ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিম(National Savings Monthly Income Scheme) হল একটা চমৎকার বিনিয়োগের বিকল্প, যারা নিয়মিত মাসিক একটি আয় করতে চান তাদের জন্য এটি একটি উত্তম স্কিম। এই বিনিয়োগের ক্ষেত্রে বেশি আগ্রহী হন পেনশন ভোগী ব্যক্তিরা এবং ঝুঁকি প্রতিরোধকারী বিনিয়োগকারীরা। এই স্কিমটি তাদের জন্য বলা চলে একদম আদর্শ।
ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিমের বিবরণ / Overview of National Savings Monthly Income Scheme
প্রকল্পের নাম | ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিম |
কোন কোন রাজ্যে চালু হয়েছে | দেশের প্রতিটি রাজ্যে |
প্রকল্প শুরু করেছেন | কেন্দ্র সরকার |
কোন বিভাগের অন্তর্গত | অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয় বিভাগ |
প্রকল্প শুরুর তারিখ | ২০১৫ |
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস | ২০২৪ এ চালু আছে |
কারা আবেদন করতে পারবেন | ভারতীয় নাগরিক |
আবেদনের বয়স সীমা | নেই |
কি কি সুবিধা পাবেন | ১. এই স্কিমের আওতায় আপনারা প্রয়োজনে ঋণ নিতে পারবেন। ২. চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। ৩. প্র |
আবেদনপত্র | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিম কী?
এটি একটি জাতীয় সঞ্চয় মাসিক আয় প্রকল্প, ২০১৯ সালের ১২ই ডিসেম্বর জি এস আর ৯১৭e এই বিজ্ঞপ্তি মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের ঘোষণা করেছিল এবং এই স্কিমটি চালু করা হয়েছিল। সরকারি সঞ্চয় প্রচার আইন ১৮৭৩ সালে থ্রি এ ধারা অনুযায়ী। এই স্কিমটি অপ্রাপ্তবয়স্ক সমস্ত বাসিন্দা ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ রয়েছে। যেকোনো সময় যে কোন ব্যক্তির মনে হলেই এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করতেই পারেন।এই স্কিমের সুবিধা পেতে পারেন।
ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিমের বৈশিষ্ট্য:
এই ধরনের মাসিক সঞ্চয় স্কিমের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে সেগুলি হল :
- এই অ্যাকাউন্টগুলি পাঁচ বছর লক ইন পিরিয়ড থাকে। তাই চাইলেই সময়ের আগে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করা যায় না।
- অ্যাকাউন্ট গুলির সুদের হার ৭.৪ শতাংশ।
- ন্যাশনাল সেভিংস মাসে ইনকাম টিমে যে সমস্ত অ্যাকাউন্টগুলি থাকে তার ওপরে বাজারের পরিস্থিতি অনুযায়ী সুদের হার নির্দিষ্ট করা হয়।
- এই স্কিমের অধীনে যে সমস্ত অ্যাকাউন্ট থাকে সেগুলি সময়ের আগে বন্ধ করার অনুমতি পাওয়া যায় তবে সেক্ষেত্রে জরিমানা ধার্য করা হয়।
- ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিমে নূন্যতম হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করার সুযোগ পান গ্রাহকরা।
ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিমের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিনিয়োগ টাকার পরিমাণ:
একজন ব্যক্তি সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে এই একাউন্ট খুলতে পারেন এবং সর্বোচ্চ পরিমাণ ৯ লাখ টাকা পর্যন্ত যদি যৌথ একাউন্ট হয় সেক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হল ১৫ লক্ষ টাকা।
ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিমের সুদের হার:
নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের থেকে এই জাতীয় সঞ্চয় মাসিক প্রকল্পের অধীনে যে সমস্ত অ্যাকাউন্টগুলি থাকে তার সুদ অনেক বেশি। জাতীয় সঞ্চয় মাসিক আয় প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টগুলি বর্তমান সুদের হার ৭.৪% পিএম। যে কারণে মানুষেরা অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারেন নিয়মিত সেভিংস অ্যাকাউন্টের তুলনায় তারা বেশি সুদ পাবেন বলে।
চলুন দেখে নেওয়া যাক কোন ব্যক্তি যদি একটি যৌথ একাউন্টে ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে তিনি প্রতি মাসে পাবেন পাঁচ হাজার ৫৫৫০ টাকা করে সমস্তটাই ৭.৪ পিএ সুদের হিসাব অনুযায়ী। অর্থাৎ পাঁচ বছরের শেষে ব্যক্তির মোট অর্জিত আয়ের পরিমাণ হবে ৩ লক্ষ ৩৩ হাজার টাকা।
আবার কোন ব্যক্তি যদি অন্য একটি একাউন্টে ৪ লক্ষ টাকা রাখেন পাঁচ বছরের জন্য তাহলে তার মাসিক সুদ হবে ২৪৬৬ টাকা, পাঁচ বছরের শেষে তার অর্জিত মোটা আয়ের পরিমাণ হবে ১ লক্ষ ৪৮ হাজার টাকা। নিঃসন্দেহে এটি মানুষের কাছে অত্যন্ত লাভজনক একটি স্কিম যে কারণে অনেকেই এই স্কিমের প্রতি আগ্রহ প্রকাশ করেন।
National Savings Monthly Income Scheme আওতায় কি কি ধরনের অ্যাকাউন্টের রয়েছে ?
এই অ্যাকাউন্ট গুলির বেশ কিছু ধরন রয়েছে এই অ্যাকাউন্টগুলি জাতীয় সঞ্চয় মাসিক আয় অ্যাকাউন্টের অধীনে অনুমোদিত। আসুন জেনে নেয়া যাক সেই ধরন সম্পর্কে বেশ কিছু কথা।
কোন ব্যক্তি যদি যৌথ অ্যাকাউন্ট করেন সেখানে সর্বাধিক তিন জন প্রাপ্তবয়স্ক দ্বারা পরিচালিত হতে পারে ওই অ্যাকাউন্ট সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টের সর্বোচ্চ সীমা ৯ লক্ষ টাকা পর্যন্ত।
যৌথ অ্যাকাউন্ট গুলি সচারাচার আইনি অভিভাবক দ্বারা পরিচালিত হয়ে থাকে।
কোন ব্যক্তি যদি তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট করে থাকেন অর্থাৎ একজন মাত্র প্রাপ্তবয়স্ক দ্বারা পরিচালিত হয় সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টের সর্বোচ্চস সীমা ৪.৫ লক্ষ টাকা।
এছাড়াও কোন ব্যক্তি চাইলে একাধিক অ্যাকাউন্ট খুলতেই পারেন এবং পরিচালনা করতেই পারেন। তবে একজন ব্যক্তির ক্ষেত্রে উল্লিখিত সীমার বেশি কখনোই থাকতে পারে না এবং তাঁর বিনিয়োগ তার সমস্ত অ্যাকাউন্টে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে এফডি না এমআইএস কোনটি ভালো তাদের জন্য বলে রাখা ভালো এফডি গুলিকে এমআইএসের তুলনায় অনেকটাই কম ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় কারণ এম আই এস বাজারে ঝুঁকির একটি বিষয়। তবে কোন ব্যক্তি যদি মাসিক আয় খুঁজতে চান সেক্ষেত্রে এমআইএস হলো গ্যারান্টি যুক্ত রিটার্ন এবং মাসিক আয়ের একটি উপযুক্ত মাধ্যম।
পোস্ট অফিস এমআইএসের মেয়াদ পূর্তির ৫ বছরের আগেই যদি কোন অ্যাকাউন্ট ধারী ব্যক্তি মারা যায় সে ক্ষেত্রে পোস্ট অফিস অ্যাকাউন্টটিকে বন্ধ করে দেয় এবং অ্যাকাউন্টধারীর নমিনি যিনি আছেন অথবা আইনগত উত্তরাধিকারীকে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। ভারতের কোটি কোটি মানুষ প্রতিনিয়ত তাদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার জন্য বিভিন্ন স্কিম বেছে নেন যাতে তাদের টাকা নিরাপদ থাকে এবং একটি নিশ্চিত রিটার্ন পান তাঁরা।
প্রতিমাসে মাসিক খরচ মেটানোর জন্য পেনশনের মত একটি আয় পাওয়া খুবই প্রয়োজন কারণ অনেকেই মার্কেট সংযুক্ত বিনিয়োগ স্কিম গুলিতে অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক হন না কারণ তাঁরা ঝুঁকি নিতে চান না এবং তাদের মধ্যে উচ্চ আয়ের সম্ভাবনা দেখা যায় না, তাই তাঁরা এই সমস্ত স্কিম গুলিতে বেশি আগ্রহী হয়ে ওঠেন। কম আয় হওয়া সত্ত্বেও এই স্কিম গুলির জনপ্রিয়তা যথেষ্ট কারণ শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে যেমন উচ্চ আয়ের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মন্দা হবার সম্ভাবনা রয়েছে।
ক্ষতিরও সম্ভাবনা রয়েছে প্রবল। কারণ আমরা সকলেই জানি শেয়ার মার্কেটে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে রিস্ক সবাই নিতে পারেন না বা চান নাও বলা যেতে পারে। তাই লোভ-লালসাকে দূরে সরিয়ে রেখে একটি নিশ্চিত রিটার্নই একটি মানুষের জীবনকে সুখকর করে তুলতে পারে। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের জীবনে সুখ আসে মনের শান্তিতেই আর মনের শান্তি খুঁজে পায় নিশ্চিত রিটার্নে। যা দিতে পারে একমাত্র এমআইএস স্কিম। তাই আজি নিজের জীবনকে নিশ্চিত ও নিরাপদ করে তুলতে এই স্ক্রিনে নাম লেখাতে ভুলবেন না।
ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিমের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:
ন্যাশনাল সেভিংস মাসিক ইনকাম স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক | Click Here |