মনে পড়ে সেই 2019-20 সাল! যখন কোরোনার কারণে বিশ্বের প্রতিটি দেশে আর্থিক মন্দা দেখা দিয়েছিল। এই সময় ভারত সরকার ‘আত্মনির্ভর ভারত(Aatmanirbhar Bharat Abhiyan)’ গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। এই অভিযানের আওতায় একাধিক প্রকল্পের ঘোষণা করে কেন্দ্র সরকার।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল দেশীয় বাজারে যথেষ্ট সংস্থান সরবরাহ করা। যার ফলে দেশ নিজে থেকেই আর্থিক মন্দার হাত থেকে রেহাই পাবে। তারপর থেকে একের পর এক নতুন প্রকল্প এই অভিযানের সাথে যুক্ত হয়েছে।
আত্মনির্ভর ভারত অভিযানের বিবরণ / Overview of Aatmanirbhar Bharat Abhiyan
প্রকল্পের নাম | আত্মনির্ভর ভারত অভিযান |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | দেশের প্রতিটি রাজ্যে |
প্রকল্প শুরু করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
কোন বিভাগের অন্তর্গত | অর্থ মন্ত্রক |
প্রকল্প শুরুর তারিখ | ১২ ই মে, ২০২০ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | MSME-র স্টার্ট আপগুলি |
আবেদনের বয়স সীমা | ১৮ বছরের ঊর্ধ্বে |
কি কি সুবিধা পাবেন | ১. ভারত স্বনির্ভর হবে, অন্য দেশের ওপর আর নির্ভর করতে হবে না। ২. দেশীয় পণ্যের বিক্রি বৃদ্ধি পাবে। ৩. বেকার যুবক যুবতীদের কাজের সন্ধানে দেশ ছাড়তে হবে না। |
অনলাইনে আবেদন | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আত্মনির্ভর ভারত অভিযান কী(What is Janani Suraksha Yojana) ?
কোভিড-19 নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকল শ্রেণীর মানুষের ওপরেই প্রভাব ফেলেছিল। উচ্চবিত্ত মানুষ এর নেতিবাচক প্রভাব থেকে দ্রুত রেহাই পেলেও সমস্যায় পড়তে হয়েছিল অসাধারণ খেটে খাওয়া মানুষকে। এই অভিযানের প্রকল্পগুলি প্রথম দিকে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও এর অভূত সাফল্য সকলকে অবাক করে দিয়েছিল।
‘আত্মনির্ভর ভারত অভিযান’-এর মাধ্যমে কেন্দ্র সরকার চেয়েছিল মানুষ দেশীয় পণ্যের ওপর নির্ভর করুক। যাতে বৈদেশিক বাজার থেকে পণ্য না আসলেও কোনও সমস্যায় পড়তে না হয়। আবার দেশের মানুষ যদি দেশীয় পণ্য ব্যবহার শুরু করে তাহলে বৈদেশিক মুদ্রার উপরেও আমাদের সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে না। যে কারণে ভারত ‘আত্মনির্ভর’ হতে পারবে।
আত্মনির্ভর ভারত অভিযানের উদ্দেশ্য / Objectives of Atmanirbhar Bharat Abhiyan
আত্মনির্ভর ভারত অভিযান প্রথম দিকে প্রাথমিক কিছু উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল। সেগুলি হল-
- এই অভিযানের সাহায্যে দেশীয় বাজারে পর্যাপ্ত সম্পদ তৈরি করা, যার ফলে ভবিষ্যতে যেকোনো পরিস্থিতির জন্য দেশ প্রস্তুত থাকবে।
- ভারতীয় জনগণকে নিজস্ব জিনিস উৎপাদনে সহায়তা করা, যার ফলে বিশ্ববাজারে সংকট দেখা দিলেও ভারতে তার প্রভাব পড়বে না।
- প্রয়োজনীয় পণ্য ভারতের উৎপাদন হলে বৈদেশিক বাজার থেকে শিপিং ও লজিস্টিক এর জন্য অতিরিক্ত শুল্ক দিতে হবে না, যার ফলে দেশীয় বাজারে পণ্যের দাম হ্রাস পাবে।
- প্রাকৃতিক দুর্যোগ তথা মহামারীর সাথে নিজে থেকেই মোকাবিলা করা।
- দেশকে আত্মনির্ভর করে গড়ে তোলা।
এই ‘আত্মনির্ভর ভারত অভিযান‘-এ কৃষি থেকে শুরু করে নির্মাণ, সরবরাহ, ব্যবসা, বাসস্থান, চাকরি প্রভৃতি স্তরে মোট ১২ টি প্রকল্প চালু করা হয়েছে। এই অভিযানের অধীনে পাঁচটি স্তম্ভ রয়েছে।
আত্মনির্ভর ভারত অভিযানের সুবিধা / Benefits of Aatmanirbhar Bharat Abhiyan
2021-22 সালের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আত্মনির্ভর ভারত অভিযান 3.0 ঘোষণা করেছিলেন। এই অভিযানের কয়েকটি সুবিধা রয়েছে।
- এই অভিযানের আওতায় একসাথে ১২ টি প্রকল্প রয়েছে।
- এইসব প্রকল্পের মাধ্যমে জাতীয় স্তরে অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব।
- ভবিষ্যতে যে কোন সংকট আসলে দেশ নিজে থেকেই তার মোকাবিলা করতে সক্ষম থাকবে।
- দেশ পরনির্ভরশীল হয়ে পড়বে না।
- মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ জনিত কারণে দেশে যে আর্থিক সংকট দেখা দিয়েছিল তার নেতিবাচক প্রতিক্রিয়া এইসব প্রকল্পের মাধ্যমে অনেকটাই কাটি ওঠা সম্ভব হয়েছে।
- সমস্ত শিল্প খাতে কেন্দ্র সরকার এই অভিযানের অধীনে বিনিয়োগ করবে, যার ফলে লাভবান হবে দেশের প্রতিটি স্তরের মানুষ।
আত্মনির্ভর ভারত অভিযান-এর অধীনে চালু হওয়া প্রকল্পগুলির বিবরণ / Details of Projects launched under Aatmanirbhar Bharat Abhiyan
১. প্রধানমন্ত্রী আবাস যোজনা
এই যোজনার আওতায় ১ কোটির বেশি পরিবার মাথার উপর পাকা ছাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। এছাড়া এই প্রকল্পের কারণে সিমেন্ট, ইস্পাত, বালি ইত্যাদি বিক্রেতারাও লাভবান হয়েছেন।
২. কৃষি ভর্তুকি
এই প্রকল্পের আওতায় দেশের ১৪০ মিলিয়ন কৃষক সার কেনার জন্য ভর্তুকি পেয়েছেন। যার ফলে কৃষিতে উন্নতি সাধন হয়েছে।
৩. প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা
এই প্রকল্প দেশের বিভিন্ন জেলায় বাস্তবায়িত হয়েছে। এর আওতায় বেকারত্বের হার কমবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ লাভবান হবেন।
৪. মূলধন ও শিল্প উদ্দীপনা
দেশের বিভিন্ন ক্ষেত্রে, যেমন- প্রতিরক্ষা সরঞ্জাম, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিল্প অবকাঠামো শিল্প প্রণোদনায় উন্নতি সাধনের জন্য সরকার কর্তৃক মূলধন বিনিয়োগ করা হয়।
আত্মনির্ভর ভারত অভিযানের আবেদন করার পদ্ধতি/ How to apply in Janani Suraksha Yojana
সবার প্রথমে আপনাকে আত্মনির্ভর ভারত অভিযান(Aatmanirbhar Bharat Abhiyan) এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর প্রথম পেজে রেজিস্টার করার লিংক পাবেন।
সেখান থেকে রেজিস্টার করলেই নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য নিবন্ধ করার পর অ্যাকাউন্ট তৈরি করার বিকল্প বেছে নেবেন।
এরপর হোমপেজ থেকে লগইন অপশনে ক্লিক করে প্রদত্ত ইমেইল আইডি অথবা ফোন নম্বর সহ পাসওয়ার্ড দিলেই হবে।
আত্মনির্ভর ভারত অভিযান এর স্তম্ভ:
আমরা আগেই বলেছিলাম আত্মনির্ভর ভারত অভিযান(Aatmanirbhar Bharat Abhiyan) এ পাঁচটি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। স্তম্ভগুলি হল-
- চাহিদা
- অবকাঠামো
- অর্থনীতি
- প্রাণবন্ত জনসংখ্যা
- প্রযুক্তি চালিত সিস্টেম।
আত্মনির্ভর ভারত অভিযান এর বিভিন্ন স্কিম / Various Schemes of Atmanirbhar Bharat Abhiyan
১. ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড
ভারতের যেকোন প্রান্তের রেশন স্টোর থেকে একক রেশন কার্ডের মাধ্যমে যাতে রেশন নেওয়া যায় তা এই প্রকল্পের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।
২. কিষাণ ক্রেডিট কার্ড
কৃষিতে সহায়তার জন্য এই স্কিমের সূচনা। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা স্বল্প সুদে ঋণ নিতে পারবেন।
৩. প্রধানমন্ত্রী সওয়ানিধি যোজনা
এই যোজনার মাধ্যমে রাস্তার ধারে বসে যে সমস্ত বিক্রেতারা ব্যবসা করেন, তাঁরা ব্যবসায় উন্নতির জন্য স্বল্প সুদে ঋণ নিতে পারবেন।
আত্মনির্ভর ভারত অভিযান এর কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
আত্মনির্ভর ভারত অভিযান এর অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
আত্মনির্ভর ভারত অভিযান এর বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক | Click Here |