রাজ্য সরকারের পাশাপাশি ভারত সরকারও দেশের জনসাধারণের জন্য চালু করেছে এক স্বাস্থ্য বীমা প্রকল্প যার নাম প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটি আয়ুষ্মান ভারত যোজনা(Ayushman Bharat Yojana) স্কিম নামে বেশি পরিচিত। ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি লঞ্চ করেন।
এই স্কিমের উদ্দেশ্য হল এটি সমাজের দরিদ্র ও নিম্ন দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্য বীমা । গুরুতর জরুরী অবস্থায় যদি কেউ হাসপাতালে ভর্তি হয় ভারত সরকারের পক্ষ থেকে আর্থিক সুরক্ষা প্রদান করা হবে। আসুন জেনে নিই এই প্রকল্পের যোগ্যতা, বৈশিষ্ট্য, সুবিধা ও বিভিন্ন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে।
আয়ুষ্মান ভারত যোজনার বিবরণ / Overview of Ayushman Bharat Yojana
প্রকল্পের নাম | আয়ুষ্মান ভারত যোজনা |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | ভারতের সমস্ত রাজ্যে |
প্রকল্প শুরু করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
কোন বিভাগের অন্তর্গত | জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (NHA), ভারত সরকার |
প্রকল্প শুরুর তারিখ | ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | ভারতীয় জনগণ |
আবেদনের বয়স সীমা | ১৬ বছর থেকে ৫৯ বছর |
কি কি সুবিধা পাবেন | ১. বিনিমূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ২. একাধিক অস্ত্রোপচারের ক্ষেত্রে খরচ সরকার বহন করব ৩. ক্যান্সারের কেমোথেরাপির খরচ সরকার বহন করবে। |
আবেদনপত্র | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আয়ুষ্মান ভারত যোজনার কি(What is Ayushman Bharat Yojana) ?
বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প গুলির মধ্যে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পটি অন্যতম। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্যই এটি চালু করা হয়েছে। সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পরিকল্পনা প্রদান করবে সরকার। অধিকাংশ চিকিৎসার খরচ ওষুধ প্রাক হাসপাতালে ভর্তির খরচ ডায়াগনস্টিক সমস্ত খরচ কভার করা হবে এই প্রকল্পে। বলা চলে এক প্রকার এই কার্ডের মাধ্যমে নগদহীন হাসপাতালে ভর্তি ও তার পরিষেবার সুবিধা ওঠাতে পারবেন।
আয়ুষ্মান ভারত যোজনার উদ্দেশ্য / Objectives of Ayushman Bharat Yojana
প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা উদ্দেশ্য হল ৫০ কোটিরও বেশি ভারতীয় নাগরিকদের এই স্বাস্থ্য বীমা আওতায় আনা।
আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা / Benefits of Ayushman Bharat Yojana
এখনো পর্যন্ত বিভিন্ন সরকারি স্বাস্থ্য বিমা গুলি মাত্র তিন লক্ষ টাকা পর্যন্তই বীমা কভারেজ দেয় কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা দেয়। এবার জেনে নিই কী কী সুবিধা রয়েছে এই প্রকল্পে-
- হাসপাতালে ভর্তির আগে খরচ দেয়া হয়।
- হাসপাতালে ভর্তি পরে 15 দিন পর্যন্ত ফলো আপ যত্ন
- মেডিকেল পরীক্ষা চিকিৎসাও পরামর্শ
- মেডিসিন খরচ ও চিকিৎসা ভোগ পণ্য খরচ কভার করা হয়
- খাদ্য সেবা
- ডায়াগনস্টিক পদ্ধতি ও ল্যাব তদন্ত চার্জ
- মেডিকেল ইমপ্লান্টেশন পরিষেবা যদি কখনো প্রয়োজন পড়ে সে খরচ দেওয়া হয়।
কারা আয়ুষ্মান ভারত যোজনাতে আবেদন করতে পারবেন না(Who can not apply for Ayushman Bharat Yojana) ?
- পরিবারের যে কোন সদস্য যদি প্রতিমাসে ১০ হাজারের বেশি উপার্জন করেন তারা বঞ্চিত হবেন এই প্রকল্প থেকে।
- স্থায়ী বাড়িতে বসবাস করেন যে পরিবার।
- যে পরিবারে একজন সরকারি কর্মচারী রয়েছে।
- যে সমস্ত মানুষ এগ্রিকালচার এন্টারপ্রাইজে কর্মরত অর্থাৎ যারা সরকারের সাথে রেজিস্টার্ড নন।
- পরিবারে ল্যান্ড লাইন ফোন কিংবা রেফ্রিজারেটর আছে এমন পরিবার কখনোই এই প্রকল্পের আওতায় আসতে পারে না।
- যে পরিবারগুলির কিষান কার্ড রয়েছে অর্থাৎ ৫০০০০ টাকা ক্রেডিট সীমা।
- যে পরিবারে টু হুইলার কিংবা থ্রি হুইলার অথবা ফোর হুইলার রয়েছে তাঁরা বঞ্চিত এই যোজনা থেকে।
- টু পয়েন্ট ফাইভ একর জমিতে জল সেচের সরঞ্জাম রয়েছে এমন পরিবার।
আয়ুষ্মান ভারত যোজনাটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Ayushman Bharat Yojana
এই যোজনাতে আবেদনের জন্য যোগ্যতা আবার গ্রামীণ এলাকা ও শহুর এলাকার মধ্যে মানুষের জন্য আলাদা রকম আসুন জেনে নেওয়া যাক সেগুলি কী কী –
গ্রামীন এলাকার পরিবারগুলির যে যে যোগ্যতাগুলি থাকতে হবে :
- পরিবারগুলিতে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো উপার্জনকারী প্রাপ্তবয়স্ক সদস্য থাকা যাবে না।
- ভূমিহীন পরিবার যাদের কায়িক পরিশ্রমে তাদের আয়ের মূল উৎস হবে।
- তপশিলি জাতি বা তপশিলি উপজাতি অন্তর্গত পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে।
- অস্থায়ী দেওয়াল এবং ছাদ বিশিষ্ট এককক্ষ যুক্ত পরিবার এই প্রকল্পের যোগ্য।
- যে সমস্ত পরিবারের অক্ষম ব্যক্তি রয়েছে অর্থাৎ যাদের পরিবারে কোনো সক্ষম সদস্য নেই তাদের সাহায্য করবার
- যে সমস্ত নিঃস্ব পরিবার ভিক্ষার উপরে নির্ভরশীল আশ্রয়হীন পরিবার আদি ম ও উপজাতিগোষ্ঠী ম্যানুয়াল ক্যাভেঞ্জারদের পরিবার বন্ডেট শ্রমের পরিবার।
শহরের পরিবার গুলির যে যে যোগ্যতাগুলি থাকতে হবে :
শহুরে এলাকার মানুষদের জন্য নিম্নে উল্লেখিত পেশাগুলির মধ্যে যেকোনো একটি হতে হবে, তবেই এই আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আসা যাবে। আসুন দেখেনি সেই পেশাগুলি কী কী –
- ঝাড়ুদার মালি কুলি
- চিত্রশিল্পী প্লাম্বার রাজমিস্ত্রি নির্মাণ সাইটের শ্রমিক
*ওয়েল্ডার নিরাপত্তারক্ষী - গৃহকর্মী ভিক্ষুক
- কারিগর, হস্তশিল্প শ্রমিক, গৃহস্থালী শ্রমিক দর্জি ধোপা প্রহরী
- মেকানিক্স, মেরামত কর্মী, ইলেকট্রিশিয়ান
- দোকানের কর্মী ডেলিভারি সহকারি ওয়েটার পরিচালক *
- পিয়ন হেল্পার
- মুচি হকার
আয়ুষ্মান ভারত যোজনায় যে যে অসুস্থতার চিকিৎসা পাবেন তার তালিকা / List of diseases covered under Ayushman Bharat Yojana
- কোভিড 19
- স্কাল বেশ সার্জারি
- পালমোনারি ভাল্ভব প্রতিস্থাপন
- মূত্রথলির ক্যান্সার
- করোনারি আটারি বাইপাস
- গ্যাস্ট্রিক পুলাপ সহ ল্যারিনগোফ্যারিঞ্জেক্টমি
- সেন্ট সহ কেরোটিড এনজিওপ্লাস্টি
- পোড়ার পরে বিকৃত করনের জন্য টিস্যু এক্সপান্ডার
- সামনের মেরুদন্ডের স্থির করণ।
তবে বেশ কিছু বিষয় নজর রাখতে হবে যেগুলির ওপর এই কিমের আর্থিক কভারেজ বাধা প্রাপ্ত হয় সেগুলি হল
- ওপিডি।
- অঙ্গ প্রতিস্থাপন।
- স্বতন্ত্র রোগ নির্ণয় ।
- কসমেটিক সম্পর্কিত পদ্ধতি।
- উর্বরতা সম্পর্কিত পদ্ধতি।
- মাদক পুনর্বাসন কর্মসূচি।
AB-PMJAY কাস্টমার কেয়ার নম্বর: ১৪৫৫৫ ।
আয়ুষ্মান ভারত যোজনাতে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Ayushman Bharat Yojana
- বয়স ও পরিচয় প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ড কিংবা প্যান কার্ড ।
- জাতির শংসাপত্র
- আয়ের শংসাপত্র বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ছাড়পত্র।
আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড ব্যবহার করার পদ্ধতি / How to use Ayushman Health Card
এই স্কিমের অধীনে ক্যাসলেস, পেপারলেস এমনকি পোর্টেবল লেনদেনের সুবিধা রয়েছে। দ্রুত এবং ঝামেলা মুক্ত পরিষেবা পেতে হাসপাতালে ভর্তি হওয়ার সময় রোগী এই কার্ডটি নিঃসন্দেহে দেখাতে পারেন।
আয়ুষ্মান ভারত যোজনাতে নাম রেজিস্ট্রেশন করার পদ্ধতি / Procedure to Register Name in Ayushman Bharat Yojana
এই যোজনাতে নিজের নাম নথিভুক্ত করার আগে নিজে এই স্কিমের যোগ্য কিনা তা আগে যাচাই করে নিতে হবে। কিভাবে করবেন সেগুলি নিম্নে আলোচনা করা হচ্ছে
- প্রথমে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- পরবর্তী ধাপে সেখানে আমি কি যোগ্য এই বোতামে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পর নিজের মোবাইল নম্বর ও নিরাপত্তা ক্যাপচা লিখে ওটিপি জেনারেট বিকল্পটিকে বেছে নিতে হবে।
- এর পরবর্তী ধাপে আবেদনকারী নিজের রাজ্য নির্বাচন করে এগিয়ে যেতে হবে এরপর নিজের নাম এইচএইচডি নম্বর বা রেশন কার্ড বা মোবাইল নম্বর লিখে অনুসন্ধান করতে হবে।
- এর পরবর্তী ধাপে আপনি বা আপনার পরিবার পিএম জেএওয়াই স্কিমের অধীনে আওতায় আসবেন কিনা তার ফলাফল জানা যাবে।
আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করার পদ্ধতি / How to Download Ayushman Bharat Card
- প্রথমে পি এম জে এ ওয়াই অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে, নিজের মোবাইল নম্বর ব্যবহার করে।
- এরপরে ক্যাপচা কোড লিখে ওটিপি তৈরি করতে হবে এবং এইচ এইচ ডি কোড খুঁজতে হবে।
- এরপরে আবেদনকারীকে কমন সার্ভিস সেন্টারে এইচএইচডি কোড প্রদান করতে হবে এবং সেখান থেকে আয়ুষ্মান মিত্র বা csc প্রতিনিধিরা বাকি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাহায্য করবে আপনাকে।
- কার্ডটি পেতে এবং আয়ুষ্মান কার্ডে সমস্ত সুবিধা গুলি ব্যবহার করার জন্য আপনাকে মাত্র ৩০ টাকা সঙ্গে রাখতে হবে।
আয়ুষ্মান ভারত যোজনাতে নিজের নাম চেক করার পদ্ধতি / How to check your name in Ayushman Bharat Yojana
বিভিন্ন মাধ্যমেই আপনি চেক করতে পারেন আপনি এই তালিকায় নাম আছে কিনা, ঠিক যেমন এই প্রকল্পে আবেদন করার আপনি যোগ্য কিনা প্রথমে সেটি চেক করতে হবে। সমস্তটাই অনলাইন পোর্টাল ব্যবহার করে করা সম্ভব। যারা অনলাইন পোর্টাল ব্যবহার করতে চাইছেন না তাঁরা অন্য দুটি উপায়ও ব্যবহার করতে পারেন।
- হেল্প লাইন নম্বরে ফোন করে সমস্ত প্রয়োজনীয় তথ্য পেতে পারেন হেল্প লাইন নম্বরটি হল ১৮০০-১১১-৫৬৫ বা ১৪৫৫৫
- দ্বিতীয়টি হল আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সি এস সি তালিকাভুক্ত হাসপাতাল খুঁজুন সেখানে গিয়ে নিজের যোগ্যতা নির্ধারণ করতে পারবেন অনায়াসেই।
আয়ুষ্মান ভারত যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
আয়ুষ্মান ভারত যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
আয়ুষ্মান ভারত যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Click Here |
আয়ুষ্মান ভারত যোজনার রেজিস্টার করার লিঙ্ক | Click Here |
আয়ুষ্মান ভারত যোজনাতে নিজের নাম চেক করার লিঙ্ক | Click Here |