মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট: এই স্কিমের আওতায় ব্যঙ্কে টাকা রাখলে পাবেন ৭.৫% করে সুদ , দেখে নিন আর কি কি সুবিধা পাবেন

Baisali Samanta
Mahila Samman Savings Certificate
WhatsApp Channel Follow Now

ভারতের প্রতিটি মেয়ে ও মহিলাকে নিরাপত্তা দিতে সরকারের এক উল্লেখযোগ্য স্কিম রয়েছে যার নাম মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট(Mahila Samman Savings Certificate) স্কিম। এটি পরিচালিত হয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগের দ্বারা। এই স্কিমের উদ্দেশ্য হলো প্রতিটি মহিলাকে যেন এই স্কিমের আওতায় আনা যায়। আসুন জেনে নিন এই প্রকল্প সম্পর্কে সবিস্তারে আজকের এই প্রতিবেদনে।

প্রকল্পের সূচীপত্র
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বিবরণ / Overview of Mahila Samman Savings Certificateমহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কী(What is Mahila Samman Savings Certificate) ?মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের বৈশিষ্ট্য / Features of Mahila Samman Savings Certificateমহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Mahila Samman Savings Certificateমহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Mahila Samman Savings Certificateমহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে আবেদন করার পদ্ধতি/ How to apply in Mahila Samman Savings Certificateমেয়াদ পূর্তির আগে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে এর অ্যাকাউন্ট বন্ধ করার নিয়মাবলী / Procedure for closing Mahila Samman Savings Certificate account before maturityপোস্ট অফিস থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে এর আবেদন পদ্ধতি / Application Procedure for Mahila Samman Savings Certificate from Post Officeব্যাংক থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এর আবেদন পদ্ধতি / Application Procedure for Mahila Samman Savings Certificate from Bank

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বিবরণ / Overview of Mahila Samman Savings Certificate

প্রকল্পের নামমহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট
কোন কোন রাজ্যে চালু হয়েছেভারতবর্ষের প্রতিটি রাজ্যে
প্রকল্প শুরু করেছেনকেন্দ্র সরকার
কোন বিভাগের অন্তর্গতঅর্থ মন্ত্রক
প্রকল্প শুরুর তারিখ২০২৩
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনভারতের প্রতিটি মেয়ে ও মহিলা
আবেদনের বয়স সীমানেই
কি কি সুবিধা পাবেন১. 7.5 শতাংশ হারে প্রতি ত্রৈমাসিকে সুদ পাবেন।
২. দেশের প্রতিটি মেয়ে আর্থিকভাবে সুরক্ষিত থাকবে।
৩. অল্প বয়স থেকেই তারা আর্থিক বিনিয়োগ সম্পর্কে সরাসরি জ্ঞান লাভ করবে।
প্রকল্পের তথ্যClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কী(What is Mahila Samman Savings Certificate) ?

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট হল সরকার সমর্থিত এক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যা বর্তমানে যে কোন পোস্ট অফিস কিংবা যোগ্য তপশিলি ব্যাংকগুলো উপলব্ধ রয়েছে। এই স্কিমটি চালু করা হয়েছিল ২০২৩ সালের ১লা এপ্রিল এবং ৩১ শে মার্চ ২০২৫ পর্যন্ত দু বছরের মেয়াদের বৈধতা ছিল। ৭.৫% সুদের হারে দু বছরের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত কেউ চাইলে রাখতেই পারে।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের বৈশিষ্ট্য / Features of Mahila Samman Savings Certificate

  • এই স্কিম সমস্ত মহিলা ও মেয়েদের জন্য একটি আকর্ষণীয় ও সুরক্ষিত বিনিয়োগের বিকল্প প্রদান করে থাকে।
  • মাত্র দু বছরের মেয়াদের জন্য অ্যাকাউন্ট খোলা সম্ভব।
  • ন্যূনতম ১০০০ টাকা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে এই অ্যাকাউন্টে।
  • এই স্কিমের অধীনে জমা করা আমানতের উপর বার্ষিক ৭.৫% সুদ দেওয়া হয়।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Mahila Samman Savings Certificate

  • এই স্কিমটি শুধুমাত্র মেয়ে কিংবা মহিলাদের জন্যই তৈরি ।
  • আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • যেকোনো মহিলা এই স্কিমে আবেদনের যোগ্য।
  • অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে তাঁর অভিভাবকরা এই অ্যাকাউন্টটি খুলতে পারেন।
  • বয়সের কোন উর্ধ্বসীমা নেই সমস্ত বয়সের মহিলারাই এই স্কিমে সুবিধা লাভ করতে পারেন।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে আবেদন করার  জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস/ Documents required to apply for Mahila Samman Savings Certificate

  • আধার কার্ড জমা দিতে হবে
  • প্যান কার্ড জমা দিতে হবে
  • বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে
  • পাসপোর্ট সাইজ ফটো জমা দিতে হবে
  • ড্রাইভিং লাইসেন্স ঠিকানা প্রমাণপত্র হিসেবে জমা দিতে হবে
  • ভোটার আইডি কার্ড ঠিকানা প্রমাণপত্র হিসেবে গ্রাহ্য করা হবে ।
  • টাকা জমার পরিমাণ চেকের সাথে পে-ইন স্লিপও জমা দিতে হবে।
  • নাম ও ঠিকানার বিবরণ সম্বলিত জাতীয় জনসংখ্যা নিবন্ধন দ্বারা যে চিঠি সেই চিঠি জমা দিতে হবে।
  • রাজ্য সরকারের আধিকারিক দ্বারা স্বাক্ষরিত ও তাঁরই জারি করার জব কার্ড প্রয়োজন হবে।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে আবেদন করার পদ্ধতি/ How to apply in Mahila Samman Savings Certificate

  • আবেদনের জন্য প্রথমে আবেদনকারী কে নিজের নিকটবর্তী পোস্ট অফিস কিংবা ব্যাংকের শাখায় যেতে হবে।
  • আবেদনকারী কে ফোন সংগ্রহ করতে হবে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে ফোনটি ডাউনলোড করতে হবে।
  • ডাউনলোড করার পর আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে এবং সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথি পত্র।
  • ফর্মটি পূরনের সময় অতি অবশ্যই ঘোষণা ও মনোনয়নের বিবরনটি পূরণ করতে হবে।
  • আবেদন পত্রে বিনিয়োগ বা আমানতের পরিমাণ উল্লেখ করতে ভুলে গেলে চলবে না ।

মেয়াদ পূর্তির আগে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে এর অ্যাকাউন্ট বন্ধ করার নিয়মাবলী / Procedure for closing Mahila Samman Savings Certificate account before maturity

  • অ্যাকাউন্ট ধারীর মৃত্যু ঘটলে অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব ।
  • উপ অনুচ্ছেদ একের অধীনে বলা রয়েছে একাউন্ট খোলার ছমাসের পর যেকোনো সময় আবেদনকারী অ্যাকাউন্টটি বন্ধ করতে পারেন তবে সে ক্ষেত্রে উল্লেখ করা সুদের হারের থেকে দু শতাংশ কম সুদের হারে অর্থাৎ ৫.৫% হরে পে আউটের মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন।
  • অ্যাকাউন্ট ধাড়িী ব্যক্তির কোন চরম পরিস্থিতি যেমন অসুস্থতা বা অভিভাবকের দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটলে অ্যাকাউন্ট বন্ধ করার অনুমতি দেয়া হয়। যদিও সেই প্রাসঙ্গিক নথি গুলি জমা করতে হবে। তবে এই সমস্ত কিছু না ঘটলেও কোন ব্যক্তি চাইলে একাউন্ট খোলা ছয় মাস পরে অ্যাকাউন্ট বন্ধ করতে পারে।

পোস্ট অফিস থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে এর আবেদন পদ্ধতি / Application Procedure for Mahila Samman Savings Certificate from Post Office

  • ভারতীয় পোস্ট অফিসের ওয়েবসাইট থেকে চাইলেই শংসাপত্র কেনার জন্য আবেদন ডাউনলোড করতে পারেন অথবা চাইলেই নিজের কাছের পোস্ট অফিস শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন।
  • এরপরে টু দ্য পোস্টমাস্টার বিভাগে গিয়ে পোস্ট অফিসের ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
    প্রথমেই নিজের নাম সঠিকভাবে লিখতে হবে এবং মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট হিসেবে একাউন্টটি নির্দিষ্ট করতে হবে।
  • এরপর একে একে অ্যাকাউন্টের ধরন অর্থ প্রদান এবং ব্যক্তিগত সমস্ত তথ্যের বিবরণ দিতে হবে।
  • এরপরে ফর্মটির সাথে প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু একসাথে করে জমা দিতে হবে।
  • বিনিয়োগের টাকাটি নগদ কিংবা চেক দুভাবে ব্যবহার করতে পারেন।
  • এরপরেই মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমের বিনিয়োগের প্রমাণপত্র হিসেবে পরিবেশন করা শংসাপত্রটি পাবেন।
    মাত্র কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করলেই খুব সহজেই পোস্ট অফিসে মহিলা সম্মান শংসাপত্র স্কিমে আবেদন করা সম্ভব।

ব্যাংক থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এর আবেদন পদ্ধতি / Application Procedure for Mahila Samman Savings Certificate from Bank

  • নিজের নিকটস্থ ব্যাংকের শাখায় গিয়ে প্রয়োজনীয় সমস্ত বিবরণ সহ আবেদন পত্রটি পূরণ করতে হবে।
  • এরপর আবেদনপত্রটির সাথে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র একসাথে করে ফর্মটি জমা দিতে হবে নিজের ব্যাংকের শাখা অফিসে।
  • এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য বিনিয়োগের টাকাটি ব্যাংক আধিকারিকের কাছে জমা করতে হবে।
  • এরপরেই ব্যাংক আধিকারিকের পক্ষ থেকে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র স্কিমে আপনার বিনিয়োগ করার প্রমাণপত্র হিসেবে শংসাপত্র টি পাবেন।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট একটি মূল্যবান সরকারি উদ্যোগ বা বলা চলে মহিলাদের আর্থিক স্বাধীনতার ক্ষেত্রে এক মাইলস্টোন সৃষ্টি করেছে স্কিম, সাথে রয়েছে একটি নিশ্চিত রিটার্ন ও নিরাপত্তা, মনোনয়নের সুবিধা। একাধিক অ্যাকাউন্ট ও বিভিন্ন আর্থিক প্রয়োজন মেটাতে পারে এই স্কিম। এই অ্যাকাউন্ট খোলাও অত্যন্ত সহজ এবং যেকোনো ব্যক্তির জন্য এই অ্যাকাউন্ট অ্যাক্সেস করাও ভীষণ সহজ।

যেকোনো রকম ঝঞ্ঝাট মুক্ত পরিষেবা দেয় এই স্কিম। নিজের নাম এই স্কিমে অন্তর্ভুক্ত করার জন্য পৌঁছে যান নিকটস্থ পোস্ট অফিসের শাখায় কিংবা ব্যাংকের শাখায় আর আজই আবেদনটি করে ফেলুন এবং এই স্কিমের সুবিধা উপভোগ করুন। আশা করা যায় আগামী দিনে মহিলাদের ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারের তরফ থেকে এমন আরো বহু স্কীম চালু করা হবে যাতে সমাজের সমস্ত মেয়ের অর্থনৈতিক দিকটি মজবুত হয়।

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment