আকাঙ্ক্ষা হাউসিং স্কিম: রাজ্য সরকারের অত্যন্ত সস্তাই ফ্ল্যাট দিচ্ছে, এবার হবে আপনার ফ্ল্যাট নেওয়ার স্বপ্ন পূরন

Baisali Samanta
Akanksha Housing Scheme
WhatsApp Channel Follow Now

নামমাত্র মূল্যে এবার সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন বাড়ি কিংবা ফ্ল্যাট, এমন সুবিধার কথাই ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ সরকার। তাই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাড়ি নির্মাণ ঋণের একটি নতুন প্রকল্প চালু করেছেন যার নাম “আকাঙ্ক্ষা প্রকল্প(Akanksha Housing Scheme)”। পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার বিভাগের ওপর জমি চিহ্নিতকরণের দায়িত্ব রয়েছে, তাদের চিহ্নিত করা জমির উপরে সরকার কোটি টাকার ফ্ল্যাট নির্মাণ করছে। তবে সে জমি আবাসন বিভাগকে বিনামূল্যে প্রদান করা হচ্ছে, যা এক লহমায় সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে ও করেছে বেশ কিছুটা নিশ্চিন্তও।

আকাঙ্ক্ষা হাউসিং স্কিমের বিবরণ / Overview of Akanksha Housing Scheme

প্রকল্পের নামআকাঙ্ক্ষা হাউসিং স্কিম
কোন কোন রাজ্যে চালু হয়েছেপশ্চিমবঙ্গ
প্রকল্প শুরু করেছেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোন বিভাগের অন্তর্গতহাউজিং বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার
প্রকল্প শুরুর তারিখ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনপশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মচারীরা
আবেদনের বয়স সীমা১৮ বছরের ঊর্ধ্বে
কি কি সুবিধা পাবেননামমাত্র মূল্যে রাজ্য সরকারী কর্মচারীরা ফ্ল্যাট পেয়ে যাবেন। প্রতি বর্গফুটের দাম ২১০০ টাকা থেকে ৩১০০ টাকার মধ্যে।
অনলাইনে আবেদনClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

আকাঙ্ক্ষা হাউসিং স্কিমের সুবিধা / Benefits of Akanksha Housing Scheme

রাজ্য সরকারের কর্মচারীদের গ্রেড পের উপর ভিত্তি করেই এই আবসান গুলি তৈরি হয়েছে। নামমাত্র মূল্যে ফ্ল্যাট দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে বিস্তারিতভাবে।

