
- আবেদনকারীর আধার কার্ড।
- বিপিএল কার্ড।
কীভাবে বাংলা আবাস যোজনায় আবেদন করবেন?
দুইভাবে বাংলা আবাস যোজনার ফর্ম পূরণ করা যাবে। আপনারা চাইলে অফলাইনে আবেদন করতে পারেন। আবার সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পডেস্কে ফোন করেও আবেদন করতে পারেন।
অফলাইনে বাংলা আবাস যোজনায় আবেদন :-
- অনলাইনে ফর্মটি পেয়ে যাবেন। সেখানে ব্লকের নাম, জেলার নাম প্রথমে উল্লেখ করতে হবে।
- এরপর নিজের নাম ও নিজের পিতা বা স্বামীর নাম লিখতে হবে।
- আবেদনকারীর গ্রাম, পোস্ট অফিস, থানা, পিন কোড ইত্যাদি লেখার পর সই করতে হবে। সবশেষে স্থান ও তারিখ উল্লেখ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলির জেরক্স সহ নিজস্ব বিডিও অফিসে আবেদনপত্রটি জমা করতে হবে।
সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পডেস্কের মাধ্যমে বাংলা আবাস যোজনায় আবেদন :-
পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য চালু হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পডেস্ক’। এর মাধ্যমে বাংলা আবাস যোজনায় আবেদন করতে সোমবার থেকে শনিবার সকাল 9 টা থেকে সন্ধ্যা 6 টার মধ্যে ফোন করবেন। নং হল- 9137091370।
কীভাবে বাংলা আবাস যোজনায় আবেদনের স্ট্যাটাস চেক করবেন?
পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করা যাবে। সেক্ষেত্রে ওয়েবসাইটের নীচের দিকেই অপশন পেয়ে যাবেন। সেখানে আবেদন করার সময় ব্যবহৃত ফোন নম্বরটি লিখলেই হবে।
বাংলা আবাস যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
বাংলা আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
বাংলা আবাস যোজনার আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক | Click Here |