Pradhan Mantri Jan Dhan Yojana: ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ। এদেশের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত শ্রেণীর। এদেশে বেশ কিছু প্রকল্প চালু রয়েছে। কিন্তু সব প্রকল্পের খবর সাধারণ মানুষ অবধি পৌঁছায় না। আজ আমরা কেন্দ্র সরকার দ্বারা চালু করা একটি প্রকল্পের সম্পর্কে কথা বলব। এই যোজনা আপনাকে লাভবান করবে।
আজ আমরা কথা বলব প্রধানমন্ত্রী জন ধন যোজনা সম্পর্কে। এই প্রকল্প জাতীয় মিশনের আওতায় সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছে। গোটা দেশের প্রতিটি পরিবারের কাছে যাতে ব্যাংকিং পরিষেবা পৌঁছে যায় তা এই প্রকল্পের মাধ্যমে সুনিশ্চিত করা হয়ে থাকে।
প্রধানমন্ত্রী জন ধন যোজনার বিবরণ / Overview of Pradhan Mantri Jan Dhan Yojana
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী জন ধন যোজনা |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | দেশের প্রতিটি রাজ্যে |
প্রকল্প শুরু করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
কোন বিভাগের অন্তর্গত | আর্থিক সেবা বিভাগ, ভারত সরকার |
প্রকল্প শুরুর তারিখ | ২৮ শে আগস্ট, ২০১৪ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | ভারতের স্থায়ী বাসিন্দা |
আবেদনের বয়স সীমা | ১৮ বছর বয়স থেকে ৫৯ বছর বয়সের মধ্যে |
কি কি সুবিধা পাবেন | ১. জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যাবে। ২. জীবন বীমার সুবিধা পাবেন। |
আবেদনপত্র | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
প্রধানমন্ত্রী জন ধন যোজনা কী(What is Pradhan Mantri Jan Dhan Yojana) ?
2014 সালে কেন্দ্রীয় সরকার আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে আপামর ভারতবাসীকে আর্থিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী জনদন যোজনার সূচনা করেছে। এই যোজনার মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক স্বাক্ষরতা বৃদ্ধি পায়।
এছাড়া এই যোজনার কারণে দারিদ্র্য দূরীকরণ উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী জন ধন যোজনা ভারতের ব্যাংকিং পরিষেবা উন্নত করতে সাহায্য করেছে।
প্রধানমন্ত্রী জন ধন যোজনার উদ্দেশ্য / Objectives of Pradhan Mantri Jan Dhan Yojana
১. প্রতিটি ভারতবাসীকে ব্যাংকিং পরিষেবার অন্তর্ভুক্ত করা
এই যোজনার মাধ্যমে প্রতিটি ভারতবাসীকে ব্যাংকিং পরিষেবার অন্তর্ভুক্ত করা সম্ভব। যাতে প্রত্যেকের অন্তত একটি সেভিংস একাউন্ট, ডেবিট কার্ড ও বীমার মতো আর্থিক পরিষেবায় যাতে অ্যাক্সেস থাকে তা এই যোজনার মাধ্যমে সুনিশ্চিত করা হয়।
২. আর্থিক স্থিতিশীলতা
এই যোজনার মাধ্যমে সাধারণ মানুষকে সঞ্চয় করার প্রতি আগ্রহ সৃষ্টি করতে চেয়েছে সরকার। দায়িত্ব সহকারে ঋণ গ্রহণের গুরুত্ব সহ বেশকিছু প্রয়োজনীয় তথ্য এই যোজনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবে। আর্থিক পরিকল্পনা নিয়ে মানুষ সচেতন হবে।
প্রধানমন্ত্রী জন ধন যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Jan Dhan Yojana
এই যোজনার বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন-
১. দুর্ঘটনাজনিত বীমা কভার
অ্যাকাউন্ট হোল্ডারের দুর্ঘটনা ঘটলে 30 হাজার টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। তবে সেক্ষেত্রে 45 দিন অন্তর একবার অন্তত অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হবে আপনাকে।
২. নূন্যতম ব্যালেন্সের প্রয়োজন নেই
প্রধানমন্ত্রী জন ধন যোজনায় আপনি শূন্য ব্যালেন্সে অ্যাকাউন্ট বজায় রাখতে পারবেন। এক্ষেত্রে আপনাকে নূন্যতম কোনও ব্যালেন্স বজায় রাখতে হবে না।
৩. ডেবিট কার্ডের সুবিধা
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুললে আপনি RuPay ডেবিউ কার্ড পেয়ে যাবেন। এটি ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। 10 হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাফ্টের সুযোগ রয়েছে।
৪. যেকোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট তৈরি করা যাবে
আপনি নিজের পছন্দ মতো যেকোনো ব্যাংকে প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় অ্যাকাউন্ট খুলতে পারবেন।
৫. অ্যাকাউন্ট মেইনটেনেন্স করার প্রয়োজন নেই
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় অ্যাকাউন্ট খুললে আপনারা নেট ব্যাঙ্কিং থেকে মোবাইল ব্যাংকিং সমস্ত সুবিধা পাবেন। কিন্তু এর জন্য আপনাকে কোনো মেইনটেনেন্স চার্জ দিতে হবে না।
৬. ভারতের যেকোন প্রান্তে টাকা পাঠাতে পারবেন
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় অ্যাকাউন্ট খুললে ভারতের যেকোন প্রান্তে টাকা ট্রান্সফার করা যাবে।
৭. সরকারি প্রকল্পের সুবিধা
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় অ্যাকাউন্ট খুললে সরকারি পেনশন ও বীমার অ্যাক্সেস পাবেন।
কিভাবে প্রধানমন্ত্রী জন ধন যোজনার জিরো ব্যলেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন(How to open Pradhan Mantri Jan Dhan Yojana zero balance Bank account) ?
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় যেকোনো ব্যাঙ্কে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া ব্যাঙ্ক মিত্র আউটলেটেও এই সুবিধা পেয়ে যাবেন।
সেখানে আপনাকে প্রয়োজনীয় তথা গুরুত্বপূর্ণ নথি জমা করতে হবে। বাকি কাজ ব্যাংক নিজের দায়িত্বে করে দেবে।
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আবেদন করার শর্ত / Conditions for applying for Pradhan Mantri Jan Dhan Yojana
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে চলবে না।
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস / Documents required to apply for Pradhan Mantri Jan Dhan Yojana
এই যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য বেশকিছু প্রয়োজনীয় নথির দরকার পড়বে। যথা :-
- ভোটার আইডি কার্ড
- গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত চিটিং
- কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার দ্বারা সংবিধিবদ্ধ ফটো আইডি কার্ড
- NREGA দ্বারা জারি করা ও রাজ্য সরকারের আধিকারিক দ্বারা স্বাক্ষরিত জব কার্ড (থাকলে)
- আধার কার্ড
- পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স
- প্যান কার্ড।
উপসংহার
এই প্রকল্পটি 2014 সালে চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় অ্যাকাউন্টের সংখ্যা ইতিমধ্যে 50 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে থেকে 56 শতাংশ একাউন্টই মহিলাদের। এছাড়া 67 শতাংশ অ্যাকাউন্ট গ্রাম ও মফস্বল এলাকায় খোলা হয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে 2 লাখ কোটি টাকার বেশি জমা রয়েছে।
এই নতুন মাইলফলকে ভীষণ খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অ্যাকাউন্টগুলিতে 34 কোটি RuPay কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে। যদি অ্যাকাউন্ট হোল্ডারদের গড় ব্যালেন্স সম্পর্কে কথা বলি তবে, এই ধরনের অ্যাকাউন্টগুলিতে 4 হাজার টাকার বেশি জমা রয়েছে।
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় যাঁরা অ্যাকাউন্ট খুলেছেন তার মধ্যে থেকে 5 কোটি 50 লাখের বেশি অ্যাকাউন্টে সরাসরি বেনিফিট ট্রান্সফারের সুবিধা রয়েছে।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
প্রধানমন্ত্রী জন ধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
প্রধানমন্ত্রী জন ধন যোজনা বিজ্ঞপ্তি লিঙ্ক | Click Here |