পিএম ওয়ানি যোজনা: প্রতিদিন ৫ টাকার বিনিময়ে আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, দেখে নিন কিভাবে পাবেন

Arpita Paul
PM WANI Yojana
WhatsApp Channel Follow Now

PM WANI Yojana: এখনো বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে পৌঁছে উঠতে পারেনি নেটওয়ার্কের সমাহার। শহরে শহরে হাতের স্মার্টফোনের নাগালে নেটওয়ার্কের বিস্তার পরিসীমা থাকলেও তা এখনো সহজলভ্য হয়নি গ্রামবাসীদের জন্য।

প্রকল্পের সূচীপত্র
পিএম ওয়ানি যোজনার বিবরণ / Overview of PM WANI Yojanaপিএম ওয়ানি যোজনা কী(What is Janani Suraksha Yojana) ?পিএম ওয়ানি যোজনার সুবিধা / Benefits of PM WANI Yojanaকারা পিএম ওয়ানি যোজনার সুবিধা পাবেন(Who will get the benefits of PM WANI Yojana)?পিএম ওয়ানি যোজনাতে আবেদনের যোগ্যতা / Eligibility to apply for PM Wani Yojanaপিএম ওয়ানি যোজনার ওয়াইফাই পরিষেবা কিভাবে পাবেন ?পিএম ওয়ানি যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for PM WANI Yojanaপিএম ওয়ানি যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in PM WANI Yojanaপিএম ওয়ানি যোজনা নিয়ে ব্যবসা শুরু করার বিষয়ে কিছু তথ্য /১) PM WANI Yojana কী ভাবে কাজ করবে?২) PM WANI যোজনার wifi সংযোগ কিভাবে পাবেন?৩) একজন কিভাবে পাবলিক ডেটা অফিস খুলতে পারে?৪) ডেটা অফিস খোলার জন্য কি কোন খরচ আছে?পিএম ওয়ানি যোজনা এর কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

এজন্যই তারা পড়াশোনা থেকে চাকরি-বাকরি সব ক্ষেত্রেই বাধা-বিপত্তি সম্মুখীন হন, এবার থেকে যাতে তাদের আয়ত্তের মধ্যে নেটওয়ার্কে আনা সম্ভব হয় সেজন্যই প্রধানমন্ত্রী তরফ থেকে PM WANI Yojana শুরু করা হয়েছে। এর মাধ্যমে গ্রামে বসবাসকারী মানুষেরা সহজলভ্য দামে প্রয়োজনীয় নেটওয়ার্ক ওয়াইফাই এর মাধ্যমে ক্রয় করতে পারবেন।

পিএম ওয়ানি যোজনার বিবরণ / Overview of PM WANI Yojana

প্রকল্পের নামপিএম ওয়ানি যোজনা
কোন কোন রাজ্যে চালু হয়েছেভারতের সমস্ত রাজ্যে
প্রকল্প চালু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কোন বিভাগের অন্তর্গতভারত সরকারের টেলিকম বিভাগ
প্রকল্প শুরুর তারিখ11ই ডিসেম্বর 2020
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস2024 এ সক্রিয় আছে
কারা আবেদন করতে পারবেনভারতের যে কোনো নাগরিক
আবেদনের বয়স সীমাকোনো সীমাবদ্ধতা নেই
কি কি সুবিধা পাবেন১) গ্রাহক হিসেবে প্রতিদিন ৫ টাকার বিনিময়ে ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা পাবেন।
১) ব্যবসায়িক ভাবে আপনার লোকাল এরিয়াতে ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা দিয়ে ব্যবসা করতে পারবেন।
পিএম-ওয়ানি ব্যবসা শুরু করার ইউজার ম্যানুয়াল লিঙ্কClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

পিএম ওয়ানি যোজনা কী(What is Janani Suraksha Yojana) ?

গ্রামের সাধারণ মানুষের মধ্যে অতি সহজলভ্য দামে তাদের নাগালে নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর গৃহীত প্রকল্প হল পিএম ইয়ানি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে পাবলিক নেটওয়ার্ক হাউস থেকে ওয়াইফাই কানেকশনে মাধ্যমে প্রয়োজনীয় নেটওয়ার্ক করতে পারবেন গ্রামবাসীরা।

পিএম ওয়ানি যোজনার সুবিধা / Benefits of PM WANI Yojana

পিএম যানি প্রকল্পের মাধ্যমে গ্রামবাসীরা যে সকল সুবিধা পাবেন তা হল –

  • সম্পূর্ণ জলের দামে বা সহজলভ্য উপায় ওয়াই ফাই থেকে নেটওয়ার্ক ক্রয় করতে পারবেন।
  • বিভিন্ন পোর্টেবল ব্যবস্থার মাধ্যমে বাড়িতে বসেও নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।
  • ওয়াট ফ্রম হোম, অনলাইন পড়াশোনার জন্য অতি সহজে লভ্য মূল্যে নেটওয়ার্ক নিতে পারবেন।
  • এই প্রকল্পের আওতাধীনে বিভিন্ন টেলিকম সংস্থা গুলির ওয়াইফাই মেশিন বসানোর জন্য কোনরকম লাইসেন্স রেজিস্ট্রেশন বা অতিরিক্ত চার্জ সরকারকে দিতে হবে না, সে ক্ষেত্রে বিভিন্ন টেলিকম পরিষেবা থেকে আপনি নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন।
  • ইন্টারনেটের ব্যবহার করে এক চান্সেই অনলাইন পেমেন্ট বা ডিজিটাল পেমেন্ট অপশন করতে পারেন।
  • গ্রামাঞ্চলে হাই স্পিড নেটওয়ার্ক এর সুবিধা পেতে পারেন।

কারা পিএম ওয়ানি যোজনার সুবিধা পাবেন(Who will get the benefits of PM WANI Yojana)?

  • ভারতের যেকোনো নাগরিক এই প্রকল্পে আবেদনের যোগ্য।
  • ভারতীয় যেকোনো সংস্থা অর্থনৈতিক থেকে শিক্ষা পিএম যানি প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
  • ব্যবসায়িক কেন্দ্র গুলি থেকে প্রয়োজনীয় ইন্টারনেট ব্যবহার করতে পারেন।

পিএম ওয়ানি যোজনাতে আবেদনের যোগ্যতা / Eligibility to apply for PM Wani Yojana

  1. গ্রামের যেকোনো আঞ্চলিক দোকানকে ডেটা অফিসে পরিণত করা সম্ভব।
  1. মাত্র সাত দিনের মধ্যেই এটা সিস্টেম অ্যাপ সিস্টেম থেকে ওয়াইফাই এর অনুমোদন মিলবে।
  2. এই পাবলিক ডেটা অফিস খোলার জন্য সরকারি লাইসেন্স বা অনুমোদন পত্র লাগবে না।
  3. একটি বৈধ যেটা অফিস করার জন্য অবশ্যই একটি বৈধ ফোন নাম্বারের প্রয়োজন হবে।

পিএম ওয়ানি যোজনার ওয়াইফাই পরিষেবা কিভাবে পাবেন ?

  • এই ওয়াইফাই পরিষেবা আপনি মূলত এয়ারটেল জিও বা অন্যান্য সিমের নেটওয়ার্ক ইউজ করে ওয়াইফাই ব্যবস্থা পেতে পারেন।
  • অবশ্য বিনামূল্যে নেটওয়ার্ক পাওয়ার জন্য‌ স্থানীয় পাবলিক ডেটা অফিস স্থাপন করা হবে।
  • সাধারণ নাগরিকেরা একটি অ্যাপের মাধ্যমেই বিনামূল্যে নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

পিএম ওয়ানি যোজনাতে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for PM WANI Yojana

আপনি যদি পিএম ওয়ানি জোজনার আবেদন করতে চান সে ক্ষেত্রে আবেদনের জন্য যে সকল নথি আবশ্যিকভাবে প্রয়োজন তা হল –

  1. কেন্দ্রীয় সরকার অনুমোদিত আপনার যেকোনো একটি পরিচয় পত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স
  1. আপনার ঠিকানার প্রমাণ রেশন কার্ড বিদ্যুতের বিল বা টেলিফোনের বিল
  2. আপনি যদি কোন সংস্থায় বা ব্যবসায়িক ক্ষেত্রে এই ওয়াইফাই ব্যবস্থা নিতে চান সে ক্ষেত্রে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বীকৃত নথিপত্র জমা করতে হবে।

পিএম ওয়ানি যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in PM WANI Yojana

  1. PM Wani প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে প্রথমে পিএম ইয়ানি অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে।
  2. তারপর আপনার ফোন নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।
  3. একবার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনাকে পুনরায় লগইন করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
  4. তারপর উপরে লিখিত নথিগুলি আপলোড করতে হবে।
  5. এরপর সাবমিট করলেই আপনার আবেদন পত্র সম্পূর্ণ হয়ে যাবে।
  6. এর পরেই আপনি স্বাভাবিক খরচের তুলনায় অনেকটা কম খরচে ইন্টারনেট পরিষেবা পেতে পারবেন, অর্থাৎ দেশবাসীর সামগ্রিক উন্নতি হবে।

পিএম ওয়ানি যোজনা নিয়ে ব্যবসা শুরু করার বিষয়ে কিছু তথ্য /

১) PM WANI Yojana কী ভাবে কাজ করবে?

এই যোজনার দৌলতে স্থানীয় মুদি দোকান এবং রেশন দোকান গলিতে ওয়াইফাই সেন্টার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খোলা হবে এবং সংশ্লিষ্ট দোকানের মালিকেরা ডেটা অফিসার হিসাবে কাজ করবে। স্থানীয় দোকান থেকে 150 মিটার দূরত্ব অবধি বাসিন্দারা বিনামূল্যে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

২) PM WANI যোজনার wifi সংযোগ কিভাবে পাবেন?

এই প্রকল্পে নেটওয়ার্ক পাওয়ার জন্য আপনাকে প্রথমে PM WANI JOGONA এর অফিসিয়াল সাইটে রেজিস্ট্রেশন করে আবেদন করে রাখতে হবে, এবং আপনার সেলফোনে জিও বা airtel এর সিম থাকলে স্থানীয় ডেটা অফিস থেকে ইন্টারনেট পেতে পারবেন।

৩) একজন কিভাবে পাবলিক ডেটা অফিস খুলতে পারে?

পাবলিক ডেটা অফিস গুলি খুলতে কোনরকম লাইসেন্স লাগবে না। সে ক্ষেত্রে এই চোখ গ্রাহকরা সংশ্লিষ্ট টেলিকম সংস্থার সঙ্গে যোগাযোগ করলেই আগামী সাত দিনের মধ্যে ডেটা অফিস খোলার পারমিশন দেওয়া হবে।।

৪) ডেটা অফিস খোলার জন্য কি কোন খরচ আছে?

ডেটা অফিস খোলার জন্য কোনরকম লাইসেন্স বা চার্জ লাগবে না

পিএম ওয়ানি যোজনা এর কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

পিএম-ওয়ানি যোজনারঅফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
পিএম-ওয়ানি ব্যবসা শুরু করার ইউজার ম্যানুয়ালClick Here

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment