মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় বাংলার তথ্যটি সংস্কৃতি বিভাগের উদ্যোগে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা লোক শিল্পীদের বিলুপ্ত হয়ে যাওয়া বাংলার লোককা থাকে পুনরুদ্ধার করতে একটি প্রকল্পের আয়োজন করা হয়ে থাকে যার নাম লোকপ্রসার প্রকল্প(Lokprasar Scheme)। আর্থিকভাবে দোস্ত শিল্পীদের একত্রিত করা এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বাংলার বিলুপ্ত সংস্কৃতি এবং লৌকিক শিল্পীদের সংরক্ষণের স্বার্থেই সরকারের তরফ থেকে এই প্রকল্পের উদ্বোধন।
লোকপ্রসার প্রকল্পের বিবরণ / Overview of Lokprasar Scheme
প্রকল্পের নাম | লোকপ্রসার প্রকল্প |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | পশ্চিমবঙ্গ |
প্রকল্প শুরু করেছেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
কোন বিভাগের অন্তর্গত | তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ |
প্রকল্প শুরুর তারিখ | ২০১৪ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | রাজ্যের যেকোনো লোকশিল্পী |
আবেদনের বয়স সীমা | ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে |
কি কি সুবিধা পাবেন | ১. ৬০ বছরের বেশি বয়সী লোকশিল্পীরা মাসিক ১,০০০ টাকা করে পেনশন পাবেন। ২. ৬০ বছর বয়সের মধ্যে যে সমস্ত লোকশিল্পী আবেদন করবেন তাঁরা বিভিন্ন বিভাগে প্রচারের সাথে যুক্ত থাকলে মাসিক ১,০০০ টাকা করে রিটেইনার ফি পাবেন। |
অনলাইনে আবেদন | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
লোকপ্রসার প্রকল্প কী(What is a Lokprasar Scheme)?
লোক শিল্প হলো বাংলার দীর্ঘদিনের পুরানো ঐতিহ্যবাহী শিল্প। বর্তমান তরুণ প্রজন্মকে লোকশিল্পে অংশগ্রহণের জন্য উজ্জীবিত করতে এবং এবং যেটা জড়িত লোককথার ধারাবাহিক ঐতিহ্য বজায় রাখতে বাংলার সরকার সমগ্র বাংলাব্যপি লোকশিল্পীদের আর্থিক অনুদানের ব্যবস্থা করেছে, বর্তমানে তা লোকপ্রসার প্রকল্প নামে পরিচিত।
বাংলার সকল লোক শিল্পীদের আর্থিক সাহায্য সুনিশ্চিত করতে এবং লোকশিল্পের ধারাকে অব্যাহত রাখতে বাংলা সরকারের এই সিদ্ধান্ত। এই প্রকল্পের অধীনে সকল লোক শিল্পীদের আর্থিক সাহায্য হিসেবে মাসিক এক হাজার টাকা অনুদানের ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি সরকার প্রদত্ত নিজস্ব পরিচয়পত্র থাকছে।
লোকপ্রসার প্রকল্পের উদ্দেশ্য / Objective of Lokprasar Scheme
- বাংলার সকল লোক শিল্পীদের যথার্থ পরিচয় পত্র এবং মর্যাদার দান
- বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য বজায় রাখা
- লোক শিল্প এবং সাংস্কৃতিক মানকে পুনরায় পুনরুদ্ধার করা
- লোক শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের মাসিক ভিত্তিতে আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা
- সরকার কর্তৃক অনুমোদিত বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পে তাদের নিযুক্ত করে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া
- বর্ষিয়ান পুরনো এবং বয়স্ক লোক শিল্পীদের যথাযথ মাসিক ভাতার ব্যবস্থা করা
লোকপ্রসার প্রকল্পের সুবিধা / Benefits of Lakshi Bhandar Scheme
- সকল ১৮ থেকে ৬০ বছর বয়সী লোক শিল্পীদের মাসিক ভাতা হিসাবে ১০০০ টাকা অনুদান
- 60 বছর বা তার ঊর্ধ্বে বয়স্ক লোকশিল্পীদের জন্য মাসিক পেনশন হিসেবে এক হাজার টাকা।
- এছাড়াও লোকশিল্পীরা বিভিন্ন রকম সরকারি প্রকল্প প্রচারে সাহায্য করলেন বা অভিনয়ের মাধ্যমে প্রচার করে থাকলেঅতিরিক্ত আর্থিক সাহায্য পাবেন
- লোক শিল্পীদের যথাযথ কাজের ব্যবস্থা করে দেওয়া এবং আর্থিক সাহায্য সুনিশ্চিত করা
লোক প্রসার প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Lokprasar Scheme
- প্রথমত আবেদনকারী প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- অবশ্যই প্রার্থী কে একজন স্বনামধন্য লোক শিল্পী হতে হবে
- প্রার্থীর নিজস্ব বসবাসের স্থায়ী ঠিকানা থাকতে হবে
- নিজস্ব নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে
- আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের উপরে হতে হবে।
- আবেদনকারী প্রার্থীকে ন্যূনতম দশ বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
লোকপ্রসার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Lokprasar Scheme
- প্রার্থীর পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসের উপযুক্ত প্রমাণ
- ভারত সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড
- লোক শিল্পীদের নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর
- প্রার্থী নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- জাতিগত শংসাপত্র যদি থাকে
- উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রার্থী পারিবারিক আয়ের প্রমাণ।
- প্রার্থী নিজস্ব বৈধ মোবাইল নম্বর
- প্রার্থীর নিজস্ব নামের ব্যাক একাউন্টে পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি
লোকপ্রসার প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Lokprasar Scheme
বর্তমানে সবগুলো রাজ্য জুড়ে প্রায় 2 লক্ষের কাছাকাছি লোকশিল্পীদের সরকারের তরফ থেকে বিশেষ পরিচয় পত্র এবং মর্যাদা প্রদান করা হয়েছে আপনি যদি একজন স্বনামধন্য লোক শিল্পী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন জেনে নিন
- প্রথমে আপনাকে লোকপ্রসার প্রকল্পের অফিসিয়াল পোর্টাল প্রবেশ করুন।
- পেজে প্রবেশ করেই ডানদিকে উপরের দিকে কন্টাক্ট অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
- এবার আপনার সামনে সম্ভাব্য সকল প্রকার জেলার তালিকা খুলে যাবে এবং আপনার বসবাসকারী জেলা সিলেক্ট করুন এবং আপনার নিকটস্থ লোকপ্রসার প্রকল্পে কেন্দ্র খুঁজে বের করুন।
- সংশ্লিষ্ট অফিসে গিয়েও আবেদন পত্র জোগাড় করতে পারেন বা অফিশিয়াল পোর্টালে অনলাইন মারফতেও আবেদন করার সুবিধা রয়েছে।
- এখানেও আপনার সকল প্রকার নথি এবং প্রয়োজনীয় তথ্যটি আপনার পত্র পূরণ করতে পারেন।
- আবেদন করাকালীন কোনরকম অসুবিধা সম্মুখীন হলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন
লোকপ্রসার প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
লোকপ্রসার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
লোকপ্রসার প্রকল্পের আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্ক | Click Here |