Welcome To Scheme Update

স্কিম আপডেট পোর্টালে আপনাদের সবাইকে স্বাগত। এই স্কিম আপডেট পোর্টালটি হল ভারতের সবথেকে বড় স্কিম এর সম্বন্ধে আপডেট করা পোর্টাল। এই পোর্টালে আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং পোস্ট অফিস এর সমস্ত প্রকল্পের সম্বন্ধে আপডেট দিয়ে থাকি। এই পোর্টালের মাধ্যম আমাদের উদ্দেশ্য হল এই রাজ্য, কেন্দ্র ও পোস্ট অফিসের সমস্ত প্রকল্পের আপডেট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের এই https://schemeupdate.com পোর্টাল ও আমাদের সোশ্যাল মিডিয়া প্লার্টফর্মের থেকে আপনারা সরাসরি সমস্ত স্কিমের আপডেট পেয়ে যাবেন।

স্কিম আপডেট পোর্টাল এর শুরু কিভাবে ?

নিত্য দিন রাজ্য, কেন্দ্র ও পোস্ট অফিসের কোন না কোন স্কিম লঞ্চ হ্যেই থাকে। তবে তার সম্বন্ধে বিস্তারিত ভাবে ভাবে তথ্যের কোন এতদিন ওয়েবসাইট ছিল না। যার কারনে পর্যাপ্ত তথ্যের অভাবে সাধারণ মানুষেরা সেই সব প্রকল্প সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পেত না ও ওই সব প্রকল্পে আবেদন ও করতে পারতো না। তাই আমরা ২০২৪ সালের ৮ই মে May এই পোর্টালটি শুরু করি। যার মাধ্যমে রাজ্য, কেন্দ্র ও পোস্ট অফিসের সমস্ত প্রকল্পের সম্বন্ধে বিস্তারিত তথ্য সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেব।

কোন কোন ক্যাটেগরির আপডেট পাবেন এই পোর্টালে ?

  • রাজ্য সরকারের প্রকল্প
  • কেন্দ্র সরকারের প্রকল্প
  • পোস্ট অফিস প্রকল্প

আমাদের সোশ্যাল মিডিয়া পেজ: