প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা: এই প্রকল্পে আবেদন করলেই কৃষকরা পাবেন একগুচ্ছ সুবিধা, দেখে নিন আবেদন পদ্ধতি

Aindrila Dhani
Pradhan Mantri Krishi Sinchayee Yojana

দেশের কৃষিখাতের মান উন্নত করার জন্য প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, ওরফে ‘PMKSY’ ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই যোজনার মূল লক্ষই হল, দেশের প্রতিটি কৃষি উপযুক্ত জমিতে পর্যাপ্ত জল সরবরাহ করা। অনেক সময়ই দেখা যায়, দেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে, যেখানে কৃষিকাজই অন্যতম মূল জীবিকা হয়ে ওঠে মানুষের, সেখানে পর্যাপ্ত জল না থাকার দরুন কৃষিকাজে বাধা সৃষ্টি হয়। তাই এই সকল সমস্যার সমাধানের জন্য প্রচলন করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার(Pradhan Mantri Krishi Sinchayee Yojana)।

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা(Pradhan Mantri Krishi Sinchayee Yojana) কী?

ভারতীয় কৃষি কাজের ইতিহাসে ভারতের প্রধানমন্ত্রীর শুরু এই কৃষি সিঞ্চাই যোজনা হল অন্যতম একটি প্রকল্প। যা শুরুর পর থেকে ২০২৫ পর্যন্ত কৃষি ক্ষেত্রে এক দারুন বিপ্লব এনে দিয়েছে। ভারতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই প্রকল্পটির সূচনা হয় ১ জুলাই, ২০ ১৫ সালে। এবং এই যোজনার ফলে এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন ভারতের লক্ষ লক্ষ কৃষক-বন্ধু ও তার পরিবারেরা।

এই যোজনার প্রচলনের ফলে উন্নত হয়েছে সেচ ব্যবস্থায়, কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি হয়েছে। যার ফলে যেমন মাটির উর্বরতা বৃদ্ধি পেয়েছে, তেমন বেড়েছে ফলনের মান এবং বলা বাহুল্য, খরার মত প্রাকৃতিক দুর্যোগও এড়ানো গেছে এই প্রকল্পের মাধ্যমে।

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার (Objectives of Pradhan Mantri Krishi Sinchayee Yojana)

  1. সেচ ব্যবস্থার উন্নয়ন – দেশের কোনো জমি যাতে জলের অভাবে বন্ধ্যা জমিতে পরিণত না হয়, তার জন্য পর্যাপ্ত জলের যোগান দেওয়া।
  2. উন্নত প্রযুক্তি – কৃষিকাজ কে সফল ভাবে সম্পন্ন করার জন্য চাই উন্নত প্রযুক্তি। বলা বাহুল্য, উন্নত প্রযুক্তির মাধ্যমে জল সেচ ব্যবস্থারও দ্রুত প্রসার ঘটবে। তাই এই দিকে লক্ষ রাখা আবশ্যক।
  3. ফলন বৃদ্ধি – জল সেচের ব্যবস্থা যথাযথ থাকলে, কৃষির ফলনও বৃদ্ধি পাবে।
  4. গ্রামীণ অর্থনীতির প্রসার – যে সকল গ্রাম কৃষিভিত্তিক, অর্থাৎ কৃষিকে কেন্দ্র করেই তাঁদের জীবন, সেখানে কৃষি ব্যবস্থার উন্নতি হলে গ্রামীণ অর্থনীতিও উন্নতি লাভ করে।
  5. জল সংরক্ষন – জলের উৎস বৃদ্ধি করতে হবে এবং ব্যবহৃত জলকেও সংরক্ষন করে কাজে লাগাতে হবে।
    অর্থাৎ সহজ ভাবে বলা যায়, এই যোজনার মূল লক্ষ হল, খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, ভারতের প্রতিটি কৃষক-বন্ধুর এবং তাঁর পরিবারের জীবন ধারণের জন্য স্বচ্ছলতা প্রদান করা এবং অবশ্যই, দেশের অর্থনৈতিক উন্নয়নের কাঠামোকে দৃঢ় করে তোলা।

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার সুবিধা  (Benefits of Pradhan Mantri Krishi Sinchayee Yojana)

  1. কৃষি উৎপাদনের হার বৃদ্ধি – প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার ফলে কৃষকেরা যে কোনো মরসুমেই যে কোনো ফসল ফলাতে পারেন। এর ফলে উৎপাদনের হার যেমন বৃদ্ধি পায় তেমনই গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামোও মজবুত হয়।
  2. কৃষকদের উপার্জন বৃদ্ধি – এই যোজনা যেহেতু কৃষি নির্ভর তাই কৃষক বন্ধুদের যথাযথ উপার্জনের দিকটিও এ ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। স্বাভাবিক ভাবেই এই দিকটি প্রাধান্য পাচ্ছে এবং কৃষকেরা লাভবান হচ্ছেন।
  3. জল সংরক্ষন – যেহেতু এটি একটি জল সেচ প্রকল্প, তাই জল সংরক্ষণ এ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা আরোপ করার পর থেকে তেমন জল সংরক্ষণ করা যাচ্ছে তেমন জল সংকট থেকেও মুক্তি পাওয়া যাচ্ছে।
  4. মাটির গুণমান বৃদ্ধি – পর্যাপ্ত জল সেচের কারণে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে ফলে মাটি ফলনের উপযোগী হচ্ছে।
  5. খরা রোধ – এই যোজনার ফলে যে সকল প্রাকৃতিক প্রতিকূলতা কৃষি-কাজে বাধা সৃষ্টি করে তার থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। যেমন রাজ্য সরকার প্রণোদিত এই যোজনা প্রয়োগের ফলে জমি থেকে খরা রোধ করা গেছে।

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার প্রয়োজনীয় নথি প্রদান  (Important Documents to apply Pradhan Mantri Krishi Sinchayee Yojana)

আবেদন ফর্মের সঙ্গে অতি অবশ্যই এই নথিগুলি প্রদান করতে হবে। যথা –

  1. জমির মালিকানার প্রমাণ
  2. আধার কার্ড
  3. প্যান কার্ড
  4. ব্যাংক পাসবুক
  5. পাসপোর্ট ছবি

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার জন্য আবেদন পদ্ধতি (How to apply at Pradhan Mantri Krishi Sinchayee Yojana)

এই যোজনার জন্য যে যে পদ্ধতির মাধ্যমে কৃষকেরা আবেদন করতে পারেন, তা নিম্নরূপ।

  1. স্থানীয় কৃষি বিভাগে যোগাযোগ – এই যোজনা থেকে যাতে কোনো কৃষক-বন্ধু বঞ্চিত না হন তাই সর্ব প্রথম তাঁদের এলাকার কৃষি বিভাগে যোগাযোগ করতে হবে। সেখান থেকেই তাঁকে প্রয়োজনীয় আবেদনের ফর্ম এবং গুরুত্বপুর্ন তথ্যাদি প্রদান করা হবে।
  2. ফর্ম পূরণ – আবেদন ফর্মে যাবতীয় দরকারি তথ্য, জমি সংক্রান্ত খুঁটিনাটি ও নানাবিধ প্রাসঙ্গিক তথ্য প্রেরণ করতে হবে।
  3. নথি যাচাইকরণ – আবেদনের পর কৃষি বিভাগের কর্মচারীরা প্রদেয় নথিগুলিকে যাচাই (Verification) করবেন।
  4. জমি পরিদর্শন – প্রয়োজন পড়লে কৃষি বিভাগের কর্মকর্তারা আবেদনকারীর জমি পরিদর্শনও করতে পারেন।
  5. আবেদন অনুমোদন – যদি আবেদনকারীর আবেদনটি অনুমোদিত হয় তাহলে সে ক্ষেত্রে তাঁকে একটি অনুমোদন পত্র (Confirmation Letter) প্রদান করা হবে।
    তবে মনে রাখতে হবে, স্থান বিশেষে আবেদন প্রক্রিয়াটি ভিন্ন হতে পারে। তাই নিজ এলাকার কৃষি বিভাগের পরামর্শ মতই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
    প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা: উপকার পেয়েছেন লক্ষ লক্ষ কৃষক, উন্নত হয়েছে ফলনের মান

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক :

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আবেদন পত্র ডাউনলোড লিঙ্কClick Here
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x