প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা: দরিদ্র পরিবারগুলিকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে কেন্দ্র সরকার, এখুনি আবেদন করুন

Baisali Samanta
PM Surya Ghar Yojana
WhatsApp Channel Follow Now

মাথার উপর পাকা ছাদ করে দেবার পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে প্রাকৃতিক উপায়ে অর্থাৎ সৌর বিদ্যুৎ মানুষের ঘরে পৌঁছে দেবার। তার জন্য রীতিমতো ভর্তুকীরও ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা(PM Surya Ghar Yojana)। আসুন জেনে নিই এই যোজনা সম্পর্কে বিস্তারিতভাবে।

প্রকল্পের সূচীপত্র
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার বিবরণ / Overview of PM Surya Ghar Yojanaপ্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা কী(What is PM Surya Ghar Yojana) ?প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সুবিধা / Benefits of PM Surya Ghar Yojanaপ্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় ভর্তুকির টাকার পরিমাণ / Amount of subsidy under PM Surya Ghar Yojanaযে সব ব্যাঙ্ক থেকে সোলার প্যানেল কেনার জন্য লোন পাবেন তার তালিকা / List of banks from which you can get loan for buying solar panelsপ্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for PM Surya Ghar Yojanaপ্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for PM Surya Ghar Yojanaপ্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in PM Surya Ghar Yojanaপ্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সোলার প্যানেলের উপর ভর্তুকির পরিমাণ / Amount of Subsidy on Solar Panels under PM Surya Ghar Yojanaপ্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার বিবরণ / Overview of PM Surya Ghar Yojana

প্রকল্পের নামপ্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা
কোন কোন রাজ্যে চালু হয়েছেভারতবর্ষের প্রতিটি রাজ্যে
প্রকল্প শুরু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কোন বিভাগের অন্তর্গত নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়, ভারত সরকার
প্রকল্প শুরুর তারিখ১৩ ই ফেব্রুয়ারি ২০২৪
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনভারতীয় নাগরিক
আবেদনের বয়স সীমানেই
কি কি সুবিধা পাবেন১. ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। ২. ৪০% খরচ কেন্দ্র সরকার বহন করবে। ৩. বিদ্যুৎ বিক্রি করে প্রতি মাসে অতিরিক্ত টাকা রোজগার করতে পারবেন। ৪. অতিরিক্ত বিদ্যুৎ বিলের হাত থেকে মুক্তি।
অনলাইনে আবেদনClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা কী(What is PM Surya Ghar Yojana) ?

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা হল দেশের এক কোটি মধ্য ও দরিদ্র পরিবারগুলির বাড়িতে যাতে সোলার প্যানেল বসানো যায়, এমনকি প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ প্রদান করবে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সুবিধা / Benefits of PM Surya Ghar Yojana

  • বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
  • কেন্দ্রীয় সরকার দরিদ্র পরিবারগুলিকে মাসিক ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করবেন। এরফলে বছরে প্রায় ১৫ হাজার থেকে ১৮ হাজার টাকার বিদুৎ খরচ কমানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
  • সোলার প্যানেল বসানোর খরচ সাপেক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৪০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত সাবসিডি প্রদান করা হবে।
  • প্রাকৃতিক শক্তির ব্যবহার বাড়িয়ে কার্বন নির্গমন হ্রাস করা যাতে পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। তাতে দেশের নাগরিকদের সাথে সরকারেরও বিদ্যুতের খরচ কমবে।
  • ভারতবর্ষে প্রায় এক কোটি পরিবারকে এই সুবিধা প্রদান করবার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
  • সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা পেয়ে যাবেন আবেদনকারীরা। এছাড়াও ব্যাঙ্ক থেকে সহজ কিস্তিতে ঋণ নেবারও রয়েছে সুবিধা। ৩ কিলোওয়ার্ট পর্যন্ত সোলার প্যানেলের ক্ষেত্রে সর্বাধিক ২ লক্ষ টাকার লোন পেতে পারে গ্রাহকরা। ৭ শতাংশ সুদের হারে সর্বাধিক ১০ বছরের জন্য সময়সীমা ধার্য করা হবে।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় ভর্তুকির টাকার পরিমাণ / Amount of subsidy under PM Surya Ghar Yojana

এই যোজনায় ন্যূনতম ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায় ।

যে সব ব্যাঙ্ক থেকে সোলার প্যানেল কেনার জন্য লোন পাবেন তার তালিকা / List of banks from which you can get loan for buying solar panels

এই যোজনা স্টেট ব্যাঙ্ক থেকে শুরু করে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমনকি ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক ইত্যাদি থেকে লোনের ব্যবস্থা রয়েছে। সর্বতভাবে মানুষদের সাহায্য করাই এই যোজনার মূল উদ্দেশ্য।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for PM Surya Ghar Yojana

এই যোজনার সুবিধা পেতে গেলে বেশ কিছু যোগ্যতা প্রয়োজন আসুন দেখে নেওয়া যাক সেই যোগ্যতা গুলি কী কী:

  • এই যোজনার সুবিধা পেতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • পরিবারের একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকা বাঞ্ছনীয়।
  • আবেদনকারী নিজস্ব বাড়ি থাকতে হবে এবং সোলার প্যানেল বসানোর জন্য উপযুক্ত ছাদ ও থাকতে হবে।
  • কেবলমাত্র দরিদ্র মধ্যবিত্ত পরিবার গুলি এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবে।
  • আবেদনকারী এই যোজনা আবেদন করার পূর্বে যেন কোন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অন্য প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for PM Surya Ghar Yojana

  • ব্যাংকের স্টেটমেন্ট অথবা ব্যাংকের পাসবুকের ফটোকপি জমা দিতে হবে
  • শেষ ছয় মাসের যেকোনো একটি ইলেকট্রিসিটি বিল জমা দিতে হবে।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in PM Surya Ghar Yojana

  1. এই যোজনায় আবেদন করতে গেলে সম্পূর্ণ পদ্ধতিটি অনলাইন এর মাধ্যমে করতে হবে আবেদনকারীকে প্রথমেই এই যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর হোম পেজের বাঁদিকে কুইক লিংক বলে একটি অপশন দেখা যাবে যার মধ্যে অ্যাপ্লাই ফর রুট টপ সোলার অপশনে ক্লিক করতে হবে।
  3. এরপর প্রথমেই আবেদনকারীকে রেজিস্ট্রেশন ও লগইন করতে হবে।
  4. লগইন করার পর আবেদনকারী দেখতে পাবেন তার ডিটেলস ও ইলেকট্রিসিটি কোম্পানি ডিটেলস তোলার ডিটেলস ইত্যাদি দিতে হবে এবং বাড়ির অবস্থানটি ম্যাপ থেকে মার্কও করতে হবে।
  5. এর পরবর্তী ধাপে আবেদনকারীকে যেকোনো একটি ইলেকট্রিসিটি বিল ক্যান করে আপলোড করতে হবে তার জন্য অবশ্যই আবেদনকারীকে মনে রাখতে হবে যাতে বিলটি ছমাসের বেশি পুরনো না হয়। তবে অনেক সময় যদি ছমাসের বিল না পাওয়া যায় সে ক্ষেত্রে আবেদনকারীর ইলেকট্রিসিটি কোম্পানির পোর্টালে গিয়েও আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে ছমাসের যেকোনো একটি বিল ডাউনলোড করে নিতে হবে। এরপরে ফাইনাল সাবমিশন অপশনে ক্লিক করতে হবে।।
  6. ফাইনাল সাবমিশন অপশনে ক্লিক করার পর আবেদনকারীকে ব্যাংকের ডিটেলস এর জন্য একটি মেসেজ আসবে, যার মাধ্যমে গো টু ব্যাংক ডিটেলস অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং সেখানে গিয়ে উপভোক্তাকে প্রথমে সোলার প্যানেল বসানোর সমস্ত খরচা দিতে হবে। এবং সেই খরচের প্রমাণ পোর্টালে আপলোড করা মাত্রই আবেদনকারী সাবসিডি সরাসরি ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
  7. ব্যাংকের সম্পূর্ণ বিবরণ দিতে গেলে ব্যাংকের নাম আইএফএসসি কোড একাউন্ট হোল্ডারের নাম এবং ব্যাংক একাউন্টের নম্বরটি অবশ্যই দিতে হবে এবং তার সাথে আপলোড করতে হবে পাস বইয়ের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি অথবা কোন একটি বাতিল করা চেক।
  8. সাবমিট অপশনে ক্লিক করার পরেই সোলার প্যানেলের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে সম্পন্ন হবে। পরবর্তী ক্ষেত্রে একনলেজমেন্ট পাঠানো হবে আবেদনকারীর মেইল আইডিতে।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সোলার প্যানেলের উপর ভর্তুকির পরিমাণ / Amount of Subsidy on Solar Panels under PM Surya Ghar Yojana

এই যোজনার আওতায় যে সমস্ত মানুষ সুবিধা পাবেন তাদের বাড়ির ছাদে সোনার প্যানেল বসানোর জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ সুবিধা প্রদান করবেন। ১ থেকে ২ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল বসানোর যা খরচ হবে তার ৬০ শতাংশ দেওয়া হবে সরকারের তরফ থেকে ও ২ থেকে ৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেলের ক্ষেত্রে যা খরচ হবে তার ৪০ শতাংশের ভর্তুকি দেবে সরকার।

এছাড়াও যারা ৩ কিলোওয়াটের উপরে সোলার প্যানেল বসাতে চান তাদের প্রতি কিলোওয়াটের জন্য সরকারের তরফ থেকে সাবসিটি দেওয়া হবে ১৮ হাজার টাকা সর্বোচ্চ দেওয়া হবে ৭৮ হাজার টাকা।

কেন্দ্রীয় সরকার এই সৌর শক্তির ব্যবহার করে সৌর প্যানেল বসানোর প্রকল্পের জন্য মোট ৭৫,০২১ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রীর সূর্য ঘর যোজনা হল একটি সৌরশক্তি প্রকল্প, যা ২০২৪ সালের ১৩ই ফেব্রুয়ারি চালু করা হয়। আগামী দিনে সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি করবার ক্ষেত্রেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যা আগামী দিনে দেশের নাগরিক ও দেশ উভয়ের ক্ষেত্রেই বিশেষ লাভজনক হবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড করুনClick Here

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment