স্ট্যান্ড অফ ইন্ডিয়া স্কিম: মহিলাদের ১০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে কেন্দ্র সরকার, দেখে নিন কিভাবে আবেদন করবেন

Baisali Samanta
WhatsApp Channel Follow Now

বর্তমানে রাজ্যসহ সারা দেশ জুড়েও জনসাধারণের উদ্দেশ্যে তৈরি হয়েছে নানান স্কিম। যে স্কিম গুলি জনসাধারণের জীবনে একটু হলেও সহায়তা প্রদান করছে। আজকে আলোচনা করব তেমনি একটি স্কিম সম্পর্কে যার নাম স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম (Stand Up India Scheme)। নামেও রয়েছে বেশ অভিনবত্বের ছোঁয়া। আসুন জেনে নিই এই স্কিম সম্পর্কে দু-চার কথা।

স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের বিবরণ বিবরণ / Overview of Stand Up India Scheme

প্রকল্পের নামস্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম
কোন কোন রাজ্যে চালু হয়েছেভারতবর্ষের প্রতিটি রাজ্যে
প্রকল্প শুরু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কোন বিভাগের অন্তর্গতআর্থিক পরিষেবা বিভাগ (DFS), অর্থ মন্ত্রণালয়, ভারত সরকার
প্রকল্প শুরুর তারিখ৫ ই এপ্রিল, ২০১৬
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনSC ও ST শ্রেণীর উদ্যোক্তা ও মহিলা উদ্যোক্তা
আবেদনের বয়স সীমা১৮ বছরের ঊর্ধ্বে
কি কি সুবিধা পাবেন১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা
অনলাইনে আবেদনClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

স্ট্যান্ড অফ ইন্ডিয়া স্কিমের উদ্দেশ্য / Objectives of Stand Up India Scheme

এই স্কিমটি SC/ST এবং মহিলা উদ্যোক্তাদের দ্বারা উৎপাদন, বাণিজ্য, পরিষেবা খাতে বা কৃষির সাথে যুক্ত কার্যকলাপে একটি নতুন উদ্যোগ স্থাপনের জন্য। ১০ লক্ষ থেকে ১০০ লক্ষ পর্যন্ত যৌগিক ঋণ (মেয়াদী ঋণ এবং কার্যকরী মূলধন সহ) প্রকল্পের ব্যয়ের ৮৫% পর্যন্ত প্রতিনিধিত্বকারী যোগ্য হবে।

স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমে আবেদনের যোগ্যতা / Eligibility Criteria for Stand Up India Scheme

এই স্কিমটি শুধুমাত্র মহিলা উদ্যোক্তা এসটি/ এসসিদের জন্য আবেদনযোগ্য। তবে বয়স হতে হবে ১৮ বছরের বেশি।

এই স্কিমের অধীনে ঋণ পাওয়া সহজতর ব্যাপার। তবে ঋণ পাবেন শুধুমাত্র সবুজ ক্ষেত্র প্রকল্পের(গ্রিনফিল্ড ইন্টারপ্রাইজ) জন্য যেমন উৎপাদন পরিষেবা কৃষি সংশ্লিষ্ট কার্যকলাপের জন্য এছাড়াও ব্যবসায়িক খাতে।

ঋণগ্রহীতাদের কোন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের খেলাপ হওয়া কখনই উচিত নয়।

ব্যক্তি উদ্যোগের ক্ষেত্রে শেয়ারহোল্ডিং এবং নিয়ন্ত্রণকারী অংশের ৫১ শতাংশ এস টি / এস সি কিংবা মহিলা উদ্যোক্তাদের হাতে থাকা উচিত।

স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের সুবিধা / Benefits of Stand Up India Scheme

ঋণগ্রহীতাদের জন্য থাকছে রূপে ডেবিট কার্ডের ব্যবস্থা। আবেদনকারীরা ১০ লক্ষ থেকে ১০০ লক্ষ টাকার মধ্যে যৌগিক ঋণের সুবিধা পাবেন ।

নেটওয়ার্কের মাধ্যমে হ্যান্ড হোল্ডিং সহায়তা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়ন প্রকল্প প্রতিবেদন তৈরি আবেদন পত্র পূরণ ইউটিলিটি সহায়তা পরিষেবা ওয়েব পোর্টালের মাধ্যমে প্রশিক্ষণ ইত্যাদিতে নিযুক্ত সংস্থাগুলিকে।

স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস / Documents required to apply for Stand Up India Scheme

  1. পাসপোর্ট সাইজের ছবি
  2. পরিচয় প্রমাণপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদি।
  3. স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র যেমন ভোটার আইডি কার্ড পাসপোর্ট বৈদ্যুতিক বিল টেলিফোনের বিল কিংবা সম্পত্তি করে রশিদ প্রভৃতি জমা দিতে হবে।
  4. ইজেরা ক্রিয়াকান্ডের ফটোকপি জমা দিতে হবে।
    অংশীদারদের অংশীদারিত্বের দলিল জমা দিতে হবে।
    ব্যবসার জন্য ঠিকানা প্রমাণ পত্র।
  5. ভাড়ার চুক্তিপত্র জমা দিতে হবে (যদি ব্যবসার জায়গাটি ভাড়ায় থাকে তাহলে)ও দূষণ নিয়ন্ত্রক বোর্ড থেকে ছাড়পত্র প্রয়োজন।
  6. প্রোমোটার কিংবা গ্যারান্টারদের সম্পদের দায় বিবৃতি জমা দিতে হবে।
  7. এস এস আই কিংবা এমএস এমির নিবন্ধন প্রয়োজন।
    আবেদনকারীরা যে এসটি কিংবা এসির শ্রেণীর অন্তর্গত তা নিশ্চিত করার জন্য নথি প্রয়োজন।
  8. কোন কোম্পানির বেশিরভাগ অংশীদারিত্ব এস টি এস সি কিংবা নারী বিভাগের অন্তর্গত ব্যক্তির হাতে আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে, তাই সেটি নিশ্চিত করতে গেলে আরওসি থেকে অন্তর্ভুক্তির শংসাপত্র জমা দিতে হবে।
  9. সম্পত্তির লিজ ডিড কিংবা টাইটেল ডিড এর ফটোকপি জমা দিতে হবে যা প্রাথমিক কিংবা সমান্তরাল সিকিউরিটি হিসেবে গণ্য করা হবে।
  10. কার্যকরী মূলধন সীমার ক্ষেত্রে অবশ্য পরবর্তী দু’বছরের জন্য ও মেয়াদী ঋণের ক্ষেত্রে ঋণের মেয়াদের জন্য প্রজেক্টেড ব্যালেন্স শিট জমা দিতে হবে।

২৫ লাখের বেশি এক্সপোজারের ক্ষেত্রে যে সমস্ত নথি প্রয়োজন:

  • অ্যাসোসিয়েট কিংবা গ্রুপ কোম্পানির ক্ষেত্রে কোম্পানির শেষ তিন বছরের ব্যালেন্স শিট অবশ্যই জমা দিতে হবে।
  • এছাড়াও জমা দিতে হবে প্রকল্পের রিপোর্ট অধিগ্রহণ করার যন্ত্রপাতির সমস্ত বিবরণ এমনকি কার কাছ থেকে অধিগ্রহণ করা হবে সরবরাহকারীদের নাম দাম মেশিনের ক্ষমতা উৎপাদন বিক্রয় লাভ ক্ষতি এবং ব্যালেন্স শিট শ্রমের বিশদ বিবরণ কর্মী নিয়োগের বিবরণ এই ধরনের আর্থিক বিবরণের অনুমানের ভিত্তি গুলি সমস্তটাই জমা দিতে হবে।
  • কোম্পানির অন্যান্য পরিচালকের নাম প্রবর্তকের নাম প্লান্টের ঠিকানা শেয়ার হোল্ডিং প্যাটার্ন এ সমস্ত কিছু তথ্য জমা দিতে হবে।
  • কোম্পানির ব্যবহৃত কাঁচামাল তাদের সরবরাহকারীদের সমস্ত বিবরণ ক্রেতাদের সম্পর্কে বিস্তারিত বিবরণ এ ছাড়া প্রধান প্রতিযোগিতার সম্পর্কে বিশদে বিবরণ ও কোম্পানির প্রতিযোগিতা তুলনা কোম্পানির শক্তি ও দুর্বলতায় ইত্যাদি সমস্তটাই জানাতে হবে

স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমে আবেদন করার পদ্ধতি/ How to apply in Stand Up India Scheme

এই স্কিমে আবেদনের প্রক্রিয়াটি সমস্তটা অনলাইনের মাধ্যমে করতে হবে তার জন্য প্রথমেই আবেদনকারীকে পৌঁছে যেতে হবে তার নিকটতম ব্যাংক শাখায়। আর বি আইয়ের তরফ থেকে আপনার নিকটতম ব্যাংকের তথ্য চেক করার জন্য এই ওয়েবসাইট টিতে ক্লিক করুন। এছাড়াও লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অর্থাৎ এলডিএমের মাধ্যমেও খুঁজতে পারেন। এলডিএমআর বিশদে জানতে এই ওয়েবসাইটে ক্লিক করুন ।
অথবা আবেদন প্রক্রিয়াটি পোর্টালের মাধ্যমে করতে পারেন তার জন্য এই ওয়েবসাইট টিতে ক্লিক করুন।

অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি

  1. প্রথমেই স্ট্যান্ড আপ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টালে যেতে হবে।
  2. এরপরে আবেদনকারীর ব্যবসার অবস্থানে সম্পূর্ণ বিবরণ লিখতে হবে।
  3. পরবর্তী ধাপে আবেদনকারী এসটি / এসসি কিংবা মহিলার বিভাগ নির্বাচন করতে হবে এবং ধারণকৃত অংশীদারিত্ব ৫১ শতাংশ কিংবা তার বেশি কিনা সেটি সম্পর্কে নিশ্চিত করতে হবে।
  4. এ পরবর্তী ধাপে ব্যবসার প্রকৃতি নির্বাচন করতে হবে । ঋণের পরিমাণ ব্যবসার বিবরণ ও প্রাঙ্গণের বিবরণ ইত্যাদি দিতে হবে।
  5. অতীতে কোন ব্যবসার অভিজ্ঞতা সহ মেয়াদের বিষয়টিও উল্লেখ করতে হবে।
  6. এরপর আবেদনকারী কে হ্যান্ড হোল্ডিং বিকল্পটি নির্বাচন করতে হবে।
  7. আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত বিবরণ লিখতে হবে যার মধ্যে এন্টারপ্রাইজের নাম ও সংবিধান অন্তর্ভুক্ত রয়েছে।
  8. সবশেষে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিবন্ধন অপশনটি নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরেই এই নিবন্ধন সম্পন্ন হবে এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের লোন প্রক্রিয়াটি ও কর্মকর্তারা আপনার সাথে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সাথে স্ট্যান্ড আপ ইন্ডিয়া লোনের আবেদন প্রক্রিয়া শুরু করার যোগ্য হয়ে উঠবেন।

স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম মহিলাদের জন্য অনেক সুবিধা নিয়ে আসে। লাখ লাখ নারীরা ঋণ নিয়েছেন এবং সফল ব্যবসা স্থাপন করেছেন। এখানে এই স্কিমের মধ্যে দেওয়া বিভিন্ন সুবিধা এবং নির্দেশিকা সম্পর্কে আরও জানুন অফিসিয়াল ওয়েবসাইটে। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম হল SC/ST শ্রেণীর মহিলা উদ্যোক্তাদের উন্নতির জন্য উপলব্ধ সেরা স্কিমগুলির মধ্যে একটি। স্কিমটি ভারতজুড়ে ১.৭৪ লক্ষেরও বেশি ব্যাঙ্কে উপলব্ধ করা হয়েছে। স্কিমের জন্য আবেদন করার আগে সমস্ত স্কিম সম্পর্কিত নথি সাবধানে পড়ে নেবেন।

স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের বিজ্ঞপ্তি ডাউনলোড করুনClick Here
স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমের রেজিস্ট্রেশন করার লিঙ্কClick Here
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment