ভারতে একাধিক স্কিম রয়েছে। কিন্তু বিভিন্ন নিয়মকানুনের জন্য সরকারি কর্মকর্তারা সেই সমস্ত স্কিমে আবেদন করতে পারেন না। কেন্দ্র সরকার সরকারি চাকরিজীবীদের নিশ্চিত পেনশন, পারিবারিক পেনশন আর নূন্যতম পেনশনের সুবিধা নিয়ে এসেছে। আগামী বছর থেকে চালু হবে এই স্কিম। আমরা কথা বলছি ইউনিফাইড পেনশন স্কিমের(Unified Pension Scheme ) সম্পর্কে।
১২ মাসের গড় মাসিক বেতনের হিসেবে ৫০ শতাংশের সমতুল্য পেনশন পাবেন আপনারা। পারিবারিক পেনশনের ক্ষেত্রে গড় মাসিক বেতনের ৬০ শতাংশের সমতুল্য পেনশন পেয়ে যাবেন। প্রতি মাসে নূন্যতম ১০ হাজার টাকা পেনশন এই স্কিমের দৌলতে পাবেনই।
ইউনিফাইড পেনশন স্কিমের বিবরণ / Overview of Unified Pension Scheme
প্রকল্পের নাম | ইউনিফাইড পেনশন স্কিম |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | ভারতের সমস্ত রাজ্যে |
প্রকল্প শুরু করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |
কোন বিভাগের অন্তর্গত | ভারত সরকারের কর্মচারী কল্যাণ দপ্তর |
প্রকল্প শুরুর তারিখ | 1 এপ্রিল 2025 |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৫ থেকে চালু হবে |
কারা আবেদন করতে পারবেন | অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা |
আবেদনের বয়স সীমা | কোন সীমাবদ্ধতা নেই |
কি কি সুবিধা পাবেন | ১. ন্যূনতম 25 বছর চাকরি করার পর অবসর নেওয়ার শেষ 12 মাসের মূল বেতনের 50% টাকা পেনশন হিসেবে পাবেন। ২. চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রতি মাসে ১০ হাজার টাকার (নূন্যতম) নিশ্চিত পেনশন হিসেবে পাবেন। |
আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
ইউনিফাইড পেনশন স্কিম কী(What is Unified Pension Scheme) ?
এটি একটি নতুন পেনশন স্কিম। ইউনিফাইড পেনশন স্কিম মূলত সরকারি কর্মকর্তাদের জন্য ডিজাইন করা হয়েছে। এর দৌলতে তাঁরা নিজেদের গড় বেতনের ওপর ভিত্তি করে মাসিক পেনশন পাবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য এটি ভীষণ সুবিধাজনক একটি পেনশন স্কিম। এই স্কিমে মুদ্রাস্ফীতির দিকে নজর রাখা হবে।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস অনুযায়ী মুদ্রাস্ফীতির হিসেবে পেনশন নির্ধারণ করা হবে। সরকারি কর্মচারীরা অবসর গ্রহণের পর যাতে নিরাপদ ও সুবিধাজনক জীবন কাটাতে পারেন তার দিকে ইউনিফাইড পেনশন স্কিমে খেয়াল রাখা হবে।
কবে ইউনিফাইড পেনশন স্কিম চালু হবে(When will the Unified Pension Scheme be launched) ?
কেন্দ্র সরকারের এই স্কিম সরকারি কর্মচারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এটি ২০২৫ সালের ১ লা এপ্রিল থেকে চালু হবে। তবে এই সম্পর্কে ২০২৪-এর ২৪ শে আগস্ট কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল।
ইউনিফাইড পেনশন স্কিমের সুবিধা / Benefits of Unified Pension Scheme
১. সুনিশ্চিত পেনশন :
এই পেনশন স্কিমের দৌলতে সরকারি কর্মীরা নিশ্চিতভাবে পেনশনের সুবিধা পাবেন। নূন্যতম ২৫ বছর সার্ভিস করার পর অবসর পেলে ১২ মাসের গড় মাসিক বেতনের হিসেবে ৫০ শতাংশের সমতুল্য পেনশন পাবেন। এই স্কিমে তাঁরাই আবেদন করতে পারবেন যাঁরা ১০ বছর থেকে ২৫ বছর সার্ভিস করেছেন।
২. সরকারের তরফ থেকে অবদান থাকবে :
এই পেনশন স্কিমে সরকারি কর্মীদের ১০ শতাংশ বিনিয়োগ করতে হবে। আর সরকার ১৮.৫ শতাংশ অবদান রাখবে।
৩. পারিবারিক পেনশন :
পেনশনভোগীর মৃত্যু হলে ৬০ শতাংশ পেনশন তাঁর স্ত্রীকে দেওয়া হবে।
৪. নিশ্চিতভাবে নির্দিষ্ট মাত্রায় পেনশন :
কমপক্ষে ১০ বছর চাকরি করলে মাসিক ১০ হাজার টাকার (নূন্যতম) নিশ্চিত পেনশন পাবেন।
৫. মুদ্রাস্ফীতি :
সরকারি হিসেবে মুদ্রাস্ফীতি ঘটলে, সেই অনুযায়ী পেনশনের পরিমাণ নির্ধারণ করা হবে।
ইউনিফাইড পেনশন স্কিম কোথায় কোথায় চালু আছে(Where is the Unified Pension Scheme running) ?
ইউনিফাইড পেনশন স্কিম কেন্দ্র সরকার দ্বারা চালু করা হয়েছে। ভারতের প্রতিটি রাজ্যে এই পেনশন স্কিম কার্যকর হবে।
ইউনিফাইড পেনশন স্কিমে আবেদনের শর্তবলী / Application Conditions in Unified Pension Scheme
প্রতিটি স্কিম ও প্রকল্পে আবেদন করার জন্য কিছু যোগ্যতার মানদণ্ড থাকে। ঠিক তেমনভাবেই ইউনিফাইড পেনশন স্কিমে আবেদনের জন্য কিছু শর্ত রয়েছে। যথা :-
১. কেবলমাত্র সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন।
২. এই পেনশন স্কিমে আবেদন করার জন্য আবেদনকারীকে নূন্যতম ১০ বছর সার্ভিস করে থাকতে হবে।
৩. ২৫ বছর সার্ভিস করলে তাঁরা নিজেদের মূল বেতনের গড় পরিমাণ থেকে নির্দিষ্ট হিসেব অনুযায়ী পেনশন পাবেন।
৪. যাঁরা ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন অথবা যাঁরা জাতীয় পেনশন সিস্টেমের আওতায় রয়েছেন তাঁরা ইউনিফাইড পেনশন স্কিমের সুবিধা নিতে পারবেন।
ইউনিফাইড পেনশন স্কিমে আবেদন করলে নূন্যতম কত টাকা পেনশন পাওয়া যাবে (What is the minimum amount of pension that can be received by applying for the Unified Pension Scheme) ?
আমরা আগেই বলেছি ইউনিফাইড পেনশন স্কিমে আবেদন করতে গেলে আপনাদের কমপক্ষে ১০ বছর সার্ভিস করতে হবে। এর নিরিখে আবেদনকারী নূন্যতম ১০ হাজার টাকা নিশ্চিতভাবে প্রতি মাসে পেনশন পাবেন।
ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় কারা উপকৃত হবেন(Who will benefit under the Unified Pension Scheme)?
অনলাইন পরিসংখ্যানের ভিত্তিতে আশা করা যাচ্ছে ২৩ লক্ষ সরকারি কর্মচারী এই পেনশন স্কিমের সুবিধা নিতে পারবেন। রাজ্য সরকারগুলিকে এই পেনশন স্কিমের সম্পর্কে বিবেচনা করে দেখতে বলা হয়েছে। প্রায় ২০ বছর আগে কেন্দ্র সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেবলমাত্র ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছিল। এর আগে অবশ্য দেশে ওল্ড পেনশন স্কিমের প্রচলন ছিল।
ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে সরকারি কর্মচারীদের অসন্তোষের কারণে এই নতুন পেনশন স্কিমের সূচনা বলে জানা যাচ্ছে। বেশ কিছু রাজ্য ন্যাশনাল পেনশন স্কিম বন্ধ করার দাবি জানিয়েছিল। আর এই পেনশন স্কিম এর বদলে ওল্ড পেনশন স্কিম পুনরায় বহাল করার আর্জি জানিয়েছিল তারা। এই সমস্ত দিক বিবেচনা করে নতুন ভাবে ডিজাইন করা হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম। এর দৌলতে লাভবান হবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাঁর পরিবার।
ইউনিফাইড পেনশন স্কিমে আবেদন করার পদ্ধতি / Procedure to Apply for Unified Pension Scheme
ইউনিফাইড পেনশন স্কিম এখনও সরকারের পক্ষ থেকে কার্যকর করা হয়নি। আগামী বছর প্রথমদিকে এটি কার্যকর করার কথা শোনা যাচ্ছে। তাই আমরা আশা করতে পারি এই পেনশন স্কিমে আবেদন করার যাবতীয় তথ্য চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীরা জানতে পারবেন।
ইউনিফাইড পেনশন স্কিমে আর ন্যাশনাল পেনশন স্কিমের পার্থক্য
১. সরকারের তরফ থেকে ভর্তুকি
ইউনিফাইড পেনশন স্কিমে সরকার ১৮.৫ শতাংশ ভর্তুকি দেবে। অপরদিকে ন্যাশনাল পেনশন স্কিমে এই ভর্তুকের পরিমাণ মাত্র ১৪ শতাংশ।
২. পেনশনের পরিমাণ
ইউনিফাইড পেনশন স্কিমে অবসর গ্রহণের সময় ১২ মাসের গড় বেতনের হিসেবে ৫০ শতাংশের সমতুল্য হারে সরকারি কর্মীরা পেনশন পাবেন। ন্যাশনাল পেনশন স্কিমের ক্ষেত্রে কোন নির্দিষ্ট পেনশনের মাত্রা নেই। পেনশন নির্ভর করে বিনিয়োগকৃত রাশি আর করপাসের ওপর।
৩. পারিবারিক পেনশন
ইউনিফাইড পেনশন স্কিমের নিয়ম অনুযায়ী পেনশন হোল্ডারের মৃত্যুর পর ৬০ শতাংশ পেনশন তাঁর পরিবার পাবে। ন্যাশনাল পেনশন স্কিমের ক্ষেত্রে এমন কোন নিয়ম নেই। পেনশন হোল্ডারের মৃত্যুর পর তাঁর পরিবার কত টাকা করে মাসিক পেনশন পাবে তা নির্ভর করে তাঁর বাছাই করা প্ল্যান ও সঞ্চিত করপাসের ওপর।
৪. পেনশনের ন্যূনতম পরিমাণ
ইউনিফাইড পেনশন স্কিমের একটা বিশেষ সুবিধা হল এক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারবেন। কারণ এই পেনশন স্কিমে ন্যূনতম ১০ হাজার টাকা করে মাসিক পেনশন দেওয়া হয়ে থাকে। অপরদিকে ন্যাশনাল পেনশন স্কিমে এমন কোন সুবিধা নেই।
ইউনিফাইড পেনশন স্কিমে আবেদনের জন্য প্রয়োজনীয় কী কী নথিপত্র লাগবে?
এই নতুন পেনশন স্কিম এখনও পর্যন্ত কার্যকর হয়নি। এই সম্পর্কে বিস্তারিত তথ্য ২০২৫ সালের মধ্যে জানা যাবে।
ইউনিফাইড পেনশন স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
ইউনিফাইড পেনশন স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |