Atal Pension Yojana : যাঁরা বেসরকারি অথবা অন্য কোন চাকরি কিংবা ব্যবসা করেন তাঁদের মাথায় সবসময় চিন্তা থাকে বয়স কালে কাজ না করতে পারলে সংসার কিভাবে চলবে? তবে আপনাদের আর চিন্তা করতে হবে না। কেন্দ্র সরকার নিয়ে এসেছে দুর্দান্ত পেনশন স্কিম।
এখন মানুষ আয় আর ব্যয়ের পাশাপাশি বিনিয়োগেও মনোনিবেশ করেছে। কিন্তু অনেকেই বেসরকারি প্ল্যানে বিনিয়োগ করতে ভয় পায়। সেক্ষেত্রে আপনারা চাইলে কেন্দ্র সরকারের এই পেনশন স্কিমটিতে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। আমরা কথা বলছি অটল পেনশন যোজনা সম্পর্কে।
এই যোজনা দেশের সমস্ত নাগরিকদের ভবিষ্যতের কথা মাথায় রেখে 2015 সালের 9 ই মে কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল। এই স্কিম মূলত অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের বার্ধক্যে আয় সুরক্ষা প্রদান করে থাকে। 2023-24 অর্থবর্ষে অটল পেনশন যোজনায় নতুন 7.9 মিলিয়ন মানুষ বিনিয়োগ করেছে। এই মুহূর্তে মোট 60 মিলিয়নেরও বেশি মানুষ এই স্কিমের সাথে যুক্ত রয়েছে।
অটল পেনশন যোজনার বিবরণ / Overview of Atal Pension Yojana
প্রকল্পের নাম | অটল পেনশন যোজনা |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | দেশের প্রতিটি রাজ্যে |
প্রকল্প শুরু করেছেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
কোন বিভাগের অন্তর্গত | ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগ |
প্রকল্প শুরুর তারিখ | ৯ ই মে, ২০১৫ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | আয়কর দাতা নন এমন ব্যক্তি |
আবেদনের বয়স সীমা | ১৮ থেকে ৪০ বছর |
কি কি সুবিধা পাবেন | ১. মাসে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। ২. মাসে ৮৪ টাকা জমা করলে বার্ষিক ১২ হাজার টাকা পেয়ে যাবেন। |
অনলাইনে আবেদন | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অটল পেনশন যোজনা কী(What is Atal Pension Yojana) ?
এটি সরকার সমর্থিত পেনশন প্রোগ্রাম। ভারতীয়দের অবসর গ্রহণের পর এই পেনশন স্কিম তাদের স্থিতিশীল আয় প্রদান করে থাকে। এতে আপনারা কর ছাড়ের সুবিধা পেয়ে যাবেন। এই পেনশন স্কিমে বিনিয়োগ করলে বার্ধক্যে মাসিক 1 হাজার টাকা থেকে 5 হাজার টাকা পর্যন্ত পেনশন পেয়ে যেতে পারেন।
অটল পেনশন যোজনা আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা কম করে। পেনশন ফান্ড রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা এই যোজনা পরিচালিত। অবসর গ্রহণের জন্য এখন থেকেই সঞ্চয় করে রাখুন, ফলে পরবর্তী সময়ে যেকোনো রকম অসুস্থতা, মাসিক খরচ আর দুর্ঘটনা সহ বিভিন্ন ধরনের ব্যয় থেকে রেহাই পাবেন।
অটল পেনশন যোজনার উদ্দেশ্য / Objectives of Atal Pension Yojana
এই যোজনার কয়েকটি সুবিধা রয়েছে-
- এই যোজনাটি ভারত সরকার দ্বারা পরিচালিত, ফলে বিনিয়োগের রিটার্ন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।
- এই স্কিমে কর ছাড়ের সুবিধে রয়েছে।
- যেকোনো ব্যাংকে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করা যাবে।
- অটল পেনশন যোজনার আওতায় মাসিক পেনশন 60 বছর বয়স থেকে শুরু হয়।
- বেসরকারি কর্মী অথবা ব্যবসায়ীদের জন্য টেনশনের দারুন সুযোগ।
- বিনিয়োগকারীর মৃত্যুর পর তাঁর স্ত্রী অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন অথবা চালিয়ে নিয়ে যেতে পারেন।
কারা অটল পেনশন যোজনায় আবেদন করতে পারবেন(Who can apply for Atal Pension Yojana)?
এই যোজনায় আবেদন করার জন্য সরকার যোগ্যতার মানদন্ড নির্ধারণ করেছে-
- এই পেনশন স্কিমে বিনিয়োগ করার জন্য আপনাকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
- এই যোজনায় বিনিয়োগ করার জন্য আপনার বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বাধিক ৪০ বছরের মধ্যে।
- নিজস্ব সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে।
- আধার কার্ডের সাথে ব্যাংক একাউন্ট অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে।
- যেকোনো রকম সামাজিক নিরাপত্তা প্রকল্পের অংশ হওয়া চলবে না।
- ন্যূনতম ২০ বছরের জন্য এই যোজনায় আবেদন করার প্রতিশ্রুতি নিতে হবে।
অটল পেনশন যোজনায় মাসিক পেনশন এর পরিমান / Amount of monthly pension in Atal Pension Yojana
অটল পেনশন যোজনায়(Atal Pension Yojana) ন্যূনতম 1 হাজার টাকা থেকে 5 হাজার টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। যথা:- 1 হাজার টাকা, 2 হাজার টাকা, 3 হাজার টাকা, 4 হাজার টাকা ও 5 হাজার টাকা।
অটল পেনশন যোজনাতে আই কর ছাড়ের সুবিধা / Benefits of Income Tax Exemption in Atal Pension Yojana
হ্যাঁ, এই যোজনায় আপনারা কর ছাড়ের সুবিধা পেয়ে যাবেন। কর বাঁচাতে চাইলে অটল পেনশন যোজনায় অবশ্যই বিনিয়োগ করতে পারেন। আয়কর আইন 1961-র 80CCD ধারার অধীনে মোট আয়ের 10 শতাংশ বা 1 লাখ 50 হাজার টাকায় কর ছাড় পাবেন। 80CCD ধারায় অতিরিক্ত 50 হাজার টাকা ছাড় পাওয়া যায়।
অটল পেনশন যোজনাতে আবেদন করার পদ্ধতি / How to apply in Atal Pension Yojana
আপনি নিজের পছন্দমত যেকোন ব্যাংক থেকে অটল পেনশন যোজনা আওতায় অ্যাকাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করতে পারেন। আবার চাইলে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করতে পারেন। এরপর প্রয়োজনীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করে ব্যাংকে জমা দেবেন। এক্ষেত্রে আপনার বৈধ মোবাইল নম্বরটি দরকার হবে।
ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই মনে করে আধার কার্ডের ফটোকপি জমা করবেন। আপনার আবেদন গ্রহণ করা হলে মোবাইলে মেসেজ চলে যাবে।
অটল পেনশন যোজনার ফর্ম পূরণ করার পদ্ধতি / Procedure to Fill Atal Pension Yojana Application Form
আপনারা সহজ কয়েকটি ধাপে অটল পেনশন যোজনার(Atal Pension Yojana) ফর্ম পূরণ করতে পারবেন।
ফর্মটি সংগ্রহ করে সবার প্রথমে ব্যাংকের নাম ও নির্দিষ্ট শাখার নাম লিখতে হবে। অবশ্যই ব্লক অক্ষরে সম্পূর্ণ ফর্মটি পূরণ করবেন। ব্যাংকের বিবরণে আপনার অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম ও বিভাগ উল্লেখ করতে হবে।
এরপর আপনার ব্যক্তিগত তথ্যের প্রয়োজন হবে।
- সে ক্ষেত্রে আপনার শিরোনাম সবার প্রথমে দেবেন।
- আপনি পুরুষ হলে স্ত্রী, বিবাহিত মহিলা হলে শ্রীমতি আর অবিবাহিত মহিলা হলে কুমারী দিতে পারেন।
- আপনার সম্পূর্ণ নাম, জন্ম তারিখ আর বয়স সঠিক জায়গায় লিখবেন।
- এরপর মোবাইল নম্বর, ইমেইল এড্রেস আর আধার নম্বর উল্লেখ করবেন।
- এরপর আপনার নমিনি বাছাইয়ের পালা। নমিনির নাম উল্লেখ করার পর, তিনি নাবালক হলে জন্মের তারিখ ও অভিভাবকের নাম লিখতে হবে।
- নমিনি অন্য কোন সামাজিক নিরাপত্তা স্কিমের সুবিধা পাচ্ছে কিনা অথবা একজন আয়কর দাতা কিনা সেদিন লেক করবেন।
- এরপর আপনি মাসিক কত টাকা পেনশন পেতে চান সেটি পূরণ করবেন না। কারন এই দায়িত্ব ব্যাংকের।
- এতদূর হয়ে যাওয়ার পর ফর্মের নিচে তারিখ ও ঠিকানা লিখবেন।
- মনে করে অবশ্যই ফর্মে সিগনেচার করবেন। চাইলে টিপছাপ দিতে পারেন।
অটল পেনশন যোজনার থেকে নাম প্রত্যাহার করার নিয়মাবলী / Rules for Withdrawal from Atal Pension Yojana
এই যোজনায় সুবিধাভোগী ব্যক্তি ন্যূনতম 60 বছর বয়সে একাউন্ট বন্ধ করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক ভাবে টাকা তোলা যায়। যেমন- বিনিয়োগকারীর দীর্ঘস্থায়ী অসুস্থতা, 60 বছর বয়স হওয়ার আগে অকস্মাৎ মৃত্যু ইত্যাদি।
কোন ক্ষেত্রে অটল পেনশন যোজনার ব্যাংক একাউন্ট সিজ হয়ে যেতে পারে(In which case the bank account of Atal Pension Yojana can be seized) ?
একভাবে 6 মাস প্রিমিয়াম জমা না করলে অ্যাকাউন্ট সিজ হয়। 12 মাস প্রিমিয়াম জমা না করলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। আর যদি এক টানা 24 মাস একাউন্টে টাকা লেনদেন না হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।
অটল পেনশন যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
অটল পেনশন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |
অটল পেনশন যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক | Click Here |
অটল পেনশন যোজনার আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্ক | Click Here |
অটল পেনশন যোজনার বিনিয়োগ তথ্য ডাউনলোড লিঙ্ক | Click Here |