  • প্রথমেই বলি রাজ্য সরকারের কর্মচারীদের যাদের গ্রেড পে ২৯০০ টাকা পর্যন্ত তাদের জন্য বরাদ্দ স্ট্যান্ডার্ড বিল্ড আপ এলাকা হল ৪৬৪ বর্গফুট, যাতে তাঁরা পেয়ে যাবেন একটি বেডরুম, একটি মাস্টার রুম, একটি বারান্দা, একটি রান্নাঘর এবং একটি টয়লেট যার মোট মূল্য ১০,২০,৪০০ টাকা। প্রতি বর্গফুটের দাম পরছে ২২০০ টাকা করে।
  • এরপর বলি সেই সমস্ত রাজ্য কর্মচারীদের কথা যাদের গ্রেড পে ২৯০১ থেকে ৪৮০০ টাকা পর্যন্ত । তাদের জন্য বিল্ড আপ এলাকা বরাদ্দ রয়েছে ৭১০ বর্গফুট, যাতে তাঁরা পেয়ে যাবেন দুটো বেডরুম একটি লিভিংসহ ডাইনিং রুম একটি বারান্দা একটি রান্নাঘর একটি টয়লেট মোট মূল্য ১৫,৬২,০০০ টাকা। প্রতি বর্গফুটে যার দাম ২২০০ টাকা করে।
  • এরপর আসি সেই সমস্ত রাজ্য কর্মচারীদের কথা যাদের গ্রেড পে ৪৮০১ থেকে ৭৬০০ পর্যন্ত। তাদের জন্য বিল্ড আপ বরাদ্দ এলাকা হলো ৯২৪ বর্গফুট, যাতে তাঁরা পাবেন দুটো বেডরুম, একটা ডাইনিং সহ ড্রয়িং রুম, একটি রান্নাঘর, একটি বারান্দা, দুটো টয়লেট। মোট মূল্য ২৮,৬৪,৪০০ টাকা। প্রতিবর্গ ফুটে যার দাম ৩১০০ টাকা করে।
  • এর পরবর্তী ধাপ হল যে সমস্ত কর্মীদের গ্রেড পে ৭৬০১ থেকে ৮৮৯৯ টাকা পর্যন্ত , তাদের জন্য বরাদ্দ বিল্ড আপ এলাকা হলো ১২৭৩ বর্গফুট যাতে তাঁরা পাবেন তিনটে বেডরুম, একটা ডাইনিং সহ, ড্রয়িং রুম, দুটি বারান্দা, দুটো টয়লেট, একটি রান্নাঘর, মোট মূল্য ৩৯,৪৬, ৩০০। প্রতি বর্গফুটে দাম ৩১০০ টাকা।
  • সব শেষে আলোচনা করব সেই সমস্ত কর্মীদের যাদের গ্রেড পে ৮৯০০ বা তার বেশি, তাদের জন্য ১৪৩৪ বর্গফুট এলাকা বরাদ্দ। যেখানে তাঁরা পেয়ে যাবেন। তিনটে বেডরুম একটা ড্রয়িং রুম সহ ডাইনিং দুটি বারান্দা একটি রান্নাঘর দুটি টয়লেট একটি স্টোর রুম যার মোট মূল্য ৪৪,৪৫, ৪০০। অর্থাৎ প্রতি বর্গমিটার ৩১০০ টাকা।

কারা আকাঙ্ক্ষা হাউসিং স্কিমে আবেদন করতে পারবেন(Who can apply for Akansha Housing Scheme) ?

  • পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী একমাত্র আবেদনের যোগ্য।
  • আবেদনকারীরা যেন পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হন।
  • অন্য কোন আবাসন প্রকল্পের সুবিধা যেন আবেদনকারীরা এর আগে না পেয়ে থাকেন।

কারা আকাঙ্ক্ষা হাউসিং স্কিমে আবেদন করতে পারবেন না(Who can not apply for Akansha Housing Scheme) ?

পশ্চিমবঙ্গ আকাঙ্ক্ষা হাউজিং স্কিমের(Akanksha Housing Scheme) সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, অনেকেই আসুন দেখে নেওয়া যাক কারা সেই তালিকায় নেই।

  • পৌরসভা পঞ্চায়েত কিংবা কর্পোরেশনের কর্মচারীগণ।
  • অবসরপ্রাপ্ত কিন্তু পুনরায় নিয়োগ প্রাপ্ত সরকারি কর্মচারী।
  • সেন্ট্রাল সার্ভিস অফিসার গন।
  • পশ্চিমবঙ্গের বিচার বিভাগীয় পরিষেবা গুলিতে কর্মরত রয়েছেন যে সমস্ত কর্মচারীরা।
  • সাহায্যপ্রাপ্ত বা স্পনসরড ইনস্টিটিউট যারা রাজ্য সরকারের অধীনে রয়েছেন।

আকাঙ্ক্ষা হাউসিং স্কিমে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Akanksha Housing Scheme

  1. আধার কার্ডের কপি জমা দিতে হবে
  2. আয়ের শংসাপত্র জমা দিতে হবে
  3. পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা অর্থাৎ আবাসিক প্রমাণ পত্র জমা দিতে হবে।
  4. আবেদনকারী যে একজন সরকারি কর্মচারী তার পরিচয় পত্র জমা দিতে হবে।

আকাঙ্ক্ষা হাউসিং স্কিমের যোগাযোগের বিবরণ / Akanksha Housing Scheme Contact Details

  • হেল্প লাইন নম্বর
    ০৩৩-২২৬২৮১৪৭
    ০৩৩-২২৬২৮১৪৮
  • আকাঙ্ক্ষা হাউজিং স্কিম, ওয়েস্ট বেঙ্গল
    এনএসবিল্ডিং,
    ১, কে এস রয় রোড,
    কলকাতা-৭০০০০১
  • আবাসন বিভাগ, পশ্চিমবঙ্গ
  • এ ব্লক, এক তলা,
  • নতুন সচিবালয় ভবন,
  • ১, কেএস রায় রোড কলকাতা-৭০০০০১

আকাঙ্ক্ষা হাউজিং স্কিমে আবেদন করার পদ্ধতি/ How to apply in Akanksha Housing Scheme

এই আকাঙ্ক্ষা হাউজিং স্কিমে(Akanksha Housing Scheme) আবেদন করতে গেলে সমস্ত পদ্ধতিটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আসুন দেখে নেওয়া যাক অনলাইনে আবেদন পদ্ধতির প্রতিটি ধাপ।

  1. প্রথমেই আবেদনকারীকে সমস্ত শর্তাবলী পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে। সমস্ত শর্তাবলী পড়ে নেবার পর আবেদনের অপশনে ক্লিক করতে হবে।।
  2. আবেদনের অপশনে ক্লিক করা মাত্রই আবেদনকারীকে আকাঙ্ক্ষা হাউসিং স্কিমের অনলাইন আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  3. প্রয়োজনীয় নথি পত্রগুলি আপলোড করতে হবে এবং আবেদনে নিজের সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করতে হবে।
  4. আবেদনপত্র পূরণ করবার পর আবেদনকারীকে আবেদন ফ্রি বাবদ ব্যাঙ্ক অফ বরোদার যেকোনো শাখায় ২৫ হাজার টাকা জমা করতে হবে।
  5. এরপর আবেদনকারীর ওই আবেদন পত্রটি পশ্চিমবঙ্গ আবাসন বিভাগের বিশিষ্ট কর্মকর্তাদের দ্বারা যাচাই বরফ করে নেয়া হবে।
  6. যাচাই করনের শেষে লটারির ভিত্তিতে আবেদনকারীরা নির্বাচিত হবে।
  7. যে সমস্ত আবেদনকারীদের নাম লটারি ভিত্তিতে ও মনোনীত হবে তারা আকাঙ্ক্ষা স্কিমের সুবিধার পাওয়ার জন্য বরাদ্দপত্র পাবে।
  8. যে সমস্ত আবেদনকারীরা তাদের গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা চাইছেন তাদের জন্য আবার আলাদা লটারি ব্যবস্থা রাখা হবে এবং গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা মূল্য নির্ধারণ করা হবে।

আকাঙ্ক্ষা হাউজিং স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

আকাঙ্ক্ষা হাউজিং স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
আকাঙ্ক্ষা হাউজিং স্কিমের বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্কClick Here

আকাঙ্ক্ষা হাউজিং স্কিম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:

১) পিএস ইউ এর কর্মীরা কি এই আকাঙ্ক্ষা স্কিমের আবেদনের যোগ্য?

না শুধুমাত্র সরকারি কর্মচারীরাই আবেদন করতে পারবেন।

২) আকাঙ্ক্ষা স্কিনের সুবিধাভোগীদের নাম কিভাবে বাছাই করা হয়?

স্বচ্ছ লটারি পদ্ধতির মাধ্যমে বেছে নেওয়া হয় সুবিধাভোগীদের নাম। নির্বাচিত প্রার্থীদের কাছে অস্থায়ী বরাদ্দপত্র জারি করা হয়।

৩) পশ্চিমবঙ্গের আকাঙ্ক্ষাস টিম ের কেন্দ্রীয় সরকারি কর্মীরা কি সুবিধা পেতে পারে?

শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্মীরাই এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য।

৪) যে সমস্ত কর্মচারীদের গ্রেট পে ৮৯০০ কিংবা তার থেকে অধিক শিশুর ব্যক্তি আবেদন করতে পারবেন?

নিশ্চয়ই তাঁরা সকলেই এই সুবিধা পেতে পারেন তাদের জন্য দুটি বারান্দা সহ থ্রি বি এইচ কে এলিগেন্ট বাড়ি উপলব্ধ।

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment