ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনা: ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে এই স্কিমে, দেখে নিন আবেদন পদ্ধতি

Baisali Samanta
One Student One Laptop Scheme
WhatsApp Channel Follow Now

দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে নতুন নতুন প্রকল্পের ঘোষণা করছেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন সংক্ষেপে এআইসিটিই। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে পাশে থাকার অঙ্গীকার করছেন তাঁরা। সম্প্রতি “এক ছাত্র এক ল্যাপটপ স্কিম( One Student One Laptop Scheme)” সাড়া ফেলে দিয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। সেই স্কিম হল “এ আই সি টি ই ল্যাপটপ যোজনা”।

প্রকল্পের সূচীপত্র
ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার বিবরণ / Overview of One Student One Laptop Schemeওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনা কী(What is One Student One Laptop Scheme) ?ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার উদ্দেশ্য / Objectives of One Student One Laptop Schemeওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার সুবিধা / Benefits of One Student One Laptop Schemeওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনাটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for One Student One Laptop Schemeওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস / Documents required to apply for One Student One Laptop Schemeওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনাতে আবেদন করার পদ্ধতি / How to apply in One Student One Laptop Schemeওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনাতে আবেদন করার শেষ তারিখ / Last Date to Apply for One Student One Laptop Schemeওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার আপনি যোগ্য কিনা তা চেক করার পদ্ধতি / Procedure to Check Eligibility for One Student One Laptop Schemeওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করেছে এআইসিটিই।বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হচ্ছে এই প্রকল্পের নাম।

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার বিবরণ / Overview of One Student One Laptop Scheme

প্রকল্পের নামওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনা
কোন কোন রাজ্যে চালু হয়েছেভারতের সকল রাজ্যে
প্রকল্প শুরু করেছেনঅল‌ ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন
কোন বিভাগের অন্তর্গতঅল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন
প্রকল্প শুরুর তারিখ২০২৪
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনঅল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অন্তর্গত কলেজগুলির আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা
আবেদনের বয়স সীমানেই
কি কি সুবিধা পাবেনপড়াশোনার জন্য বিনামূল্যে ল্যাপটপ পাবে
আবেদনের স্ট্যাটাস চেক লিঙ্কClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনা কী(What is One Student One Laptop Scheme) ?

আর্থিকভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীরা যাদের কাছে পর্যাপ্ত টাকা নেই ল্যাপটপ কেনবার সেই সমস্ত শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই বিনামূল্যে এআইসিটিইর দ্বারা ল্যাপটপ প্রোগ্রাম শুরু করা হয়েছে। যথাসম্ভব শিক্ষার্থীদের পাশে থাকতেই এ হেন উদ্যোগ। মূলত উদ্দেশ্য হলো ডিজিটাল ভাবে শিক্ষার্থীদের অধ্যায়ন করানো।

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার উদ্দেশ্য / Objectives of One Student One Laptop Scheme

এই প্রকল্পের উদ্দেশ্যই হলো আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী ছাত্র-ছাত্রীরা যারা দেশের বিভিন্ন স্বীকৃত প্রযুক্তিগত প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া। আজকের এই প্রতিবেদনে ফ্রি ল্যাপটপ প্রোগ্রাম সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরবো আমরা তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে এই আর্টিকেলটি।

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার সুবিধা / Benefits of One Student One Laptop Scheme

ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে ল্যাপটপ পেলে যে যে সুবিধা গুলি পাবেন সেগুলি হল :

  • শিক্ষার্থীরা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল শিক্ষার উপকরণ অ্যাক্সেস করতে পারবে যা তাদের শিক্ষার বেশ কিছুটা উন্নতি ঘটাবে।
  • বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি স্কিম সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা যা পরবর্তীকালে তাদের কর্মজীবনকেও সমৃদ্ধির দিকে পরিচালিত করবে।
  • ল্যাপটপ হাতে পেয়ে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে চাকরির অনুসন্ধান করতে পারবে। এমনকি আবেদনও করতে পারবে যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • ল্যাপটপের মাধ্যমে তাঁরা অনলাইনের বিভিন্ন কোর্স করতে পারবে যাতে করে শিক্ষার্থীদের দক্ষতা আরো বাড়বে এবং নিজেদের চাকরির জন্য প্রস্তুত করতে পারবে।
  • ইন্টারনেট ও ল্যাপটপ ব্যবহার করে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান বাড়বে। যা আগামী দিনে তাদের ক্যারিয়ারের উন্নতির সম্ভাবনা বেশ কিছুটা বাড়িয়ে তুলবে।
  • ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ প্রকল্পের আওতায় আনা হবে। এছাড়া আইটি স্টুডেন্টরাও এর সুবিধা পাবে। বলা চলে জাতীয় শিক্ষানীতির ভিত্তিতেই প্রকল্প শুরু হয়েছে।

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনাটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for One Student One Laptop Scheme

  • আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে।
  • আবেদনকারীর পড়াশোনা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অধীনে আছে এমন প্রতিষ্ঠান হতে হবে।
  • এই যোজনায় যে সমস্ত শিক্ষার্থীরা কারিগরি বিদ্যার উপর ডিপ্লোমা কিংবা ডিগ্রী অধ্যয়নরত রয়েছেন তারা আবেদন করতে পারবেন
  • আবেদন করার জন্য প্রতিষ্ঠানটিকে এআইসিটিই দ্বারা অনুমোদিত হতে হবে।
  • যে সমস্ত ছাত্রছাত্রীরা বিটেক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার কিংবা শিল্প ক্ষেত্রে ডিপ্লোমা বা ডিগ্রী অর্জন করছে তাঁরাও এই স্কিমের সুবিধা পেতে পারেন ।
  • স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রীধারী ছাত্ররাও এই প্রকল্পের সুবিধা নেবার সমানযোগ্য।
  • শিক্ষার্থীদের কাছে আবেদন করার জন্য সমস্ত প্রয়োজনীয় নথি থাকা আবশ্যিক।
  • আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই আর্থিকভাবে দুর্বল পরিবারের হতে হবে।

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস / Documents required to apply for One Student One Laptop Scheme

  1. আয়ের শংসাপত্র প্রয়োজন।
  2. আধার কার্ড জমা দিতে হবে।
  3. মোবাইল নম্বর জমা দিতে হবে।
  4. পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
  5. ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।
  6. ব্যাংক পাসবুক আবশ্যিক।
  7. দশম শ্রেণির মার্কশিট জমা দিতে হবে।
  8. উচ্চ মাধ্যমিকের মার্কশীট জমা দিতে হবে।
  9. মেইল আইডি দিতে হবে।
  10. অক্ষম হলে অক্ষমতার শংসাপত্র।

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনাতে আবেদন করার পদ্ধতি / How to apply in One Student One Laptop Scheme

ফ্রি ল্যাপটপ প্রকল্পের আবেদন পদ্ধতিটি সবটাই অনলাইনে করতে হবে। আবেদনপত্রটিতে যথাযথ ভাবে সমস্ত নথি সহ পূরণ করতে হবে।

  1. প্রথমে এআইসিটির অফিসিয়াল পোর্টাল এ যেতে হবে।
  2. ওয়েবসাইটের হোম পেজে গিয়ে “ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ” অপশনে ক্লিক করতে হবে।
  3. ক্লিক করার সাথে সাথে আবেদন পত্র আপনার সামনে খুলবে যেগুলিতে সঠিকভাবে তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  4. সাথে প্রয়োজনীয় নথি গুলি আপলোড করতে হবে আপনার আবেদন পত্রের সাথে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আবেদন পদ্ধতিটি সম্পন্ন হবে।

বেশিরভাগই প্রযুক্তিগত প্রতিষ্ঠানই দেখা যাচ্ছে বিনামূল্যে ল্যাপটপ যোজনার অন্তর্গত কারণ সেখানকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার জন্য ল্যাপটপ অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস যেটি ছাড়া তাদের পড়াশোনায় অসম্ভব। যেমন কম্পিউটার বিজ্ঞানের আই আইটি, কম্পিউটার বিজ্ঞানে আইটিআই ইত্যাদি। তাদের এক মুহূর্ত ল্যাপটপ কিংবা কম্পিউটার ছাড়া পড়াশোনা অসম্ভব।

এইভাবে আবেদনকারীরা সহজেই AICTE বিনামূল্যে ল্যাপটপ যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনাতে আবেদন করার শেষ তারিখ / Last Date to Apply for One Student One Laptop Scheme

এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই সমস্ত তথ্য ও অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই সমস্ত আবেদনকারীকে আবেদন করতে হবে যারা এই এআইসিটিইর বিনামূল্যে ল্যাপটপ স্কিমের সুবিধা নিতে চান।

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার আপনি যোগ্য কিনা তা চেক করার পদ্ধতি / Procedure to Check Eligibility for One Student One Laptop Scheme

বিনামূল্যে ল্যাপটপ যোজনার জন্য আবেদনকারী সমস্ত শিক্ষার্থীদের প্রথমে নথি যাচাই করা হবে এবং যোগ্যতা যাচাই করার পরেই প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হবে।
সেই তালিকাতেই যোগ্য শিক্ষার্থীদের নাম থাকবে যারা এই যোজনার অধীনে বিনামূল্যে ল্যাপটপ পাবে।

মনে রাখতে হবে, এখনো পর্যন্ত যে সমস্ত রাজ্যগুলি তাদের ছাত্র-ছাত্রীর জন্য বিনামূল্যে ল্যাপটপের সুবিধা দিচ্ছে তারা হলেন মধ্যপ্রদেশ সরিয়ে না উত্তর প্রদেশ ও বিহার সরকার আপাততভাবে পশ্চিমবঙ্গে এখনো এটি চালু হয়নি আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এ রাজ্যের ছাত্রছাত্রীরাও উপকৃত হবেন এই বিনামূল্যে ল্যাপটপ যোজনায়।

কিছু কিছু রাজ্য ছাত্রদের সরাসরি ল্যাপটপ দিচ্ছে তো আবার অনেকে স্পেসিফিকেশন অনুযায়ী ল্যাপটপ কেনার জন্য ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে আর্থিক সহায়তা প্রদান করছে। শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশনের প্রচারের জন্যই এই অভিনব উদ্যোগ। আশা করা যাচ্ছে আমাদের এই আর্টিকেলটি আপনাদের পছন্দ হবে যাতে আমরা ফ্রি ল্যাপটপের জন্য ২০২৪ সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি।

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment