সবুজ সাথী প্রকল্প: ছাত্র-ছাত্রীদের বিনামুল্যে বাইসাইকেল রাজ্য সরকার

Baisali Samanta
Sabooj Sathi Scheme
WhatsApp Channel Follow Now

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের যুব সম্প্রদায়কে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছেন, তাই শিক্ষার্থীদের জন্য রয়েছে তাঁর বিশেষ প্রকল্প যার নাম সবুজ সাথী প্রকল্প (Sabooj Sathi Scheme)। এটি একটি ছাত্র কল্যাণমূলক উদ্যোগ যেখানে রাজ্য সরকার শিক্ষার্থীদের সাইকেল প্রদানের ব্যবস্থার করেছেন। আসুন জেনে নিই এই স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে আজকের এই আর্টিকেলে।

প্রকল্পের সূচীপত্র
সবুজ সাথী প্রকল্পের বিবরণ / Overview of Sabooj Sathi Schemeসবুজ সাথী প্রকল্প কি(What is the Sabooj Sathi Scheme) ?সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য / Objectives of Sabooj Sathi Schemeসবুজ সাথী প্রকল্পের নামকরণ কিভাবে হয় (How is the name of Sabooj Sathi Scheme) ?সবুজ সাথী প্রকল্পের সুবিধা / Benefits of Sabooj Sathi Schemeকারা সবুজ সাথী প্রকল্পের সুবিধা পাবেন( Who will benefit from the Sabooj Sathi Scheme) ?সবুজ সাথী প্রকল্পের সুবিধা পেতে কোথায় যোগাযোগ করবেন(Where to contact to get benefits of Sabuj Sathi scheme) ?সবুজ সাথী প্রকল্পের বৈশিষ্ট্য / Features of Sabooj Sathi Schemeসবুজ সাথী প্রকল্পের আওতায় যেসব সাইকেল কোম্পানিগুলি শিক্ষার্থীদের সাইকেল প্রদান করেছে তার তালিকা:সবুজ সাথী প্রকল্পের যোগাযোগের বিবরণ / Sabooj Sathi Scheme Contact Detailsসবুজ সাথী প্রকল্পের অফিসের ঠিকানা / Sabooj Sathi Scheme Office Addressসবুজ সাথী প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Sabooj Sathi Schemeসবুজ সাথী প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Sabooj Sathi Schemeসবুজ সাথী প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Sabooj Sathi Schemeসবুজ সাথী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

সবুজ সাথী প্রকল্পের বিবরণ / Overview of Sabooj Sathi Scheme

প্রকল্পের নামসবুজ সাথী
কোন কোন রাজ্যে চালু হয়েছেপশ্চিমবঙ্গ
প্রকল্প শুরু করেছেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোন বিভাগের অন্তর্গতস্কুল শিক্ষা বিভাগ (সহযোগিতায় পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ)
প্রকল্প শুরুর তারিখসেপ্টেম্বর, ২০১৫
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনসরকার ঘোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা
আবেদনের বয়স সীমা১৪ বছর থেকে ১৭ বছর
কি কি সুবিধা পাবেনস্কুলে যাতায়াতের জন্য সাইকেল
আবেদনের স্ট্যাটাস চেক লিঙ্কClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

সবুজ সাথী প্রকল্প কি(What is the Sabooj Sathi Scheme) ?

২০১৫-১৬ সালের বাজেট বক্তৃতায় শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আনুমানিক ৪০ লক্ষ ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের কথা ঘোষণা করেন এবং পরবর্তী অর্থবছরে প্রায় ১৫ লাখ শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলেও জানা গিয়েছে । মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই নামকরণ করেছেন এই প্রকল্পের।

তিনি যুব সমাজের কথা মাথায় রেখেই এই প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার প্রচার করা এবং শিক্ষার্থীদের ক্ষমতায়ন করা যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সমাজের সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন এবং যাদের স্কুলে যাতায়াত করার মাধ্যম নেই তাদের জন্য কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর এ হেন উদ্যোগ।

সবুজ সাথী প্রকল্পের উদ্দেশ্য / Objectives of Sabooj Sathi Scheme

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সেই সভা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই প্রকল্পের সূচনা করেন এবং সেই মঞ্চে তিনি অনেক ছাত্রছাত্রীকে সাইকেল বিতরণও করেন। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন আরো সুদৃঢ় হয় তাঁরা যেন নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করেন সেটাই মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের লক্ষ্য।

জানলে অবাক হতে হয় সবুজ সাথী প্রকল্পের লোগোটিও তাঁর নিজের হাতে আঁকা। সাইকেলের সামনে ঝুড়ির সাথে সেই লোগোটি সংযুক্ত করা থাকে। ছাত্র-ছাত্রীদের স্কুল ছুটের হার কমানোর উদ্দেশ্যেই এই প্রকল্পের প্রচলন, যাতে ছাত্রছাত্রীদের ক্ষমতাবৃদ্ধি হয় এবং স্কুলে উপস্থিতির হারও সঠিক থাকে।

সবুজ সাথী প্রকল্পের নামকরণ কিভাবে হয় (How is the name of Sabooj Sathi Scheme) ?

“সবুজ সাথী” এই নামটি ভীষণই সুন্দর। এই নামকরণের পিছনে রয়েছে একটি ছোট্ট গল্প। ২০১৫ সালে যখন জুন মাসে জেলা সফরে বেরিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়েই এক ছাত্র তাঁকে প্রশ্ন করেন শুধুমাত্র ছাত্রীরা সাইকেল পায়, ছাত্ররা কেন পায় না ।এই প্রশ্ন তাঁকে ভীষণভাবে নাড়া দিয়েছিল এবং পরবর্তীকালে তিনি দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার পথে এই সবুজ সাথী প্রকল্পের পরিকল্পনাটি মাথায় আসে।

” সবুজ” বলতে তিনি এখানে ছাত্র-ছাত্রীদের বুঝিয়েছেন, আর “সাথী” বলতে তাদের স্কুলে যাওয়ার সাথী অর্থাৎ বাইসাইকেল । মূলত তিনি এটি রবীন্দ্রনাথের “সবুজের অভিযান” কবিতা থেকে প্রভাবিত হয়ে সবুজ সাথী নামকরণ করেছেন কারণ সবুজের অভিযান কবিতাতেও যৌবনের বন্দনা করা হয়েছে । সবুজ সাথীও যৌবনকে স্বাগত জানায়, উদ্দীপিত করতে সাহায্য করে তাই বলা বাহুল্য এই নামের সার্থকতা যথেষ্ট।

সবুজ সাথী প্রকল্পের সুবিধা / Benefits of Sabooj Sathi Scheme

  • স্কুল যাতায়াতের খরচ সাশ্রয় ।
  • নবম এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে।
  • স্কুলে পাঠরত পড়ুয়ারা রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে সাইকেল পাবে।
  • এই প্রকল্পের আওতায় থাকা প্রতিটি ছাত্র-ছাত্রী শিক্ষায় উন্নতি ঘটবে।
  • দরিদ্র ধ্বনি নির্বিশেষে সকলেই এই প্রকল্পের আওতায় আসার অধিকার রয়েছে।
  • শিশুশ্রম রুখতে এবং তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাজ্য সরকারের এই প্রকল্পের প্রচলন বলা চলে একপ্রকার ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতেই এই অভিনব উদ্যোগ।

কারা সবুজ সাথী প্রকল্পের সুবিধা পাবেন( Who will benefit from the Sabooj Sathi Scheme) ?

রাজ্যের সরকারি সরকার ঘোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন স্কুলের নবম দশম দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মূলত এই প্রকল্পের আওতায় আসবে।

সবুজ সাথী প্রকল্পের সুবিধা পেতে কোথায় যোগাযোগ করবেন(Where to contact to get benefits of Sabuj Sathi scheme) ?

স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করতে হবে ছাত্রছাত্রীদের।

সবুজ সাথী প্রকল্পের বৈশিষ্ট্য / Features of Sabooj Sathi Scheme

এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের ধাপে ধাপে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পে এখনো পর্যন্ত মোট সাতটি পর্যায়ে রয়েছে, অষ্টম পর্যায়ের শুরু হয়েছে। প্রথম পর্যায়ে সরকার দ্বারা ২৫.৩৪ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের। দ্বিতীয় পর্যায়ে দেওয়া হয়েছে ৯.৬০ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে।

জানলে অবাক হতে হয় ২০১৫ সালে রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষার্থীদের সাইকেল দেওয়া হয়েছে মোট ১,০৪,১৬,৫২৫টি। যার মধ্যে ছেলেদের সাইকেল দেওয়া হয়েছে ৪৮,৭৯,১৪৩ টি ও মেয়েদের সেই সংখ্যা হল ৪৮,৭৯,১৪৩টি। এখনো পর্যন্ত ১২২৩৫ টি স্কুল এই প্রকল্পের সাথে যুক্ত রয়েছে।

সবুজ সাথী প্রকল্পের আওতায় যেসব সাইকেল কোম্পানিগুলি শিক্ষার্থীদের সাইকেল প্রদান করেছে তার তালিকা:

  • হিরো সাইকেলস্ এলটিডি.।
  • টিআই সাইকেলস্ এলটিডি।
  • এভন সাইকেলস্ এলটিডি।

এই তিনটি কোম্পানি বাইসাইকেল দেওয়ার সরকারি বরাত পেয়েছে। তবে প্রথমে প্রকল্পের শুরুতে ছাত্রীদের জন্যই এই প্রকল্প চালু হয়েছিল পরবর্তীকালে তাতে ছাত্রদেরও সংযোজন ঘটে।

সবুজ সাথী প্রকল্পের যোগাযোগের বিবরণ / Sabooj Sathi Scheme Contact Details

  • সবুজ সাথী প্রকল্পের ওয়েবসাইট: wbsaboojsathi.gov.in
  • পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের হেল্পলাইন নম্বর: ০৯১২৩৯১৭৭৭৩, ০৭০৪৪০৩৩৮৮৮
  • পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পের হেল্প ডেস্ক ইমেল আইডি: saboojsathi-wb@gov.in
    পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগের হেল্পলাইন নম্বর: ১৮০০১০২৩১৫৪
    পশ্চিমবঙ্গের তপশিলি জাতি আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর উন্নয়ন ও বৃত্ত নিগম হেল্প ইমেল আইডি: wbscstdfc@gmail.com
  • পশ্চিমবঙ্গ তপশিলি জাতি আদিবাসী অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বৃত্ত নিগম ফ্যাক্স নম্বর: ০৩৩- ৪০০৫১২৩৩, ০৩৩-৪০০৫১২৩৪

সবুজ সাথী প্রকল্পের অফিসের ঠিকানা / Sabooj Sathi Scheme Office Address

পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও
অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিত্ত নিগম,
ব্লক – সিএফ, ২১৭/এ/১, সেক্টর – ১,
সল্ট লেক, কলকাতা, ৭০০০৬৪.

অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার,
ডিজে (DJ) – ৪, সেক্টর-II , অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ,
এসডিও বিধাননগর, ৪ র্থ তলা, সল্ট লেক,
কলকাতা, ৭০০০৯১.

সবুজ সাথী প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Sabooj Sathi Scheme

  • পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • শিক্ষার্থীদের সরকারি পরিচালিত সরকার সাহায্যপ্রাপ্ত কিংবা সরকার স্পন্সার স্কুল অথবা পশ্চিমবঙ্গ রাজ্যের মাদ্রাসা স্কুলের ছাত্র-ছাত্রী হতে হবে।
  • শিক্ষার্থীদের নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হতে হবে।

সবুজ সাথী প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Sabooj Sathi Scheme

  1. আধার কার্ড জমা দিতে হবে
  2. মোবাইল নম্বর থাকা আবশ্যিক
  3. পশ্চিমবঙ্গের আবাসন অর্থাৎ বাড়ির ঠিকানা প্রমাণপত্র জমা দিতে হবে।
  4. শিক্ষার্থীর আইডেন্টিটি কার্ড জমা দিতে হবে।

সবুজ সাথী প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Sabooj Sathi Scheme

  1. শিক্ষার্থীদের সুবিধার্থে যে কোন জায়গা থেকে আবেদন করার প্রয়োজনীয়তা নেই, এর জন্য সরকার একটি সুনির্দিষ্ট সহজ পন্থা তৈরি করে রেখেছেন যাতে করে ছাত্রছাত্রীদের অথবা তার অভিভাবকদের কোনরকম কোন অসুবিধা না হয়।
  2. ছাত্রছাত্রীরা যে স্কুলে পাঠরত সেই স্কুল সবুজ সাথী পোর্টালে যোগ্য শিক্ষার্থীদের নাম নিবন্ধন করবে।
    শিক্ষার্থীদের তথ্য পূরণ করবার পর সেগুলি স্কুল কর্তৃপক্ষ দ্বারা তাদেরকে যাচাই করা হবে।
  3. সমস্ত তথ্য যথাযথভাবে যাচাই করনের পরই স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীর সমস্ত তথ্য সবুজ সাথী পোর্টালে জমা করবেন।
  4. এর পরবর্তী ধাপে যে সমস্ত জেলায় জেলায় নোডাল অফিসারা রয়েছেন তারা এই আবেদন পত্র গুলি যাচাই করবেন।
  5. সবশেষে তৈরি হবে যোগ্য শিক্ষার্থীদের একটি তালিকা।
  6. তালিকা তৈরি হয়ে গেলে কুল অথবা সরকারের দ্বারা বাছাই করা গ্রুপ প্রোগ্রামে সেই সমস্ত শিক্ষার্থীদের দেওয়া হবে সাইকেল।

সবুজ সাথী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

সবুজ সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
সবুজ সাথী প্রকল্পের গাইডলাইন ডাউনলোড করুনClick Here
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment