রুপশ্রী প্রকল্প: মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দিচ্ছে রাজ্য সরকার, দেখে নিন আবেদন পদ্ধতি

Arpita Paul
Rupashree Scheme
WhatsApp Channel Follow Now

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রাজ্যের সকল জনসাধারণের জন্য নানা সময়ে নানা প্রকল্প এনেছে। এরমধ্যে মহিলাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হল লক্ষী ভান্ডার ,কন্যাশ্রী , যুবশ্রী, নানারকম বৃত্তি প্রকল্প এবং কুটির শিল্পের সংক্রান্ত একাধিক আর্থিক সাহায্যের প্রকল্প। তবে আজকের এই প্রতিবেদনে আমরা রাজ্য সরকারের আরো একটি মহিলাদের প্রকল্পের বিষয়ে আলোচনা করব সেটি হল রূপশ্রী প্রকল্প(Rupashree Scheme)।

প্রকল্পের সূচীপত্র
রুপশ্রী প্রকল্পের বিবরণ / Overview of Rupashree Schemeরুপশ্রী প্রকল্প কি(What is Rupashree Scheme) ?রুপশ্রী প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Rupashree Schemeরুপশ্রী প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Rupashree Schemeরুপশ্রী প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Rupashree Schemeকারা রুপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন(Who can apply for Rupashree Scheme) ?রুপশ্রী প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Rupashree Schemeরূপশ্রী প্রকল্পে আবেদন করার সঠিক সময় / Right time to apply for Rupshree schemeরূপশ্রী প্রকল্পের টাকা কিভাবে পাবেন(How to get Rupashree Scheme money) ?রুপশ্রী প্রকল্পে আবেদনের কতদিন পর টাকা পাবেন(How many days after applying for Rupashree Scheme will you get money) ?রুপশ্রী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের অর্থাৎ দরিদ্র পরিবারের মহিলাদের বিবাহের জন্য আর্থিক সাহায্য করাই হলো রূপশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পে আবেদন করলে গ্রাহক এককালীন সরকারের তরফ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য হিসেবে বিয়ের অনুদান স্বরূপ পেয়ে থাকেন। কিভাবে আবেদন করবেন ,কারা কারা আবেদন করতে পারেন, আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেই সকল বিস্তারিত তথ্য আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি-

রুপশ্রী প্রকল্পের বিবরণ / Overview of Rupashree Scheme

রুপশ্রী প্রকল্পের বিবরণ

প্রকল্পের নামরুপশ্রী প্রকল্প
কোন কোন রাজ্যে চালু হয়েছেপশ্চিমবঙ্গ
প্রকল্প শুরু করেছেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোন বিভাগের অন্তর্গতসমাজ কল্যাণ দপ্তর
প্রকল্প শুরুর তারিখ৩১ শে জানুয়ারি, ২০১৮
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনপশ্চিমবঙ্গের সাবালিক মেয়েরা
আবেদনের বয়স সীমা১৮ বছরের ঊর্ধ্বে
কি কি সুবিধা পাবেনএই প্রকল্পে আবেদন করলে মেয়ের বিয়ে উপলক্ষে ২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে।
আবেদনপত্রClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

রুপশ্রী প্রকল্প কি(What is Rupashree Scheme) ?

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্য জুড়ে দরিদ্র সীমার নিচে থাকা এবং আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের বিবাহযোগ্য মেয়েদের সরকারের তরফ থেকে বিবাহের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের অধীনে আবেদনকারী মহিলা প্রার্থীদের বার্ষিক আয় দেড় লক্ষ্য টাকার নিচে হলেই আবেদন করতে পারবেন এবং প্রকল্পের সুবিধা স্বরূপ প্রার্থীরা এককালীন ২৫ হাজার টাকা আর্থিক অনুদান হিসাবে পাবেন

রুপশ্রী প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Rupashree Scheme

  • এই প্রকল্পের মাধ্যমে নাবালিকা বিবাহ প্রতিরোধ অনেকটাই সম্ভব হয়েছে অর্থাৎ বিবাহযোগ্য মেয়েরা ১৮ বছরের পরে বিবাহ করলে এই প্রকল্পের সুবিধা পাবেন।
  • এই প্রকল্পে যোগ্য পাত্ররাও বিবাহের বয়স অতিক্রম করার পরেই এই প্রকল্পের ভিত্তিতে বিবাহ বসতে পারবেন।
  • ছাত্রীরা নির্দিষ্ট বয়স অর্থাৎ বিবাহযোগ্য বয়স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
  • নাবালিকা বিবাহের ফলে শারীরিক অসুস্থতার কারণে অনেক মেয়ে গর্ভাবস্থায় মারা যান এই শারীরিক অসুস্থতা রুখতে বিশেষ সহায়ক হবে।
  • ছাত্রীরা আরো উন্নত আর্থিক সুবিধা লাভের সাহায্য পাবেন

রুপশ্রী প্রকল্পটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Rupashree Scheme

  1. আবেদনকারী মহিলা প্রার্থীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার ওপরে হতে হবে।
  2. আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন অব্দি তাকে অবিবাহিত থাকতে হবে।
  3. বিয়ের জন্য প্রস্তাবিত পাত্রের বয়স ২১ বছর হতে হবে।
  4. উল্লেখিত বিয়ে পাত্রীর অবশ্যই প্রথম বিয়ে হতে হবে।
  5. স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে বা ন্যূনতম ১০ বছর পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে।
  6. প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় কোনভাবেই দেড় লক্ষ উপরে হওয়া চলবে না।
  7. প্রার্থী নিজস্ব নামে যেসব ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  8. আবেদনপত্রের সঙ্গে পাত্রী এবং পাত্রের বর্তমান পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জমা করতে হবে।

রুপশ্রী প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Rupashree Scheme

  1. প্রার্থীর মাধ্যমিকের এডমিট কার্ড বা জন্মের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট
  2. জাতীয়তা প্রমাণপত্র হিসাবে আঁধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড
  3. উল্লিখিত সকল লোকও ম্যান জেরক্স কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।
  4. প্রার্থী অবিবাহিত তার উপযুক্ত প্রমাণ জমা করতে হবে।
  5. প্রার্থীর বার্ষিক আয়ের প্রমাণ অর্থাৎ আয়ের সার্টিফিকেট আবেদনপত্রের সঙ্গে দিতে হবে।
  6. বিয়ের আমন্ত্রণ কার্ড জমা করতে হবে

কারা রুপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন(Who can apply for Rupashree Scheme) ?

  • আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • প্রার্থী বার্ষিক আয় কোন ভাবেই দেড় লক্ষ টাকার উপরে হওয়া চলবে না।
  • পাত্রী এবং পাত্রের বয়স নির্ধারিত শর্তের অনুসারে থাকতে হবে।

রুপশ্রী প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Rupashree Scheme

আপনার স্থানীয় এলাকার নিকটস্থ ব্লক বা মহাকুমা অফিসে আবেদনের জন্য যোগাযোগ করুন। অফিসের কার্যালয় থেকেই আপনি আবেদন পত্র পেয়ে যাবেন এবং উপযুক্ত তথ্যসহকারে সেই আবেদন পত্র সংশ্লিষ্ট কার্যালয় জমা করুন এছাড়াও অনলাইন মাধ্যমে Rupashree 2.0 পোর্টাল থেকে পিডিএফ ডাউনলোড করে তা প্রিন্ট আউট করে জমা করতে পারেন।

রূপশ্রী প্রকল্পে আবেদন করার সঠিক সময় / Right time to apply for Rupshree scheme

রূপশ্রী প্রকল্পের জন্য আপনি বছরের যে কোন সময় এতেই আবেদন করতে পারেন সারা বছরেই এই প্রকল্পের জন্য আবেদন পত্র জমা নেওয়া হয়ে থাকে। তবে আপনার নির্ধারিত বিবাহের তারিখে দুই মাস আগে আবেদন করে রাখলে ভালো হয় কেননা আবেদন পত্র জমা করার পর আবেদনের সত্যতা বিচার করে তারপরেই আপনার জন্য টাকা অনুমোদন করা হবে।

রূপশ্রী প্রকল্পের টাকা কিভাবে পাবেন(How to get Rupashree Scheme money) ?

রুপশ্রী প্রকল্পের(Rupashree Prakalpa) টাকা আপনি সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন এই জন্য আপনাকে আবেদনপত্রের সঙ্গে একটি সঠিক এবং বৈধ নিজস্ব নামের ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকে প্রথম পৃষ্ঠার জেরক্স জমা করতে হবে।

রুপশ্রী প্রকল্পে আবেদনের কতদিন পর টাকা পাবেন(How many days after applying for Rupashree Scheme will you get money) ?

মোটামুটি আবেদনের পর ৭ থেকে কুড়ি দিনের মাথায় প্রার্থীর ব্যাংক একাউন্টে টাকা জমা করা হয় অবশ্য ২০ দিন পেরিয়ে গেলে আপনি আপনার সংশ্লিষ্ট কার্যালয় যোগাযোগ করতে পারেন বা রুপশ্রী আইডি পাসওয়ার্ড এর মাধ্যমে অনলাইন পোর্টালেও কারেন্ট স্ট্যাটাস দেখে নিতে পারেন।

রূপশ্রী প্রকল্প সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:

১) রুপশ্রী কি প্রত্যেক বছরই পাওয়া যায়?

না পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর্থিকভাবে দুর্বল এবং অসহায় পরিবারের মহিলাদের কেবলমাত্র প্রথম বিবাহের জন্য আর্থিক সাহায্য এককালীন পাওয়া যায়।

২) রুপশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন?

এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থী কোন নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না।

৩) আগে থেকে রেজিস্ট্রি ম্যারেজ করে থাকলে কি রুপশ্রী প্রকল্পে আবেদন করা যাবে?

না রেজিস্ট্রি ম্যারেজ করা থাকলে প্রার্থী অফিসিয়াল ভাবে বিবাহ সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ বিবাহের পরে কোনরূপ আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে পাওয়া যাবে না।

৪) কন্যাশ্রী এবং রুপশ্রী উভয় প্রকল্পের টাকা কি একসঙ্গে পাওয়া যেতে পারে?

কন্যাশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রার্থীর বয়স ১৮ বছর হতে হবে এবং অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে অর্থাৎ আবেদন পত্রের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার উপযুক্ত প্রমাণ জমা করতে হবে। অন্যদিকে রুপশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ কিংবা ১৯ বছর হতে হবে এবং অবিবাহিত থাকতে হবে অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের টাকা পেয়ে যাওয়ার পর আপনি রুপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

রুপশ্রী প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

রুপশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
রুপশ্রী প্রকল্পের বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্কClick Here
রুপশ্রী প্রকল্পের আবেদনের ফর্ম ডাউনলোড লিঙ্কClick Here
রুপশ্রী প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করার লিঙ্ক Click Here
রুপশ্রী প্রকল্পের আবেদনের নিয়ামাবলিClick Here
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment