ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের পয়লা মে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (Pradhan Mantri Ujjwala Yojana)। ২০২১ সালের বাজেট অধিবেশনেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছিলেন সকলকে। আগামী দিনে যাতে আরো এক কোটি মানুষ এই স্কিমের সুবিধা ভোগ করতে পারে তার জন্য এই স্কিম আরো সুদূর প্রসারি করার কথাও ঘোষণা করেছিলেন তিনি।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিবরণ / Overview of Janani Suraksha Yojana
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | ভারতের সমস্ত রাজ্যে |
প্রকল্প চালু করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |
কোন বিভাগের অন্তর্গত | পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, ভারত সরকার |
প্রকল্প শুরুর তারিখ | 1লা মে 2016 |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | 2024 এ সক্রিয় আছে |
কারা আবেদন করতে পারবেন | ভারতের যে কোনো মহিলা নাগরিক |
আবেদনের বয়স সীমা | নুন্যতম ১৮ বছর বয়স হতে হবে |
কি কি সুবিধা পাবেন | ১) এলপিজি নতুন কানেকশনের সাথে রিফিল সিলিন্ডার এবং রান্নার ওভেন উভয়ই বিনামূল্যে পাবেন। ২) প্রতি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা ভর্তুকিও ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে সরকার। |
স্ট্যাটাস চেক করার লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কী(What is Pradhan Mantri Ujjwala Yojana) ?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার হল যে সমস্ত মহিলারা দারিদ্র সীমার নিচে রয়েছেন তাদের বাড়িতে এলপিজি সংযোগের ব্যবস্থা করে দেওয়া। বিশেষত গ্রামাঞ্চলের দিকে মহিলারা বাড়ির রান্না করার জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার করত, তার পরিবর্তে প্রধানমন্ত্রী এলপিজির ব্যবহারকে গুরুত্ব দেওয়ার জন্যই এই প্রকল্পের সূচনা। মহিলাদের স্বাস্থ্যের খেয়াল রাখাই এই যোজনার অন্যতম উদ্দেশ্য। এই যোজনার জন্য ৮ হাজার কোটি টাকার বাজেটও নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উদ্দেশ্য / Objectives of Pradhan Mantri Ujjwala Yojana
- নারীর ক্ষমতায়ন ও স্বাস্থ্য রক্ষা করা ।
- জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে গৃহ মধ্যস্ত্র দূষণ নিয়ন্ত্রণ করা যা মূলত শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে থাকে।
- রান্না করার সময় মূলত অপরিষ্কার জীবাশ্ম জ্বালানি ও অন্যান্য জ্বালানির ব্যবহার থেকে উদ্ভূত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা গুলিকে হ্রাস করা
- অপরিষ্কার রান্নার জ্বালানির ব্যাপক ব্যবহারের ফলে পরিবেশের বিশুদ্ধতার অবক্ষয় রোধ করা।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Ujjwala Yojana
সাধারণত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১৬০০ টাকা এবং ৫ কেজি সিলিন্ডারের দাম ১১৫০ টাকা।রেগুলেটর এর জন্য ১৫০ টাকা ।LPG হোস এর জন্য – ১০০ টাকা।গ্যাস গ্রাহক কার্ড এর জন্য – ২৫ টাকা ।
অথচ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আওতায় যে সমস্ত সুবিধাভোগী মানুষজন রয়েছেন তারা ডিপোজিট ফ্রি সংযোগের সাথে সাথে এলপিজি রিফিল এবং গ্যাস ওভেন উভয়ই বিনামূল্যে পাবেন। এছাড়াও তাঁরা পাবেন বছরে মোট ১২টি সিলিন্ডার রিফলিয়ের সুবিধা। প্রতি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা ভর্তুকিও দেবে সরকার।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility for applying for Pradhan Mantri Ujjwala Yojana
- অন্তদ্বয় অন্ন যোজনা(AAY) কার্ড থাকতে হবে।
- ১৮ বছর বয়স হতে হবে ।
- এস টি, এস সি পরিবার হওয়া আবশ্যিক।
- বনবাসী পরিবার হতে হবে।
- দ্বীপ ও নদী দ্বীপে বসবাসকারী মানুষ হতে হবে।
- সোসিও ইকোনমিক এন্ড কাস্ট সেন্সাসের পরিবারের অগ্রাধিকার।
- ১৪ দফা ঘোষণা অনুযায়ী দরিদ্র পরিবার।
- সর্বাধিক অনগ্রসর শ্রেণী কিংবা মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস(MBC)।
- বর্তমান ও প্রাক্তন চা বাগান উপজাতি।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে কারা আবেদন করতে পারবেন না(Who can not apply for Prime Minister Ujjwala Yojana) ?
আবেদনকারীর পরিবারের অন্যকোন ব্যক্তির নামে কোন রকম এলপিজি সংযোগ থাকলে তাঁরা এই যোজনার আওতা থেকে বঞ্চিত হবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস / Documents required to apply for Pradhan Mantri Ujjwala Yojana
- বিপিএল কার্ড থাকতে হবে।
- রেশন কার্ড থাকতে হবে।
- আধার কার্ড থাকতে হবে।
- ব্যাংকের পাস বইয়ের ফটোকপি জমা দিতে হবে।
- মোবাইল নম্বর আবশ্যিক।
- পাসপোর্ট সাইজ ফটো প্রয়োজন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে আবেদন করার পদ্ধতি / How to apply inPradhan Mantri Ujjwala Yojana
ইচ্ছুক প্রার্থীরাপ্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য অনলাইন অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারেন। আজকে আপনাদের সঙ্গে অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতেই কিভাবে আবেদন করবেন সেদিন বিস্তারিত আলোচনা করব-
অফলাইনে আবেদন পদ্ধতি
যে সমস্ত গ্রাহকরা মনে করবেন অফলাইনে আবেদন করবেন তারা যে কোন কাছাকাছি এলপিজি আউটলেটে গিয়ে ফর্ম ফিলাপ করতে পারেন।
অনলাইনের মাধ্যমে ফর্মের প্রিন্ট আউট বার করে নিয়ে ফর্মটির সম্পূর্ণ তথ্য পূরণ করে নিকটবর্তী গ্যাসের ডিস্ট্রিবিউটরের কাছে গিয়েও জমা করতে পারেন।
ফর্ম দুটি ডাউনলোড করে এবং সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযোজন করতে ভুলবেন না।
অনলাইনে আবেদন পদ্ধতি
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করতে গেলে প্রথমে গ্রাহকদের এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশন অপশনটিতে ক্লিক করতে হবে।
- ক্লিক করার সাথে সাথেই সেখানে পপ অফ মেসেজ দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ইন্ডিয়ান গ্যাস এইচপি গ্যাস ভারত গ্যাস এবং আবেদন করার জন্য সেখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে।
- যদি আবেদনকারী ইন্ডিয়ান গ্যাস নিতে চান সে ক্ষেত্রে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে গিয়ে রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে।
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবার পর লগইন করতে পারবেন আবেদনকারী এবং ইন্ডিয়ান গ্যাসের হোম পেজে গিয়ে বাঁদিকে উপরে এলপিজি লেখাটিতে ক্লিক করতে হবে।
- পরবর্তী ধাপে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন সাবমিট কেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে।
- ক্লিক করার সাথে সাথে জেনারেল স্কিম ও কেওয়াইসি চেক করে সাবমিট অপশন ক্লিক করতে হবে।
এরপর নতুন একটি পেজ দেখা যাবে যেখানে একটি ফর্ম পূরণ করতে হবে যেখানে আবেদনকারী নিজের তথ্য ডকুমেন্ট এবং ডিক্লারেশন সমস্ত কিছু দিতে হবে। - সমস্ত তথ্য পূরণ হয়ে গেলে কনফার্মেশন দিতে হবে এবং কেওয়াইসি সম্পন্ন করে সাবমিট করতে হবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট চেক করার পদ্ধতি / Procedure to Check Beneficiary List of Pradhan Mantri Ujjwala Yojana
এই যোজনার আবেদন করার পর আপনার নাম বেনিফিশিয়ারি লিস্ট এসেছে কিনা তাও চেক করা সম্ভব। বেনিফিশিয়ারী লিস্টে নাম এলে তবেই বিনামূল্যে গ্যাস কানেকশন এবং সাথে ৩০০ টাকা ভর্তুকি পাবেন গ্রাহকরা।আসুন জেনে নিই সেই যোজনা লিস্ট কিভাবে চেক করবেন।
- প্রথমেই আবেদনকারীকে পি এম ইউ ওয়াইয়ের(PMUY) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেখানে অনলাইন এপ্লিকেশন বলে একটি অপশন দেখা যাবে তাতে ক্লিক করলেই যে কোম্পানির গ্যাস তার পাশে দেখা যাবে ক্লিক here to apply অপশন তাতে ক্লিক করতে হবে।
- ক্লিক করার সাথে সাথে সেখানে একটি হোমপেজ দেখা যাবে যেখানে ওপরের মেনুতে থাকবে উজ্জ্বলা বেনিফিসিয়ারি তাতে ক্লিক করতে হবে।
- ক্লিক করা মাত্রই সেখানে আপনার নিজের রাজ্যের নাম জেলার নাম সিলেক্ট করতে হবে এবং তারপরে সেখানে দেওয়া ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করলেই দেখতে পাওয়া যাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার লিস্টটি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি / How to Check Pradhan Mantri Ujjwala Yojana Application Status
এই যোজনায় যে সমস্ত আবেদনকারীরা আবেদন করবেন তাঁরা তাদের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারেন খুবই সহজে। তাঁরা এর ফলে জানতে পারবেন তাদের বর্তমান স্থিতি। কিভাবে চেক করবেন আসুন দেখে নেওয়া যাক:
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে গিয়ে এপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশন অপশনে ক্লিক করতে হবে।
- সেখানে দেওয়া বিভিন্ন গ্যাস কোম্পানির নামের মধ্যে নিজের গ্যাস কোম্পানির নামটি সিলেক্ট করে ক্লিক করলে নতুন একটি পোর্টালে পৌঁছে যাবেন।
- সেখান থেকে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে।
- স্ট্যাটাস ক্লিক অপশনে ক্লিক করলেই দেখা যাবে পরবর্তী পেজে চাইবে সার্ভিস রিকুয়েস্ট নাম্বার বা রিকোয়েস্ট আইডি অথবা রেফারেন্স নম্বর সাথে দিতে হবে জন্মের তারিখ এবং ক্যাপচা কোড।
- সম্পূর্ণ তথ্যগুলি দিয়ে পূরণ করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন অনায়াসেই।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Click Here |
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আবেদন ফর্ম ডাউনলোড করার লিঙ্ক | Click Here |
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার স্ট্যাটাস চেক করার লিঙ্ক | Click Here |