আমাদের দেশে অন্যতম বড় বীমা সংস্থা হিসেবে পরিচিত হলো এই Life insurance corporation of India অর্থাৎ LIC । এই LIC প্রায়শই আমাদের জন্য নিয়ে আসে অসংখ্য অভিনব পলিসি। LIC এর এই অভিনব পলিসিগুলোর জন্যই আমাদের দেশের একদল মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা আর্থিক সঞ্চয়তা নিয়ে আর চিন্তিত থাকে না।
মধ্যবিত্তদের জন্য এলআইসির বিভিন্ন পলিসি(policy) খুবই জনপ্রিয় আর এর মধ্যেই সম্প্রতি অন্যতম একটি জনপ্রিয় পলিসি হলো LIC জীবন আজাদ পলিসি (Jeevan Azad Policy)। তাই আমরা আজকে এই নিবন্ধে এলআইসির অন্যতম জনপ্রিয় এই পলিসি সম্পর্কে আরোও বিস্তারিত আলোচনা করবো।
এলআইসি জীবন আজাদ পলিসির যোগ্যতা :
LIC Jeevan Azad Policy Eligibility Criteria :
বয়স সীমা | Age limit : | সর্বনিম্ন প্রবেশের বয়স সীমা – ৯০ দিন সর্বোচ্চ প্রবেশের বয়স সীমা – ৫০ বছর সর্বনিম্ন পরিপক্ক তার বয়স – ১৮ বছর সর্বোচ্চ পরিপক্কতার বয়স – ৭০ বছর |
পলিসির মেয়াদ/Policy term | ১৫ বছর থেকে ২০ বছর |
প্রিমিয়াম পরিশোধের মেয়াদ/Premium payment period : | পলিসির মেয়াদ থেকে ৮ বছর কম অর্থাৎ policy term – 8 years । |
সর্বনিম্ন Sum Assured : | ২,০০,০০০/- টাকা |
সর্বাধিক Sum Assured : | ৫,০০,০০০/- টাকা |
Premium payment mode : | বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক, এবং মাসিক। |
এলআইসি জীবন আজাদ পলিসি আসলে কি?
What is LIC Jeevan Azad policy?
এই LIC Jeevan Azad পলিসি হলো মূলত একটি non-linked এবং non participating ও saving based Life Insurance। সহজ কথায় এই পলিসি বিনিয়োগ ও জীবন বীমার একটি দুর্দান্ত সমন্বয়। যা নির্দিষ্ট সময় পরে এককালীন নিশ্চিত অর্থ এবং জীবন বীমার সুরক্ষা প্রদান করে। আর এই পলিসির সবথেকে অভিনব বৈশিষ্ট্য হল পলিসির মেয়াদের তুলনায় প্রিমিয়াম ৮ বছর কম সময় পর্যন্ত দিতে হয় অর্থাৎ Policy Term – 8 years ।
এলআইসি জীবন আজাদ পলিসির মূল বৈশিষ্ট্য:
Key features of LIC Jeevan Azad policy:
- নিশ্চিত Sum Assured – এই পলিসির নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর ন্যূনতম ২ লাখ এবং সর্বাধিক ৫ লাখ টাকা Sum Assured পাওয়া যায়।
- Death Benefit – এই পলিসি চলাকালীন যদি পলিসি হোল্ডারের দুর্ভাগ্যবশত মৃত্যু হয়ে যায়, তাহলে পলিসিতে থাকা মনোনীত ব্যক্তি(Nominee) অথবা তার পরিবারকে মেয়াদপূর্তির নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করে। তবে এই পলিসির যে মৃত্যুকালীন সুবিধা প্রদান করা হয় সেটি মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশের কম হয় না।
- Beneficial Premium Payment Term – এই পলিসির মেয়াদের তুলনায় ৮ বছর কম সময় পর্যন্ত প্রিমিয়াম দিতে হয়। অর্থাৎ আপনি যদি এই পলিসি করার জন্য ২০ বছরের প্রিমিয়াম বেছে নেন সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ১২(২০-৮) বছরের প্রিমিয়াম দিতে হবে। কারণ এই পলিসির নিয়ম অনুসারে আপনার প্রিমিয়ামের নির্দিষ্ট মেয়াদের সময় থেকে ৮ বছর মাইনাস হয়ে যায়। এই পলিসির প্রিমিয়ামের পেমেন্ট বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে করা যায়।
- Tax benefit – আয়কর আইন অনুসারে এই পলিসির প্রিমিয়ামের উপর ৮০C ধারা অনুযায়ী আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যায় এবং মেয়াদপূর্তির পর পলিসি থেকে পাওয়া টাকা ১০D ধারা অনুযায়ী সম্পূর্ণ করমুক্ত অর্থাৎ সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হয়ে থাকে।
- Loan facility – এই পলিসির আরো এক প্রধান বৈশিষ্ট্য হল পলিসি শুরু করার নির্দিষ্ট সময়ে পরে, হঠাৎ কোনো আর্থিক সংকটে পড়লে এই পলিসির বিপরীতে লোন নেওয়ার সুবিধা পাওয়া যায়।
LIC জীবন লক্ষ্য পলিসি তে নিজেকে কিভাবে নথিভুক্ত করবেন | How to enroll yourself in LIC Jeevan Lakshya Policy?
- আপনার নিকটবর্তী যে কোন LIC Branch office এ গিয়ে অথবা কোন এলআইসি এজেন্টের মাধ্যমে যোগাযোগ করে এই পলিসিতে যোগ দেওয়ার উদ্যোগ নিতে পারেন।
- এরপরে আপনার এজেন্টকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে পলিসির টার্ম ও কভারেজ নির্ধারণ করুন।
- এরপরে আপনার এজেন্টের নির্দেশ অনুসারে প্রিমিয়াম পেমেন্ট করলেই পলিসি চালু হয়ে যাবে।
- এছাড়াও আপনি অনলাইনে আবেদন করতে পারেন যেমন LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে www.licindia.in গিয়ে Buy Online অপশন এ ক্লিক করে Jeevan Lakshya পলিসি নির্বাচন করে তারপর আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস Sumbit করলেই চালু হয়ে যাবে আপনার পলিসি।
LIC জীবন লক্ষ্য পলিসির আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস | Documents required for LIC Jeevan Laksha Policy application
- পরিচয় প্রমাণ – আধার কার্ড/প্যান কার্ড /ভোটার কার্ড /পাসপোর্ট
- ঠিকানা প্রমাণ – আধার কার্ড/পাসপোর্ট/ইলেকট্রিক বিল/ব্যাংক স্টেটমেন্ট
- জন্ম তারিখের প্রমাণ – Birth Certificate ertificate
- আয়ের প্রমাণ – Salary slip(শেষ তিন মাসের)/ITR Copy(শেষ দু বছরের)/Form 16 (যদি কেউ চাকরিজীবী হয়)
- মেডিকেল রিপোর্ট – সাধারণত বয়স,স্বাস্থ্য অবস্থা, এবং বীমার পরিমাণ অনুযায়ী মেডিকেল রিপোর্ট প্রয়োজন হয়।
- পাসপোর্ট সাইজের ছবি – সাধারণত ২ থেকে ৩ টি প্রয়োজন হয়
- ব্যাংক একাউন্টের বিবরণ – Bank cheque book/Bank passbook
- মনোনীত ব্যক্তির(Nominee) পরিচয় প্রমাণ – আধার কার্ড / বার্থ সার্টিফিকেট
এলআইসি জীবন আজাদ পলিসি কেন গুরুত্বপূর্ণ ?
Why is LIC Jeevan Azad Policy important?
- পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে থাকা যায় এবং এই পলিসির মাধ্যমে প্রিমিয়ামের প্রায় ৭ গুণ টাকা ফেরত পাওয়া যায়
- পলিসি হোল্ডারের অনুপস্থিতিতেও তার পরিবারকে কোন আর্থিক সংকটে পড়তে হয় না কারণ পলিসি চলাকালীন পলিসিহোল্ডারের মৃত্যু হলে তার পরিবারকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয় ।
- এই পলিসি জীবন বীমার সুবিধার পাশাপাশি সঞ্চয় এবং বিনিয়োগের সুবিধা দিয়ে থাকে।
- আকস্মিক আর্থিক সংকটের সময় লোনের সুযোগ পাওয়া যায় ।
- আয়কর আইন অনুসারে ইনকাম ট্যাক্স ছাড় ও ট্যাক্স ফ্রী এর সুবিধা পাওয়া যায়।
উপসংহার :
LIC জীবন আজাদ পলিসির মাধ্যমে আপনি নিজের এবং পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন অর্থাৎ পলিসির মেয়াদ শেষে একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা পাবেন এবং এর পাশাপাশি সহজ প্রিমিয়াম পরিশোধ করার পদ্ধতি, ট্যাক্স ফ্রি, লোন ফেসিলিটি এবং ডেথ বেনিফিট এর মতো অন্যান্য অনেক সুবিধা পেয়ে যাবেন।
তাই আপনি যদি এরকমই একটি নির্ভরযোগ্য ও লাভজনক লাইফ ইন্সুরেন্সের খোঁজে থাকেন তাহলে নিঃসন্দেহে এই এলআইসির জীবন আজাদ লাইফ ইন্সুরেন্সটি (LIC Jeevan Azad Policy) আপনার পরিকল্পনাকে সত্যি করার এক সুবর্ণ সুযোগ। তাই খুব শীঘ্রই এলআইসি জীবন লক্ষ্য পলিসিতে নিজেকে নথিভুক্ত করুন এবং নিজের ও পরিবারের ভবিষ্যতের আর্থিক পরিস্থিতিকে আরও নিরাপদ করে তুলুন।