প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা: কৃষকদের বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রী

Baisali Samanta
Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana
WhatsApp Channel Follow Now

ভারত কৃষি প্রধান দেশ। ভারতের বহু মানুষ এই কৃষি কাজের সঙ্গে যুক্ত, কৃষিকাজই তাঁদের প্রধান জীবিকা এবং তাঁদের এই জীবিকার জন্যই কোটি কোটি মানুষের মুখে তাঁরা অন্ন যুগিয়ে চলেছে নিঃশব্দে। সেই কৃষকদের জন্য কিছু করায় বদ্ধপরিকর হয়েছিলেন নরেন্দ্র মোদি সরকার। তাই যেমন ভাবা তেমন কাজ, ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করবার জন্য সূচনা করেছিলেন একটি যোজনার, যার নাম প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনা(Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)।

প্রকল্পের সূচীপত্র
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বিবরণ / Overview of Pradhan Mantri Kisan Samman Nidhi Yojanaপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কী(What is Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) ?প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উদ্দেশ্য / Objectives of Pradhan Mantri Kisan Samman Nidhi Yojanaপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Kisan Samman Nidhi Yojanaপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Pradhan Mantri Kisan Samman Nidhi Yojanaপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Pradhan Mantri Kisan Samman Nidhi Yojanaপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যোগাযোগের বিবরণ / Contact Details of Pradhan Mantri Kisan Samman Nidhi Yojanaপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি / How to Check Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana Application Statusপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

এটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। বহু কৃষক এতে উপকৃত হচ্ছেন। এটি একটি কেন্দ্রীয় সরকারের যোজনা, যাতে রয়েছে বেশ কিছু শর্ত আসুন জেনে নেব সেই শর্তগুলি কী কী।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বিবরণ / Overview of Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

প্রকল্পের নামপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা
কোন কোন রাজ্যে চালু হয়েছেদেশের সবকটি রাজ্যে
প্রকল্প শুরু করেছেকেন্দ্র সরকার
কোন বিভাগের অন্তর্গতকৃষি ও‌ কৃষক কল‌্যাণ দপ্তর
প্রকল্প শুরুর তারিখ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯
প্রকল্পের বর্তমান স্ট্যাটাস২০২৪ এ চালু আছে
কারা আবেদন করতে পারবেনকৃষকরা
আবেদনের বয়স সীমা১৮ বছরের ঊর্ধ্বে
কি কি সুবিধা পাবেনফসলের মান ঠিক রাখার জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান
আবেদনপত্রClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কী(What is Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) ?

ভারত সরকার এই যোজনার মাধ্যমে কৃষকদের একটি আর্থিক সহায়তা করে মাত্র। সরকারের তরফ থেকে কৃষকদের জন্য দেওয়া হবে বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা। এই টাকা তিনটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে। এই যোজনার উদ্দেশ্য হল কৃষকদের ন্যূনতম একটি আয়ের সহায়তা প্রদান করা।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উদ্দেশ্য / Objectives of Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

  • অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পায়ের উৎসব বাড়ানোর জন্যই মূলত এই পি এম কৃষাণ প্রকল্প চালু করা হয়েছে।
    সমস্ত যোগ্য জমিদারি কৃষক ও তাদের পরিবারকে আয়ের সহায়তা প্রদান করা এর উদ্দেশ্য
  • পিএম কিষান প্রকল্পের লক্ষ্য হলো প্রত্যাশিত কৃষি আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ফসলের স্বাস্থ্য এবং উপযুক্ত ফলন নিশ্চিত করার জন্য বিভিন্ন ইনপুট সংগ্রহের ক্ষেত্রে কৃষকদের আর্থিক চাহিদার যোগান দেওয়া।
  • প্রায় ১৪.৫ কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধা প্রদান করা এ প্রকল্পের উদ্দেশ্য। এখনো পর্যন্ত প্রায় ২ কোটি কৃষককে এই প্রকল্পের আওতায় এনেছে। আগামী দিনে আরো বহু কৃষককে এই প্রকল্পের আওতায় আনাই এই প্রকল্পের উদ্দেশ্য।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা / Benefits of Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

  • কৃষি ক্ষেত্রে আধুনিকীকরণের উদ্দেশ্যেই সরকারের এহেন উদ্যোগ।
  • সবথেকে বড় সুবিধা হল সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে কৃষকদের টাকা প্রদান। ২০২০ সালের ২৫শে ডিসেম্বর ন’ কোটি কৃষকদের ব্যাংক একাউন্টে সরাসরি ১৮ হাজার কোটি টাকা স্থানান্তর করেছিল কেন্দ্রীয় সরকার।
  • এই যোজনার প্রধান উদ্দেশ্যই হল ডিজিটালাইজড রেকর্ড। কৃষকদের সাথে সম্পর্কিত সমস্ত রেকর্ড যাতে ডিজিটাল প্লাটফর্মে নিবন্ধন থাকে তারই একটি উদ্যোগ।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাটিতে আবেদনের জন্য যোগ্যতা / Eligibility Criteria for Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

এই যোজনায় বেশ কিছু দিক আমরা আলোচনা করব আসুন দেখা যাক সেগুলি কী কী

  • এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কৃষককে প্রথমেই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কৃষক পরিবারের কেউ যেন সরকারি চাকরি না করেন সে ক্ষেত্রে তাঁরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
  • আবেদনকারী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক কারণ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা স্থানান্তর করা হবে।
  • এক সময় দুই হেক্টর কম জমির কৃষকদের ক্ষেত্রেই প্রকল্পের সুবিধা দেওয়া হত। বর্তমানে সমস্ত কৃষকই এই সুবিধা পাওয়ার যোগ্য।
  • আবেদনকারী কে অন্ততপক্ষে ১৮ বছর বয়স্ক হতে হবে তবেই এই প্রকল্পে আবেদন করবার যোগ্য বলে দিতে হবে প্রয়োজনীয় নথি :
  • নাগরিকত্বের প্রমাণ জমা দিতে হবে।
  • ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
  • আধার কার্ড জমা দিতে হবে।
  • জমির মালিকানা প্রমাণকারী দলিল জমা দিতে হবে।

রাজ্য বিধান পরিষদ পৌর কর্পোরেশনের মেয়র জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন লোকসভা বা রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান সদস্যদের মতো যারা সাংবিধানিক পদে অধিষ্ঠিত সদস্য রয়েছেন তাদের পরিবারের সদস্যরা এই প্রকল্প থেকে বঞ্চিত।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করার পদ্ধতি/ How to apply in Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

এই প্রধানমন্ত্রী কৃষাণ যোজনায়(Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আসুন দেখে নেয়া যাক অনলাইন কিভাবে আবেদন করবেন:

  1. আবেদনকারীকে প্রথমে নোডাল অফিসারের কাছে যেতে হবে, তাদের মনোনীত করার মাধ্যমে এই স্কিমে নিবন্ধন সম্ভব।
  2. আবেদনকারী কৃষকরা স্থানীয় পাটোয়ারী বা রাজস্ব কর্মকর্তাদের কাছেও যেতে পারেন আবেদন করার জন্য।
  3. কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সি এস সি এস এর মাধ্যমেও এই যোজনায় নাম নথিভুক্ত করা সম্ভব।
  4. উপরোক্ত পদ্ধতিগুলি ছাড়াও নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
  5. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কৃষক কর্নার বিভাগের নতুন কৃষক নিবন্ধন অপশনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যোগাযোগের বিবরণ / Contact Details of Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার হেল্পলাইন নম্বর ১৫৫২৬১/০১১-২৪৩০০৬০৬। এই যোজনা সংক্রান্ত যেকোন সমস্যার ক্ষেত্রে কৃষকরা ই-মেইলের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ইমেইল আইডিটি হল: pmkisan-ict@gov.in ও টোল ফ্রি নম্বররে যোগাযোগ করতে পারেন ১৫৫২৬১ বা ১৮০০১১৫৫২৬ (টোল-ফ্রি) বা ০১১-২৩৩৮১০৯২।

কৃষকদের সুবিধার্থে কৃষক কল্যাণ মন্ত্র একটি কৃষাণি মিত্র বুদ্ধিমত্তার চ্যাটবট চালু করেছেন যাতে বহু ভাষায় কৃষকরা তাদের সমাধান পেতে পারেন। সেগুলি হল হিন্দি বাংলা ইংরেজি তামিল ওড়িয়া ইত্যাদি।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদনের স্ট্যাটাস চেক করার পদ্ধতি / How to Check Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana Application Status

  1. সব আবেদনকারীকে প্রথমেই পিএম কিষান যোজনা অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে।
  2. পরবর্তী ধাপে ফার্মার কর্নার অপশনটি হোমপেজে ক্লিক করতে হবে।
  3. ক্লিক করার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে।
  4. এরপরে ড্রপডাউন মেনুতে গিয়ে রাজ্য জেলা উপজেলা ব্লক কিংবা গ্রাম বেছে নিতে হবে।
  5. সঠিকভাবে সমস্তটি বেছে নেওয়ার পর রিপোর্ট অপশনে ক্লিক করলে স্ট্যাটাস দেখতে পাবেন আবেদনকারী।

২০১৯ সালে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রথম কৃত্রিম টাকা দিয়েছিল কৃষকদের প্রায় দু কোটি কৃষক প্রথম কিস্তি স্বরূপ ২০০০ টাকা করে তাদের ব্যাঙ্ক একাউন্টে পান নিঃসন্দেহে এক ভালো উদ্যোগ। আগামী দিনে কেন্দ্রীয় সরকার সমাজে কৃষকদের একটি সুনির্দিষ্ট জায়গা করে দেবার জন্য বদ্ধপরিকর। তারাও সমাজের অংশ আমাদের দেশের অংশ এবং বলা যায় এক বৃহত্তর অংশ যারা না থাকলে আমাদের মত সাধারণ মানুষরা না খেতে পেয়ে মারা যেত।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক:

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কClick Here
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বিজ্ঞপ্তি ডাউনলোড করুনClick Here
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নতুন রেজিস্ট্রেশন করার লিঙ্কClick Here
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আবেদনের স্ট্যাটাস চেক করার লিঙ্কClick Here

WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now
Share This Article
Leave a comment